এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ভারত বর্ষের প্রায় ৪ হাজার বছরের রাজত্ব

    Bhaskar Ghosh লেখকের গ্রাহক হোন
    ১৬ জুলাই ২০২৫ | ৪৩ বার পঠিত
  • মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী রাজাদের তালিকা ||
    ইন্দ্রপ্রস্থের শেষ রাজা যশপাল।

    যুধিষ্ঠির থেকে যশপাল পর্যন্ত ১২৪ জন রাজা রাজত্ব করেছিলেন মোট ৪,১৭৫ বছর ৯ মাস ১৪ দিন।

    এরই মধ্যে রাজা যুধিষ্ঠির প্রভৃতি আনুমানিক ৩০ পুরুষ ১৭৭০ বছর ১১ মাস ১০ দিন রাজত্ব করে। 
    ০১। রাজা যুধিষ্ঠির = ৩৬ বছর ৯ মাস ১৪ দিন।
    ০২। রাজা পরীক্ষিত = ৬০ বছর ৮ মাস ২৫ দিন।
    ০৩। রাজা জনমেজয় = ৮৪ বছর ৭ মাস ২৩ দিন।
    ০৪। রাজা অশ্বমেধ = ৮২ বছর ৮ মাস ৩২ দিন।
    ০৫। দ্বিতীয় রাম = ৮৮ বছর ২ মাস ৮ দিন।
    ০৬। ছত্রমল = ৮১ বছর ১১ মাস ২৭ দিন।
    ০৭। চিত্ররথ = ৭৫ বছর ৩ মাস ১৮ দিন।
    ০৮। দুষ্টশৈল্য = ৭৫ বছর ১০ মাস ২৪ দিন।
    ০৯। রাজাউগ্র সেন = ৭৮ বছর ৭ মাস ২১ দিন।
    ১০। শূরসেন = ৭৮ বছর ৭ মাস ২১ দিন।
    ১১। ভুবনপতি = ৬৯ বছর ৫ মাস ৫ দিন।
    ১২। রণজিৎ = ৬৫ বছর ১০ মাস ৪ দিন।
    ১৩। ঋক্ষক = ৬৪ বছর ৭ মাস ৪ দিন।
    ১৪। সুখদেব = ৬২ বছর ০ মাস ২৪ দিন।
    ১৫। নরহরিদেব = ৫১ বছর ১০ মাস ০২ দিন।
    ১৬। সুচিরথ = ৪২ বছর ১১ মাস ০২ দিন।
    ১৭। শূরসেন (২য়) = ৫৮ বছর ১০ মাস ০৮ দিন।
    ১৮। পর্বতসেন = ৫৫ বছর ০৮ মাস ১০ দিন।
    ১৯। মেধাবী = ৫২ বছর ১০ মাস ১০ দিন।
    ২০। সোনচীর = ৫০ বছর ০৮ মাস ২১ দিন।
    ২১। ভীমদেব = ৪৭ বছর ০৯ মাস ২০ দিন।
    ২২। নৃহরিদেব = ৪৫ বছর ১১ মাস ২৩ দিন।
    ২৩। পূর্ণমল = ৪৪ বছর ০৮ মাস ০৭ দিন।
    ২৪। করদবী = ৮৮ বছর ১০ মাস ০৮ দিন।
    ২৫। অলংমিক = ৫০ বছর ১১ মাস ০৮ দিন।
    ২৬। উদয়পাল = ৩৮ বছর ০৯ মাস ০ দিন।
    ২৭। দুবনমল = ৪০ বছর ১০ মাস ২৬ দিন।
    ২৮। দমাত = ৩২ বছর ০ মাস ০ দিন।
    ২৯। ভীমপাল = ৫৮ বছর ০৫ মাস ০৮ দিন।
    ৩০। ক্ষেমক = ৪৮ বছর ১১ মাস ২১ দিন।

    পাণ্ড বংশের রাজত্ব এখানেই শেষ হয়ে যায়। রাজা ক্ষেমকের প্রধান মন্ত্রী বিশ্রবা, ক্ষেমক রাজাকে নিহত করে সিংহাসন অধিকার করে |
    পরবর্তীতে তাঁর ১৪ পুরুষ ৫০০ বছর ৩ মাস ১৭ দিন রাজত্ব করে।
    ১। বিশ্রবা = ১৭ বছর ০৩ মাস ২৯ দিন।
    ২। পুরসেনী = ৪২ বছর ০৮ মাস ২১ দিন।
    ৩। বীরসেনী = ৫২ বছর ১০ মাস ০৭ দিন।
    ৪। ফবঙ্গশায়ী = ৪৭ বছর ০৮ মাস ২৩ দিন।
    ৫। হরিজিৎ = ৩৫ বছর ০৯ মাস ১৭ দিন।
    ৬। পরমসেনী = ৪৪ বছর ০২ মাস ২৩ দিন।
    ৭। সুখপাতাল = ৩০ বছর ০২ মাস ২১ দিন।
    ৮। কদ্রুত = ৪২ বছর ০৯ মাস ২৪ দিন।
    ৯। সজ্জ = ৩২ বছর ০২ মাস ১৪ দিন।
    ১০। ফমরচূড় = ২৭ বছর ০৩ মাস ১৬ দিন।
    ১১। অমীপাল = ২২ বছর ১১ মাস ২৫ দিন।
    ১২। দশরথ = ২৫ বছর ০৪ মাস ১২ দিন।
    ১৩। বীরসাল = ৩১ বছর ০৮ মাস ১১ দিন।
    ১৪। বীরসাল সেন = ৪১ বছর ০০ মাস ১৪ দিন।

    রাজা বীরসাল সেনের প্রধান মন্ত্রী বীরমহা প্রধান তাঁহাকে হত্যা করে রাজ্যাধিকার করে।
    তাঁর বংশ ১৬ পুরুষ ৪৪৫ বৎসর ৫ মাস ৩ দিন রাজত্ব করে।
    ১। রাজা বীরমহা = ৩৫ বছর ১০ মাস ০৮ দিন।
    ২। অজিত সিংহ = ২৭ বছর ০৭ মাস ১৯ দিন।
    ৩। সর্বদত্ত = ২৮ বছর ০৩ মাস ১০ দিন।
    ৪। ভুবনপতি = ১৫ বছর ০৪ মাস ১০ দিন।
    ৫। বীরসেন (প্রথম) = ২১ বছর ০২ মাস ১৩ দিন।
    ৬। মহীপাল = ৪০ বছর ০৮ মাস ০৭ দিন।
    ৭। শত্রুশাল = ২৬ বছর ০৪ মাস ০৩ দিন।
    ৮। সঙ্গরাজ = ১৭ বছর ০২ মাস ১০ দিন।
    ৯। তেজপাল = ২৮ বছর ১১ মাস ১০ দিন।
    ১০। মানিক চাঁদ = ৩৭ বছর ০৭ মাস ২১ দিন।
    ১১। কামসেনী = ৪২ বছর ০৫ মাস ১০ দিন।
    ১২। শত্রুমর্দন = ০৮ বছর ১১ মাস ১৩ দিন।
    ১৩। জীবনলোক = ২৮ বছর ০৯ মাস ১৭ দিন।
    ১৪। হরিরাও = ২৬ বছর ১০ মাস ২৯ দিন।
    ১৫। বীরসেন (২য়) = ৩৫ বছর ০২ মাস ২০ দিন।
    ১৬। আদিত্যকেতু = ২৩ বছর ১১ মাস ১৩ দিন।

    প্রয়োগের রাজা ‘ধন্ধব’ মগধদেশের রাজা আদিত্য কেতুকে হত্যা করে রাজ্যাধিকার করে।
    তাঁহার বংশ ৯ পুরুষ, ৩৭৪ বছর ১১ মাস ২৬ দিন রাজত্ব করে। 
    ১। রাজা ধন্ধর = ৪২ বছর ০৭ মাস ২৪ দিন।
    ২। মহর্ষি = ৪১ বছর ০২ মাস ২৯ দিন।
    ৩। সনরচ্চী = ৫০ বছর ১০ মাস ১৯ দিন।
    ৪। মহাযুদ্ধ = ২০ বছর ০৩ মাস ০৮ দিন।
    ৫। দূরনাথ = ২৮ বছর ০৫ মাস ২৫ দিন।
    ৬। জীবনরাজ = ৪৫ বছর ০২ মাস ০৫ দিন।
    ৭। রুদ্রসেন = ৪৭ বছর ০৪ মাস ২৮ দিন।
    ৮। অরীলক = ৫২ বছর ১০ মাস ০৮ দিন।
    ৯। রাজপাল = ৩৬ বছর ০০ মাস ০০ দিন।

    সামন্ত মহান পাল রাজা রাজপালকে হত্যা করে রাজ্যাধিকার করে।
    সামন্ত মহান পালের ১ পুরুষ ১৪ বছর রাজত্ব করেছেন ও তাঁর কোন বৃদ্ধি নেই।
     
    এরপর রাজা বিক্রমাদিত্য অবন্তিকা (উজ্জায়নী) হইতে আক্রমণ চালাইয়া রাজা মহানপালকে হত্যা করে রাজ্যাধীকার করেন।
    তাঁহার বংশ ১ পুরুষ ৩৯ বছর রাজত্ব করেন। তাঁহারও কোন বৃদ্ধি নাই।
     
    শালিবাহনের মন্ত্রী সমুদ্রপাল, যোগীপৈঠনের রাজা বিক্রমাদিত্যকে হত্যা করে রাজ্যাধিকার করেন |
    তাঁহার বংশ ১৬ পুরুষ, ৩৭২ বছর, ৪ মাস ২৭ দিন রাজত্ব করেন। 
    ১। সমুদ্রপাল = ৫৪ বছর ০২ মাস ২০ দিন।
    ২। চন্দ্রপাল = ৩৬ বছর ০৫ মাস ০৪ দিন।
    ৩। সাহায়পাল = ১১ বছর ০৪ মাস ১১ দিন।
    ৪। দেবপাল = ২৭ বছর ০১ মাস ১৭ দিন।
    ৫। নরসিংহপাল = ১৮ বছর ০০ মাস ২০ দিন।
    ৬। সামপাল = ২৭ বছর ০১ মাস ১৭ দিন।
    ৭। রঘুপাল = ২২ বছর ০৩ মাস ২৫ দিন।
    ৮। গোবিন্দপাল = ২৭ বছর ০১ মাস ১৭ দিন।
    ৯। অমৃতপাল = ৩৬ বছর ১০ মাস ১৩ দিন।
    ১০। বলীপাল = ১৩ বছর ০৮ মাস ০৪ দিন।
    ১১। মহীপাল = ১৩ বছর ০৮ মাস ০৪ দিন।

    রাজা মহাবাহু রাজ্য পরিত্যাগ করিয়া তপস্যার্থে বনে গমন করেন। ইহা শুনিয়া বঙ্গ দেশের রাজা আধীসেন ইন্দ্রপ্রস্থে আসিয়া নিজে রাজত্ব করেন।
    তাঁর বংশ ১২ পুরুষ, ১৫১ বৎসর ১১ মাস ২ দিন রাজত্ব করে। 
    ১। রাজা আধীসেন = ১৮ বছর ০৫ মাস ২১ দিন।
    ২। বিলাবলসেন = ১২ বছর ০৪ মাস ০২ দিন।
    ৩। কেশবসেন = ১৫ বছর ০৭ মাস ১২ দিন।
    ৪। মাধবসেন = ১২ বছর ০৪ মাস ০২ দিন।
    ৫। ময়ূরসেন = ২০ বছর ১১ মাস ২৭ দিন।
    ৬। ভীমসেন = ০৫ বছর ১০ মাস ০৯ দিন।
    ৭। কল্যানসেন = ০৪ বছর ০৮ মাস ২১ দিন।
    ৮। হরিসেন = ১২ বছর ০০ মাস ২৫ দিন।
    ৯। ক্ষেমসেন = ০৮ বছর ১১ মাস ১৫ দিন।
    ১০। নারায়ণসেন = ০২ বছর ০২ মাস ২৯ দিন।
    ১১। লক্ষ্মীসেন = ২৬ বছর ১০ মাস ০০ দিন।
    ১২। দামোদর সেন = ১১ বছর ০৫ মাস ১৯ দিন।

    রাজা দামোদরসেন তাঁর পাত্রমিত্রদিগকে অনেক কষ্ট দিতেন।
    এই নিমিত্ত তাঁর জনৈক পাত্রমিত্র দীপ্তসিংহ সৈন্য সংগ্রহ করিয়া তাঁহার বিরুদ্ধে যুদ্ধ করে ও তাঁকে যুদ্ধে নিহত করে স্বয়ং রাজত্ব করেন |
    তাঁহার বংশ ৬ পুরুষ, ১০৭ বৎসর ৬ মাস ২ দিন রাজত্ব করে। 
    ১। দীপসিংহ = ১৭ বছর ০১ মাস ১৬ দিন।
    ২। রাজসিংহ = ১৪ বছর ০৫ মাস ০০ দিন।
    ৩। রণসিংহ = ০৯ বছর ০৮ মাস ১১ দিন।
    ৪। নরসিংহ = ১৩ বছর ০২ মাস ২৯ দিন।
    ৬। জীবনসিংহ = ০৮ বছর ০০ মাস ০১ দিন।

    কোন কারণ বশতঃ রাজা জীবনসিংহ তাঁহার সমস্ত সৈন্য উত্তরদিকে প্রেরণ করেন।
    বৈরাটের রাজা পৃথ্বীরাজ চৌহান সেই সংবাদ পেয়ে জীবনসিংহকে আক্রমণ করেন এবং তাঁহাকে যুদ্ধে নিহত করিয়া ইন্দ্রপ্রস্থে রাজত্ব করেন |
    তাঁর বংশ ৫ পুরুষ, ৮৬ বৎসর ০ মাস ২০ দিন রাজত্ব করেছেন। 
    ১। পৃথ্বীরাজ = ১২ বছর ০২ মাস ১৯ দিন।
    ২। অভয়পাল = ১৪ বছর ০৫ মাস ১৭ দিন।
    ৩। দুর্জ্জব পাল = ১১ বছর ০৪ মাস ১৪ দিন।
    ৪। উদয়পাল = ১১ বছর ০৭ মাস ০৩ দিন।
    ৫। যশপাল = ৩৬ বছর ০৪ মাস ২৭ দিন।

    ১২৪৯ সালে গজনীর দুর্গ হতে সুলতান শাহাবুদ্দিন ঘোরী যশপালকে আক্রমণ করে তাঁকে প্রয়োগের দুর্গে বন্ধী করে |
    অতঃপর সুলতান শাহাবুদ্দিন ইদ্রপ্রস্থে (দিল্লীতে) রাজত্ব করিতে আরম্ভ করে।
    তাঁর বংশ ৫৩ বৎসর, ১ মাস ও ১৭ দিন রাজত্ব করেছে। 

    ইন্দ্রপ্রস্ত তথা আর্যাবর্তের সকল রাজাদের ধারাবাহিক পরিচিতি ও রাজত্ব কালের পরিচয় প্রথম বারের মতো তুলে ধরেছিলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী জী।
    মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই তথ্য সংগ্রহ করেছিলেন রাজপুতনার অন্তর্গত উদয়পুর মেদার রাজ্যের রাজধানী, চিতোরগড়ের শ্রিনাথদ্বার হতে প্রকাশিত ও বিদ্যার্থী সম্মিলিত হরিশ্চন্দ্র চন্দ্রিকা এবং মোহঞ্চন্দ্রিকা নামক পাক্ষিক পত্রিকা হতে। উক্ত পত্রিকাদ্বয়ের সম্পাদক মহাশয় ১৭৮২ বিক্রমাব্দে লিখিত একখানি গ্রন্থ তাহার কোন বন্ধুর নিকট হতে প্রাপ্ত হয়ে তা থেকে সংগ্রহ করে প্রচলিত ১৯৩৯ সালে মুদ্রন করেন।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Apu | 14.194.***.*** | ১৬ জুলাই ২০২৫ ১৪:১০732445
  • এই পোস্ট বহু জায়গা য় দেখেছি ।এর কি কোন রেফেরেন্স আছে? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন