শ্রী গুরু
আপনার ৩/৯ তারিখের বার্তায় আমাকে উদ্দেশ্য করে লিখেছেন
আমি পাকিস্তানের বন্যার ব্যাপারে সঠিক বলছি কিনা যাচাই করবার জন্য চাইলে আপনি আপনার পুরোনো সহকর্মী শওকত আজিজের সঙ্গে কন্ফার্ম করে নিতে পারেন |
দুনিয়ার কোন সংবাদ মাধ্যম হয়তো সম্পূর্ণ নিরপেক্ষ নয় তবু আমি সাধ্যমত বিভিন্ন সূত্র থেকে খবরাখবর সংগ্রহ করে থাকি । জনাব শাউকত আজিজকে এ বিষয়ে প্রশ্ন করার যে উপদেশ আপনি দিয়েছেন সৌজন্যের কারণে আমি তা থেকে বিরত থাকব । বরং আপনাকে পরামর্শ দিতে পারি তাঁর আত্মজীবনী ( ফ্রম ব্যাংকিং টু দি থরনি ওয়ার্ল্ড অফ পলিটিক্স ) পড়ুন ।
এখন ঘটনা হলো যে ইউরোপ ও আম্রিকাতে ইউক্রেইন্ এর শরণার্থীদের দাম একটু বেশি হবে পাকিস্তানের বন্যাপীড়িতদের তুলনায় কারণ চামড়ার রং , চুলের রং চোখের মনির রং ও সর্বশেষ ব্যাপার ধর্ম এটা ঘটনা |
শরণার্থীদের দাম কিভাবে নির্ণীত হয় সেই ফরমুলা আমি আপনার কাছে জানতে চেয়েছি । এঁরা কেউ স্বেচ্ছায় ইউক্রেন ছেড়ে আসেন নি । আসতে বাধ্য হয়েছেন। বাকি ইউরোপ আপাতত ৯২% মহিলা ও শিশুদের ভরন পোষণের দায় বহন করছে। বর্তমানে ইউরোপের এখানে ওখানে ৬০ লক্ষ সিরিয়ান আফঘান শরণার্থী আছেন । এক জার্মানি গত কয়েক বছরে ১৩ লক্ষ সিরিয়ান / আফঘান শরণার্থীকে আশ্রয় দিয়েছে , তাদের চামড়া চুল ও চোখের মনির বর্ণ বিশ্লেষণ করে নি ।ধর্মেরও নয়।
আমাকে সরাসরি উদ্দেশ্য করে আপনি লিখেছেন
আচ্ছা একটা কথা এই যুদ্ধ চললে ইউরোপের একটি লাভ হবে যেহেতু তারা ইউক্রেইন্ থেকে অনেক সাদা চামড়ার ইমিগ্র্যান্ট পাবেন প্রায় বিনা মূল্যে | আপনার UK তে তো শুনেছি বন্যাক্রান্ত পাকিস্তানী ইমিগ্র্যান্ট দের তুলনাতে উক্রেইনের সাদা চামড়ার নীল চোখের ইম্মিগ্রান্টদের সংখ্যা অনেক বেশি | তাহলে তো যত যুদ্ধ চলবে ইউক্রেইন্ এর মধ্যে UK এর তত বেশী লাভ | কি বলেন আপনি ?
সাদা চামড়ার ইমিগ্রানট ইউরোপ কি বিনামূল্যে পেয়েছে বলে আপনি মনে করেন ? প্রতি দেশ তাদের খরচা বহন করছে । এই সব ইমিগ্রানট কর্মী বাহিনীতে যোগ দিতে অক্ষম। আমরা সবাই তাদের খরচা বহন করছি।
এ দেশে পাকিস্তানি অরিজিনের ১২ লক্ষ মানুষ বাস করেন । এ যাবত এক লক্ষ ইউক্রেনের শরণার্থী ইউ কে তে এসেছেন।সরকারি হিসেব অনুযায়ী বন্যাক্রান্ত পাকিস্তানির সংখ্যা তিন কোটি । এক লক্ষ শরণার্থী ও তিন কোটি বন্যাক্রান্তের মধ্যে কোন সংখ্যাটি বৃহত্তর সেটা আমাকে বোঝাবেন ?
যত যুদ্ধ চলবে ইউক্রেনের মধ্যে ইউ কে এর তত বেশি লাভ
আমাদের মত করদাতারা লক্ষাধিক শরণার্থীর ব্যয় বহন করছি। এতে ইউ কের কোথায় কি লাভ হচ্ছে বা হবে সে বিষয়ে আপনার মত জানতে চাই।
সবশেষে , যত সামান্য হোক আমাদের মতন সাধারণ মানুষ ইতিমধ্যে পাকিস্তানের বন্যা ত্রাণে যে চাঁদা দিয়েছি তার পরিমাণ গতকাল অবধি তেরো লক্ষ পাউনড ( প্রায় ৩৪ কোটি পাকিস্তানি টাকা)।
আপনি কি পাকিস্তানের বন্যাত্রানে কোন অর্থ সাহায্য পাঠিয়েছেন ?