এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  রাজনীতি

  • দূরে কোথায় ৪২

    হীরেন সিংহরায় লেখকের গ্রাহক হোন
    আলোচনা | রাজনীতি | ০৭ সেপ্টেম্বর ২০২২ | ২৬৯৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)


  • দূরে কোথায় ৪২
     
    মানুষের মৃত্যু হলে তবুও মানব
     
    কিভ নগরীর  উত্তর পশ্চিমে একটি শহরতলির নাম ইরপিন । সেখান থেকে আর পাঁচ  কিলোমিটার গেলেই বুচা ।  ইউক্রেন যুদ্ধের প্রথম দিকে এই অঞ্চলে রাশিয়ান সৈন্যরা নিরস্ত্র  নাগরিকদের ওপরে অকথ্য অত্যাচার,  বলাৎকার এবং লুণ্ঠন চালিয়েছে । মৃতদেহে ভরে গেছে বুচার রাজপথ ।  মহামান্য লাভরভ বলেছেন ইউক্রেনের মানুষ নিজেদের লোককে নিজেরাই মেরে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে ।  আমাদের সৈন্য ভদ্র শিক্ষিত মার্জিত।  রাশিয়ানরা এই রণক্ষেত্র থেকে আজ অনেক  দূরে ,তবে   রেখে গেছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরবর্তী কালে ইউরোপের মাঝে অনুষ্ঠিত ক্রুরতম  ধ্বংস ও হত্যালীলার ইতিহাস।
     
    মারিউপোলের ভেরা একটি  ইউক্রেনীয় ওয়েব সংবাদ পত্রিকার সঙ্গে সংযোগ সাধন করিয়ে দিয়েছেন– তার নাম ইরপিন অদ্য ( ইরপিন শোহোদনে )। সিরিলিক পড়তে পারি না। মায়া পারে,  খানিকটা বোঝে।  এটির শুরুতে এবং শেষে একটি আবেদন থাকে- ইউক্রেনকে ভুলে যাবেন না ।
     
    আর থাকে ছবি । মানুষের প্রতি মানুষের নির্মমতার ছবি। সে ছবি হাজার কাহিনি বলে।
     

     শেষ পারানির  কড়ি 

     জতুগৃহ 
     
     হাসপাতাল 

    জীবন যে রকম 


     আরেক দিন 
     
    লড়াই  শুরুর পরে ছ মাস কেটে গেলো।   খবর কাগজের প্রথম পাতা থেকে ইউক্রেন কি ক্রমশ সরে যাচ্ছে দূরে?  সেখানে বড়ো খবর -  গ্যাসের,  বিজলির,  পেট্রোলের দাম । দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরে আয়ের তুলনায় জীবন ধারণের খরচা এতো উঁচুতে পৌঁছায় নি। মূল্যবৃদ্ধির হার ব্রিটেনে দশ,  বালটিকে বিশ এমনকি জার্মানিতে আট শতাংশ । ব্রিটেনে ঘর পিছু গ্যাস ও বিজলির বিল গড়ে চার হাজার পাউনডে পৌছবে সামনের বছরে। লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন । গরিব মানুষের শীতের উষ্ণতা দেওয়ার জন্য কিছু ব্যয় লাঘব করবেন। জার্মানি কর কমাবে ।  ইংলিশ জার্মান ফরাসি স্প্যানিশ ফুটবল লিগ শুরু - খেলোয়াড়দের দল বদলের গল্প পাতায় পাতায়। শক্তিমান ডলারের সামনে পাউনড বা ইউরো হাঁটু গেড়েছে । পাকিস্তানে ভয়াবহ বন্যা । মহারানি পরলোকে প্রস্থান করলেন। 
     
    ‘ ইরপিন অদ্য’  অনুনয় করে – ইউক্রেনকে ভুলে যাবেন না ।
     
     
    তার কিছু দলিল এখানে দেওয়া উচিত মনে করি ।  আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিধ্বংসী ছবি দেখেছি - পোল্যান্ড ১৯৩৯,  লন্ডন ব্লিতস ১৯৪০, ইউক্রেনের বাবি ইয়ার ১৯৪২ , হামবুর্গে অগ্নিবর্ষণ ১৯৪৪,  ড্রেসডেন ১৯৪৫ , বার্লিনের শেষ দিনগুলি  ১৯৪৫ ।  এই যুদ্ধে  রাশিয়ান বর্বরতা  এবং ইউক্রেনের প্রতিরোধ সংগ্রামের   ছবি  তেমনি  একদিন পরবর্তী প্রজন্মের পাঠ্য তালিকায় যেন স্থান পায়  ।
     

    অধিকৃত পূর্ব ইউক্রেনে অবশ্য রাশিয়ান কর্তৃপক্ষ পাঠ্য পুস্তকে অগ্নি সংযোগ ও পাঠ বস্তুর  সংশোধন প্রকল্পে হাত দিয়েছে । এমন কর্মধারা অন্যান্য দেশেও দেখা যাচ্ছে আজকাল। নিত্য তুমি দেখ যাহা সত্য নহে তাহা ।
     
    ছবিগুলির লোকেশন এবং দিন কাল উল্লেখ করার মানা আছে।  
     
    ফিনিক্স পাখির মতো বিধ্বস্ত বার্লিন , ফ্রাঙ্কফুর্ট আবার জেগে উঠেছে। হয়তো একদিন মারিউপোল খারসন খারকিভ  দনেতস্কও মানুষের পদশব্দ,  শিশুদের কল কাকলিতে ভরে যাবে। 
     

     ইউক্রেন ২০২২

    বার্লিন ১৯৪৫
     
    ফ্রাঙ্কফুর্ট ১৯৪৫
     
    এ বছর কলকাতায় বই মেলার মাঠে বসে যুদ্ধ আরম্ভ  হবার খবর পেয়েছিলাম। তারপরেই রোদিকার ফোন- আমরা কি আমাদের বাড়িটা ইউক্রেনের ত্রাণ এবং বণ্টন কেন্দ্র করে তুলতে পারি ?  কলকাতা যখন বাড়ি ফিরলাম দেখি তিলধারণের স্থান হয়তো আছে , আমার ও মায়ার নেই ! আমাদের কুকুরটা  নিতান্ত বিভ্রান্ত হয়ে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে। স্থানীয় জনগণ মুক্তহস্তে ত্রাণ দিয়ে গেছেন আমাদের বাড়িতে।
    ছ মাস কাটল । সারে জিলায় আসার জন্য দু হাজার শরণার্থী ভিসা পাবেন বলে ঘোষিত হয়েছে। আমাদের এলাকায় সাতশ। ইন্টারনেট এবং স্থানীয় ইউক্রেনিয়ান হাবের মারফত খবর  পেয়ে  আমাদের বাড়িতে এসেছেন অনেকে।  এক বস্ত্রে এ দেশে এসে তাঁদের প্রয়োজন ছিল সবেরই। ইউক্রেনে তাঁদের সংসার ছিল, যা হোক কোন কাজ ছিল, ছেলে মেয়েরা স্কুলে গেছে, বাড়ির বেড়া ধরে বয়স্কা মহিলারা  সুখ দুঃখের  গল্প করেছেন। সর্বহারা হয়ে এখানে ওখানে , আমাদের বাড়িতে  জামা জুতো মোজা কোট বই সাইকেল পেরাম্বুলেটর  কম্বল বালিশ প্লেট ছুরি কাঁটা খেলনা বিছানা টিনের খাবার আবশ্যিক ওষুধ  খুঁজেছেন। কিছু পেয়েছেন ।  এই পরদেশে তাঁদের স্টারটার কিট ।  মায়ার শোবার ঘর ছিল সার্বজনীন  ট্রায়াল রুম। 
     
    নব আগমনের ধারা ক্ষীণ ।   তেরনোপিল হতে আজ এলেন অকসানা , ভিসা পেয়েছেন অতি বিলম্বে।  বড়ো ছেলে চব্বিশ বছরের।  লড়াই করছে ইউক্রেনে তার বাবার পাশে দাঁড়িয়ে। ছোট ছেলেটি আঠারো বছরের। সে দেশ ছাড়ার অনুমতি পেয়ে মায়ের সঙ্গে এসেছে। তেমনি এলেন আনাসতাসিয়া,  ইরা । 
     

     

    গ্যাস ও তেলের ব্যবসা স্বাস্থ্যের পক্ষে হানিকারক
     
    ইরিনার পতি  সাইমন ক্রিগার । সাইমনের দাদু  ব্রিটিশ আর্মিতে ছিলেন । তাঁর বাবার জন্ম মুসুরিতে । সাইমনের ছোট বেলায় তাকে ঘুরিয়ে এনেছেন। ছোট সাইমনের মনে আছে  রাতের বেলায় মুসুরি থেকে অনেক নিচে দেখা দেহরাদুনের আলো- একটা থালার মতন । অর্থনীতি, ফরাসি ও  জার্মান শিক্ষা লাভের শেষে সাইমন বার্লিনে তেল ও গ্যাসের বিষয়ে রিসার্চ করতো কোন ব্যাঙ্কে। তার কাজে খুশি হয়ে ব্যাঙ্কের এক কর্তা বললেন এ বিষয়টার ভূত  ভবিষ্যৎ যখন এত ভালো বোঝো যখন  তেল ও গ্যাসের ট্রেডিং করো না কেন ? আজ সে তাই করছে। লন্ডনে।  মাঝে মাঝে দেখা হয় এক পাত্র হাতে  নিয়ে  পাঁচটা গল্প হয় । সেদিন দেখা । 
     
    গরমের ছুটি কেমন কাটল ?

    আগুনে পুড়ে , বৃষ্টিতে ভিজে,  বন্যায় ভেসে ।

    ???

    দক্ষিণ ফ্রান্সে বোরদোর কাছে  সেসটার সুন্দর অরণ্যে কটেজ ভাড়া করেছিল তারা দু সপ্তাহের জন্য। আগস্টের শেষে স্পেন ফ্রান্স গ্রিসে যে দাবানল জ্বলে উঠেছিল  তাতে সেই কটেজ ভস্মীভূত হয় । কোনমতে আপন মালপত্রের অর্ধেক  নিয়ে ক্যালে পৌঁছেছে তারা। উওকিঙ্গের বাড়িতে এসে দেখে পাইপ ফেটে রান্নাঘর জলে ভেসে যাচ্ছে। সেটার ব্যবস্থা ও ইন্সিউরেন্সের কাছে দাবি দাওয়া পেশ করার পরে তারা স্থির করলে হাতে ছুটি আছে - কর্ণওয়াল যাওয়া যাক। সারা ইংল্যান্ড যখন রৌদ্র তপ্ত, কর্নওয়ালে বৃষ্টি চলল একটানা সাতদিন।

    ইংরেজিতে যাকে রাই হিউমর বলে তার বাংলা সঠিক কি জানি না।  তির্যক কৌতুক ? সাইমন ব্যাখ্যান করলো এমন ভাবে যেন এসব কোন ব্যাপার নয় !
     
    আর কিছু ?   

    সাইমন বললে আমাদের ট্রেডিং ডেস্কে  আজকাল খুন খারাবির গল্প বেশ চালু হয়েছে। কান টানলে মাথা আসে,  গ্যাস টানলে রাশিয়া ।  তুমি তো এককালে গাজপ্রমের সঙ্গে কারবার করেছো । জানো তাদের ব্যবসার সঙ্গে জড়িত কতজন গণ্য মান্য রাশিয়ান এ বছরে মারা গেছেন ?
     
    তেল ও গ্যাস বেচে  ধন কুবের মিখাইল ওয়াটফোরড (আসল নাম মিখাইল তলস্তশে -পুতিনের সমালোচক ) আমাদের নিকটবর্তী গ্রাম ভার্জিনিয়া ওয়াটার্সে তাঁর মহার্ঘ্য বাসভবনের গ্যারাজে গলায় দড়ি দিয়েছেন ফেব্রুয়ারি মাসে । সেটা জানতাম ।  দূরে কোথায়ের এক কিস্তিতে  সেটি লিখেছি। যেটা জানতাম না তা হল গ্যাস ও তেল সংশ্লিষ্ট একাধিক রাশিয়ান ধনী অথবা উচ্চপদস্থ মানুষের আকস্মিক মৃত্যু।
     
    সংবেদনশীল পাঠকের কাছে আগাম মার্জনা চেয়ে নিয়ে সাইমন কথিত দুঃসমাচারের ফিরিস্তি দিই: 
     
    রাশিয়ার দ্বিতীয় বৃহৎ তেল কোম্পানি লুক অয়েলের চেয়ারম্যান রাভিল মাগানোভ  হৃদযন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসার জন্য মস্কোর সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি হয়েছিলেন আগস্টের শেষে। গরবাচভের চিকিৎসা হয়েছে  এখানে।  হাসপাতালের ঘরের পাশে একটি ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন -সেখান থেকে হঠাৎ পা পিছলে পতন এবং মৃত্যু। সাক্ষী নেই তবে  ব্যালকনিতে  একটি সিগারেটের প্যাকেট পাওয়া যায়।  বয়েস ৬৭।  জন্মে তাতার ( বাবার নাম ছিল উলফত  হিন্দি সিনেমার দরুন শব্দটা আমাদের বেশ চেনা ) , মস্কো স্টেট ইউনিভারসিটি থেকে তেল এবং গ্যাসের ডিগ্রি প্রাপ্ত  রাভিল মাগানোভ    ইউক্রেনে মহামতি পুতিনের বিশেষ সামরিক কর্মকাণ্ডের প্রকাশ্য সমালোচনা করে বলেন এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, ট্র্যাজেডি।  যুদ্ধে মৃত মানুষের জন্য তিনি শোক জ্ঞাপন করেন । লুক অয়েল তাদের বিবৃতিতে জানায়  কিছুকাল রোগভোগের পর রাভিল মাগানোভ মারা গেছেন।  হাসপাতালের খাটে শুয়ে না ধূমপান করতে গিয়ে , সেটা তারা জানায় নি।
     

    রাভিল মাগানোভ
     
    জুলাই মাসে সেন্ট পিটারসবুরগের একটি  সুইমিং পুলের জলের তলায় ইউরি ভরোনোভের (৬১) মৃতদেহ পাওয়া যায় । পুলের পাশে একটি পিস্তল মেলে । তাঁর স্ত্রী জানান ব্যবসার কিছু অংশীদারের সঙ্গে ফোনে তর্কাতর্কি হবার পরে ইউরি বাড়ি থেকে বেরিয়ে যান । যেখানে মারা গেছেন সেটি কার বাড়ি কার সুইমিং পুল জানা যায় নি । ইউরি ভরোনোভ একটি লজিস্টিক সংস্থার ডিরেক্টর ছিলেন- যার প্রধান ব্যবসা ছিল গাজপ্রমের সঙ্গে।
     
    ইউক্রেন অভিযানের দু দিন বাদে ফেব্রুয়ারি মাসে গাজপ্রমের উচ্চপদস্থ অফিসার আলেকসান্দার তুইলাকোভেকে  সেন্ট পিটারসবুরগে তাঁর আপন গৃহে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করেন তুইলাকোভের  বান্ধবী। ময়না তদন্তে তাঁর শরীরে বহু আঘাতের দাগ দেখা গেছে। তাঁর বয়েস হয়েছিলো ৬১ ।
     
    জানুয়ারি মাসে গাজপ্রম ইনভেসটের লজিস্টিক অফিসার লেওনিদ শূলমানের  (৬০)  রক্তাক্ত মৃতদেহ তাঁর বাথরুমে পাওয়া যায় ।  বেশ খানিকটা দূরে একটা রান্নার ছুরি। পাশে একটি মৃত্যু কালীন জবান বন্দি - কিন্তু সেখানে ঠিক কি লেখা ছিল তা জানানো হয় নি ।
     
    গাজপ্রমের সঙ্গে সংশ্লিষ্ট , ক্রেমলিনের প্রাক্তন অফিসার ভ্লাদিস্লাভ আলায়েভকে ( ৫১) তাঁর পেন্টহাউসে মৃত অবস্থায় পাওয়া গেছে। পাশে স্ত্রী এবং কন্যার  মৃতদেহ -  দু জনেই পিস্তলের গুলিতে মৃত । ।
     
    এর কয়েকদিন আগে নোভোটেক কোম্পানির ডেপুটি চেয়ারম্যান সেরগেই  প্রোতোসেনিয়াকে (৫৫)  তাঁর স্পেনের বাড়িতে মৃত অবস্থায় ঝুলতে দেখা গেলো।  পাশে তাঁর স্ত্রী (৫৩) এবং কন্যা,(১৮)   গুলিতে নিহত।  ছেলে বাড়িতে ছিল না। 
     
    লেওনিদ শূলমান  বাদে কারো মৃতদেহের আশেপাশে ‘আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নহে’  বা ‘ মহামতি পুতিনের দুর্মতির কারণে আমার মৃত্যু ঘটিল’ এমন কোন চিঠি রাশিয়ান বা অন্য কোন ভাষায় পাওয়া যায় নি।
     
    গল্প শেষ করে সাইমন বললে এবার কি ট্রেডারদের পালা ? সবই কো ইনসিডেনস ? সব ঘটল ইউক্রেনের লড়াইয়ের আশে পাশে । কানেকশনটা দেখো – সবাই তেল গ্যাস গাজপ্রমের সঙ্গে জড়িত।  মাগানোভ পুতিনের নিন্দে করেছে যেমন মিখাইল ওয়াটফোরড ।  সেটা ক্রেমলিনের পছন্দ হয় নি । কিন্তু বাকিরা ?  তাই বলছি সাবধানে থাকো। এককালে গাজপ্রমের সঙ্গে ওঠাবসা করেছো! রাশিয়ানদের হাত খুব লম্বা-  ট্রটস্কিকে খুঁজে বের  করেছিল মেক্সিকোতে ! তাদের স্মৃতি প্রখর!
     
    কথাটা সাইমন নিতান্ত ঠাট্টা করে বলেছে জানি । সে কবেকার গল্প। ডিলের জন্য সিটিব্যাঙ্ক পেয়েছিল  জুতসই  ফি , আমাদের জুটেছিল  কিছু সাম্মানিক। গাজপ্রমের সঙ্গে আমাদের  প্রেম প্রীতি প্রণয় ধুলায় হয়েছে ধূলি, পঁচিশ বছর আগে!
     
     তবু সাইমনের গল্পটা রোদিকাকে বলার সাহস হলো না।
     
    ৯ সেপ্টেম্বর ২০২২
     
    ছবির কৃতজ্ঞতা স্বীকার 
     
    মানুষের মৃত্যু হলে - প্রথম ছটি - ইরপিন অদ্য 
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ০৭ সেপ্টেম্বর ২০২২ | ২৬৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Kishore Ghosal | ০৯ সেপ্টেম্বর ২০২২ ২২:৪১511765
  • "ইংলিশ জার্মান ফরাসি স্প্যানিশ ফুটবল লিগ শুরু - খেলোয়াড়দের দল বদলের গল্প পাতায় পাতায়। শক্তিমান ডলারের সামনে পাউনড বা ইউরো হাঁটু গেড়েছে । পাকিস্তানে ভয়াবহ বন্যা । মহারানি পরলোকে প্রস্থান করলেন। 
     ‘ ইরপিন অদ্য’  অনুনয় করে – ইউক্রেনকে ভুলে যাবেন না ।"
    সত্যি আমাদের দুঃখ, সমবেদনা, আনৃশংস্যতা - সবই পদ্মপাতায় জলবিন্দুর মতো - যতক্ষণ থাকে ততক্ষণই উজ্জ্বল - তারপর ...।
     
    আপনার কোইন্সিডেন্সের ফর্দটা - "ডার্কনেস অ্যাট নুন"।  
  • dc | 2401:4900:1cd1:558:c848:ec19:96b9:***:*** | ০৯ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৭511766
  • "এই যুদ্ধে  রাশিয়ান বর্বরতা  এবং ইউক্রেনের প্রতিরোধ সংগ্রামের ছবি তেমনি একদিন পরবর্তী প্রজন্মের পাঠ্য তালিকায় যেন স্থান পায়"
     
    হীরেনবাবু, অতি অবশ্যই স্থান পাবে। আজকে আমরা যেমন ইতিহাসের বইতে পড়ি নাজিদের বর্বরতার কথা, হিটলার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে যেমন হাজার হাজার ডকুমেন্টারি আছে, ঠিক সেরকমই আজকের রাশিয়ান আক্রমন আর পুটিনের মিসঅ্যাডভেঞ্চারও ইতিহাসে জায়গা করে নেবে। আপনি যেমন দলিল বানাচ্ছেন, এরকমই হাজার হাজার দলিল আরও অনেকে তৈরী করছে। কুড়ি বছর বা চল্লিশ বছর পর এই সব দলিল থেকেই পরের প্রজন্ম জানতে পারবে আজ ইউক্রেনে কি হচ্ছে। এভাবেই হিটলার হোক বা স্ট্যালিন, বা আজকের পুটিন, ডিক্টেটরদের কুকীর্তি ইতিহাসে থেকে যায়। 
     
  • &/ | 151.14.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৫:১৪511774
  • ভুলবে না মানুষ, এই ভয়ঙ্কর ঘটনাগুলোর সব রেকর্ড থেকে যাবে। ইতিহাসে যেমন থেকে গিয়েছে সব।
    ভবিষ্যতের মানুষ যদি কিছু শেখে এইসব দেখে।
    (কিছু কিছু লোক যুদ্ধের শুরুতে কীরকম খোলাখুলি আক্রমণকারীদের পক্ষ নিয়ে বলছিল! )
  • niemo | 103.17.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৬:২০511775
  • অনেক অনেক ধন্যবাদ হীরেনবাবু | ইউক্রেইন্ নিয়ে আপনার কাজ বাঙালির ইতিহাস চর্চার একটা দলিল হয়ে থাকুক |
     
    মানুষ মনে রাখবে কি না সেইটা বলা খুবই মুশকিল |
     
    ইরাক বা আফগানিস্তান এর যুদ্ধ মানুষ যতটা মনে রেখেছে হয়তো ততটাই মনে রাখবে |
     
    এটা তো সত্যি যে ইরাক যুদ্ধের জন্য বুশ আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় হেগ এ দাঁড়ালে আজকে এই উক্রাইনের নিরীহ মানুষ গুলিকে ঘর ছেড়ে নিজেদের চেনা পৃথিবীটা ছেড়ে চলে যেতে হতোনা |
  • niemo | 103.17.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩০511776
  • হীরেনবাবু 
     
    আমার ব্যক্তিগত ধারণা ব্লেয়ার নামক ওয়ার ক্রিমিনালকে যদি UK নিজের থেকেই কাঠগড়াতে তোলে ইরাক যুদ্ধের জন্য মানবতার বিরুদ্ধে অপরাধী হিসেবে তাহলে একটি সম্ভাবনা আছে ভবিষ্যতে উক্রাইনের মতো ঘটনা না হবার |
     
    কিন্তু আপনার দেশের কি সেই সৎ সাহস হবে নাকি ?
  • ওয়ার ক্রিমিনাল | 2405:8100:8000:5ca1::29d:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৬:৪৯511777
  • আমার ব্যক্তিগত ধারণা পুতিন নামক ওয়ার ক্রিমিনালকে যদি রাশিয়া নিজের থেকেই কাঠগড়াতে তোলে ইউক্রেন যুদ্ধের জন্য মানবতার বিরুদ্ধে অপরাধী হিসেবে তাহলে একটি সম্ভাবনা আছে ভবিষ্যতে ইউক্রেনের মতো ঘটনা না হবার।
  • niemo | 103.17.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৬:৫১511778
  • এখানে বর্তমান যুদ্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আছে |
     
    ১ | ইউরোপে মূল্যবৃদ্ধি যা আগামী শীতে আরো বাড়বে যেহেতু রাশিয়া ইউরোপকে তেল ও গ্যাস সাপ্লাই প্রায় বন্ধই করে দিয়েছে |
     
    ২ | আম্রিকাতে নভেম্বরে মিড টার্ম নির্বাচনে যেইখানে বিডেনের হারার সম্ভাবনা খুবই বেশী |
     
    ৩ | বিশ্বব্যাপী আর্থিক মন্দা যার শুরু হতে পারে আম্রিকার টেকনিকাল রিসেশন থেকে |
  • Amit | 120.22.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৭:০৩511779
  • নাম পাল্টানোর দরকার পড়লো বোঝা যাচ্ছে। 
  • &/ | 151.14.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৭:১২511780
  • এই ট্রোলটা চায় কী? গদীতে বসতে?
  • Amit | 120.22.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৭:১৪511781
  • খিলাফত হয়তো। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:80d7:f641:a903:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৭:২১511782
  • রানীর জন্য শোক করুন মহায়। সাদা প্রভুদের দুঃখ দেবেন না। devil
     
    • niemo | 103.171.247.72 | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩০511776
    • হীরেনবাবু 
       
      আমার ব্যক্তিগত ধারণা ব্লেয়ার নামক ওয়ার ক্রিমিনালকে যদি UK নিজের থেকেই কাঠগড়াতে তোলে ইরাক যুদ্ধের জন্য মানবতার বিরুদ্ধে অপরাধী হিসেবে তাহলে একটি সম্ভাবনা আছে ভবিষ্যতে উক্রাইনের মতো ঘটনা না হবার |
       
      কিন্তু আপনার দেশের কি সেই সৎ সাহস হবে নাকি ?
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:80d7:f641:a903:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৭:২২511783
  • প্রভু | 2405:8100:8000:5ca1::29e:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৭:৩২511784
  • রাশিয়ার জন্য শোক করুন মহায়। সাদা পুটিঁ প্রভুদের দুঃখ দেবেন না।
  • ar | 108.26.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৭:৪০511785
  • "২ | আম্রিকাতে নভেম্বরে মিড টার্ম নির্বাচনে যেইখানে বিডেনের হারার সম্ভাবনা খুবই বেশী |"

    মিড টার্মে বাইডেন কোদ্দিয়ে এলো??? মিডটার্ম তো!!!!
  • niemo | 103.17.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৩511786
  • @পলিটিশিয়ান 
     
    অনেক ধন্যবাদ সত্যি ঘটনাটি মনে করানোর জন্য |
     
    এই জালিয়ানওয়ালাবাগ সমগ্র পাঞ্জাবি জাতির কাছে একটি কালো অধ্যায় | এইতো মাত্র দুই মাস আগেও আমি এমনকি পাকিস্তানেও মিলিটারি জেনেরালদের অত্যাচারকে জালিয়ানওয়ালাবাগ এর সঙ্গে তুলনা করতে শুনেছি |
  • niemo | 103.17.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৫511787
  • "মিড টার্মে বাইডেন কোদ্দিয়ে এলো??? মিডটার্ম তো!!!!"
     
    তা পশ্চিমবঙ্গে কি মোদী ভোটে নিজে থেকে দাঁড়িয়েছিলো ? তাহলে বিজেপি হারলে কেন বলা হলো যে মোদী হেরেছে ?
     
    একটু পড়াশোনা করুন ট্রোল বাবু | 
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:80d7:f641:a903:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৮:১৩511788
  • শুধু পাঞ্জাবী নয়, ভারতীয়দের কাছে। কিন্তু যে কথাটা বলতে চাইছিলাম, ভুলিব না কথাটা অনেক সময়েই হাইপারবোল। লোকে জালিয়ানওয়ালাবাগ, এবং ইরাকের হত্যাকাণ্ড ভুলে গেছে। আফগানিস্তান তথৈবচ। পুতিন জিতলে ইউক্রেনও ভুলে যাবে। আমরা যেমন পঞ্চাশের মন্বন্তর, ছিয়াত্তরের মন্বন্তর ভুলে গেছি।
     
    • niemo | 103.171.247.72 | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৩511786
    • @পলিটিশিয়ান 
       
      অনেক ধন্যবাদ সত্যি ঘটনাটি মনে করানোর জন্য |
       
      এই জালিয়ানওয়ালাবাগ সমগ্র পাঞ্জাবি জাতির কাছে একটি কালো অধ্যায় | 
  • dc | 2401:4900:1cd1:dfca:f17f:a626:7ed:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ০৯:৩৬511789
  • সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বহু ক্যাম্পেন নিয়ে এখনো অনেক চর্চা হয়, প্রচুর বই লেখা হয়, ডক বানানো হয়। সেরকমই ইউক্রেন নিয়েও অনেক ডকু বানানো হবে, অনেক লেখা হবে। পুটিন হারলেও হবে, জিতলেও হবে। এমনিতেও দশ থেকে পনেরো বছরের বেশী পুটিন ইউক্রেন অকুপাই করে থাকতে পারবে না, আফগানিস্তানের মতো ইউক্রেনেও গেরিলা ক্যাম্পেন শুরু হবে, তারপর ইউক্রেন থেকে সরে যেতে বাধ্য হবে। সে সবই ডকুমেন্টেড হয়ে থাকবে। ইতিহাসে পড়ানো হবে। 
  • niemo | 103.17.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ১১:৪১511795
  • @dc
     
    দেখুন সব outrage কিন্তু একই টাইপ রেসপন্স দেয়না |
     
    পাশ্চাত্য দেশে এটা তো সবাই জানে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় holocaust করা হয়েছিলো এবং এই নিয়ে অনেক লেখা গবেষণা হয়েছে হচ্ছে হবে কিন্তু একই সময়ের আরো দুটি খুবই গুরুত্বপূর্ণ গণহত্যা হয়েছিলো যেমন এক রেপ অফ নানচিং এবং দুই বাংলাতে ১৯৪৩ সালে famine যার পুরো দোষ দেওয়া যায় তৎকালীন চার্চিল সাহেবের সরকারকে |
     
    এখন আমার প্রশ্ন যে প্রথমটি অর্থাৎ holocaust কে পাশ্চাত্য দেশে যে চোখে দেখা হয় ঠিক সেই একই চোখে পরের দুটি অর্থাৎ রেপ অফ নানচিং এবং দুই বাংলাতে ১৯৪৩ সালে famine  তাকে কি সেই একই চোখে দেখা হয় ? যদি না হয় তাহলে কেন ?
     
    আমার প্রশ্ন হচ্ছে যদি ইউক্রেইন্ যুদ্ধকে খারাপ বলতে হয় তাহলে তার আসল কারণ দেখতে হবে যেটি হলো ২০০৩ সালের ইরাক যুদ্ধ | যেহেতু বুশ সাহেবকে ও ব্লেয়ার সাহেবকে কেউ সেইভাবে কোনো আদালতে মানবাধিকার লঙ্ঘনের জন্য বিচার করেনি তাই আজকে পুতিন সাহেবের বিরুদ্ধে কিছু বললে এটাকে সাধারণ মানুষ কিন্তু দ্বিচারিতাই বলবে |
  • তপন | 49.36.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৭511799
  • সাইমনের গল্পটা রোদিকাকে বলার সাহস যখন হয়নি,...সাবধানে থাকাই ভালো!
    রুদ্ধশ্বাসে পড়ে গেলাম। 
  • ar | 108.26.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৮511806
  • "তা পশ্চিমবঙ্গে কি মোদী ভোটে নিজে থেকে দাঁড়িয়েছিলো ? তাহলে বিজেপি হারলে কেন বলা হলো যে মোদী হেরেছে ?"

    কেন বলা হলো জানিনা। বলা হলে ভুল বলা হয়েছে। বা, যারা আসলে বলতে চায়নি যে দিদি জিতেছে, তারাই ঘুরিয়ে লিখেছে যে মোদী হেরেছে!! যেমন বিপিম, বিজেমূল, বা বিকতৃপিম!!!

    ১৯৪৩ ফেমিন নিয়ে প্রচুর অ্যাকাদেমিক চর্চা হয়েছে। একটু JSTOR সার্চ করলেই জানতে পারবেন। ইরাক যুদ্ধে ব্লেয়ারের নীতির সমালোচনা করে Chilcot কমিশন অনেক আগেই তাদের রিপোর্ট দিয়েছে। ব্লেয়ারের জন্য হীরেনবাবুকে কেন জবাব দিতে হবে সেটা বোঝা গেল না। একইভাবে এই টই এর সাথে জালিয়ানওয়ালা ম্যাসাকারের কোন সম্পর্ক নেই। রাণীর মৃত্যু ও জালিয়ানওয়ালা ম্যাসাকার নিয়ে নতুন টই খুলে আলোচনা শুরু করে দিন। আমরা সবাই সাগ্রহে পড়ব। চাইলে একটা টই খুলে হীরেনবাবুর লেখাগুলো কাঁটাছেড়া করুন। [সেটা কেমন হবে জানতে চাইলে "রঞ্জনবাবুর বিদ্যাসাগর নিয়ে লেখাগুলো" পড়তে পারেন]
    NO limits!!!
  • ar | 108.26.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ২০:১৩511808
  • ....কাটা ছেঁড়া!!!
  • dc | 2401:4900:2308:2167:b485:413a:9f7e:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৯511809
  • ar কষ্ট করে উত্তর দিয়েছেন বলে লিখছি। একই ব্যাক্তি মাঝে মাঝে লগ ইন করেও লেখেন, আবার অনেক সময়ে গুরু ইত্যাদি নানান নিকেও লেখেন। কোন কারনে উনি হীরেনবাবুর লেখাগুলোকে নিয়মিত ট্রোল করেন, আর ওনার প্রায় প্রতিটি পোস্টেই ওনার মানসিক অসুস্থতা বোঝা যায়। এই আর ​​​​​​​কি। ​​​​​​​
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:b130:43c1:f865:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ২১:০৫511811
  • অ্যাকাডেমিক আলোচনা আর জনস্মৃতিতে জাগ্রত থাকা আলাদা জিনিস। যদিও এই কথাটা আমার পয়েন্টের সপক্ষে এভিডেন্স। ভারতীয়দের দুর্ভিক্ষে বা গুলিতে মৃত্যু শুধুই অ্যাকাডেমিক আগ্রহের বিষয়। 
  • dc | 2401:4900:2308:2167:b485:413a:9f7e:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ২১:১১511812
  • জনস্মৃতিতে প্রায় কোন কিছুই কখনো জেগে থাকেনা। খুব বেশী হলে পাঁচ কি দশ বছর পর জেনারাল পাবলিক ভুলে যায়।সেইজন্যই বেশীর ভাগ ইতিহাস চর্চা অ্যাকাডেমিয়া নির্ভর। 
  • সিএস | 49.37.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ২১:২৪511813
  • ছিয়াত্তরের মন্বন্তরের ঘটনা কী করেই বা জনস্মৃতিতে থাকবে ? বাপ ছেলেকে শুনিয়ে যাবে ? সেই বা জানবে কী করে ? বেদের মত কিছু একটা ঘটবে? নাকি বই পড়ে শোনাবে ? সেও তো একাডেমিক হয়ে যাবে !

    মানে, লজিকটা কী ?

    হীরেনবাবু ওনার লেখায় পুতিনকে দায়ী করেছেন বলে জালিয়ানওয়ালাবাগ, দুর্ভিক্ষ আর কী কী সব দিয়ে anti west না কী যেন একটা, তার বদহজম বেরোচ্ছে।
     
     
  • export | 162.247.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ২১:২৬511814
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:b130:43c1:f865:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৩511815
  • হলোকাস্ট জনস্মৃতিতে রীতিমত জাগ্রত। বা স্ট্যালিনের পার্জ, বা ইউক্রেনের দুর্ভিক্ষ।
     
     
     
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:b130:43c1:f865:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৬511816
  • আপনাদের ডিসকমফোর্ট তৈরী করার জন্য দুঃখিত। কিন্তু সাদা প্রভুদের পাপ হাজারবার বলব। সরি।
  • সিএস | 49.37.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৪511817
  • বলবেন না কেন, যুক্তিফুক্তি দিন, না হলে মনে হয় একই ঢেকুর তুলে যাচ্ছে। পারলে ছিয়াত্তরের মন্বন্তর নিয়ে ভিডিওফিডিও বানান, একজন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা লেখা লিখছেন সেখানে সাদা প্রভুটভুর প্যাঁচাল পাড়া মানে ওনাকে ঘুরিয়ে দাস বলা। খুবই খারাপ অভ্যাস এটা, অবশ্য হামবড়া সিউডি বিপ্লবীদের এটা থাকে।
     
     
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন