এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • guru | 146.196.***.*** | ০৭ মে ২০২২ ১২:৪৬507347
  • হিরেনবাবু ইতিহাসের এক অধ্যায় তুলে ধরার জন্য অকুন্ঠ ধন্যবাদ | কোনো প্রশংসাই ​​​​​​​যথেষ্ট ​​​​​​​নয় ​​​​​​​আপনার ​​​​​​​জন্য |
     
    ইউক্রেইন্ ও রাশিয়ার সম্পর্ককে শুধুমাত্র জার্ দের ও সোভিয়েতদের সাম্রাজ্য দিয়ে ভাবলেই চলবেনা | কিয়েভান রুশ ও রুরিক বংশের কথাও আমাদের বলতে হবে যারা বর্তমান রাশিয়ান সভ্যতার প্রথম রাজবংশ যারা অর্থডক্স খৃস্টান হয়েছিলেন এবং এরাই পরবর্তী সময়ের মুস্কোভি রাষ্ট্রের পূর্বপুরুষ যে  মুস্কোভি বংশ কিনা বর্তমান রাশিয়ান রাষ্ট্রের পূর্বসূরি | অর্থাৎ উক্রেনের সঙ্গে রাশিয়ার এক সহস্রাব্দের থেকেও বেশী আধ্যাত্বিক ও সংস্কৃতিক সম্পর্ক আছে | আম্রিকার পুতুল জেলেনস্কি কি বললো তা নিয়ে অত গুরুত্ব দেবার কি আছে ? 
     
    শুধু লেভ তলস্তয়ের প্রপৌত্র পিওতর (পিটার) তলস্তয় নয় , আমার মনে হয় স্বয়ং লেভ তলস্তয় নিজে আজকে বেঁচে থাকলেও পুতিন সাহেবকেই সমর্থন করতেন | আলেক্সান্ডার সলঝেনিৎসিন যিনি স্তালিনের গুলাগের গল্প সারা পৃথিবীকে শুনিয়েছিলেন তিনিও কিন্তু পুতিন সাহেবের সমর্থক ছিলেন এবং জীবনের শেষ কটা দিন্ পর্যন্ত পাশ্চাত্যের সমস্ত সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে পুতিনের রাশিয়াতে কাটাবার সিদ্ধান্ত নেন |  এই মানুষগুলি রাশিয়ান সভ্যতার সঙ্গে নিজেদের একাত্ম করেন এবং রাশিয়া - ইউক্রেইন্ দুটি আলাদা জাতি এটা এরা কখনো মেনে নিতেননা |
     
    রাশিয়া একটি স্বতন্ত্র সভ্যতা যা কিনা byzantine রোমান সাম্রাজ্যের বর্তমান উত্তরসূরি ও একমাত্র প্রতিনিধি | পশ্চিমি চশমা দিয়ে রাশিয়ান সভ্যতাকে বিচার করা ঠিক হবেনা | 
     
     
  • guru | 146.196.***.*** | ০৭ মে ২০২২ ১৯:৪১507363
  • @ঘোষিতা  মানে ???
  • হীরেন সিংহরায় | ০৭ মে ২০২২ ১৯:৫১507364
  • সঠিক -রাশিয়ানে  ড ট ইত্যাদির উচচারন  সফট ! যেমন নিজনি নভগরোদ ( গরোড নয়)! 
     
    রাশিয়ান গ্রাদ বা গরোদ আমাদের গড় ! নভগরোদ = নব গড় । 
     
     
     
  • যোষিতা | ০৭ মে ২০২২ ২০:০৫507365
  • হীরেনবাবু,
    রুশভাষা আমি শিখেছি এবং শেখানোর জন্যও একটা কাগজ আছে।
    Белгород এর উচ্চারণ বেলগোরৎ
    কারনটা বলে দিই। বেল মানে সুন্দর এবং গোরৎ মানে শহর।
    Город শব্দে প্রথম о এর ওপরে স্ট্রেস (উদারেনিয়ে) পড়ে। তাই গো হয়। দ্বিতীয় о এর ওপরে উদারেনিয়ে পড়ে না, তাই দ্বিতীয়টি অ এবং আ এর মাঝামাঝি উচ্চারিত হয়। শেষে রয়েছে д মানে দে। এই д যেহেতু শব্দের শেষে, তাই এই д এর উচ্চারণ হবে ৎ এর মতো। 
  • যোষিতা | ০৭ মে ২০২২ ২০:১৪507366
  • Нижний новгород এ প্রথম অংশটি অর্থাৎ নিঝনির অর্থ নীচু, দ্বিতায় অংশটির অর্থ নতুন শহর।
    ж কে প্রতিশ্থাপন করবার মতো হরফ বাংলায় নেই। ফরাসী genre শব্দে g এর যা উচ্চারণ, রুশভাষাতেও ж এর উচ্চারণ সাধারণত অনুরূপ। কিছু ক্ষেত্রে উচ্চারণ আলাদা হয়, যেমন শব্দের শেষে বা ব্যঞ্জনবর্ণের পূর্বে ব্যবহৃত হলে।
    রুশ ভাষা প্রতিটি ব্যঞ্জনবর্ণই নরম।
  • হীরেন সিংহরায় | ০৭ মে ২০২২ ২০:১৭507367
  • অশেষ ধন্যবাদ ! আমার মেয়েও গ্রিক ও রাশিয়ান শিখছে। তার মতে সিরিলিক খুবই ফোনেটিক - ইংরেজির বিপরীত! রোমানিয়ান তার মাতৃভাষা সেটা আগে সিরিলিকে লেখা হতো । রোমান হরফ আসার পরে অক্ষরের ওপরে নীচে আঁকিবুকি কেটে উচচারনের স্পষ্টতা আনা হয় যেমন আপনার বেলগোরৎ উদাহরণে। গোরৎ বা গোরদ যাই বলুন না কেন অর্থ
    সেই এক- গড় বা নগরী বা শহর। নিঝনি মানে নীচু 
    তাই নিঝনি নভগরোদ নীচের বা নীচু নতুন শহর! 
    যতদূর জানি রাশিয়ানে "এটা" শব্দের বাংলা হলো "এটা"!
  • যোষিতা | ০৭ মে ২০২২ ২০:৩৯507370
  • এটা -> это, উচ্চারণ এত
  • যোষিতা | ০৭ মে ২০২২ ২০:৪১507371
  • আপনি এই লেখা বই ছেপে বের করুন, রুশ শব্দগুলো চমৎকার বাংলায় লিখবেন। মাঝে মধ্যে ভুলটুল দেখলে ধরিয়ে দেব। ব্যস। :-) 
    শুভেচ্ছা
  • Abhyu | 47.39.***.*** | ০৭ মে ২০২২ ২০:৫০507372
  • হীরেনবাবু আপনি বই বার করলে জানাবেন। ছোটোখাটো টাইপো চোখে পড়ে, লিখি না সঙ্গত কারণেই। কিন্তু বই হিসেবে বেরোলে ওগুলো না থাকাই বাঞ্ছনীয়।
  • হীরেন সিংহরায় | ০৭ মে ২০২২ ২১:০৭507373
  • লড়াই কবে শেষ হবে জানি না । তবে লেখার সংকলন একদিন বই হবে হয়তো।  আপনাদের  সকলের সাহচর্য্য ও সহানুভূতি পেয়ে নিজেকে ধন্য মনে করি। আগামী দিনের লেখাগুলির সংগে থাকুন - শুধু ছাপার ভুল নয় তথ্যগত অসংগতিও দেখিয়ে দিন। এটি ব্লগ । লিখি দ্রুত । ডান হাত আর বাঁ হাতের মতন এইটেই আমার অজুহাত! 
     
    আমার ইহুদি রসিকতা লেখার সময় অনেকে ভুল ত্রুটি দেখিয়ে দিয়ে অপরিসীম উপকার করেছিলেন। এতে করে  বইয়ের ফাইনাল প্রুফ দেখাটা সহজ হয়েছিল। বইটা শ্রাবন মাস নাগাদ বেরুবে।  
  • guru | 146.196.***.*** | ০৭ মে ২০২২ ২১:৩৭507376
  • অনেক অনেক ধন্যবাদ হিরেনবাবু এইভাবে ইতিহাসকে আমাদের সামনে নিয়ে আসার জন্য | 
     
    রাশিয়া এই যুদ্ধে জিতলে আপনার কি মনে হয় ১৯৯২ সালের বার্লিন প্রাচীর পতনের শেষে তৈরী ওয়াশিংটন কনসেনসাস একটা খুব বড়ো ধাক্কা খাবে ? বাইডেন কি এর ফলে মিডটার্ম হারবে ? 
     
    আচ্ছা আম্রিকা কি এই যুদ্ধের জন্য আরেকটি রিসেশন দেখতে যাচ্ছে ? এতো ঘন ঘন (১০-১২ বছর বাদে বাদেই ) আম্রিকা কেন রিসেশন দেখছে ? 
  • guru | 146.196.***.*** | ০৭ মে ২০২২ ২১:৪২507377
  • আপনাকে অনুরোধ করছি ইউক্রেইন্ যুদ্ধ নিয়ে এর পরের কিস্তিত্তে নিজের ইনভেস্টমেন্ট ব্যাংকার সত্তাকে জাগ্রত করে এই যুদ্ধের ফলে বিশ্বের বড়ো বড়ো দেশ গুলিতে মন্দা ও ইনফ্লেশন নিয়ে একটি লেখা লিখুন | এই যুদ্ধের ফলে রাশিয়ার রুবল কূটনীতি ও তার ফলে ওয়াশিংটন কনসেনসাস এর উপর কি প্রভাব পড়বে তাই নিয়ে লিখুন |
  • dc | 2401:4900:2313:da09:6013:4f8:5ec0:***:*** | ০৭ মে ২০২২ ২১:৪৬507379
  • হীরেনবাবুর এই লেখা বই হয়ে বেরোলে আগ্রহ নিয়ে পড়বো। ইউক্রেনে পুটিন আর রাশিয়ান আর্মি যে জেনোসাইড আর ওয়ার ক্রাইমস করছে তার দলিল হয়ে থাকবে বইটা। 
  • Amit | 121.2.***.*** | ০৮ মে ২০২২ ০০:৫৭507381
  • হিরেনবাবুর বই এর জন্যে আমিও লাইন দিলাম। আপনার লেখার স্টাইল টা অসাধারণ। ইতিহাসের ঘটনাবলীর সাথে নিজের বাস্তব অভিজ্ঞতা মিশিয়ে যেভাবে লেখাগুলো আসে, পড়তে পড়তে সত্যি আমার মনে হয় যেন চোখের সামনে পর্দায় ঘটনাগুলো দেখতে পাচ্ছি। আর এই যুদ্ধের আর রাশিয়ান ওয়ার ক্রাইম এর মধ্যে দাঁড়িয়ে রেফিউজি দের সাহায্য করার যে সাহস আর মানবিকতা আপনারা দেখাচ্ছেন সেটাকে প্রশংসা করে ছোট করার স্পর্ধা আমার নেই। শুধু শুভেচ্ছাই জানাতে পারি দূর থেকে। 
     
    আর সব লেখায় কিছু কিছু মন্তব্য থেকে মন্তব্যকারীদের মুখোশের আড়ালের আসল মুখও দিব্যি চেনা যাচ্ছে। 
     
  • Amit | 121.2.***.*** | ০৮ মে ২০২২ ০২:১৮507382
  • হাজার বছরের তথাকথিত আধ্যাত্বিক ও সংস্কৃতিক সম্পর্ক এর যুক্তি দেখিয়ে যারা আজকের এবং গত একশো বছরের রাশিয়ান ওয়ার ক্রাইম এবং নেকেড এগ্রেশন কে জাস্টিফাই করতে চাইছেন , আশা করি একই যুক্তিতে কালকে ভারত পাকিস্তানকে আক্রমণ করলেও তারা দুহাত তুলে ভারতকে সমর্থন করবেন ? ইসলামিক ইনভেশন ​​​​​​​এর ​​​​​​​আগে ​​​​​​​পাকিস্তান বা আফগানিস্তানে ​​​​​​​তো হিন্দু বা বৌদ্ধ ​​​​​​​সভ্যতাই ​​​​​​​ছিল যদ্দুর জানা যায়। ​​​​​​​সেসব ​​​​​​​রেলিকস অবশ্য তালিবান রা ​​​​​​​ব্যোম ​​​​​​​মেরে ​​​​​​​উড়িয়ে দিয়েছে আদর্শ ইসলামিক দেশ প্রতিষ্ঠায়। আর সংখ্যালঘু স্বার্থ রক্ষায় পাকিস্তানের কথাও যত কম বলা যায় ততই ভালো। বাংলাদেশ ও খুব পিছিয়ে নেই। ​​​​
     
    যদিও এখানে ​​​​​​​​​​​​​​কেউ কেউ আবার ​​​​​​​খুবই তালিবান এবং পুতিন ​​​​​​​​​​​​​​​​​​​​ভক্ত। নাম ​​​​​​​করার ​​​​​​​দরকার ​​​​​​​নেই বিশেষ। 
     
    আফটার অল ভারতীয় হিন্দু বা বৌদ্ধ সভ্যতাও একটি স্বতন্ত্র এবং প্রাচীন সভ্যতা কিনা| একই যুক্তিতে শুধু পশ্চিমি বা ইসলামিক বা তালিবানি চশমা দিয়ে ভারতীয় প্রাচীন সভ্যতাকে বিচার করাও ঠিক হবেনা | 
  • :|: | 174.25.***.*** | ০৮ মে ২০২২ ০৩:৩৬507383
  • আধ্যাত্মিক। 
  • aranya | 2601:84:4600:5410:3d6e:4cf9:c913:***:*** | ০৮ মে ২০২২ ০৬:৪১507391
  • পছন্দের সিরিজ। বন্ধুদের সাথে শেয়ার করব 
  • Ranjan Roy | ০৮ মে ২০২২ ১০:৫১507394
  • হীরেনবাবু
    আপনার ইহুদী রসিকতা এবং বর্তমান বইটি বেরনো।মাত্র দু'কপি করে কিনব। অগ্রিম বুকিং।
     
    আধ‍্যাত্মিক ও সাংস্কৃতিক ঐক‍্যের যুক্তিতে পশ্চিমে আফগানিস্তান, পাকিস্তান থেকে পূর্বে বাংলাদেশও ব্রহ্মদেশ; উত্তরে নেপাল থেকে  দক্ষিণে সিংহল ও কাম্বোজ পুনরুদ্ধার করে অখণ্ড প্রাচীন সভ‍্যতা পুন:স্থাপনের স্বপ্ন অহরহ শুনতে পাই।
    কিন্তু কবে কার আমলে এই বিশাল ভুখন্ড এক রাজা বা কোন কেন্দ্রীয় শাসনের অধীনে ছিল সে ব‍্যাপারে কবি নীরব।
     
  • Amit | 124.17.***.*** | ০৮ মে ২০২২ ১১:৪৩507401
  • রঞ্জন দা আবার যুক্তি খুঁজে বেড়াচ্ছেন এর মধ্যে। কবে কোথায় ঠিক ডিক্টেটর রা আগে যুক্তি সাজিয়ে জাস্টিফাই করে তারপর সম্মতি নিয়ে এট্যাক করে ? নাকি এট্যাক করে তাপ্পর নিজের মতো যুক্তি সাজায় ? 
     
    অখন্ড রাশিয়ার পক্ষে যখন নন-রাশিয়ান দের থেকেই এতো রকমের যুক্তি ( বা কুযুক্তি ) শোনা যাচ্ছে তখন অখন্ড ভারতের পক্ষেও ইন্ডিয়ায় বসে যুক্তি খুঁজে পাওয়া যাবে না ? সিউর পাওয়া যাবে দরকার পড়লে। তখন যারা পুতিনকে সাপোরটাচ্ছেন , তারা একই লজিকে নিশ্চয় প্রধান সেবক কেও সাপোর্টাবেন। নাকি তখন মদন মিত্রের মত পার্ক স্ট্রিট রেপ কেসের মতো ভিন্ন ভিন্ন প্রেক্ষিত খোঁজা হবে ? 
  • guru | 103.135.***.*** | ০৮ মে ২০২২ ২২:৫৯507421
  • প্রধান সেবক চেষ্টা করতেই পারেন তবে উপমহাদেশের ক্ষেত্রে ব্যাপারটি অত সোজা হবেনা বলেই আমার ধারণা | দেখুন একটু ছোট্ট কাশ্মীর কে ধরে রাখতেই আমাদের ৪-৬ লাখ ফৌজ সবসময় কাশ্মীরে মোতায়েন রাখতে হয় যেখানে আমাদের সম্পূর্ণ ফৌজের সংখ্যা প্রায় ১০-১২ লক্ষ | সম্পূর্ণ পাকিস্তান , বাংলাদেশ বা আফগানিস্তানকে কব্জা করা অনেক দূরের কথা পাকিস্তানে গত দুই মাস ধরে অম্রিকি রেজিম চেঞ্জ অপারেশন এর পরেও প্রধান সেবক কিন্তু আজাদ কাশ্মীর যুদ্ধ করে দখল করার চেষ্টা করছেননা | আপনি শুধু ইন্ডিয়ান এডমিনিস্টারড কাশ্মীর কেই দেখুননা ৩৭০ তুলে নেবার ৩ বছর পরেও কিন্তু এখনো সেখানে কেউ জমি , বাড়ি কিনতে যাচ্ছেনা | 
     
    প্রধান সেবক আমার আপনার থেকেও অনেক বেশী ধুরন্ধর উনি জানেন কোথায় কখন কি করতে হবে | কাও বেল্ট ভারতীয় মুসলমান কে দাঙ্গা করিয়ে একঘরে করে ভোট জেতা যায় কিন্তু পাকিস্তানী বা আফগান বা বাংলাদেশি মুসলমান কাউ বেল্টের হতদরিদ্র , সহায় সম্বল হীন মুসলমান নয় | 
     
    পুতিন সাহেবের ব্যাপারটা অন্য | ইউক্রেইন্ আজ থেকে ৩০ বছর আগেও রাশিয়ার মধ্যেই ছিল | সবচেয়ে বড়ো কথা ২০১৪ সাল থেকেই পুতিন চেষ্টা করেছেন উক্রাইনের রাজনৈতিক নেতৃত্বর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে | এই যুদ্ধে নামতে তাকে বিডেন বাধ্য করেছেন |
     
    দক্ষিণ এশিয়ার ব্যাপারটি অন্য | ভারত পাকিস্তান বাংলাদেশ এইগুলি প্রত্যেকটি স্বতন্ত্র সভ্যতা যাদের একের সঙ্গে অন্যের মিল খুবই বেশি কিন্তু তাসত্ত্বেও তারা একে অন্যের থেকে স্বতন্ত্র | bitorkito হলেও সত্যি কথাটা হলো যে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ স্বতন্ত্র সভ্যতা যাদের একের সঙ্গে অন্যের সঙ্গে ভাষা ও মিল আছে কিন্তু তা সত্ত্বেও এরা স্বতন্ত্র সভ্যতা | পাকিস্তান যেমন সিন্ধু নদের সংস্কৃতির সভ্যতা যেইখানে উত্তর ভারত মূলত গঙ্গা নদী ভিত্তিক সভ্যতা | এই দুটির পার্থক্য আছে এবং মিলও আছে | এইবার বোঝার জন্য আপনি এই নিচের ভিডিও টি দেখতেই পারেন | 
     
  • Ranjan Roy | ০৯ মে ২০২২ ০০:২৭507431
  • @ গুরু,
    আপনাকে অনেক ধন্যবাদ, বিরুদ্ধ মত শুনে উত্তেজিত না হয়ে নিজের বক্তব্য সুন্দর ভাবে গুছিয়ে পেশ করার জন্যে। সোশ্যাল মিডিয়ায় এটি বিরল। এভাবে আলোচনা চললে অনেক কিছুই শেখা যায়। সব পক্ষেই কিছু সত্য বা প্রেক্ষিত (আংশিক হলেও) থাকতে পারে।
    আপনার বক্তব্যের সমস্ত উদাহরণ এবং ব্যাখ্যা মেনে নিয়েও আমার অসহমতি এখানে-- জনতা কী চায়? কোন জাতি বা জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের বোধ বা ইচ্ছে জাগ্রত হলে জাতিসংঘের চার্টার কী বলে।
    মাত্র তিরিশ বছর আগেও(আপনার তথ্য অনুযায়ী)   ইউক্রেন রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল--এই যুক্তিতে তাকে অনির্দিষ্ট কাল ধরে রাশিয়ার অধীন থাকতে হবে? পুতিন যদি আলাপ আলোচনার মাধ্যমেই চাইতেন, তাহলে ক্রিমিয়া কেন দখল করলেন? স্তালিনের ফিনল্যান্ড দখল এবং কারেলিয়া প্রভিন্সের টুকরো এখনও যেভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে তাকে কি সদিচ্ছা বলা যায়? অবশ্যই বাইডেন ঘোলা জলে মাছ ধরছেন। তাতে কি মূল প্রশ্নটি অপ্রাসংগিক হয়ে যায়?
      আগামী ১২ তারিখে বেলা দুটোর সময় ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো চুক্তিতে স্বাক্ষর করতে চলেছে। এতদিন রাশিয়ার ধমক ও তেল সাপ্লাই বন্ধ করে দেবার হুমকিতে ওরা ওদের সংসদে ডিবেট সত্ত্বেও পিছিয়ে ছিল। কিন্তু পুতিনের লাগাতার হুমকি এবং ইউক্রেন আক্রমণে জনতার ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। ওরা রাশিয়ার আক্রমণ এবং আর্থিক কৃচ্ছাসাধনের মোকাবিলা করতে তৈরি হচ্ছে। ওদের নিয়মিত সামরিক ও বেসামরিক কুচকাওয়াজ চলছে। 
      ভবিষ্যতে পুতিন নিজের সীমান্তে  একসঙ্গে তিনটে দেশের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারবেন তো? আন্তরিক বিক্ষোভ বেড়ে গেলে?
      দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে আপনার বিশ্লেষণ একেবারে খাপে খাপ পঞ্চার বাপ!
  • Amit | 120.22.***.*** | ০৯ মে ২০২২ ০৩:০৪507440
  • প্রশ্নটা আদৌ কার কি সাধ্য বা ক্ষমতা আর কার কি সাধ সেটা নিয়ে ছিলই না। ছিল জাতিসত্তা আর আত্ম নিয়ন্ত্রণের অধিকার এন্ড প্রিন্সিপল নিয়ে। 
     
    তো জানা গেলো রাশিয়া র ইউক্রেন র ওপর অধিকার স্বতঃসিদ্ধ। কিন্তু ভারত পাকিস্তান বাংলাদেশ সব নাকি আলাদা আলাদা জাতি। :) :) সেসব মাপার কোনো স্ট্যান্ডার্ড স্কেল আছে কিনা জানা গেলোনা , শুধু কেউ একখান ভিডিও বানিয়ে বাজারে ছেড়ে দিলেই প্রমান হয়ে যায়। ভালো। 
     
    বোঝা যাচ্ছে মদন মিত্র একা নন। নিজের প্রিসেট এজেন্ডায় উত্তর ফিট না করাতে পারলেই অনেককেই নিজের দরকারে প্রেক্ষিত পাল্টে পাল্টে ঘুরিয়ে নাক দেখানোর দরকার পরে। 
  • Amit | 45.248.***.*** | ০৯ মে ২০২২ ০৪:৫২507442
  • এই পাড়ায় অবশ্য কল্লোলদা থেকে শুরু করে অনেক সুধীজনই রেগুলার বঙ্গভঙ্গের বেদনা , দুই বাংলার গহীন আত্মার সম্পর্ক , বাঙালির একীকরণ , কংগ্রেস এন্ড নেহরুর বাংলা ভাঙার গভীর ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি নিয়ে পাতার পর পাতা হ্যাজ নামতেন এককালে। এখনো নামান। 
     
    এই আলাদা জাতিসত্তার ঐতিহাসিক আবিষ্কার নাহয় তাঁদের ক্যাপাবল হাতে ই ছেড়ে দেওয়া যাক। :) :) 
     
    আলোচনা প্রায় আলুচোনা র লেভেলে পৌঁছেছে। 
  • Ranjan Roy | ০৯ মে ২০২২ ০৭:০৭507446
  • গুরু
     আপনার বক্তব্য ও ভিডিওটি আবার দেখলাম। সিন্ধুনদ এবং গাঙ্গেয় সভ্যতা এবং সংস্কৃতিকে আলাদা ও স্বতন্ত্র করে দেখলে (এক প্রেক্ষিতে দেখাই যায়) রাজনৈতিক ভাবে দুটো সমস্যা হয়।
    এক,  গোটা পাঞ্জাব সিন্ধুসভ্যতার অঙ্গ বা বৃহত্তর অর্থে পাকিস্তানের অঙ্গ।
    দুই, বাংলাদেশ গাঙ্গেয় সংস্কৃতির অঙ্গ হিসেবে ভারতের অংশ, স্বতন্ত্র থাকতে পারেনা। 
    জাতিসত্তা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার গোদা বাংলায় সংযুক্ত পরিবার থেকে কোন ছেলে ও ছেলেবৌয়ের আলাদা করে ঘর বাঁধবার সাধের মতন। ওদের মন যদি চায় আলাদা করে বাঁচতে তাহলে কোন যুক্তিতে আটকে রাখা যাবে? ফলশ্রুতি-- গাজোয়ারি এবং ধ্বংসলীলা।
    ইথিওপিয়া, ইরিত্রিয়া বা ইন্দোনেশিয়া থেকে বেরিয়ে যাওয়া দ্বীপটি (নামটা এই মুহুর্তে মনে পড়ছে না), সিংগাপুর ও মালয়েশিয়া ! গোটা ইউরোপ!  স্পেন ও বার্সিলোনা? আয়ারল্যান্ডেও সিন ফিন বেশি ভোট পাচ্ছে। চীন ও তিব্বতের কেস?
    মোদ্দা কথা আমি তোমার অধীনে বা তোমার সংসারে থাকব না। তুমি কোন ঐশ্বরিক ক্ষমতা নিয়ে এসেছ?
     
    আর জেলেন্সকি --আমাদের পছন্দ হোক বা না হোক-- একটি দেশের নির্বাচিত নেতা। তার বক্তব্য এড়িয়ে গিয়ে তাকে অমুকের পাপেট বলে দাগিয়ে দিয়ে কী লাভ? এক অর্থে আমরা সবাই (আমিও) কারও না কারও দাস, দলের না হোক, মতাদর্শের। পুতিন হিটলার শি-পিং মোদীজি -- সবাই নির্বাচিত প্রতিনিধি। তাঁদের বক্তব্য দিয়েই তাঁদের সমালোচনা করব--শুধু দেগে দিয়ে লেবেল লাগিয়ে নয়।
  • guru | 103.15.***.*** | ০৯ মে ২০২২ ২০:৫৮507465
  • রঞ্জনবাবু , আমি যতদূর জানি ক্রিমিয়া ২০১৪ সালে রেফারেন্ডাম এর মাধ্যমে রাশিয়াতে এসেছিলো | এখন দেখুন পুরো রাশিয়া ইউক্রেইন্ সমস্যাকে বুঝতে গেলে রাশিয়ার সঙ্গে ইউরোপের গত প্রায় ১০০০ বছরের ইতিহাসকে বুঝতে হবে | রাশিয়াকে ইউরোপের খ্রীষ্টানরা (ক্যাথলিক ও  প্রোটেস্ট্যান্ট দুজনেই ) সবসময়েই ঘৃণা ও অবহেলার চোখে দেখেছে | বারবার তারা দস্যুর মতো রাশিয়ার জমি ও সম্পদ লুঠ করতে চেয়েছে ও রাশিয়াকে নিজেদের দাস বানাতে চেয়েছে | পোলিশ লিথুনিয়ান কমনওয়েলথ , সুইডেন , ফিনল্যাণ্ড টিউটোনিক নাইটরা , northern ক্রুসেড থেকে শুরু করে হাল আমলের নেপোলিওন, হিটলার, ন্যাটো পর্যন্ত রাশিয়ার উপর যত বৈদেশিক আক্রমণ এসেছে তা সবই ইউরোপের দিক থেকে | এটাই ঐতিহাসিক সত্য যেটাকে না বুঝলে সঠিকভাবে রাশিয়া ইউক্রেইন্ সমস্যাকে বোঝা যাবেনা | 
     
    ২০১৪ সালে আম্রিকা উক্রাইনের রুশপন্থী সরকারকে ইউরো ময়দান করিয়ে উৎখাত করে | পুতিনের তখনি বোঝা হয়ে গেছিলো যে উক্রাইনের ভিতর দিয়ে ভবিষ্যতে আম্রিকা আক্রমণ করতে পারে এবং তখন থেকেই পুতিন উক্রাইনের যে সরকারই এসেছে তার সঙ্গে গত ৮ বছর ধরে একটা সমঝোতাতে আস্তে চাইছে যার ফলে ইউক্রেইন্ নিরপেক্ষ থাকবে রাশিয়া ও আম্রিকার মধ্যে | আর জেলেন্সকি ততক্ষনই গদিতে থাকতে পারবে যতক্ষণ সে আম্রিকার হয়ে কাজ করবে | অন্যথা হলেই কি হয় তার চরম উদাহরণ হল পাকিস্তানের ইমরান খান যাকে নিজের দেশের মানুষের জন্য রাশিয়ার থেকে কম খরচে গম ও তেল কিনতে গিয়ে গদি হারাতে হয়েছে আম্রিকার ষড়যন্ত্রে মাত্র মাস খানেক আগেই | আপনার মতো যারা রাজনীতি সচেতন তারা বলুন না ইমরান কি কোনো দোষ করেছিলেন নিজের দেশের মানুষের জন্য রাশিয়ার থেকে কম খরচে গম ও তেল কিনতে চেয়ে ? তাহলে আম্রিকা কেন ঠিক করে দেবে পাকিস্তানের কোন দেশের সঙ্গে কি সম্পর্ক তৈরী হবে ? কি অধিকার তার আছে পাকিস্তানের একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার যেইখানে এই সরকার তার শুধু নিজের দেশের মানুষের সুবিধার জন্য রাশিয়ার থেকে কম খরচে গম ও তেল কিনতে চেয়েছিলো ?
     
    আমি আবার বলছি যে রাশিয়া ইউক্রেইন্ এই বর্তমান যুদ্ধটি হতোইনা যদি ইউক্রেইন্ নিরপেক্ষ থাকতে রাজী হতো কিন্তু আম্রিকার চাপেই সেটা হয়নি | রাশিয়া ইউক্রেইন্ এই বর্তমান যুদ্ধটির দায় তাই আম্রিকা কোনোভাবেই এড়াতে পারেনা | স্বয়ং পোপেরও এটাই মত এখন |  
     
    ভারতীয় উপমহাদেশের ব্যাপার টি অন্য | 
     
    ১ | জিন্নাহ স্বয়ং সম্পূর্ণ অখণ্ড পাঞ্জাব চেয়েছিলেন পাকিস্তানের মধ্যে | সেই সময়ের শিখ নেতৃত্ব এটা মেনে নেননি কিন্তু বর্তমানে শিখরা পাকিস্তানের পাঞ্জাবিদের আর ঘৃণা করেনা | যদি বিভক্ত পাঞ্জাবের দুটি খন্ডের মধ্যে আবার আত্মীয়তা  তৈরী হয় কর্তারপুরের মতো কিছু ব্যাপার নিয়ে তাহলে ক্ষতি কি ? বর্তমানে অমৃতসরের কাছে সম্পূর্ণ পাকিস্তান হয়তো আর্থিকভাবে খুবই প্রয়োজন একটা ২৫ কোটির মার্কেট হিসেবে | আর শিখরা ভবিষ্যতে পাকিস্তানের আরো কাছে আস্তে চাইবে কি খালিস্তান চাইবে সেটি ভবিষ্যতের উপর ছেড়ে দেওয়া হোক |
     
    ২ | বাংলাদেশের ব্যাপারেও এটাই বলা যায় যে যদি বাংলাদেশের মানুষ মেনে নেন তারা অখণ্ড ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবেন তাহলে তারা তাই হবেন | প্রশ্ন হলো তারা কি সেটাই চাইবেন ?
     
     
  • Amit | 103.6.***.*** | ১০ মে ২০২২ ০৫:৩৬507475
  • ইউক্রেন র ব্যাপারেও এটাই বলা যায় যে যদি ইউক্রেন র মানুষ মেনে নেন তারা অখণ্ড রাশিয়ার দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবেন তাহলে তারা তাই হবেন | প্রশ্ন হলো তারা কি সেটাই চাইবেন ?
     
    উইন্ডোস এর কপি পেস্ট আর ফাইন্ড /রিপ্লেস আইডিয়া যার মাথায় এসেছিলো তিনি নোবেল পেলেন না এটা একটা মেজর ইসু। 
     
    আর কি আশ্চর্য। আর শিখরা ভবিষ্যতে পাকিস্তানের আরো কাছে আসতে চাইবে কি খালিস্তান চাইবে সেটি নাকি ভবিষ্যতের উপর ছেড়ে দেওয়া যায় | কিন্তু সেটা বেলুচিস্তান বা ইউক্রেন এর ব্যাপারে চিন্তা করা যায় না। আফগানিস্তানের মেয়েরা কি চাইবে সেটাও আবার তাদের ওপর ছাড়া যায়না। তাদের দাড়িওয়ালা আধা বানর তালিবান গার্ডিয়ান দরকার ২৪বাই৭। 
     
    জয় মদন মিত্রের জয়। দরকার পড়লেই নিজের মতো সাজানো প্রেক্ষিত হাজির। 
     
     
  • &/ | 151.14.***.*** | ১০ মে ২০২২ ০৬:০৬507476
  • এই গুরু নিক থেকে যিনি লিখছেন তাঁর সম্পর্কে সাবধান। খুব সাবধান।
  • dc | 122.164.***.*** | ১০ মে ২০২২ ০৭:২৬507477
  • ওটা তো একটা ট্রোল নিক! 
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন