@LCM লেখাটি বোধহয় "छत्तीसगढ़ এ মাওবাদ: এক bihangam দৃষ্টি " , তিনটি কিস্তি।
2014 নাগাদ লেখা বোধহয়।
মোবাইলে কিছু language প্রবলেম হচ্ছে। মাফ করবেন।
@NRO
ভাই, আপনার ধারণাটি ভুল।
छत्तीसगढ़ আদৌ no no zone নয়। ওখানে 99% লোক আপনার মতই "সাম্রাজ্যবাদী" বা আমার ও LCM এর মত liberal welfare democracy ভক্ত।
Tourist দের জন্য চমৎকার। একবার ঘুরে আসুন।
হোটেল, पुरातत्व, ওপেন air থিয়েটার সব আছে।
শুনুন, छत्तीसगढ़ এর তিন ভাগের এক ভাগ হল बस्तर অঞ্চল। মাওবাদী আন্দোলন সেখানেই আটকে আছে।
বিস্তীর্ণ समतल এলাকায় মাওবাদী দের কোন प्रभाव নেই।
কারণ, মাওবাদীরা রাষ্ট্র ক্ষমতা দখল করে নতুন রাষ্ট্র গড়তে চায়। Chhattisgarh এর কৃষক ওসব চায় না। বরং বর্তমান ব্যবস্থার মধ্যেই তাদের সমস্যার সমাধান ও উন্নতি খোঁজে।
এখন बस्तर অঞ্চল হোল বিশাল। আমাদের কেরালা এবং ইউরোপের बेल्जियम এর সমতুল্য।
এখন মাওবাদী দের हेडक्वॉर्टर অবুঝমার অঞ্চলেও সরকারের সশস্ত্র বাহিনী ঢুকে পড়ে अभियान চালাচ্ছে । यवनिका পতন শুধু সময়ের अपेक्षा.
নিশ্চিন্তে ঘুরে আসুন। Raipur airport ভারতের অনেক শহরের চেয়ে উন্নত।
Raipur থেকে Bastar এর রাজধানী जगदलपुर পর্যন্ত 300 কিমি রাজপথ চারটে গাড়ি পাশাপাশি যাওয়ার মত । হোটেল দোকান পাট ইত্যাদি সবই আছে ।
Raipur tourism এর সঙ্গে অনলাইন বুকিং করুন।
অপরিচিত জায়গা ও জনগোষ্ঠীর সঙ্গে পরিচয় অনেক ধারণা बदले দেবে।