
গুরুচণ্ডা৯তে একসময় কাব্যচর্চার খুব অনুকূল পরিবেশ ছিল। কালজয়ী সব কবিতা লেখা হয়েছে, যেমন 'মাছের বাজার হলো সারা/ যাবো যাদবপুর', বা লোকাল-্গ্লোবাল দ্বন্দ্ব। আজকাল কবিদের বয়েস হয়েছে, পৃথিবীকেও পেঁচোয় পেয়েছে সম্প্রতি, কিন্তু তা বলে কাব্যচর্চা ত থেমে থাকতে পারে না, এবং ভিক্রম তথা ভিকিদা'র লেখা কবিতা (নীচে) স্মরণ করে বলা যায় শুক্রবারই কাব্যচর্চার উৎকৃষ্ট দিন। তাই, আরেকটি বিভাগ চালু হতে চলেছে, কেবলই কবিতা বিষয়ক, বেরোবে প্রতি শুক্রবার। তাতে থাকবে কবিতা, কবিতা বিষয়ে সুললিত কিংবা দাঁতভাঙা গদ্য, আলোচনা, সমালোচনা - মানে নাট্যকাব্য থেকে কাব্যনাট্য সবই, এমনকি মাঝে মাঝে রামপদ্যও থাকতে পারে। বিভাগের নাম ছবি কিছুই এখনো ঠিক হয় নি, কিন্তু আপাতত নোটিশ দেওয়া রইলো। তাহলে কি শুক্কুরবারের সুখ দু:খের কথা এখন থেকে এই বিভাগের লেখার নিচে আলোচনা করব?
Tim | 174.102.***.*** | ২৭ আগস্ট ২০২০ ০৩:৫১96688
Atoz | 151.14.***.*** | ২৭ আগস্ট ২০২০ ০৩:৫৩96689
সম্বিৎ | ২৭ আগস্ট ২০২০ ০৬:১০96690ডিডিদা কো বুলাও। হাম প্রয়োজন হলে চাঁদা তুলকে ডিডিদাকো মাল খাওয়ায়েঙ্গে।
Rok | 115.164.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৪:২৫96699আপনার পোস্টটি পড়ে আবেক কে ধরে রাখতে পারলাম না,আজ তার কথা খুব মনে পরতাছে ব্র,,,!!
রঞ্জন | 182.68.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২৩:৫২96711হোক! হোক !
শুক্রাচার্য্য
=======
কানা শুক্কুর ! কানা শুক্কুর! কেন সবাই বলে?
'দৈত্যগুরু শুক্রাচার্য্য' বলতে পেছন জ্বলে?
দেবযানী যে হামার বেটি, বলছি তোদের সচ,
কচের কথা ভাবলে আজও মন করে খচ খচ'।।
T | 146.196.***.*** | ২৮ আগস্ট ২০২০ ১০:১৮96720হোক হোক।
সায়ন্তন চৌধুরী | ৩০ আগস্ট ২০২০ ২২:১৫96789এটা ভালো হয়েছে। 'পর্বে পর্বে কবিতা'-য় 'শ্ব' নামে একজনের লেখা পড়ে খুব ইউনিক লেগেছিলো। এঁর আরো কিছু কবিতা পড়তে পারলে ভালো লাগবে।
agantuk | 76.77.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫২96858
Guruchandali | ০৪ ডিসেম্বর ২০২০ ২১:৫৪100933প্রকাশিত হলো আজকের কবিতা, বিষয়ক। লিখেছেন সাঁঝবাতি, ফরিদা, সোমনাথ রায় এবং ফয়েজ আহমেদ ফয়েজ।
dd | 49.207.***.*** | ০৪ ডিসেম্বর ২০২০ ২২:২৭100936হায় !
উপরের উদ্ধৃত ("শুক্রবার, কি অসব্য কথা দেখুন") কবিতাটি আমি লিখি নি। যদ্দুর মনে পড়ছে উটি প্রবীন কবি ভিক্রম পাকড়াশি (ভিকিদা) 'র মাউস থেকে উৎসারিত হয়েছিলো ।
অ্যাতোদিন আমার চোখে পড়ে নি। তাইলে আগিয়ে জানিয়ে দিতেম।
r2h | 73.106.***.*** | ০৪ ডিসেম্বর ২০২০ ২২:৩২100937ওহো তাই তো, খুব বাজে ভুল হলো এটা, ডিডি এবং বিক্রম দুজনের কাছেই মার্জনা চাই - ঠিক করে দিচ্ছি এখনি।
dd | 49.207.***.*** | ০৪ ডিসেম্বর ২০২০ ২৩:০১100940ওঃ। মার্জনা'র আবার কী আছে?
তাও ও করে দিলাম, নিজের দিকে থেকেও আর মহর্ষি ভিকিদার হয়েও। আমার এমনই উদার মন।