মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী রাজাদের তালিকা ||ইন্দ্রপ্রস্থের শেষ রাজা যশপাল।যুধিষ্ঠির থেকে যশপাল পর্যন্ত ১২৪ জন রাজা রাজত্ব করেছিলেন মোট ৪,১৭৫ বছর ৯ মাস ১৪ দিন।এরই মধ্যে রাজা যুধিষ্ঠির প্রভৃতি আনুমানিক ৩০ পুরুষ ১৭৭০ বছর ১১ মাস ১০ দিন রাজত্ব করে। ০১। রাজা যুধিষ্ঠির = ৩৬ বছর ৯ মাস ১৪ দিন।০২। রাজা পরীক্ষিত = ৬০ বছর ৮ মাস ২৫ দিন।০৩। রাজা জনমেজয় = ৮৪ বছর ৭ মাস ২৩ দিন।০৪। রাজা অশ্বমেধ = ৮২ বছর ৮ মাস ৩২ দিন।০৫। দ্বিতীয় রাম = ৮৮ বছর ২ মাস ৮ দিন।০৬। ছত্রমল = ৮১ বছর ১১ মাস ২৭ দিন।০৭। চিত্ররথ = ৭৫ বছর ৩ মাস ১৮ ... ...
সরকারি কর্মচারীরা প্রায় সব মানুষেরই অপছন্দের।একমাত্র বিয়ের পাত্র বা পাত্রী হিসেবেই তাদের পছন্দ হয়।এটা কেন বলছি শুনুন আর মিলিয়ে নিন। আপনি বাজারে গেছেন মুদী খানার চাল ডাল আনতে...।দোকানদার আপনার বিশেষ পরিচিত।সে আপনাকে যেতেই প্রশ্ন করবে: কী দাদা আজ ছুটি?আপনি উত্তরে বলবেন: না, এরপর বেরোবো।তখন পাল্টা উত্তর দেবে মুদিখানা র লোকটি: আপনাদের যাওয়া আর না যাওয়া সবই সমান, না গেলেও তো পয়সা টা পেয়েই যাবেন।*ভাবুন কী চিন্তা ধারা।*তাই বলি সরকারি কর্মচারি দের কেউই সেভাবে সহজ করে নিতে পারেনা।আবার কোনো সরকারি কর্মী কর্মরত অবস্থায় যদি মারা যান, আর কোনো ব্যক্তি যদি ভুলে বলেও ফেলে আহারে অকালে চলে গেলো!!! তখন পরিচিত আত্মীয় পরিজন প্রতিবেশী নিজেদের ... ...