এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ওস্তাদি - ৩

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১০ জানুয়ারি ২০২৬ | ২২ বার পঠিত
  • | |
    ( ৩ )

    নন্দনের কাছে পৌঁছে দেখল নানা রঙের গুলাল ফাগ পিচকিরি রঙের মহা হুল্লোড় চলছে। প্রায় পনের ষোল জন বাইশ চব্বিশ বছরের ছেলেমেয়ে হোলির রঙ উৎসবে মাতোয়ারা। দুনিয়া ভুলে মজে আছে রঙের উৎসবে। নানা রঙের আবীর উড়ছে হাওয়ায় চারপাশ রঙীন করে। রামশঙ্কর অভ্যাসবশত: ঝোলার মধ্যে আর একবার হাত দিল। একি! হাতে পার্সের ছোঁয়াটা পেল না তো .... । রামশঙ্কর একটু ঘাবড়ে যায়। এমন তো হবার কথা নয়। রামশঙ্কর নন্দনের চত্বরে ঢুকে দাঁড়াল। ঝোলার ভেতর হাত ঢুকিয়ে হাতড়াতে লাগল মরীয়া হয়ে। কিছুই না পেয়ে যখন সামনের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করছে পার্সটা সে কোথায় ফেলে এল, সেই সময়ে অনুভব করল তার ঠিক পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। রামশঙ্করদের ইন্দ্রিয় অত্যন্ত সজাগ হয়। সে পরিষ্কার বুঝতে পারল পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ওদিকে ছেলেমেয়েগুলো বাঁধনহারা ফাগুয়া হুল্লোড় করে চলেছে। রামশঙ্কর খুব আস্তে আস্তে পিছন দিকে ফিরল।
    — ‘একি .... তুমি, মানে আপনি !’
    হাতে একমুঠো গোলাপী আবির নিয়ে দাঁড়িয়ে কৌশানি একগাল হেসে বলল , ‘ তুমিটাই তো ঠিক ছিল। আবার আপনি টাপনি কেন ? আর এই যে তোমার জিনিসটা আমার কাছে ’
    রামশঙ্কর আকাশ থেকে পড়ে।
    — ‘ আরে একি ! কখন ? কিভাবে ? ’
    — ‘ সেই পার্ক স্ট্রীট মোড়ের খাবারের দোকান থেকে এক্সাইড মোড় পর্যন্ত আমি সারাক্ষণ তোমার পেছন পেছনই ছিলাম। লোকটার পকেট থেকে মানিব্যাগটা খসাবার পরই আমি তোমার পেছনে দাঁড়িয়েই মালটা নিজের হাতে নিই। বুঝতে পেরেছিলে কিছু ? নাই বা হলাম কামারুল মোল্লার চ্যালা ’
    — ‘কিন্তু এটা করলে কেন ? ’
    — ‘ যাতে তুমি কোন ঝামেলায় না পড়। বা রে.... আমার একটা কৃতজ্ঞতা বলে তো কিছু আছে .... সেদিন তুমি আমাকে না বাঁচালে .... উ: ! ’
    রামশঙ্কর কি বলবে ভেবে না পেয়ে কৌশানির মুখের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল।
    কৌশানি চাঁচাছোলা মেয়ে। কোন কিছুর রাখঢাক নেই। সে বলল, ‘ এবার তোমায় একটু আবীর মাখাই। তুমিও আমায় একটু মাখিও কিন্তু। এবার সারাজীবনই দুজন দুজনকে রাঙাতে হবে অবশ্য। কারণ আমি তোমায় আর ছাড়ছি না।’
    রামশঙ্কর কৌশানির কথা শুনতে লাগল চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাধ্য ছাত্রের মতো।
    এতক্ষণে তার মুখ রেঙে উঠেছে কৌশানির হাতের গুলালে।

    ওদিকে ছেলেমেয়েগুলো রঙ মেখে ভূত হয়ে সবাই মিলে কি একটা গান গাইছে গলায় গলা মিলিয়ে। নন্দন চত্বর এখন গানে রঙে ভরভূর। ওরা এক ভিন্ন জগতের বাসিন্দা।

    ******* ******** ********

    এর দিন সাতেক বাদে রামশঙ্কর কৌশানিকে ভুলো হারানোর দু:খটা বলে ফেলল। কৌশানি আউটরাম ঘাটের ধারে রামশঙ্করের মাথার চুলে হাত বুলিয়ে প্রাজ্ঞ ভঙ্গীতে বলল, ‘ যে যাবার সে যাবেই.... তাকে শান্তিতে থাকতে দাও। অপরাধিদের ওপরওয়ালাই শাস্তি দেবে। তুমি ওসব ভেবে কষ্ট পেয় না। বিষের জ্বালা তারাও বুঝবে বেঁচে থাকতে থাকতেই। চল আমরা আজ থেকেই এ লাইন ছেড়ে দিই। এ পৃথিবীতে তো কত কিছু করার আছে। আমরাই বা পারব না কেন।’

    হোলির রঙের দাগ এখনও জেগে আছে ওদের চোখেমুখে। বাতাস বইছে বড় উদাসী ।

    ( শেষ )

    *****************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন