

শুন সবে ভক্তগণ, শুন দিয়া মন,
দুঃখের কাহিনী এক করিব কথন--
অগ্রে দিব পরিচয় শুনে রাখো নাম,
অতীব দুঃখী আমি বাঙালির রাম।
কৃত্তিবাস কেড়েছিল যাবতীয় বল,
মধু-ভার্সনে আমি অপদার্থ, খল।
যতুটুকু ছিল মান, তাও গেল হায়!
যাঁর হাতে গেল তিনি সুকুমার রায়।
সাধ ছিল, সাধ্য নয়, রাবণে ক্যালাই,
মনুষ্যেতর জীবে তাই করেছি ally।
সকলে ভেবেছে তারা জ্ঞানবুদ্ধিহীন,
(ভুলো না তখনও ছিল anthropocene!)
সে মোর ভৃত্য হয়, আমি তার প্রভু
ভাবিনি হিসেবখানা উল্টোবে কভু।
এ কী যুগ এল হায়, চিত হল কুঁজো--
বাঙালির ঘরে ঘরে তারই আজ পুজো!
চালিশা পড়েছে তারা, মোবাইলে ছবি
গামছার মেটে সাধ, ছুঁলো তাকে ধোবি!
বাঙালির ঘরে ঘরে যত ভাই-বোনু
যাঁর নাম নেয় তিনি চারপেয়ে হনু!
ব্যাকসিটে আজ আমি, সন্তোষী, কালী
তার নামে লেখা চায় গুরুচণ্ডা৯!
kk | 2607:fb91:149f:50ef:79af:c880:b797:***:*** | ১৫ আগস্ট ২০২৩ ১৯:২০522514
dc | 2401:4900:3600:7cc7:cd9e:d7a6:975c:***:*** | ১৫ আগস্ট ২০২৩ ২১:০১522519
মুরশিদুল আরেফিন | 2409:4088:8195:6fa::f51:***:*** | ১৫ আগস্ট ২০২৩ ২১:৪৫522521
Debjani | 223.236.***.*** | ১৫ আগস্ট ২০২৩ ২৩:০৮522523