যে আলোচনা অনেকেই হয়তো এই মুহূর্তে করতে চাইবেন না।
কিন্তু আমি যেহেতু আর দশ দিন পরেই পৃথিবীর উল্টোদিকে ফিরে যাবো, এবং আমাকে অনেকেই ভুলে যাবেন (সেন্টিমেন্টাল কথা নয়, জীবনের অভিজ্ঞতার কথা), তাই এ কথাগুলো আমাকে বলতেই হচ্ছে।
গতকাল থেকে একটা ঘটনা ঘটে গেছে। রেখা পাত্রর (বা ঐরকম দেখতে কারোর) একটি ভিডিও পোস্ট করেছে কিছু লোক, যাতে দেখা যাচ্ছে তিনি বাসন মাজছেন নিজের বাড়িতে। এবং সেই ভিডিওর সঙ্গে অশ্লীল, কুৎসিত নানা মন্তব্য।
আমি তার তীব্র প্রতিবাদ করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল রাজনৈতিক ভাবে তীব্র বিরোধিতা করা এক জিনিস, এবং একজন নারীর সম্মান নষ্ট করা আর এক জিনিস।
আমার নিজের ফেসবুক পেজে আমি এই ভিডিও শেয়ার করেছিলাম, এবং লিখেছিলাম, "রেখা পাত্র নিজের বাড়িতে বাসন মাজছে, এই নিয়ে একশ্রেণীর টিএমসি এবং মুসলমান ব্যক্তি নোংরা কুৎসিত কথাবার্তা পোস্ট করে যাচ্ছে, এবং আমি প্রতিবাদ করাতে আমাকেও কুৎসিত নোংরা গালাগালি দিচ্ছে। রেখা পাত্রের দুনম্বরি রাজনীতির আমরা তীব্র বিরোধিতা করবো, কিন্তু মহিলা হিসেবে তার গৃহকর্মকে ও নারীত্বকে আমরা অপমান করতে পারিনা।"
এই প্রতিবাদ জানানোর পর থেকে *এক শ্রেণীর* মুসলমান ব্যক্তি আমাকে কুৎসায় ও ব্যক্তিগত আক্রমণে জেরবার করে তুলেছে। আমি কেন *মুসলমান* শব্দটি ব্যবহার করেছি। *এক শ্রেণীর* কথাটাই তারা বোঝেনি, বা বুঝতে চায়নি। এবং তারপর যথারীতি তারা এই সিদ্ধান্তে এসেছে যে (১) আমি চিরকালই মুসলমান-বিদ্বেষী, (২) আমি এখনো আরএসএস'এর "মোল" (অর্থাৎ লুকোনো এজেন্ট), এবং (৩) আমার "আসল উদ্দেশ্য" তারা এখন বুঝে গেছে।
এদের কয়েকজন আমারই ফেসবুকে বন্ধু সেজে থেকেছে, এবং আমি কী লিখি, কী বলি তা ফলো করেছে। কিন্তু আমার একটানা উগ্রপন্থী হিন্দুত্ব-বিরোধী কাজকর্ম, লেখালেখি, ইউটিউব আলোচনা অথবা বইপত্র -- কোনোটাই তাদের মনে কখনো কোনো রেখাপাত করেনি।
একজন আবার আমাকে "মার্কিনি সাম্রাজ্যবাদের সমর্থক"ও বলেছে, কিন্তু সে বা তার বন্ধুরা আমার "আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী?" বইটা পড়েনি। ৯/১১'এর পরে আমি কীভাবে আমেরিকার রাস্তায় নেমে শাসকবিরোধী কাজ করেছিলাম (যার প্রধান বেনিফিশিয়ারি ছিল মুসলমানরা), বা আমার যুদ্ধবিরোধী কাজ -- এরা কিছুই জানেনা বা জানতে চায়না।
এরা -- ফ্যানাটিক হিন্দু, মুসলমান বা খ্রিস্টান -- নিজেদের বই ছাড়া কিছুই পড়েনা।
এই কথাগুলো লেখার উদ্দেশ্য হলো, উগ্র সাম্প্রদায়িক ও নারীবিদ্বেষী ফ্যানাটিক হিন্দুত্ববাদী বিজেপি-আরএসএসের বিরোধিতার সঙ্গে সঙ্গে উগ্র সাম্প্রদায়িক ও নারীবিদ্বেষী এই ফ্যানাটিক মুসলমান শ্রেণীর সমান বিরোধিতা আমাদের করতে হবে। না হলে আমাদের কোনো বিশ্বাসযোগ্যতা সমাজে থাকবে না। এমনিতেই বহু মানুষ আন-ব্যালেন্সড অবস্থান নেওয়ার অভিযোগ আমাদের মতো তথাকথিত "প্রগতিশীল"দের বিরুদ্ধে আনেন। এবং তার উত্তর আমরা সঠিকভাবে কখনো দিতে পারিনি।
আমার কথা ছেড়ে দিন -- আমি এক অকিঞ্চিৎকর ব্যক্তি। বিজেপিরা আমাকে খুনের হুমকি দিয়েছে একাধিকবার, আমার বাবা-মা'কেও ছাড়েনি, এবং তাদের অনেকেই আমাকে "মুসলমান" ও "চটিচাটা" জাতীয় শব্দেই সম্বোধন করে থাকেন। মাংকি ব্রিগেড মুসলমান বলে, আর সিপিএম বলে চটিচাটা। এবারে তার সঙ্গে যুক্ত হলো ফ্যানাটিক কিন্তু বন্ধু সেজে থাকা এই শ্রেণীর মুসলমান। যারা বিন্দুমাত্র সমালোচনা দেখলেই প্রচণ্ড ক্ষেপে ওঠে। এবং ব্যক্তিগত আক্রমণ শুরু হয়।
আসল প্রশ্ন হলো, আমরা নিজেরা সাম্প্রদায়িকতা, অশিক্ষা, বিজ্ঞানবিরোধিতা ও নারীবিদ্বেষের বিরুদ্ধে কতটা সমানভাবে লড়াই করে যেতে পারছি, এবং ভবিষ্যতে আমাদের অবস্থান কী হবে?
কোন সমাজ আমরা রেখে যাচ্ছি?
_________________________
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।