সাদেক,এই কায়িক শ্রমের কাজ আপনার দ্বারা বেশিদিন হবে বলে মনে হচ্ছে না। মিষ্টি মিষ্টি করে ঘুরিয়ে ফিরিয়ে না বলে, সোজা সাপটা ভাষায় বলছি— হয় আপনি এতটাই অসুস্থ হয়ে পড়বেন, যে কাজে প্রচুর কামাই হবে, নয়ত আপনাকে ওরা বসিয়ে দেবে, মানে ছাড়িয়ে দেবে বলে আমার অনুমান।
আপনি যেটা লিখেছেন সেটা থেকে মনে হচ্ছে, এই দালাল চক্রের সঙ্গে আপনার কোম্পানীর একটা অলিখিত বোঝাপড়া আছে। সেই বোঝাপড়াটা কিছুটা আন্দাজ করতে পারছি। বুঝিয়ে লিখি।
স্পষ্ট ভাষায় লিখলে, রোমানিয়া অর্থনৈতিকভাবে ইয়োরোপের উন্নত দেশগুলোর থেকে প্রচুর পিছিয়ে। ভবিষ্যতে ইয়োরোপিয়ান ইউনিয়নে ঢুকে পড়লেও ইউরো জোনে ঢুকতে আরও অ নে ক দেরি। ফলে ন্যূনতম বেতন বেশ কম। এর একটা সুবিধা আছে। তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেন তেন প্রকারেণ ইয়োরোপে ঢুকতে চাইবার মানুষদের জন্য রোমানিয়া আদর্শ গেটওয়ে টু পশ্চিম ইয়োরোপ। লোকে ঢুকবে কিন্তু থাকতে চাইবে না, গেম দেবে।
সরকার সেটা বিলক্ষণ জানে। সরকারকে লুকিয়ে কিচ্ছু হয় না। এতে সরকারের আধিকারিকদের কতটা মুনাফা আছে তা বলতে পারব না, তবে না থাকাটা আশ্চর্যের ব্যাপার হবে। পূর্ব ইয়োরোপের বেশ কিছু দেশে করাপশন নীচু এবং মধ্য স্তরে বিস্তর। হয়ত আর্থ সামাজিক কারনেই।
তা ধান ভানতে এতটা শিবের গীত গাইছি কেন সেটা বলি।
এই দালালরা লোক আনাবেই। ওটাই ওদের বিশাল ইনকামের উৎস। কোম্পানীগুলো ন্যূনতম বেতনে হাড়ভাঙা পরিশ্রম করাবে শ্রমিকদের দিয়ে। এমনকি অসুস্থতার জন্য ছুটি নিলেও হয়ত বেতন কেটে নেবে। বাসস্থান ও যা বুঝলাম অতীব নিম্নমানের। পরিচ্ছন্নতার জন্যও খরচ করে না। ক্যাম্প টাইপের ফেসিলিটি। এরই মধ্যে লোকজন মাসের মাঝামাঝি গেম দিলে, ভাঙা মাসের বেতনও কোম্পানী হজম করে নিচ্ছে। আমার ধারণা এ সবই হচ্ছে সরকারের জ্ঞাতসারে।
দেখুন, এত এত শ্রমিক ভিসায় প্রতি দিন না হলেও, প্রতি সপ্তাহে তো ঢুকছেই। সরকারের মনে প্রশ্ন হয় না যে এত লোক কই যায়? লোকগুলো কি ভ্যানিশ হয়ে যায় নাকি! সব জানে সরকার। কিন্তু সরকারেরও প্রফিট আছে এতে। তারা জানে যে এই তৃতীয় বিশ্বের গরীব লোকগুলো তাদের দেশে থেকে যাবে না। ঢুকবে, শ্রম দেবে, পালাবে। সস্তায় শ্রম দিলে কোম্পানীর প্রফিট মার্জিন বাড়বে। সরকার ভালো ট্যাক্স পাবে তো বটেই, অন্যান্য ফাঁক ফোকরেও টাকা ঢুকবে।
এখন গেম দেবার হার যদি কমতে থাকে, শ্রমিকরা যদি গেম না দিয়ে গুড বয় হয়ে যায়, তাহলে এই অর্থনৈতিক সাপ্লাই চেইন শ্লথ হয়ে যাবে।
দালালদের প্রফিট কমবে। ফলে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের আয় কমবে। মনে রাখবেন ভিসা ফি কিন্তু কম নয়। যত আদম তত ভিসা। কোম্পানীর মালিক এখন বিনা পয়সার শ্রম পাবে না। সর্বশেষ, লোক বেশি হয়ে গেলে তাদেরও বিপদ।
আমি ঠিক বুঝতে পারছি না যে আপনার ঠিক কী করা উচিত। আপনি সময় করে একটা বিদেশি ভাষা শিখে নিন যত দ্রুত সম্ভব।
পায়ের সমস্যা থাকলে চিকিৎসা করান। শরীরটা কিন্তু আপনার নিজের, অন্য কারোর নয়।