খুব ভালো হচ্ছে সিরিজটা
ভারতে আমাদের একটা সুবিধে ছিল আগে যে আমরা পিছিয়ে থাকতাম। আইফোন লঞ্চ করার বেশ কিছু বছর পির অবধিও সেই মিথ আমাদের কাঁপিয়ে দেয় নি - ২০১০/১১ নাগাদ প্রথম অ্যান্ড্রয়েড ফোন কিনেই আমরা মধ্যবিত্ত / নিম্নমধ্যবিত্ত সমাজ যথেষ্ট উত্তেজিত ছিলাম।
পরবর্তীতে আমি আই ফোন ব্যবহার করেছি বছর দেড়েক - কিন্তু আমার পোষায় নি। আবার অ্যান্ড্রয়েডে ফিরে হাঁপ ছেড়ে বেঁচেছি। এখনো আমি যে কোনদিন আইফোন এর ওপরে অ্যানড্রয়েডই প্রেফার করব, এমন কি দাম একটু বেশী পড়লেও
hu, দমু-দি, dc, রৌহিন - সকলে ধন্যবাদ
দমু-দি, আই-ফোন এখনো কেনো নি যখন, ভালোই করেছো, আর মনে হয় না কেনার দরকার আছে।
dc, ঠিকই অনেক স্টাডি আছে আই-ফোন মার্কেটিং নিয়ে - আর সেই জন্যই ওটা নিয়ে আর আলাদা করে বিশেষ কিছু লিখি নি। জাষ্ট উল্লেখ করতে চেয়েছিলাম কি ভাবে ব্যকগ্রাউন্ডে কাজ করে কোম্পানী গুলো নতুন অ্যঙ্করিং পয়েন্ট তৈরী করার জন্য।
ভাল লেখা। সুকির সোজাসুজি বক্তব্য রাখার স্টাইলটা খুব আকর্ষণীয়।
পণ্যের দাম নিয়ে ডিসকভারিতে "মাইন্ড গেম" পর্বে এরকমই কিছু হুজুগের ব্যাপারে তুলে ধরা হয়েছিল।
প্রকৃত চাহিদার তুলনায় অনেক সময়ই ফেক-ডিমান্ড পণ্যের দাম বাড়ায়। এর একটি কারণ হতে পারে, যন্ত্র জীবনে মানুষ খুব ভাবতে চায় না, অনুসরণ করতে চায়, কারণ এটাই সহজ, শর্টকাট পদ্ধতি।
আবার বাজার অর্থনীতির যুগে "ভাল জিনিস বেশী দাম, খারাপ জিনিস কম দাম" এই সহজ সমীকরণও অবচেতনে কাজ করতে পারে।
আই ফোন ও কালো মুক্তার মনোজাগতিক ফন্দি-ফিকির বিশ্লেষণ মোক্ষম হয়েছে। ভাবনাটিকে উস্কে দেওয়ায় ধন্যবাদ
পণ্যের দাম নিয়ে ডিসকভারিতে "মাইন্ড গেম" পর্বে এরকমই কিছু হুজুগের ব্যাপারে তুলে ধরা হয়েছিল।
প্রকৃত চাহিদার তুলনায় অনেক সময়ই ফেক-ডিমান্ড পণ্যের দাম বাড়ায়। এর একটি কারণ হতে পারে, যন্ত্র জীবনে মানুষ খুব ভাবতে চায় না, অনুসরণ করতে চায়, কারণ এটাই সহজ, শর্টকাট পদ্ধতি।
আবার বাজার অর্থনীতির যুগে "ভাল জিনিস বেশী দাম, খারাপ জিনিস কম দাম" এই সহজ সমীকরণও অবচেতনে কাজ করতে পারে।
আই ফোন ও কালো মুক্তার মনোজাগতিক ফন্দি-ফিকির বিশ্লেষণ মোক্ষম হয়েছে। ভাবনাটিকে উস্কে দেওয়ায় ধন্যবাদ
এই লেখায় একটা সাফাই দিই, কারণ আমার লিখে বোঝাতে পারি নি কিনা জানি না, কিন্তু দেখছি অনেকেই আসল ব্যাপারটা মিস করে গেছেন। এটা আপেল ভার্সেস বা অ্যানড্রয়েড এর তুলনা নয় - বা আপেল খারাপ এটাও বলা নয়, আসল উদ্দেশ্য হচ্ছে মার্কেট কিভাবে প্রভাবিত করা যায় আর তার থেকেও 'অ্যাঙ্কর' প্রাইস সেট করা হয় সেটার আলোচনা করা। আর লাক্সারী গুডসের সাথে যে নিত্যপণ্যের তুলন চলে না সেটা তো উল্লেখ করেছি এই লেখায়। 'অ্যাঙ্কর প্রাইস' কি ভাবে সেটা করা হয় তার উদাহরণ টানতেই স্টারবাকস বা ব্ল্যাক পার্ল এর তুলনা করা -
শব্দটা আর্বিট্রারি।