সেটাই। আমার চিন্তাধারা একটু অন্যরকম।
বিত্তশালী দেশে ভাল জীবিকার আশায় পাড়ি জমানো স্বাস্থ্যকর চিন্তা বলে আমার মনে হয়।
সেই দেশগুলোও তেমন জানে।
তাদেরও ওয়ার্কফোর্স দরকার। সর্বস্তরেই দরকার তাদের।
এবার তারা কিছু নিয়মাবলী স্থির করে নিয়েছে। সেই স্থির করা নিয়মাবলী মাঝে মধ্যেই পরিবর্তিত হয় শ্রমের জোগান কতটা কোন কোন শিল্পে বা অর্থনীতির উন্নতির জন্য প্রয়েজন সেই মতো।
আরেকটা জিনিসও কাজ করে, সেটা হচ্ছে ইমিগ্রেশন আইন। প্রচুর দেশ মনে করে যে অন্য "জাতের" এবং "ধর্মের" মানুষের অনুপাত তাদের দেশে বেশি হয়ে গেলে সেই দেশটার জাতিগত পরিচয় ঘেঁটে যেতে পারে।
সেজন্য ইয়েরোপের মধ্যে যতটুকু বুঝেছি অন্য ইয়েরেপীয় দেশ থেকে শ্রমের প্রয়োজনে লোক নিতে দ্বিধা নেই, ককেশিয়তা নষ্ট হবে না, দেশগুলো মোটা মুটি সাদা মানুষের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠাতেই থাকবে।
সাদার সঙ্গে বিয়ে করে নিলে এরা আইনত ঠেকাতে পারে না নাগরিকত্বের অধিকার।
এই নিয়মগুলো এরা নিজেদের সুবিধেমত সেট করে নিয়েছে।
ইয়োরোপের বেশ কটি দেশ বিগত কয়েক শতাব্দীতে এশিয়া আফ্রিকা অ্যামেরিকার দেশগুলো যে পরিমানে তাণ্ডব চালিয়েছে, ডাকাতি করে ছিবড়ে করে দিয়েছে দেশগুলোকে — যেটাকে ভদ্রভাষায় কলোনিয়ালিজম বলে থাকি, সেই কলোনিয়ালিজমেরই ফল এখন পীড়িত দেশগুলো ভুগছে, এবং সেইসব দেশগুলো থেকেই বড়লোক দেশে যাবার জন্য এত আকাঙ্খা।
যারা ডাকাতের মত লুঠপাট করেছে শতাব্দী ধরে ধরে, তাদের দেশে গিয়ে থাকতে গেলে এখন একশো আইন।
তাই যদি কেউ সেই আইনের ফাঁকফোঁকর গলে সেসব দেশে যেতে চায়, আমি ব্যক্তিগতভাবে এতে দোষের কিচ্ছুটি দেখি না। স্পষ্ট কথা।