এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ? | 2405:8100:8000:5ca1::240:***:*** | ১৫ জুন ২০২৫ ০৬:৪৭732012
  • কে টাটাদের প্রশংসা করছে? নোমদা?
  • MP | 2409:4060:20f:8a37:4135:2b86:e4d2:***:*** | ১৫ জুন ২০২৫ ০৮:২১732014
  • একদমই ঠিক l 
  • :/ | 23.106.***.*** | ১৬ জুন ২০২৫ ০৬:৩১732044
  • পার্থবাবু প্লেনক্র্যাশকে গণখুন বলে দিলেন, কিন্তু ইজরায়েলে হামাসের আক্রমনের বিরুদ্ধে হালুম করে গর্জে উঠলেন না তো?
  • Subash Sarkar | 2405:201:800d:e88e:d027:af66:873f:***:*** | ১৭ জুন ২০২৫ ০২:০৮732063
  • ইসরাইলে হামাসের আক্রমণ নিয়ে বললেই ওনার বল যাদের হতে বাধা আছে তারা দড়ি ধরে টেনে সেটিকে গাছের ডালে ঝুলিয়ে দেবেন, তাই অতটা চাপ নিতে পারেন নি।
  • DS | 174.67.***.*** | ১৮ জুন ২০২৫ ০৭:২৬732069
  • "পার্থবাবু প্লেনক্র্যাশকে গণখুন বলে দিলেন, কিন্তু ইজরায়েলে হামাসের আক্রমনের বিরুদ্ধে হালুম করে গর্জে উঠলেন না তো?"
     
    বলেছেন তো, মানে দুতিন ধরে অপেক্ষা করে, তারপর পাছার থেকে আঙ্গুল বার করে গন্ধ শুঁকে টাইপ করেছিলেন "মানুষ মারা খুব খারাপ কাজ" ....."সে যেই করুক সেটাকে সমর্থন উনি করেননা"
     
    বলেই ..............একদম ঠিক ধরেছেন, আঙ্গুলটাকে যেখানে থেকে বার করেছিলেন সেখানে ঢুকিয়ে নিয়েছিলেন যতদিন না ইজরায়েল গাজায় আক্রমণ না করে!!! 
     
    কি পাট্টদা লাইন মত খেলেছিতো ? 
  • Ss | 77.***.*** | ১৮ জুন ২০২৫ ০৭:২৭732070
  • একটি বিমান দুর্ঘটনা ঘটেছে এবং তাও গুজরাটে, মৃতের সংখ্যা ২০০+, সুতরাং পার্থদা তার সেই লম্বা ছিপিটি নিয়ে মাছ ধরতে নেমে পড়েছেন, বেশ কয়েকটি প্রশ্ন ছিল যেগুলোর উত্তর এখনি চাই, 

    ১. যেদিন হামাস ইজরায়েলে ঢুকে ১২০০+ নিরীহ লোককে খুন করেছিল, তারপর প্রায় তিনদিন ধরে পার্থবাবু নিজের পেছনে আঙ্গুল ঢুকিয়ে মিষ্টি গন্ধ শুঁকছিলেন। একটা পোস্ট ও করেননি, কেন ? 
    ২. প্রায় তিনদিন পর একটা পোস্ট করেছিলেন ওই মানুষ মারা খারাপ জাতীয় লেখা লিখে, এবং ওনার লিস্টের ঝাড়পোছ করা লোকজনও থাকতে না পেরে ওনাকে এন্টিসেমইটিক বলেছিল, শুনে যথারীতি ভিক্টিম কার্ড খেলে দিয়েছিলেন, এবং গল্প শেষ। এখন উনি গাজা নিয়ে লেখেন ওই ১২০০+ লোকের কথা উনি ভুলে গেছেন কারণ ওনার প্রোপাগান্ডায় ওদের কোন সুবিধে হবে না।

    আমরা এখনো জানিনা প্লেনক্রাস টি নেহাতই দুর্ঘটনা না অন্তর্ঘাত। কিন্তু প্রোপাগান্ডিস্ট দাদা কিভাবে খেলবেন সেটা কিন্তু আমরা জানি,
    ১. দুর্ঘটনা হলে সব দোষ বেসরকারীকরণ এবং পুঁজিবাদের ওপর চালিয়ে দেবেন
    ২. অন্তর্ঘাত হলে মোদী এবং গুজরাট সরকারের সিকিউরিটি ফেলিওর বলে। তারপর মোদী, শাহ, শাসকশ্রেণী, ধর্ম অর্থাৎ সেই পুরান গরু রচনা তো আছেই, মানে ওনার ডক্টরেট তো প্রায় ওটাতেই।  

    মানকিদা থুড়ি পার্থদা যদি কোন এঙ্গেল মিস করে যাই যোগ করে দেবেন। যেহেতু আমরা আপনার লিস্টের ঝাড়পোছ করা লোক নই, তাই এখানে না পারলে ওই ওখানে দিয়ে দেবেন।
     
    পুনশ্চ: যদি এই লেখা পড়ে আপনার মনে হয় আপনি খুব বিশাল বিশাল থ্রেটের ভয় পাচ্ছেন, তাহলে সময় সুযোগ করে একজন মানসিক চিকিৎসক দেখিয়ে নেবেন, কারন এই পোস্টে থ্রেট নেই, আছে আপনার ঝোপ বুঝে কোপ মারার এক নিদারুন গল্প। 
  • :-: | 77.***.*** | ১৯ জুন ২০২৫ ২২:৩৬732098
  • পাঠ্যদা র সবথেকে মারাত্মক জায়গা হচ্ছে ওনারা শব্দ চয়ন বিশেষত বাংলায়, আজকেই একটা নতুন আইটেম এনেছেন বাজারে, 
     
    "ইরান-ইজরায়েল যুদ্ধ: আমেরিকার গোপন হাত"
     
    শরীরের অনেক কিছু "গোপন" হয়, কিন্তু হাত কি গোপন করা যায়, তাও এই বিশ্বায়নের যুগে ? অবশ্যি "গোপন জায়গায় হাত" বলা যায়, তবে সেটা কিরকম যেন অশ্লীল শোনায়!!! মানে "সৃজিতের অশ্লীল ভাষার সিনেমার" মতই অশ্লীল cheeky
     
    আরো আছে "স্বপ্নপুরী না হত্যাপুরী", এখন এই প্ৰথম শব্দটা বাংলা ভাষায় পরিচিত হলেও দ্বিতীয়টা নয়, শুধু তাই নয় শব্দদুটো কিন্তু বিপরীত ধর্মীও নয়। আবার এভাবেও ভাবতে পারেন "ব্রুকলিনের সেই স্বপ্নের হত্যাপুরীতে ঘাতক পার্থ" 
     
    তবে দাদার যেটা সব থেকে যুগান্তকারী কাজ তা হলো আমেরিকায় বসে বাংলায় এইসব গুরু গম্ভীর আলোচনা, কারন দাদা জানেন বিশ্বের সব কিছু শেষ পর্যন্ত নির্ধারণ করবে বাংলার জনগণ, খুব চাপের কাজ যেটা দাদা রিটায়ার্ড (?) জীবনে করে চলেছেন  frown
     
    তবে হ্যাঁ উনি বলবেন আর তোমার শুনবে, ফালতু ইঁচড়ে পাকা শক্ত শক্ত প্রশ্ন করলে এক্কেরে ফ্রেন্ড লিস্ট থেকে দূরে করে দেবেন। ঐসব জায়গায় উনি আবার ডেমোক্রেসি দুইচোখে দেখতে পারেননা ........... মানে খারাপ ভাবে নেবেননা এমনিতে উনি খুবই প্রোগ্রেসিভ এবং লিবারেল মানসিকতার লোক, ওই একটু আধটু ........... বুইলেন কিনা 
  • স.সরকার | 2405:201:800d:e909:d027:af66:873f:***:*** | ২২ জুন ২০২৫ ০০:৪৯732122
  • পাঠা দা, এখানে অনেকেই তোর মহান কাজকে খারাপ নজরে দেখছে মনে হচ্ছে। তুই এদের কথায় একদম কান দিস না। নিন্দুকেরা বলবে, বিমান দুর্ঘটনা ঘটতেই তুই ছিপ নিয়ে মাছ ধরছিস কিন্তু হনুব্রত যখন ফুলিসকে খিস্তি মেরে লাট করে দিলো তখন তুই চুপ, যখন ভাঙ্গরে চাপ্পা ভোট হলো তখনও তুই চুপ, নৌসাদকে যখন দিনের পর দিন জেলে আটকে রাখলো তখনও তুই চুপ, অতি সম্প্রতি যখন এক ট্রিনু নেতা অল্প বয়সী মেয়েদের কাজের নামে ডেকে এনে পাণু বানানোর কেস সামনে এলো তখনও তুই চুপ। এতকিছুর মাঝে যখন আমেদাবেদে দুর্ঘটনা হলো তুই নাকি ছিপ নিয়ে এসেছিস।
     
    যাইহোক নিন্দুকেরা বলবে তুই একটা দালাল, একথায় কিন্তু একদম লজ্জিত হোস না। যেমন গণতন্ত্র প্রেমী পরিচয় দিয়ে কেনো তৃণভোজী দলের দুর্নীতি নিয়ে তুই কিছু বলিসনা সেই নিয়ে দুদিন আগে ফেইসবুকে একজন তোকে প্রশ্ন করাতে তুই তাকে পত্রপাঠ বিদায় করলি। এমনই গণতন্ত্র প্রেমী থাক।
     
    অনেকেই বলবে তোর বাড়ি দুটি মহিলা সদস্য থাকতেও পানু কেসে তুই কেনো চুপ, তাতেও একদম লজ্জিত হবি না। একদম দুই কান কাটার মতো দেশে এসে কটা ভাষণ দিবি আর দাঁত কেলিয়ে ছবি দিবি।বাংলায় কটা প্রাথমিক - মাধ্যমিক - উচ্চমাধ্যমিক বিদ্যালয় বন্ধ হলো সেই নিয়ে জিজ্ঞেস করলেও জানিস তো কি করতে হবে। আর সর্বোপরি তুই তো বাংলায় থাকিস না, তর পরবর্তী প্রজন্ম ঠিক থাকলেই হলো।
     
    এত কিছুর মধ্যে অনেকেই বলবে তোর মতন মানুষকে জুতো*টা করা উচিত, একদম মন খারাপ করবি না।
     
    আশাকরি আমি তোর মনের কথা বলতে পারলাম।
  • Ss | 77.***.*** | ২৩ জুন ২০২৫ ২১:৫৭732152
  • "আমি ইরানের ইসলামী মৌলবাদী শাসকদের সমর্থন করিনা। কারণ আমি নারীস্বাধীনতা, শিল্পীর স্বাধীনতা, বাক স্বাধীনতার পক্ষে।"।....... পার্থ উবাচ 
     
    কিন্তু এইখানেই লুকিয়ে আছে আসল গল্প, আপনি যদি এই পার্থ টাইপের লোকেদের জিজ্ঞেস করেন তারা কি ১২০০ ইজারয়েলিকে খুন করা সমর্থন করে? উত্তরটা কিন্তু "না"ই হবে, কিন্তু রেখেঢেকে হবে, খুনের দুদিন চুপ করে থাকার পরে হবে, কারন "সেগুলো ঠিক ততোটাও খারাপ নয়", একইভাবে বাংলদেশে (এবং বিশ্বের প্রায় প্রতিটি মুসলিম প্রধান দেশে) যে  অকাতরে সংখ্যালঘু নিধন চলে, এই পার্থ টাইপ কিন্তু তারও বিপক্ষে, কিন্তু ওই যে "ঠিক ততোটাও নয়"। 
     
    ঠিক যেকারণে যখন নিউইয়র্কে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে জামায়েত হয় "মনবতাবাদী পার্থ" ফোঁস করে ওঠেন যে ঐসব সব জমায়েত খুব বাজে জিনিস কারন? ওগুলো নাকি করছে কট্টর হিন্দুত্ববাদীরা। মানুষ মরলো বা না মারলো এটা বড় কথা নয়, আসল উদ্দেশ্য হচ্ছে যে বা যারা প্রতিবাদগুলো করছে তারা কি পার্থর প্রোপাগান্ডার পক্ষ্যের লোক? যদি না হয় তাহলে "মরছে মারুক" কিন্তু প্রতিবাদ করা উচিত নয়।  
     
    ওই যেটুকু "সমর্থন করিনা" জাতীয় বক্তব্য এরা লেখেন এর পুরোটাই লিপ-সার্ভিস যাকে অনেকই আল-ত্বকীয়া বলেন, এটাই মনবতাবাদী, প্রোগ্রেসিভ পার্থ টাইপের মূল ভণ্ডামি। কি মাংকিদা ঠিক বললাম তো? 
     
    এখন আবার উনি পড়েছেন আমেরিকার মুসলমান ভোট নিয়ে?  যদি প্রশ্নে করেন মুসলমানে কে ? কোরান কি নারী স্বাধীনতা, শিল্পী স্বাধীনতা, বাক স্বাধীনতা কে সমর্থন করে?  যে কোরানের একটি আয়াতও মানেনা বা সংশোধন করার কথা বলে সেকি মুসলমান ? কি মাংকিদা   ................     উত্তর আসবেনা , তুমি আসবেই আমি জানি   
  • ধর্ম-বিয়োগ | 131.179.***.*** | ২৫ জুন ২০২৫ ০৮:০৬732173
  • আজ দাদা পার্থ অনেক কিছু লিখেছনে, আবার অনেক কিছুই লিখে উঠতে পারেননি,

    "ইন্দিরা গান্ধীর জরুরী অবস্থার পঞ্চাশ বছর পূর্ণ হলো আজ পঁচিশে জুন। এই দিনটা আমার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালে এই ঘটনার মধ্যে দিয়ে আমি সক্রিয় রাজনীতিতে রাস্তায় নেমেছিলাম। তখন আমি সবে হাই স্কুল পাশ করে কলেজে ঢুকেছি। আরএসএস করতাম, ফলে বুদ্ধি অল্প ছিল, আর পড়াশোনা তার চাইতেও কম ছিল। শুধু ছিল অতিরিক্ত আবেগ, জেদ, আর নেতা হওয়ার তীব্র বাসনা। আরএসএস আমাকে কাজে লাগিয়েছিল দারুণভাবে। তিন বছরের মধ্যে আমি ধূমকেতুর মতো প্রচণ্ড গতিতে উঠলাম, আর ঝড়ের মতো সেই তিন বছর কাটানোর পর উল্কার মতো প্রচণ্ড গতিতেই মাটিতে আছড়ে পড়লাম।"  পার্থ উবাচ

    মাংকিদার স্টাইলে প্রশ্ন করতে হয় "যে প্রশ্নের উত্তরগুলো এখনই চাই"

    ১. "নেতা হওয়ার তীব্র বাসনা" ---- সে রোগ কিন্তু আজো যায়নি, এখনও "আমি বলবো আর তোরা প্রশ্ন না করে শুনবি" এই মেন্টালিটি থেকেই গেছে। সেটা বোঝেন ? 
    ২.  "ধূমকেতুর মতো প্রচণ্ড গতিতে উঠলাম", কোথায় উঠলেন, কেন উঠলেন ? ১৯৭৫-৭৭ সালে আরএসেস বা এবিভিপি ঠিক যেন কটা কলেজে পশ্চিমবঙ্গে যেন জিততো ?  মানে নেতা হতে গেলে যে ফলোয়ার লাগে সেটা মনে হয় কোনদিনই ঠিক জুটিয়ে উঠতে পারেননি!!!
    ৩. "প্রচণ্ড গতিতেই মাটিতে আছড়ে পড়লাম"..... এই সেই বিষয় অর্থাৎ, আপনি কেন আছড়ে পড়লেন ? ঠিক কি এমন হয়েছিল যে "পড়াশোনা না করা, অল্প বুদ্ধির নেতা" মাটিতে পড়ে গেলেন ? কে আপনার জ্ঞানচক্ষু উন্মোচন করলেন ? নোম দা তো তখন হার্ভার্ডে লিঙ্গুইস্ট, তিনি যে আপনার পেছনে কাঠি করবেন সে সুযোগ তো একেবারে শূণ্য। এই হাটে হাঁড়ি ভাঙার গল্পটা কিন্তু আপনাকেই বলতে হবে। ছয় বছর বয়স থেকে গুনে গুনে আরএসেস করা বিখ্যাত "ছাত্র নেতা" পার্থ বাবু আরএসেস থেকে ঠিক কেন বিতাড়িত হলেন ?

    আরএসএস এই গল্পটা বলবেনা কারন তাদের কাছে আমেরিকাবাসী এক্টিভিস্ট পার্থর আলাদা কোন মূল্য নেই, কিন্তু আপনার তো আছে ? না লুকিয়ে বলুন দেখি, তবে বানিয়ে বলবেননা কারন, ঠিক ধরেছেন ভেরিফাই করার মত লোক রয়েছে।

    আপাতত "দানবের পেটে মানবের" গল্প আমরা শুনি ..........মানে আমরা ঠিক গল্প নয় সত্যি ঘটনা শুনতে চাই, বাকি প্রশ্ন গুলো না হয় তরপরই করা যাবে ;-)   
  • তৃতীয় বৃত্ত  | 162.205.***.*** | ০২ জুলাই ২০২৫ ০৫:৩৮732254
  • আমাদের প্রগতিশীল পার্থ বাবু এখন পড়েছেন মামদানিকে নিয়ে  তিনি নাকি "ধর্মনিরপেক্ষ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট" ক্যান্ডিডেট মামদানি। এদিকে সেই পার্থবাবুই দিবারাত্র চেঁচিয়ে চলেছেন "নিউইয়র্কের প্ৰথম মুসলিম মেয়ের জোহরান মামদানি". মুসলিম ধর্মনিরপেক্ষ -  কাকে বলে পার্থ বাবু জানেন? আরো সোজা করে প্রশ্ন করি (মানে বার বার করে চলেছি)

    মুসলমান ঠিক কে বা করা? কোরান কি নারী স্বাধীনতা, শিল্পী স্বাধীনতা, বাক স্বাধীনতা কে সমর্থন করে?  যে বা যিনি কোরানের একটি আয়াতও মানেনা বা সংশোধন করার কথা বলে সেকি মুসলমান ? বৃহত্তর মুসলমান সমাজ কি তাকে মুসলমান বলে মেনে নেবে ? কোরানের সমস্ত আয়াৎ মেনে আদেও ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব ? কিভাবে ? 

    দাদা পার্থ শুনছেন ? করবেন কোরানের আয়াৎ ধরে ধরে  ধর্মনিরপেক্ষ মুসলমানের সংজ্ঞা কি তাই নিয়ে একটি ছোট আলোচনা ? পেছনে কি সেই দম আছে ?
  • অপু | 2409:40e0:3:995f:8000::***:*** | ০২ জুলাই ২০২৫ ১৬:১৪732256
  •  An accident is an accident  is an accident... 
  • r2h | 134.238.***.*** | ০৩ জুলাই ২০২৫ ০২:২৭732260
  • অ্যাক্সিডেন্ট ইজ অ্যাকসিডেন্ট পড়ে ইউনিয়ন কার্বাইড মনে পড়লো।
  • sos | 12.37.***.*** | ০৪ জুলাই ২০২৫ ১২:৫৬732277
  • পার্থ দাদা ইয়ে মানে আপনিও তো সেইভাবে দেখতে গেলে "এন্টিসেমিটিক"। ১২০০ নিৰীহ ইহুদি হত্যার পর দুদিন পায়খানা চেপে তারপর পাছায় ঘা খেয়ে যা হেগেছিলেন (মনে লিখেছিলেন) তাতে আপনার ঝেড়ে পুছে সাফ করে রাখা ভক্তবৃন্দের কেউ কেউ কিন্তু আপনাকে একদম ওই নামেই ডেকেছিল। তারপর আপনার কুতকুত করে কান্নার ভিক্টিম প্লে কিন্তু সবাই মনে রেখেছে   laugh  শুধু ১২০০ মানুষের গণহ্ত্যাকে আপনি আর জেনোসাইড আর বলে উঠতে পারেননি।  
  • অধর্ম-যোগ | 77.***.*** | ০৭ জুলাই ২০২৫ ০২:৩০732329
  • দেখুন অশোক বাবু, পার্থ বাবুর কোষ্ঠকাঠিন্য ছাড়াও বেশ কিছু সমস্যা আছে সেগুলো বুঝতে হলে আপনাকে ওনার অতীত জানাতে হবে। ওনার চরিত্রের বেশ কিছু সমস্যা বা বৈশিষ্ট আছে, ১. অতিরিক্ত পেছন পাকামো এবং সেটাও যোগ্যতা ছাড়াই, ২. স্ববিরোধী কাজকর্ম বিশেষত কথায় এবং কাজে মিলের অভাব, ৩. অতীত ভুলতে না পারা এবং সব কিছুকে সেই অতীতের ছায়ায় দেখার নিদারুন অপচেষ্টা। আমি সংক্ষেপে বুঝিয়ে বলার চেষ্টা করছি, 

    ১। আপনি যা লিখেছেন অর্থাৎ বোটানির ছাত্র কিন্তু ভাব দেখান অর্থনীতি, এরোনটিক্স থেকে বিদেশনীতি সবেতেই এক্সপার্ট এবং কিছু না কিছু বক্তব্য উনার থাকতেই হবে। দেশে গিয়ে আমেরিকান ডিগ্রীর গর্ব দেখান, শুধু বলতে ভুলে যান যে উনি আমেরিকার একটি তৃতীয় শ্রেণীর বিশ্ববিদ্যালের পিএইচডি (এটা যেকেউ ভেরিফাই করে নিতে পারেন), যার গুরত্ব ওনার নিজের রিসার্চ ফিল্ডেও প্রায় শূণ্য। এহেন ব্যক্তির সব বিষয়ে সবাইকে জ্ঞান দেওয়ার চেষ্টা এবং সেটাও "আমি বলবো তুমি শুনবে" এই ঢঙে, যেটা আমেরিকার বাঙালিরাও মেনে নিতে পারেননি এবং উনি যেখানেই গেছেন সেখানকার বাঙালি সমাজ থেকে বিতাড়িত হয়েছেন। এখন নিউয়র্কের বাংলাদেশীদের হিন্দুদের সাথে মেশেন (বা মেশার চেষ্টা করেন) যদিও বাংলাদেশে তাদের অবস্থা সম্পর্কেও উনি ক্রমাগত মিথ্যে কথা বলেছেন। এই স্বভাবজাত পেছন পাকামো এবং দ্বিচারিতা উনি এজীবনে আর ছাড়তে পারবেন বলে মনে হয়না। 

    ২। প্রায় প্রত্যেক পোস্টে উনি যে দেশে আশ্রয় নিয়েছেন তার নিয়ম করে বদনাম করে থাকেন। আপনি ওনাকে যদি জিজ্ঞেস করেন উনি ঠিক কেন সেখানে মরতে গেলেন?  কেনই বা ওখানে সেটেল করলেন ? কোন উত্তর পাবেননা, শুধু পাবেন উল্টে ব্যক্তিগত আক্রমণ। পার্থবাবু নিজেকে বামপন্থী বলে প্রচার করেন, যদিও কম্যুনিষ্ট বলতে উনি নিজেকে ঠিক চাননা, তবে সেই সমলোচনাটা শুধু "সিপিএমের" মধ্যেই সীমাবদ্ধ। মার্ক্স উনি হয় পড়েননি বা পড়েও বুঝে উঠতে পারেননি, রাশিয়া বা চীনের কম্যুনিজম নিয়ে ওনার বক্তব্য প্রায় শূন্য। যদিও সোশ্যালিজমের প্রায় প্রত্যেকটি পিলারেই কিন্তু উনি সমর্থন করেন হয়ত বুঝে এবং কিছুটা না বুঝেই (ওনার রিসেন্ট মামদানি সমর্থনকে দেখুন)। সেই হিসেবে উনি কি চান আর কি চাননা তার কোন সঠিক পিলার নেই, উনি হয় ঝোপ বুঝে কোপ মারার চালাক সোসালিষ্ট, অথবা একটি আস্ত গাঁড়ল, আমার মতে প্রথমটি হওয়ার চান্সই বেশী। ওনার গাড়ি, বাড়ি, ঠাঁট, বাঁট কিছুতেই ওনাকে বোকা বলে প্রমাণ করেনা। উনি have not's র কথা বলেন যদিও নিজে শুধুই have এবং সেখানেও বকবক ছাড়া ওনার ফিলানথ্রোপির লেভেল প্রায় শূন্য।

    ৩। ওনার একমাত্র লাইন যেটা উনি পরিবর্তন করেননি তা হলো আরএসএস বিৰোধীতা এবং বিশ্বের সবকিছুকেই আরএসএস লেন্স দিয়ে দেখার নিদারুন অপচেষ্টা, অৰ্থাৎ আরএসএস যে দিকে উনি ঠিক তার উল্টো দিকে। কিন্তু মুশকিল হলো যেখানে আরএসএস নেই সেখানে উনি কি করবেন? সেই বিষয় গুলোতে ওনাকে কিছুটা দিশেহারা লাগে, এবং বুঝে বা না বুঝে সেই সমস্ত বিষয়ে ব্যক্তি পার্থ কিন্তু অনেকসময় বেশ বাস্তৱধর্মী কথা বলেন। কিন্তু যেই মাত্র আরএসএস বা হিন্দুত্ব চলে আসে ব্যক্তি পার্থ সমস্ত যুক্তি বোধ ত্যাগ করে মেতে ওঠেন দানবের গল্পে। আরএসেস বা কম্যুনিষ্ট পার্টি এগুলো সব রেজিমেন্টেড সংগঠন, এখানে ওপর ওয়ালাকে চেলেঞ্জ করে টেকা যায়না । আমার মনে হয় ছয় বছর বয়স থেকে আরএসেস করা পার্থবাবু ওনার যুবক বয়েসে ওখান থেকে এমন কিছু ধাক্কা খেয়েছিলেন যা ওনার PTSD তে পরিণত হয়েছে। তবে এই বিষয়ে উনি মারাত্মক রকম চুপ, যা বলার কিন্তু ওনাকেই বলতে হবে, আমার মনে হয় ওনার PTSD র চিকিৎসা করানো উচিত। 
     
    উনি এখানে যা লেখা হয় সবই পড়েন, যদিও উত্তর দেননা, সেটা না দিলেও চলবে, ওনার অসুখের চিকিৎসা হোক, উনি ভালো থাকুন।
  • :-: | 77.***.*** | ০৯ জুলাই ২০২৫ ০৬:৫৫732356
  • মনে রাখবেন পার্থদ্বা কিন্তু বহুদিন আগেই আমেরিকান নাগরিক হয়ে বসে আছেন। যদিও উনি ভারতকে ব্যাপক ভালোবাসেন আর বাংলাকে তো আরো বেশী রকমের !!! তবে ভালোবাসলেই যে বিয়ে করতে হবে এমন কথাতো কেউ বলেনি, দুয়েকদিনের রাত্রিবাস বা আলগা আদারই বা কম কিসের!!!  
     
    কিন্তু আজ আমাদের উনি লিখেছেন, "আমেরিকা সম্পর্কে আমার সম্পূর্ণ মোহমুক্তি ঘটিয়েছে"
     
    তাহলে কি পার্থ বাবু ব্রুকলিন তথা আমেরিকা ছেড়ে দিচ্ছেন? 
     
    একদমই না, উনি জাতে মাতাল তালে ঠিক, যে মধু তারিয়ে তারিয়ে খেয়ে উপভোগ করছেন সে মধু কি ছাড়া যায় !!!!
     
    উনি লিখে, বলে, নেচে, কুঁদে ফাটিয়ে দেবেন কিন্তু মধু ছাড়বেন না। উনি ওনার এডপ্টেড দেশ আমেরিকার "সম্পর্কে মিথ্যে প্রচারের গ্যাসবেলুন" ফাটিয়ে দেবেন কিন্তু ব্রুকলিন ছাড়বেননা। অরে পাগলা বলা সোজা কিন্তু এত সহজে ছাড়া যায়না  
     
    গুজরাট থেকে ফাটা
    দুনিয়ারে যায় চাটা 
    কিন্তু ডলারের মধু চটেছে যে 
    চাটবে না সে আর দেশের লঙ্কাবাটা 
    চলি পার্থদ্বা, আপতত টাটা।
     
    ওপরের লেখা টুকু পড়ে দেখুন, যাতে থ্রেট নেই নোংরামো নেই, আছে শুধু আপনার চরিত্রের বিশেষ দ্বার উন্মোচন, যাকে অমি বলি "জার্নালিজম অফ স্পেশাল এনলাইটমেন্ট"  laugh
  • s | 2001:67c:2660:425:26::***:*** | ১১ জুলাই ২০২৫ ০১:৫৮732382
  • পার্থ বাবার ভন্ডামি   -  আমরা দেখেছি আমেরিকা খুব ​​​​​​​ ​​​​​​খুব খারাপ ​​​​​​​একটা ​​​​​​​দেশ ​​​​​​​হাওয়া ​​​​​​​সত্বেও ​​​​​​​ডলারের ​​​​​​​থেকে ​​​​​​​একদম ​​​​​​​নির্লোভ পার্থবাবু কিভাবে দিনের পর দিন সেখানে দাঁত কামড়ে পড়ে রয়েছেন। আসুন আজকে দেখি উনি কিভাবে লোকের সম্পর্কে বদনাম করেও বলেন "বদনাম" করা উচিত নয় !!!  
     
    পার্থ উবাচ:  "শমীক ভট্টাচার্য্য উওম্যানাইজার কিনা আমি জানিনা। জানার কোনো দরকার নেই।"
     
    এখন ​​​​​​​যদি ​​​​​​​কেউ ​​​​​​​লেখেন "পার্থবাবু বেশ্যাগৃহে যান কিনা আমি জানি না" 
    বা "পার্থবাবু ​​​​​​​কোনদিন কোরান ​​​​​​​শরীফ ​​​​​​​পদদলিত ​​​​​​​করেছেন কিনা আমি জানিনা​"  
    বা "পার্থ বাবু ডিপ স্টেটের টাকায় বারবার দেশে যান কিনা আমি জানিনা "
     
    এবং "জানার কোনো দরকার নেই" ---- তাহলে কি সেটা খুব ভালো হবে ? 
     
    উনি কিন্তু খুব ভাল করে জেনে বুঝেই নিজের কথাগুলো বলেছেন, যে ওই কথাটার মধ্যে কত কি যেন লুকিয়ে রয়েছে!!!
     
    এটাকে বলে পার্থ বাবার ভন্ডামি, একদম সেই কার্বন্ডেলের পিএইচডি ফেল করে করে শেখা ও হ্যাঁ উনি প্রথমবার "পিএইচডি পরীক্ষায় ফেল করেছিলেন কিনা আমি ঠিক জানিনা। জানার কোনো দরকার নেই", কিন্তু ওটি একটি 3rd ক্লাস বিশ্ববিদ্যালয়, তবু আশা করবো ওখানকার বেশীরভাগ ছাত্র পার্থবাবুর মত হীনবৃত্তির অধিকারী নন।  
  • sos | 2001:67c:2660:425:25::***:*** | ১২ জুলাই ২০২৫ ১০:৫৫732388
  • "টাটাকে এখন করা উচিৎ ছিল টা-টা, কিন্তু হচ্ছে তাদের পা চাটা"  এটাই ছিল পার্থ বাবুর এই পোস্টের হেডিং। ঘটনাটি আর কিছুই না AI 171 দুর্ঘটনা যেখানে আমাদের সবজান্তা "উনি" সব দায়িত্ব টাটা বা বিজেপি/মোদির ঘাড়ে চাপানোর জন্য তৈরী হচ্ছিলেন বা বলা ভাল চাপিয়ে দিয়েছিলেন। কি ঘটেছিল সেদিন তা হয়তো আমরা কোনদিন পুরোটা জানতে পারবোনা, কিন্ত পার্থ বাবুর কথায় প্রোপাগান্ডা লেখার জন্য সেটা "জানার কোনো দরকার নেই", বরং যত কম জানা যায় ততই বানানো গল্প লিখতে সুবিধে। 
     
    আমাদের প্রোপাগান্ডিস্ট দাদার জন্য AI171 নিয়ে একদম লেটেস্ট রিপোর্ট রইলো নিচে। অবশ্য আমাদের এই দু কান কাটা বরাহ শাবক টপিক না পোষালে সেই নিয়ে উনি আর বিশেষ লেখেননা এটা নিয়েও আর লিখবেন না কারন গাঁড়ল দের "জানার কোনো দরকার নেই"। 
     
    এখন ​​​​​​​জুলাই ১০ তারিখে উনি ​​​​​​​লিখছেন "আমেরিকার রাস্তায় রাস্তায় টিয়ার গ্যাস চলেছে, বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। গৃহযুদ্ধের মতো অবস্থা এখানে। মিলিটারি নেমে পড়েছে", যার প্রায় ৯৯% হচ্ছে ​​​​​​​পাক্কা ​​​​​​​মিথ্যে ​​​​​​​কথা। মিথ্যে কথা বলতে উনি ভালো পারেন, এবং এক সময় বাংলদেশের হিন্দুদের নিয়ে ব্যাপাক ভালো থাকার মিথ্য়ে গল্প লিখতেন। এর বিরুদ্ধে ক্রিমিনাল কেস করা উচিত, হয়ত পোকামাকড়ের বিরুদ্ধে কেউ কেস করবেনা তবু।       
     
  • ধর্মযোগ | 2001:67c:2660:425:3617:ebff:fee4:***:*** | ১৬ জুলাই ২০২৫ ০৮:৫৮732436
  • আজকের আলো-চোনা করছেন পার্থদা      "প্লেন ক্র্যাশের সম্ভাবনা কীভাবে এড়াবেন? বাঙালির ওপর আক্রমণ কীভাবে ঠেকাবেন? "
     
    ভাগ্যভালো এর সাথে যোগ করেননি যে "কি করে নিউক্লিয়ার এট্যাক থেকে বাঁচবেন" বা "টেসলার মত গাড়ির কোম্পানি কি করে খুলবেন"
     
    ঠিক কতখানি অপগন্ড হলে পার্থ ব্যানার্জী হওয়া যায় এটাও কিন্তু একটা শেখার বিষয়!!! একে নাকি আরএসএস লিডার বানিয়েছিল !!!বোঝা যাচ্ছে কেন তারা পার্থবাবুর আমলে একটি কলেজেও জিততে পারতোনা। 
     
    পার্থবাবু বরং এই নিয়ে বলুন ওপারের বাঙালিরা কি সুন্দর সত্যজিতের পুরান বাড়ি ভেঙে দিচ্ছেন !!! ইয়ে মানে ওরাওতো পার্থ বাবুর কথামতো বাঙালি !!!
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন