(১) একটা সাজানো ষড়যন্ত্র
যেখানে এখনও মৃত জ্যোৎস্নারা জীবন্ত হয়ে যায়
বাইরে গান হচ্ছে 'কতদিন দেখিনি তোমায়…'
কয়েকটা বীজধান উপহার দিলাম তাঁকে
সঙ্গে দিলাম দু-একটা মেঘ
গানটা থামলে মন গেয়ে ওঠে
'মেনেছি গো হার মেনেছি…'
আমাদের গা বেয়ে গড়াচ্ছে রক্ত, শুধু রক্ত।
ওরা বদ রক্ত নয়, একেবারে তাজা;
হারতে হারতে জীবন কখন যেন ম্যাজিশিয়ান হয়ে
অবিকল জিততে শিখে যায়…
আর একটু তর্জমা হোক মরুঝড়ে
চলো, কিছুক্ষণ ধাত্রী হয়ে পৃথিবীকে আদর করি
আর দেরি করে লাভ নেই
শুধু একলব্যই দ্রোণের ভিক্ষাপাত্রের
দৈন্যতাকে গোগ্রাসে চিনতে পেরেছিল…
(২) হিসেবটা একটু বেহিসেবী হোক
হিসেবের গ্যাঁড়াকলে–
বৃষ্টির শব্দেও কাছে আসে অনুপ্রাস
প্রেয়সীর মতো পাশে বসে
উদাস বাতাস গুনতে থাকে উবু, দশ, কুড়ি…
একটু বেহিসেবী মন যদি আস্তানা হয় ক্ষতি কী
আমরা টকে যাওয়া সভ্যতায়
ফসল ফলাতে গিয়ে অমাবস্যার চাঁদ হয়ে উঠি
নিজস্ব ঘরগেরস্থালির চৌকাঠে
বসতি গড়ে বেহিসেবী মন
আরো আরো একটু হিসেবের
গড়মিল হোক তবে
হারিয়ে যাওয়া অতীত প্রতিধ্বনিত হয়–
উবু, দশ, কুড়ি…