

ছিটিয়ে চোনা, ঝান্ডা গেড়ে
বলল তারা হেঁকে,
"এইখানেতেই ইট বসানোর
কাজ শুরু আজ থেকে,
জায়গা জুড়ে রয়েছে যত
ভিখিরি আর হকার,
ধাক্কা দিয়ে তাদেরকে আজ
পার করে আয় পগার !"
মাইক এঁটে, উপর থেকে
হুকুম পাওয়া মাত্র,
হেঁড়ে গলায় চালিশা পাঠ
শুরু দিবস রাত্ৰ।
বাড়ির লোকের কানের যত
অদ্যিকালের পোকা,
সার বেঁধে সব ছাড়ল পাড়া
বেরিয়ে থোকা থোকা।
তৈরি হবে মন্দির এক,
ভক্ত হনুমানের,
চাঁদার দাবি আকাশ প্রমাণ
না দিলে ভয় প্রাণের।
সঙ্গে দাবি হনুর পাড়ায়
বন্ধ আমিষ-গন্ধ,
যখন তখন দেখবে ফ্রিজও
জাগলে মনে সন্দো।
তিলক কেটে মূর্তি কিনে
যেইনা পুজো শুরু,
বিটকেল এক গন্ধে সবার
কুঁচকে ওঠে ভুরু।
কোত্থেকে এক দামড়া হনু
হাজির হয়ে মাঠে,
ধরল চেপে নেতার কলার
লোহার মতন হাতে।
লেজের ঠেলায় ভেস্তে পুজো
ত্রিপল ছিঁড়ে টানে,
চুলের মুঠি পাকড়ে ধরে
বলল নেতার কানে,
"আমার নামে ফের যদি তুই
করিস ঘাঁটাঘাঁটি,
এক রদ্দায় রগড়ে মগজ
মারবো গালে চাঁটি।
পুজোর ছুতোয় দাঙ্গা বাঁধাস,
বলিস কারণ - আমি,
রাম ঠ্যাঙাব, দেখলে আবার
বেমক্কা বাঁদরামি !"
তির্যক | ২৪ আগস্ট ২০২৩ ১১:১৮522891
Biplob | 45.114.***.*** | ২৯ নভেম্বর ২০২৪ ২১:০১539766