@সুতীর্থ, ঠিকই। রাষ্ট্র ও পুঁজি যে নিজের উৎসাহ ও ধান্দা চরিতার্থ করতে সন্ত্রাসে মদত দেয় ও তা নিয়ন্ত্রণ করে, সেটা সত্যিই এই কোভিড-পরবর্তী পৃথিবীতে পরিষ্কার। প্রতিটি সেরকম ঘটনার পরে স্টেটকে চাপ দিতে হবে, ইহাও সত্যি (যদিও, মিছিলে কী উদ্ধার হয়, আমার জানা নেই)।
যা সত্যি নয়:
১) 'সন্ত্রাসের ধর্ম হয় — উহা ইসলাম' আমি বলিনি। বলেছি, (এই ঘটনা যদি সত্যি হয়; মিডিয়ার মিথ্যে হলে—পাইদিকেও যেমন বললাম—খুশি হয়ে প্রতিক্রিয়া সরিয়ে নেবো)
'এই সন্ত্রাসটি ইসলামী সন্ত্রাস', আর তাকে ইসলামী দাগাতে ভয় পাবেন না। লিবারালদের উদ্দেশেই বলেছি, তবে তাঁরা লেফট কিনা – তা অন্য ক্ষেত্র থেকে বিচার্য। লিবারাল হওয়ার সঙ্গে বিধর্মী হওয়ার কোনো বিরোধ নেই বলেই বলেছি।
২) এবারে, সন্ত্রাসের ওপর এই ধর্মের ট্যাগটা লাগাতে আপনার খুব অস্বস্তি হতেই পারে। আমি সহমর্মী। প্যালেস্তাইনে জেনোসাইডের দায় ইজ্রায়েলের, ইহুদি ধর্মের নয় — এ কথা বললে আপনি ঠিক, কিন্তু মুশকিল হল, ইজ্রায়েল সেটা করে জায়নবাদের নামে। আইসিসের কার্যকলাপে নানা স্টেটের মদত থাকলেও (কারণ ধান্দা অ্যালাইনড), তাদের প্রতিটি সৈনিক যে মনেপ্রাণে কোরান-হাদিশের হিংসার বাণীগুলি বিশ্বাস করেই ওই নারকীয় কাণ্ড ঘটিয়েছে, তা জানতে জিও-পলিটিক্স গুলে খাওয়ার দরকার হয় না, তাদের তৈরি ভিডিও দেখলেই হয়। কাস্ট সিস্টেম আর তার প্রতিকারের কায়দা নিয়ে রাজনীতি হলেও, তার জন্যে যে ব্রাহ্মণ্য ধর্ম দায়ী — এ দাবি ভুল নয়। যাহা সনাতন, তাহা হিন্দু নহে আর যা ধম্মো, তা রিলিজিয়ন নহে — এ গল্প আপনি জানলেও, স্বাধীনতা-উত্তর ভারতবাসী জানে না। তাই রামনবমী তে উত্তর ভারতের সন্ত্রাস, হিন্দু সন্ত্রাস। বাংলাদেশের দুর্গাপুজোয় হওয়া সন্ত্রাস, ইসলামী সন্ত্রাস। সব কটিকে একত্রে ধর্মীয় সন্ত্রাস বলে দাগাতেই পারি, আসলে তা চাইও। কিন্তু তাহলে বক্তব্য লঘু হয়ে যাবে। তাই ইসলামের নামে হওয়া সন্ত্রাসকে ইসলামী সন্ত্রাসই বলবো, আর এদেশের বলীবর্দদের হিন্দুবীর। আপনার সেন্সিটিভিটিতে এই গরু রচনা আঘাত হানলেও।
৩) সন্ত্রাসকে ইসলামী বলবো না, কারণ জঙ্গিরা কর্পোরেট? তাহলে বাইবেল বেল্টকেও আর একই যুক্তিতে আর বাইবেল বেল্ট বলা যাবে না। আরএসএসও কর্পোরেট, তাদের 'হিন্দুত্ববাদী' বলা যাবে না? এই যে হিন্দু-হিন্দুত্বের বিভাজন (একটি পালনীয়, অন্যটি বিশ্ববীক্ষা), ইহা ইসলামে নাই। ওটি একাধারে ধর্ম এবং রাজনৈতিক গাইড। তাই যে যা, তাকে/তাদের সেই বলেই ডাকা ভালো। তা সে কর্পোরেটই হোক, বা কুটিরশিল্প।