এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ইন্দ্রাণী | ০৯ এপ্রিল ২০২৩ ০৩:৪৩518465
  • শিরোনাম দেখে ফুরফুরে সুখময় লেখা ভেবে নিয়েছিলাম। কিন্তু
    এ তো মারাত্মক।
    মঞ্জীরা সাহার একটি ধারাবাহিক প্রকাশিত হয় এই সাইটেই, অন্য বই ও রয়েছে ওঁর।
    লেখা এই সাইটের সম্পদ মনে করি। আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতাও।
    এখন থেকে নিয়মিত পড়ব।
  • dc | 2401:4900:1cd1:3912:b8d0:b068:f000:***:*** | ০৯ এপ্রিল ২০২৩ ০৭:৫১518471
  • সবকটা পর্বই পড়তে ভালো লাগছে আর এলিসিয়াম সিনেমাটার কথা মনে হচ্ছে। আশা করি একদিন সব দেশের মানুষ অবাধে সব জায়গায় যাতায়াতের সুযোগ পাবে, এই পাসপোর্ট ভিসা ব্যপারগুলোই উঠে যাবে। 
  • হীরেন সিংহরায় | ০৯ এপ্রিল ২০২৩ ১১:২৪518473
  • খুবই সুন্দর লিখছেন। এতো দিন ইউরোপে থেকেও ভেবে দেখি নি। কিছুটা সময় কাটানো গেলে ইউরোপ কাউকে ফেরায় না । একটা অসম্ভব মুক্ত মনে আপনি বিষয়টি দেখছেন। 
  • দীপাঞ্জন মুখোপাধ্যায় | ০৯ এপ্রিল ২০২৩ ১২:৪৮518477
  • এই লেখাগুলো এবং মঞ্জীরা সাহার ধারাবাহিক পড়লে মুজতবা আলীর 'নোনাজল' গল্পটাকে বারবার মনে পড়ে । yes
  • যোষিতা | ০৯ এপ্রিল ২০২৩ ১২:৪৮518478
  • নাগরিকত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মুক্ত সমাজ। সঙ্গে অর্থ, শিক্ষার অধিকার, সুস্বাস্থ্যের অধিকার, এ সবই ইয়োরোপের পজিটিভ দিক।
    তবে স্কিল্ড লেবার ব্যতীত কিছু কিছু দেশ চাকরি দেয় না। আমার জানা মতে শেঙ্গেনের জারমানি, অস্ট্রিয়া, সুইটজারল্যান্ড, এসব দেশে স্কিল্ড লেবার না হলে চাকরি পাওয়া মুশকিল তো বটেই, অসম্ভবও হতে পারে।
    তাই "হাজার মাইল দূরে হাঁটছে" যারা, তারা স্কিল্ড লেবার নয়। তাদের ওটা ছাড়া অন্য পথ নেই।
    পেপার ম্যারেজের দাম দেশ বিশেষে কম বা বেশি। ধার দেনা করেও বিবাহ করবে।
    এমন বিবাহ জানি, যেখানে নব্বই বছরের বৃদ্ধাকে বিবাহ করেছে তরুণ, একটু সস্তায় হবে বলে। সে থাকেও অন্যত্র। স্ত্রী ঘরে মরে পচে গেছে, পুলিশ গিয়ে খবর পেয়ে তরুণকে ফোন করে জিজ্ঞাসা করছে - আপনি কেমন আছেন? আপনির স্ত্রী কেমন আছেন?
    তরুণ বলছে — সব ঠিকঠাক।
    তারপরে দেখা গেল, পেপার ম্যারেজ।
    শুধু নাগরিকত্ব পাবার জন্য অনেক পথ দিয়ে হাঁটতে এরা রাজি।
  • যোষিতা | ০৯ এপ্রিল ২০২৩ ১২:৪৯518479
  • এ সমস্তই প্রায় চল্লিশ বছর ধরে দেখছি প্রতিনিয়ত।
  • Kuntala | ০৯ এপ্রিল ২০২৩ ১৫:৫৮518488
  • ইউরোপে আমাদের দেশগুলো থেকে দলে দলে অভিবাসী যায় কিছুটা উঁচুহারে শ্রমের মূল্য পাওয়ার জন্য, আর বেশিরভাগটাই সামাজিক নিরাপত্তার সুবিধাগুলোর জন্য। 
    তবে আপনি কবিতার চর্চা করেন বলে আপনার 'আমি চঞ্চল হে', হওয়া পোষায়, আর অন্যরা ইউরোপের ওইসব মুক্তচিন্তা, ব্যক্তিস্বাধীনতা ইত্যাদি জানে না বলে তাদের 'জাস্ট যাচ্ছি' - এরকম হওয়ার অধিকার নেই তা মানবো না।
    বাংলাদেশীরা, নেপালিরা, আর ভারতের পাঞ্জাবিরা  - সবাই জাস্ট যেতে ভালোবাসেন।
    একবার দিল্লিতে ফিলিপাইনের ভিসার জন্য দরখাস্ত করতে গিয়ে দেখি দলে দলে পাঞ্জাবি ভাইয়েরা লাইনে দাঁড়িয়ে আছেন। আমি তো কনফারেন্স,  ওনারা ওই, 'জাস্ট যাচ্ছেন', ভাগ্য পরীক্ষায়।
  • কিংবদন্তি | ০৯ এপ্রিল ২০২৩ ২০:৫৫518497
  • @Kuntala, আমার লেখার সুর হয়ত ভিন্ন রকম হয়ে গেছে। আমিও কিন্তু এদের বিপক্ষে না। আমি শুধু পরিস্থিতিটা বলার চেষ্টা করেছি। আমি অনেকের আফসোস দেখে লিখেছি। তারা জাস্ট যাচ্ছি চিন্তা করে এসে এখন পস্তাচ্ছে। তারা কিছু না বুঝেই হাজির। তাদের ইউরোপ আমেরিকা সম্পর্কে সত্যই কোন ধারনা নাই। যারা জেনে বুঝে ঝুঁকি নিচ্ছে জীবনের উপরে তারা যাবেই, তাদেরকে কোন কিছুতেই ফিরিয়ে রাখা যাবে না। একেকজন এখানেই বলছে সাত বছর আট বছর টার্গেট, ততদিনে কাগজপত্র হয়ে যাবে বলে আশা করছে। এইটা চিন্তা করে, এত লম্বা সময় অবৈধ থাকার ঝুঁকি নিয়ে যাচ্ছে এইটা অবিশ্বাস্য একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। আর আমি আমার প্রসঙ্গ টেনে এনেছি কারণ আমার ক্ষেত্রে কী কাজ করেছে তাও বলা উচিত। কারণ ওরা আমি আসলে কোন পার্থক্য নাই। সবাই একই ভিসায় এসেছি। আমি থাকতে চাচ্ছি ওরা চলে যাবে বলে বসে আছে ব্যাগ গুছিয়ে। 
     
    @যোষিতা দিদি, ( দিদিই লেখলাম, কাকে যে কী বলে সম্বোধন করব বুঝে উঠতে পারি না!) এরা সম্ভবত কোন ভুল তথ্য পেয়ে এমন ঝুঁকি নিচ্ছে। কেউ বলছে ইতালিতে গেলে এখানে ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকলেও কোন সমস্যা হবে না, ১৮ মাস পরে ফিঙ্গার প্রিন্টের মেয়াদ শেষ হয়ে যায়! কেউ বলছে পর্তুগালে গেলে তিন বছরে কাগজপত্র তৈরি হয়ে যায়! কারো বক্তব্য হচ্ছে স্পেনে গিয়ে আবেদন করলে তিন চার বছরে কাগজ পেয়ে যাবে। আমি জানি না এগুলা কিছুই। তাদের মুখে যা শুনেছি তাই বললাম। আমি একজনকে বলেছি যে ভাই লম্বা সময় অবৈধ হয়ে থাকাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে না। তিনি হেসে উড়িয়ে দিলেন। মাত্র গত পরশুদিন আমার সাথে ঢাকা থেকে এক সাথে এসেছে একটা ছেলে, বিক্রমপুর বাড়ি ওর। বাচ্চা একটা ছেলে, ২০২০ সালে মাধ্যমিক দিয়েছে। ও চলে গেল। আগের দিন শুধু আমাকে বলল ভাই আমি কালকে চলে যাব! আমার এত খারাপ লাগল! কিন্তু কী বলব ওকে? ও সব তৈরি করেই এসেছে দেশ থেকে। এখানে এসে থাকবে অল্প কয়েকদিন, চলে যাবে এরপরে। ও যাচ্ছে ফ্রান্স। ওর এলাকার এক বড় ভাই আছে, তিনি প্রাথমিক আশ্রয় দিবেন। ও এখন সীমান্ত পার হতে পারেনি। তিমিসোরা সীমান্তে বসে আছে। দালালরা সুযোগ বুঝে পাঠিয়ে দিবে। এই পাচার হওয়ার একটা নাম দিয়েছে মানুষ, গেম দেওয়া! সবাই গেম দিবে! ও এখন আছে গেম ঘরে। কী একটা অবস্থা! 
     
    সবাইকে ধন্যবাদ।  
  • Kuntala | ১০ এপ্রিল ২০২৩ ১৯:১৭518520
  • আপনার লেখা সকলেই পড়ছেন, আলোচনা হচ্ছে, এটাই তো ভালো। আপনি লিখতে থাকুন। সত্যিই আরো উন্মোচন করতে পারলে এই লেখাটা একটা গুরুত্বপূর্ণ মানবিক দলিলে পরিণত হতে পারে। এর মধ্যেই 'এই দেশ করেছি', আর 'গেম করা', দুটি শব্দ প্রয়োগ শিখলাম। হয়তো মাস্টারি করার অভ্যাসর  দোষে প্রশংসা তেমন প্রকট হয়নি। সময় নিয়ে অনেকেই পড়ছি কিন্ত।
  • যোষিতা | ১১ এপ্রিল ২০২৩ ০০:২২518535
  • "রোমানিয়া এই সব ভুয়া কোম্পানির প্রতি কঠোর হবে এমন আশা করে আছি।"
    সাদেকভাই যে কোনও ব্যবসায়ে সাপ্লাই চেইন বলে একটা ব্যাপার আছে, সেখানে চাহিদা না থাকলে সাপ্লাই কমাতে হয়। এখানে মূল চাহিদা হচ্ছে "ইয়োরোপে  যাবার ইচ্ছা" তা সে মূল কারন যাই হোক না কেন। আইন কড়া করলেও ডিম্যান্ড কমবে না। যেটা হবে সেটা হচ্ছে যাবার জন্য দালালের ফি বেড়ে যাবে, যাবার পথ আরও কঠিন হবে, আরও ঝুঁকিপূর্ণ হবে।
    দেখুন প্রত্যেক বছর ভূমধ্য সাগরে অসংখ্য রবারের ডিঙিনৌকো উল্টে প্রচুর মানুষের মৃত্যু হয় এই একই কারনে। আফ্রিকার বিভিন্ন জলসীমা থেকে নৌকোগুলো ইয়োরোপের গ্রীস ইতালি পোর্তুগালের দিকে পাড়ি জমায়। তিনটেই শেংগেনভূক্ত দেশ। দালালকে টাকা দিয়ে সর্বস্বান্ত হয়েও বিভিন্ন দেশের মানুষ  ছেলে বুড়ো স্ত্রীলোক শিশু নিয়ে ওভারলোডেড অবস্থায় ইয়োরোপে আসতে চায় উদ্বাস্তু হিসেবে। কারও দেশ যুদ্ধ বিদ্ধস্ত, কারও দেশে রাষ্ট্রবিপ্লব, দুর্ভিক্ষ, দারিদ্র্য, রাজনৈতিক অচলাবস্থা। শুধু বেঁচে থাকার জন্য, আরেকটু ভালভাবে বেঁচে থাকার জন্য, এই জীবন বাজি রেখে বিদেশ যাত্রা।
    জীবন তেমন সুখকর হয় না সবার জন্য। সবার অ্যাসাইলাম মেলেও না। বেশ কিছু মানুষ পোর্ট অফ এন্ট্রিতেই নতুন দালালের হাতে পড়ে ক্রিতদাস হয়ে যায়, মেয়েরা যৌনদাসী। 
    ইয়োরোপে প্রায় অদৃশ্য অন্ধকার জগৎ আছে একটা। এই জগতে কৃতদাসের সংখ্যা কম নয়। হিউম্যান ট্র্যাফিকিং তখনই হয়, যখন যে ট্র্যাফিকড হচ্ছে, সে স্বেচ্ছায় ট্র্যাফিকড হচ্ছে। অধিকাংশই স্বেচ্ছায়।
    আপনি যে ঘটনাগুলো দেখছেন/লিখছেন এগুলো একটাও নতুন গল্প নয়। আমরা সবাই এগুলো জানি যারা পশ্চিম ইয়োরোপের দেশগুলোয় থাকি।
    আইনের বাঁধুনি কড়া হলেও কিস্যু হবে না। 
    মূল সমস্যা অন্যখানে। এত রিস্ক নিয়ে কেন একজন উনিশ বিশ বছরের যুবক বর্ডারে গেম দেবার জন্য অপেক্ষারত? এখন তো তার লেখাপড়া করার বয়স। এই কিশোর বয়সে সে কেন এই চরম ঝুঁকি নিচ্ছে?
     
  • kk | 2601:14a:500:e780:be3b:bddb:2888:***:*** | ১১ এপ্রিল ২০২৩ ০১:২০518537
  • এই সিরিজটা অসম্ভব ভালো লাগছে। এত সরস কথার মধ্যে দিয়ে জীবনের খুব বড় সত্যি, অনেক অসুন্দর সত্যির ছবি কী স্পষ্ট আঁকা হচ্ছে। ঐ মানুষদের অনুভূতির কিছু অংশ বুঝতে পারছি। অনেক ব্যথা আছে তার মধ্যে, ভয়, ইনসিকিউরিটি, ডেসপেয়ার। কষ্টকর অনুভূতি।
  • যোষিতা | ১১ এপ্রিল ২০২৩ ০১:৩২518539
  • অন্যদিকে আরেকটা সাপ্লাই-ডিম্যান্ডের হিসাব ঐ সমান্তরাল অর্থনীতি।
    যেখানে প্যাকেজিং এর কাজ, হস্তশিল্প, যৌনদাসী, টয়লেট পরিস্কার করা, ট্রেনের বোগি ধোওয়া, লুকিয়ে গাঁজার চাষ, এসব কাজে ইয়োরোপের নাগরিকদের সঠিক পারিশ্রমিক দেওয়া হলে ঢাকের দায়ে মনসা বিকোবে এবং বেআইনি কাজগুলিতে লোক নেওয়া যাবে না।
    সবটাই ব্ল্যাকে হয়। ফলে কর দিতে হয় না। ফলে মূল অর্থনীতিতে পয়সা ঢোকে না। এবং যারা কাজ করে তারা দিনের আলো দেখতে পায় না, মাসের পর মাস, বছরের পর বছর অন্ধ কুঠুরিতে বাস করে, সুযোগ পেলেও পুলিসের কাছে যায় না, পুলিশ উদ্ধার করলে ডিপোর্ট করবেই, তাতেও সরকারের অনেক খরচ।
    তাই এরা কাজ করে চলে, পয়সা জমিয়ে এবং দেশি ভাইদের থেকে ধার দেনা করে পেপার ম্যারেজ করে। তারপর থাকার ব্যবস্থা।
    বেআইনিভাবে থাকার সময়ে যে কাজ করেছে, সে সবের জন্য কোনও প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্যবীমা, পেনশন ফান্ডের টাকা, কিচ্ছু জমা পড়ে না।
    তবু এরা থাকে। তবু এরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে না। বুঝুন।
    আরও কিছু চক্র আছে যারা পোলিটিক্যাল অ্যাসাইলাম চায়। এরকম কিছু লোকের সঙ্গে ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে যারা অভিজিত রায় হত্যার পরে নিজেদের ব্লগার দাবী করে ছলচাতুরীর আশ্রয় নিয়ে জারমানি চলে গেছে। সেসব ভয়ঙ্কর অভিজ্ঞতা। একটি মৃত্যুও এর সঙ্গে জড়িত। এরা কেউ নাদান বোকা নয়। যে পরিমান বুদ্ধি খরচ করে তাতে তাজ্জব বনে যেতে হয়। অথচ সামনাসামনি দেখলে মনে হবে বুদ্ধিজীবি।
    সময় করে লিখব সেসব।
  • যোষিতা | ১১ এপ্রিল ২০২৩ ০১:৪৩518541
  • শুধু ইয়োরোপ নয়, অ্যামেরিকাতেও এই একইভাবে সমান্তরাল অর্থনীতিতে কাজ করে অসংখ্য লাতিন অ্যামেরিকান। চাষবাসের কাজে এদের ক্রীতদাসের মত খাটানো হয়। এ নিয়ে বেশ কিছু ডকুমেন্টারি ছবি হয়েছে। টমেটোর ক্ষেতে কাজ করতে করতে হাত পা ফুলে গেছে, ঘা হয়ে গেছে। তবু বর্ডার পার করা চাই। তবু আশা থাকে মনে যদি পরে কখনো ভাল জীবন মেলে।
  • যোষিতা | ১১ এপ্রিল ২০২৩ ০১:৫১518542
  • এরকম ফোর্সড লেবার, বন্ডেড লেবার হিউম্যান ট্র্যাফিকিং এর ফল।
    দুনিয়ায় যে কটি অন্ধকার জগতের ইকোনমি চলছে, যেমন ড্রাগস, বেআইনি অস্ত্র, সোনা এবং দামী পাথর পাচার, পেট্রোলিয়াম এবং মানব পাচার— এগুলি থেকে একটা অংশ যায় টেররিস্ট কাজ কর্মে, রাজনীতির উঁচুতলার লোকেদের কাছে এবং দালাল ও ব্যবসায়ীদের  কাছে।
    হিউম্যান ট্র্যাফিকিং এ সবচেয়ে সস্তার লেবার মেলে। যে "ভাই"টি ঐ কিশোরটিকে ফ্রান্সে নিয়ে যাচ্ছে, সেই লোকটিও এই ট্র্যাফিকিং এ সামিল। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১১ এপ্রিল ২০২৩ ১৩:১৭518549
  • যোশীতা, আপনি এই বিষয়গুলো নিয়ে একটা ডিটেইল্ড সিরিজ লিখুন। আমরা পড়তে আগ্রহী। আরো বেশি করে সবাই জানতে পারবে বিষয়গুলো। বেশির ভাগ নাদান লোকের কাছে ইউরোপ মানে স্বর্গের সমতুল্য এক আনন্দ ভূমি। এর অন্ধকার গুলো জমিয়ে মায়াপাতায় নিয়ে আসুন।
     
    সাদেক ভাই, আপনার লেখাও খুব এনজয় করছি। ভালো লাগছে টুকরো টাকরা রসিকতায় মোড়া এই ভিনদেশি দিনলিপি।
  • কিংবদন্তি | ১৩ এপ্রিল ২০২৩ ০১:৪১518577
  • ধন্যবাদ। অশেষ ধন্যবাদ সকলকে। লেখটা বন্ধ করার কোন ইচ্ছা নাই আমার। তবে কতদিন কী লেখব তাও জানি না। বিষয় বাছাই করে তো লিখছি না, আমি যার ভিতর দিয়ে যাচ্ছি তাই লিখে যাচ্ছে। তাই বলতে পারছি না যে সব সময়ই দারুণ চমকপ্রদ লেখা হবে। আমার লেখার মান যে উন্নত না তা আমি জানি। মুশকিল হচ্ছে আমি লিখে মজা পাই। তাই যেমনই হোক, লিখে যাচ্ছি। এই নতুন দেশে, নতুন পরিবেশে, হুট করেই শ্রমিক হয়ে গিয়ে এই লেখাটা হচ্ছে আমার জানালা। এখানেই আমি আবার আমার পরিচিত জগতে প্রবেশ করি। মুক্ত বাতাসে শ্বাস নিতে পারি, এমন মনে হয় আমার। আজকে চতুর্থ কিস্তি দিচ্ছি, পড়ার আমন্ত্রণ রইল। 
  • কিংবদন্তি | ১৩ এপ্রিল ২০২৩ ০১:৪৪518578
  • দুঃখিত, পঞ্চম কিস্তি দিয়েছি! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন