এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ইস্পেশাল  স্বাধীনতা

  • লঙ্কাদহন করেছিল কোন মহাজন?

    প্যালারাম
    ইস্পেশাল | স্বাধীনতা | ১৫ আগস্ট ২০২৩ | ১৪১৮ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • পার্সোনাল ইজ পলিটিকাল, অর্থাৎ কিনা যাহাই হনুমান সংক্রান্ত, তাহাই রাজনৈতিক।


    অনেকদিন আগের কথা। যে সময় কবির লড়াই ছিল এক বড়সড় বিনোদন। কবিতে কবিতে লড়াই হয় – অল্প সুরে বাঁধা ছড়ায়, কবিদের সঙ্গে থাকেন তাঁদের সাঙ্গপাঙ্গ – বাজনদার, দোহার। আমাদের গল্পের কবির খুব নামডাক, নানা জায়গা থেকে ডাক আসে। রামায়ণ তাঁর বিশেষত্ব। ব্যস্ততার সঙ্গেই, আয়ও ঊর্ধ্বমুখী। সমস্যা একটাই – কবি আমাদের বেজায় কিপটে। যা আয় হয়, তার একটা নির্দিষ্ট অংশ দোহার-দলকে দেওয়ার কথা থাকলেও, প্রায় পুরোটাই পকেটস্থ করেন কবিবাবু। স্বভাবতই, অসন্তোষের পারদে থার্মোমিটার ভাঙার উপক্রম।

    জমিয়ে লড়াই চলছে এক রাতে। উত্তেজনা তুঙ্গে। কবি হেঁকে উঠেছেন – “লঙ্কাদহন করেছিলেন কোন মহাজন?” (গিজদা গিজাং ছন্দে, পছন্দমতো সুরে)। ঠিক করাই আছে, দোহার বার দুয়েক “কোন মহাজন?” রিপিট করে, তার পরের বারে উত্তর দেবে। কিন্তু কোথায় কী? তিনবার রিপিট করার পরও যখন উত্তর এল না, কবি বিরক্ত হয়ে আবার হাঁকলেন, “লঙ্কাদহন করেছিলেন কোন মহাজন?” আশা – লোকে ভাববে, এই জায়গায় জোর দেওয়া উচিত ছিল বুঝি। কিন্তু এবারও, “কোন মহাজন?”-এরই প্রতিধ্বনি ভেসে এল নিজের দলের থেকে। রক্তচক্ষু কবি ঘুরে দাঁড়ালেন নিজের দলের দিকে। এরপর তো ছিছিক্কার পড়ে যাবে!
    হঠাৎ, দ্বিতীয়বারের রিপিটেশনের পর ধীরে একটু অন্য সুর ভেসে এল এবার, “… ভাগের বেলায় কম-বেশি, বলিব কেমন?”

    তাল ধরে রাখা খোলের আওয়াজ ভিন্ন টুঁ-শব্দটি নেই ঘরে কোথাও। কবির সঙ্গে বাজনদলের পান্ডার চোখাচোখি হল। অন্য ওয়েভলেংথে কথা হয়ে গেল দুই পুরোনো সঙ্গীর মধ্যে, কেউ বুঝলো না। কবি ঘুরে দাঁড়িয়ে, এক গাল হেসে, ছড়িয়ে, গলা ছেড়ে গাইলেন, “এবার থেকে হবে ভা-আ-আ-আই, সমানে সমা-আ-আ-আ-ন……!”
    যন্ত্রের মতো, পরের তালের ঘেরে উত্তর মিললো,


    “লঙ্কাদহন করেছিলেন বীর হনুমান (বলো)
    লঙ্কাদহন করেছিলেন বীর হনুমান (ও ভাই)
    লঙ্কাদহন করেছিলেন বীর হনুমান! ...”


    কবিয়াল ভালোই ছিলেন এরপর আশা করি। কিন্তু তা নিয়ে আসলে বকতে বসিনি আজ (ধান ভানতে একটু হনুর গীত গাইলাম আর কি)।

    হনুমানের লঙ্কাদহনের গল্পটা জানেন তো আপনারা? নিশ্চয়ই জানেন, পণ্ডিত ব্যক্তি আপনারা সব। আসলে কী জানেন তো, এদ্দিন ধরে এত লোকে আমাদের ইতিহাস আর পুরাণ লিখে চলেছে, যে সব ঘেঁটে চচ্চড়ি হয়ে গেছে। সে চচ্চড়ি খেতে ভালো, তাই বিশেষ কেউ আপত্তিও করে না। আসুন এই সুযোগে, খুব ছোট করে, আপনাদের লঙ্কাদহনের গল্পটা শোনাই।

    এক ছিল হনুমান। সে ছিল খুব রামভক্ত।

    মানে, প্রথম থেকে কি আর ছিল? এক সময় অবধি হনুমান দিব্যি জঙ্গুলে জীবন কাটাতো, হনুমতীদের সঙ্গে খুব ফস্টিনস্টি করতো, হনুমানোচিত নানারকম কাজ এমন দক্ষতার সঙ্গে করতো, যে গল্প ছড়িয়ে পড়েছিল হনুর কীর্তিকলাপের। বাপ পবনদেবের অর্থ আর প্রতিপত্তির সাহায্য নিয়ে অনেক গ্যাঁড়াকল থেকে বেঁচেও ছিল অবশ্য ছোকরা। প্রতিপত্তি না থাকলে কি আর সূর্য নিজে প্রাইভেট ট্যুশন পড়ায় কাউকে? বেয়াদপ হনু সেখানে আপেল-ফাপেল নিয়ে কী একটা কেত্তন করেছিল, পবনদেব নিজের উদ্যোগে সে খবর ধামাচাপা দেন।

    যাই হোক, সদ্য সদ্য এক সুদৃশ্য লেজ গজিয়েছে, উঁচু লাফও দিতে পারতো অন্যদের থেকে বেশি – হনুর কনফিডেন্স তখন তুঙ্গে। কখনো নিজের উৎসাহে, কখনো হনুমতীদের ইম্প্রেস করতে – হনু তখন র‍্যাডিকাল। বেদজ্ঞ হয়ে উঠলো (লোকে ভুল করে গীতা বলে)। এমতাবস্থায় মার্কেটে এলেন শ্রীরাম (রামদেব না; সে লোক অন্য। আসল শ্রীরামের সঙ্গে হনুর চেহারার মিল প্রায় নেই বললেই চলে)।
    তা, তিনি এসেই বললেন, “সীতা বিনা আমি যেন মণিহারা ফণী”। হনুর জীবনেও তখন নারীঘটিত গোলমাল চলছিল, রামের দুঃখটা বুঝেই সে যোগ দিলো রামের দলে। দলের বাকি সবই ভালো, কেবল কথায় কথায় যে কেউ রামভক্তির মাপজোক করতে বসে পড়ে। কে কত বড় রামভক্ত – এ নিয়ে এক্কেরে কম্পিটিশনই শুরু হয়ে গেছে। হনু দেখলো, নিজের লাফ দেওয়ার ক্ষমতা আর রামভক্তির অ্যাড যদি একসঙ্গে দিতে হয়, তবে লঙ্কাদহন ছাড়া আর গতি নেই।

    মাঝে অনেক কিছু হল – কী করে হনু সমুদ্র পেরিয়ে লঙ্কা গেছিল, কী করেই বা ঢুকে পড়েছিল অশোকবনে – সে সব কিসসা নিয়ে অনেক সিনেমা-টিনেমা হয়েছে। আমরা আর হ্যাজাচ্ছি না। মোদ্দা কথা, হনু – নিজের দায়িত্বে (পড়ুন নিজের লেজে) – লঙ্কায় আগুন দিয়েছিল। আগেই বলেছি, রামের বানর-সেনাদলে তখন ভক্তির ঢেউ খেলছে। সেজন্যেই কেউ বিশেষ জিজ্ঞেস করেনি, “বাপু হে, আগুন যে লাগালে, ঠিক কেন?” উত্তর সকলে ধরেই নিয়েছিল, কেন আবার? রামভক্তি! শুধু কয়েকজন ত্যাঁদোড় বানর ছিল (যেমন সেনাপতি অঙ্গদ; তার বয়স কম হলে কী হবে, জাঁদরেল সেনাপতি ছিল। অথবা জাম্বুবান, জ্ঞানের বাটখারা), যারা এককথায় হনুর এই আচরণ সমর্থন করেনি। হনু তাদের সকলকে একটাই যুক্তি দেখিয়েছিল, “লঙ্কা এমন ধ্বংস হবে, যে আর কেউ কখনো ধর্মের নামে যুদ্ধ করার সাহস পাবে না।” অনেকেই গিলেছিল যুক্তিটা। অনেকে গেলেনি। কোনো যুক্তিতেই কি এত নির্দোষ প্রাণের পরিকল্পিত হত্যা মেনে নেওয়া যায়?

    লঙ্কাদহনের আগে হনুর বিশেষ ছবিছাবা নেই। পরবর্তীকালে, হনুর বেশি বয়সের ছবি দেখলে দেখা যায়, হনুর মুখ পুরো মিশি-কালো। এর আসল কারণ কারুরই জানা নেই। তবে নানা লোকে নানা কথা বলে। কেউ কেউ (যেমন আবাপ) বলে, ছোটবেলায় গুরু সূর্যের কাছে পড়াশুনো করার সময়ই মুখটা কালো হয়ে যায়: “…সূর্যদেবকে প্রণাম করে জানালেন, তাঁর কাছে তিনি বেদবেদান্ত, ব্যাকরণ শিখতে এসেছেন। সূর্য বললেন, ‘‘আমাকে তো দিবারাত্র কাজ করতে হয়। তোমাকে পড়ানোর সময় কোথায় পাব?’’ হনুমান গুরুর মুশকিল আসান করে দিলেন। ঠিক হল, তিনি সূর্যের রথের আগে আগে ছুটবেন, কিন্তু মুখ থাকবে রথের দিকে, সূর্যের থেকে যা কিছু শোনার শুনতে শুনতে রথের সমান বেগে পিছন দিকে ছুটবেন। সূর্যের রথ বাধা পাবে না। স্মৃতিধর হনুমান, এক বার শুনলেই তাঁর সব কিছু মনে থাকে। কিন্তু সূর্যের দিকে মুখ করে ব্যাক গিয়ারে ছুটছিলেন বলেই তো মুখটা পুড়ে কালো হয়ে গেল।…” (লিঙ্ক)

    কিন্তু নিন্দুকদের মতে, লঙ্কাদহনের পরবর্তীকালেই হনুর মুখ কালো হয়েছিল। নিজেরই লেজের আগুন নাকি নেভাতে পারেনি হনু। সমুদ্রের জলে চুবিয়েও না। শেষে নিজেরই মুখে পুরতে হয়েছিল সেই বিষম প্রাণঘাতী লেজ। লেজ নিভেছিল, কিন্তু মুখ পুড়ে ঝামা।

    সময় পেরিয়েছে, যুগ বদলেছে। এখন আর শুধু রামভক্তির দোহাই দিয়ে লঙ্কাদহনের গপ্পো মেনে নেয় না কেউ। ধর্মের নামে যুদ্ধ থামেনি। লঙ্কার সেই নরমেধ যজ্ঞের গল্পও জানতে পেরেছে লোকে। প্রত্যক্ষদর্শীর বিবরণেও। অনেক সিনেমা, লেখা, বই হয়েছে সেই নিয়ে।
    কেবল এই এতদিন পরে আবার, হনুমানকে নিয়ে একখান সিনেমা হওয়ায় (‘আদিপুরুষ’ না ‘ওপেনহাইমার’ – কী একটা নাম) পুরোনো গোলমাল মাথাচাড়া দিয়েছে – লোকজন ক্ষেপে উঠে বলছে, এ সিনেমায় নাকি হনুকে গ্লোরিফাই করা হয়েছে, লঙ্কার তরফের কোনো দৃশ্য অবধি রাখা হয়নি। লঙ্কা-এপিসোডের পর হনু যে কতবড় ঋষির জীবন যাপন করেছিল, তা নিয়েই ত্যানা প্যাঁচানো হয়েছে নাকি। কোনো একসময়, হনুর মতো সেলেব্রিটি রামভক্তের বিরুদ্ধেও ‘ভক্তির অভাব’-এর অভিযোগ আসে। এক গোপন কমিটির কোঁৎকায় নাকি তখন হনুমানকে নিজের বুক চিরে দেখাতে হয়েছিল, আসলে সে কত বড় ভক্ত।

    উলটোদিকে কেউ কেউ বলছে বটে, যে, হিংসার প্রদর্শনই যেমন হিংসার সমর্থন নয়, তেমন অদর্শনও ঔদাসীন্য নয়। হনুর মুখ কী করে ধীরে ধীরে কালো হয়ে গেছিল, তার ডিটেলের মাধ্যমেই নাকি পরিচালক লঙ্কাদহনের প্রতীকী খতিয়ান রেখেছেন। কী করে সিস্টেমিক রামভক্তির জোয়াল কাঁধে তুললে সে জোয়াল কাঁধে রক্তাক্ত দাগ ফেলতে বাধ্য, ভক্তি-মাপা ছুরি থেকে কেমন করে হনুমানের সিনা-ও বাঁচতে পারে না – এ সবই নাকি পরিচালকের দেখানোর উদ্দেশ্য ছিল। জাম্বুবানের সঙ্গে কথোপকথনের দৃশ্য নাকি ‘উইথ গ্রেট লেজ, কামস গ্রেট রেস্পন্সিবিলিটি’-এই বাণীরই জয়গান।

    কিন্তু সেসব গভীর কথা। আমরা কি আর অত বুঝি? আপাতত, গান গাই চলুন প্রাণভরে,
          - লঙ্কাদহন করেছিলেন কোন মহাজন?
           - বানর-সেনা সবাই ছিল, বলিব কেমন?
           - কার পোড়া মুখে আছে দহনের প্রমাণ?
           - লঙ্কাদহন করেছিলেন বীর হনুমান!


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • ইস্পেশাল | ১৫ আগস্ট ২০২৩ | ১৪১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ আগস্ট ২০২৩ ১৪:৪০522505
  • উইত গ্রেট লেজ কামস গ্রেট রেস্পন্সিবিলিটি laughlaugh
  • &/ | 107.77.***.*** | ১৫ আগস্ট ২০২৩ ১৯:১০522513
  • উন্মুক্ত হনুমান 
  • হীরেন সিংহরায় | ১৫ আগস্ট ২০২৩ ২২:৩৪522522
  • অনবদ্য আখ্যান। আগুন জ্বালালেন কি দিয়ে? চকমকি? 
  • Aranya | 2601:84:4600:5410:c8e6:993d:de4e:***:*** | ১৬ আগস্ট ২০২৩ ০৭:৪৭522529
  • অপূর্ব :-)
  • Bratin Das | ১৬ আগস্ট ২০২৩ ০৮:০৬522531
  • নাজুক নাজুক প্যালারাম। আপনার পাখা হয়ে গেলুম heartheart
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন