এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • হিজি-বিজ-বিজ  | 149.142.***.*** | ০৬ আগস্ট ২০২৫ ০৪:১৪733017
  • "স্বাদি" কি বটে? 
  • r2h | 134.238.***.*** | ০৬ আগস্ট ২০২৫ ০৪:১৫733018
  • হুঁ। আমি ত্রিপুরার লোক। আমার কথ্য ভাষাও শান্তিপুর নদীয়ামুক্ত-ই। নিজেদের মধ্যে লেখালিখিও ওরকম। 
    উত্তরপূর্বে সিরিয়াস লেখালিখি, পত্রপত্রিকাও আছে দুয়েকটা যার কলকাতাকেন্দ্রিক ভাষা না।

    ঐ লাইনে হবে না।
    আপনি হিন্দু মুসলমান লাইন খোলাখুলিই করুন না। কবি বলেছেন সংকোচের বিহ্বলতায় নিজের অপমান। অত বিহ্বল হবেন না, লজ্জার কী আছে।
  • হিজি-বিজ-বিজ  | 149.142.***.*** | ০৬ আগস্ট ২০২৫ ০৪:১৭733019
  • হুতোদা, ইনি দিল্লি পুলিশের লাইনে। 
  • r2h | 134.238.***.*** | ০৬ আগস্ট ২০২৫ ০৪:১৮733021
  • হ্যাঁ, ঐঃ)
  • sample | 151.22.***.*** | ০৬ আগস্ট ২০২৫ ০৪:১৮733020
  • ধোর বা* - এই ডাবলএস মালটা বলছে যে মোল্লারা বাজে, তুমি শালা একে যাই ট্রান্সলেট করতে বলো, এর উত্তর হবে মোল্লারা বাজে, তিনটে বিয়ে করে - এইসব। ভাই, বাজারে এর মতন স্যাম্পল গিজগিজ করচে।
  • Ss | 77.***.*** | ০৬ আগস্ট ২০২৫ ০৪:২৪733022
  • আরে হবে হবে, মানে যা হবে তাতো আমরাই হবে, আপনি জানেন ​​​​​​​আমি ​​​​​​​যা ​​​​​​​বলছি ​​​​​​​সেটা ​​​​​​​বাস্তবতা, কবি ​​​​​​​বলুন ​​​​​​​আর ​​​​​​​কবি ছড়িয়ে ফেলুন!!!
     
    আমি ভাষা নিয়েই লিখবো, আর আপনি পারলে খুঁজে খুঁজে বার করবেন, পার্থ্যকটা কোথায় এবং কেন। 
     
    জয় মা ত্রিপুরেশ্বরী।  
     
    পুনশ্চ :- আপনি কোথায় থাকেন, কি করেন, বিয়ে করেছেন না নিকাহ আমি ওসব ব্যক্তিগত বিষয়ে জানতে বা  জানাতে আমি আগ্রহী নই।  
  • ;-) | 2001:67c:2660:425:25::***:*** | ০৬ আগস্ট ২০২৫ ০৪:৩১733023
  • তিনটে বিয়ে করলেই বাজে হবে কে বলছে বে? কোথাকার "sample" মাইরি 
     
    তুমি নিজে পারোনা বলে যে বা যারা পারছে তাদের উপর এত্ত হিংসে? ছিঃ, তুই নিজে পারলে করনা।  
  • r2h | 134.238.***.*** | ০৬ আগস্ট ২০২৫ ০৪:৩৭733024
  • আরে ছি ছি এটা কী বললেন, মানুষের ব্যক্তিগত বিয়ে নিকাহ বোন এসব ব্যাপারেই তো আপনার আসল কৌতূহল। ঐ যে বললাম সংকোচের বিহ্বলতা।

    ওদিকে আবার ভাষাগত ব্যবধান, নদীয়া শান্তিপুর, ভারতের মধ্যে কলকাতার বাইরের বাংলা নিয়ে বললে ব্রীড়া - ঐ করে কী আর হয়ঃ)
  • r2h | 134.238.***.*** | ০৬ আগস্ট ২০২৫ ০৪:৪৩733026
  • ইয়ে, আর বলছিলাম কি, কীভাবে বলবো বুঝতে পারছিলাম না আরকি, যে কমেন্ট ডেল হল, সেও তো অন্য লোকের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকির জন্যই।

    তো তার জন্যই বলছি, খামোখা শাক দিয়ে মাছ ঢাকা কেন।
  • Ss | 77.***.*** | ০৬ আগস্ট ২০২৫ ০৪:৪৬733027
  • মানুষের সমাজগত বিষয়ে কৌতূহল আর পিন-পয়েন্টেড "আপনি বা আপনার বিষয়" কি এক হলো ? হলো না। হলে সোসিওলজি বলে কোন বিষয়ই থাকত না। আপনি আপনার ​​​​​​​নিজের ​​​​​​​বিষয়ে লিখেছিলেন ​​​​​​​আপনি ​​​​​​​যে ​​​​​​​ভাষা বিষয়ে ​​​​​​​বিশেষ ​​​​​​​হনু সেটা ​​​​​​​বোঝাতে, কিন্তু আমি পার্টিকুলার আপনাকে নিয়ে বিশেষ আগ্রহী ​​​​​​​নই 
     
    আপনি ব্র্যান্ডিং করার চেষ্টা চালিয়ে যান .....laugh  
     
  • ;-) | 2001:67c:2660:425:25::***:*** | ০৬ আগস্ট ২০২৫ ০৪:৫১733028
  • r2h ডেল টাকি আপনিই করলেন ?  
  • r2h | 134.238.***.*** | ০৬ আগস্ট ২০২৫ ০৪:৫৩733029
  • না না, আমি কী করে হনু হবো, সে দাবি আমার নেই, সে তো দিল্লি পুলিশ আর অমিত মালব্য আর তাদের সাঙ্গোপাঙ্গোদের ব্যাপার!

    আমি শুধু বলছিলাম ভারতের মধ্যেও অনেক বাঙালী আছে যারা নদীয়া শান্তিপুরের প্রভাব মুক্ত বাংলা বলে। তো তাদের আপনার বাঙালী বলে স্বীকার না করলে কী আর করি বলুন! 
    উদাহরণ হিসেবে নিজের অভিজ্ঞতা বলতে গেছিলাম, তা ঘাট হয়েছে, আপনার সুচিক্কন ব্যক্তিগতনিরোধক পর্দায় ফুলটুসকি পড়ে গেছে একটু, মাফ করে দেবেন- গরিব আদমি হৈ।  

    ব্র‌্যান্ডিঙের কিছু না, ডেল হওয়া ব্যক্তিগত জীবনের উঁকির কমেন্টটা ফাঁকতালে পড়ে ফেলেছিলাম কিনা, তাই কই আরকিঃ)
  • ;-) | 2001:67c:2660:425:25::***:*** | ০৬ আগস্ট ২০২৫ ০৪:৫৭733030
  • আপনারা তর্ক চালিয়ে যান তবে খেয়াল রাখবেন এসবের মধ্যে "পার্থদার লেখা" যেন হারিয়ে না যায়, উনি আবার লাইম লাইট ছাড়া বেশীক্ষণ থাকতে পারেননা।  
  • r2h | 134.238.***.*** | ০৬ আগস্ট ২০২৫ ০৪:৫৯733031
  • হ্যাঃ লেখাটা নেহায়েৎ ঢপ, অন্তঃসারশূণ্য। এই লেখার তলায় এত সময় নষ্ট করছি এই এক খোরাক।
    কাটি।
  • ;-) | 2001:67c:2660:425:25::***:*** | ০৬ আগস্ট ২০২৫ ০৫:১২733032
  • এটাই এতক্ষনে একটা খাঁটি কথা আপনারা দুজনেই স্বীকার করবেন wink
  • sample | 151.22.***.*** | ০৬ আগস্ট ২০২৫ ০৫:১৬733033
  • আব্বে, এই ডাবলএস দের মতন মালেদের চেনো তো গুরু। এরা মোল্লাঘেন্না ছড়ানোর জন্য দরকারমতো একটু সোশিওলজি, একটু হুমায়ুন আমেদ, যখন যা দরকার মাখিয়ে মশলা দেবে।
  • দীপ | 2402:3a80:1989:ba35:578:5634:1232:***:*** | ০৬ আগস্ট ২০২৫ ১১:৫১733038
  • আজকাল সাম্প্রদায়িক ভেদবুদ্ধিকে আশ্রয় করে ভাষা ও সাহিত্যকে বিকৃত করবার যে চেষ্টা চলছে তার মতো বর্বরতা আর হতে পারে না। এ যেন ভাইয়ের উপর রাগ করে পারিবারিক বাস্তুঘরে আগুন লাগানো। সমাজের ভিন্ন ভিন্ন শ্রেণীর মধ্যে নিষ্ঠুর বিরুদ্ধতা অন্যান্য দেশের ইতিহাসে দেখেছি কিন্তু আজ পর্যন্ত নিজের দেশ-ভাষাকে পীড়িত করবার উদ্যোগ কোনো সভ্য দেশে দেখা যায় নি। এমনতর নির্মম অন্ধতা বাংলা প্রদেশেই এত বড়ো স্পর্ধার সঙ্গে আজ দেখা দিয়েছে বলে আমি লজ্জা বোধ করি। বাংলা দেশের মুসলমানকে যদি বাঙালি বলে গণ্য না করতুম তবে সাহিত্যিক এই অদ্ভুত কদাচার সম্বন্ধে তাঁদের কঠিন নিন্দা ঘোষণা করে সান্ত্বনা পেতে পারতুম। কিন্তু জগতের মধ্যে একমাত্র বাংলাদেশপ্রসূত এই মূঢ়তার গ্লানি নিজে স্বীকার না করে উপায় কি? বেলজিয়মে জনসাধারণের মধ্যে এক দল বলে ফ্লেমিশ, অন্য দল ফরাসি; কিন্তু ফ্লেমিশভাষী লেখক সাহিত্যে যখন ফরাসি ভাষা ব্যবহার করে, তখন ফ্লেমিশ শব্দ মিশিয়ে ফরাসি ভাষাকে আবিল করে তোলবার কথা কল্পনাও করে না। অথচ সেখানকার দুই সমাজের মধ্যে বিপক্ষতা যথেষ্ট আছে। উত্তর-পশ্চিমে, সিন্ধু ও পঞ্জাব প্রদেশে হিন্দু-মুসলমানে সম্ভাব নেই। সে-সকল প্রদেশে অনেক হিন্দু উর্দু ব্যবহার করে থাকেন, তাঁরা আড়াআড়ি করে উর্দুভাষায় সংস্কৃত শব্দ অসংগতভাবে মিশল করতে থাকবেন, তাঁদের কাছ থেকে এমনতর প্রমত্ততা প্রত্যাশা করতে পারি নে। এ রকম অদ্ভুত আচরণ কেবলই কি ঘটতে পারবে বিশ্বজগতের মধ্যে একমাত্র বাংলা দেশে? আমাদের রক্তে এই মোহ মিশ্রিত হতে পারল কোথা থেকে? হতভাগ্য এই দেশ, যেখানে ভ্রাতৃবিদ্রোহ দেশবিদ্রোহে পরিণত হয়ে সর্বসাধারণের সম্পদকে নষ্ট করতে কুণ্ঠিত হয় না। নিজের সুবুদ্ধিকে কলঙ্কিত করার মধ্যে যে আত্মাবমাননা আছে দুর্দিনে সে কথাও মানুষ যখন ভোলে তখন সাংঘাতিক দুর্গতি থেকে কে বাঁচাবে?
     
     ১৭ বৈশাখ ১৩৪১
     
    -রবীন্দ্রনাথ
  • ;-) | 2001:67c:2660:425:3::***:*** | ০৬ আগস্ট ২০২৫ ১২:০৪733039
  • রবীন্দ্রনাথ একজন বুর্জোয়া কবি ........ এসব তাই মানছিনা 
  • কামাল পাশা | 219.***.*** | ০৬ আগস্ট ২০২৫ ১২:৩৮733040
  • দীপচাড্ডিটা ডাহা ফেল করে গেছে। আইটি সেল রেগে গিয়ে আর কটা চাড্ডি পাঠিয়েছে। আর উনিজি বলেছে ইস্পেশাল গদাম দেবে।  
  • ;-) | 2001:67c:2660:425:3::***:*** | ০৬ আগস্ট ২০২৫ ২৩:১৪733048
  • ফেল করাতে চাইলে একেবারে ইগনোর করুন, কোন কমেন্টই করবেননা। ইভেন ডেল মারলেও বোঝা    
    যায় যে লোকে পড়ছে, গায়ে লাগছে। এই একটি ব্যাপারে পার্থ বাবুর প্রশংসা করতেই হয়, পিছনে লাথি খেয়েও গোঁফের গোড়ায় "বেশী লাগেনিত" জাতীয় একটা হাসি রেখে পরের দিন অন্য পোস্টে চলে যান।   
  • দীপ | 2402:3a80:198b:4e8f:678:5634:1232:***:*** | ০৯ আগস্ট ২০২৫ ১৫:৫৩733146
  • মৃণালিনী দেবীর মৃত্যূর জন্য কী রবীন্দ্রনাথ তার দায়ীত্ব এড়াতে পারে? বারো বছর বয়সে তাকে বিবাহ করে ঘরে আনে রবিঠগ। তারপর তাকে চোদ্দো বছরের মধ্যে পাঁচবার গর্ভবতী করে ফ্যালে। সাথে সংসারের চাপ ছীলোই। এতে মৃণালিনী দেবীর শরীর ভেঙে যাই এবং নিরীহ মেয়েটি চলে যাই দূনীয়া ছেরে। রবিঠগ অন্য সব মাইয়াগ নিয়া ফ্যান্টাসী করতে গিয়া নিজের বউকে অবহেলা করতো। এবং এই নিয়া তার যে বিশেষ অনুশোচনাও হয় নাই তা আর বলার জূরূরত নাই।
     
    রবীন্দ্রনাথের উদ্দেশ্যে কিছু অসামান্য মণিমুক্তা! 
    তানিম মাহবুব রাজুর লেখা! 
    গুরুর ফেসবুকে জ্বলজ্বল করছে! 
    এগুলো অবশ্য স্প্যাম নয়, নির্মোহ বিশ্লেষণ! 
     
    যদিও কৌশিক গাঙ্গুলির স্মৃতিচারণ আটকে দেওয়া হয়!
  • ;-) | 2001:67c:2660:425:1::***:*** | ১০ আগস্ট ২০২৫ ১৩:০৪733172
  • সে কি গুরুর বিশ্ববিখ্যাত দরদী সম্পাদকগণ একে ডেল মারেনি ? এতো পাতি ব্যাক্তি বিশেষের চরিত্র হরণের অপচেষ্টা!!!  তবে কিনা একজন সংখ্যালঘু মানুষ লিখেছেন তো একটু ক্ষমাসুন্দর চোখে নেবেন ;-)
  • দীপ | 2402:3a80:198f:2509:878:5634:1232:***:*** | ১০ আগস্ট ২০২৫ ১৩:১৬733173
  • একটা নয়, এরকম অসংখ্য মণিমুক্তো রয়েছে! 
    রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শরৎ, সুভাষচন্দ্র; কাউকে ছাড়েনি! 
     
    অবশ্য এসব তো নির্মোহ বিশ্লেষণ!
  • ধর্মযোগ | 77.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৪734067
  • দাদা চার্লি কার্কের নাম শুনেছেন ? শুনলাম তাকে নাকি আপনার প্রিয় পার্টির কোন এক তাজা সমর্থক মেরে ফেলেছে। মোদী বা ট্রাম্প পাদলে আপনি লুঙ্গি খুলে "বেলা ছাও" বলে নেমে পড়েন, এখন কি আর ওসব নিয়ে লিখতে ইচ্ছে করছে না ?   
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন