সন্ধ্যায় সোসাইটির মধ্যে আমাদের ব্লকেই একজনের বাড়ি গেছিলাম একটু গল্পগুজব করতে। অনেকবার আসতে বলেছিলেন। গিয়ে দেখি টিভিতে এবিসি কোঁদল চ্যানেলে কোনো লাইভ ডিবেট হচ্ছে। অনুষ্ঠান পরিচালনায় কোট পরিহিতা যুবতি নোঙ্গর। বয়কাট হেয়ার। চোখে চশমা। স্মার্ট লুক। মনে পড়লো অনেকদিন আগেও তাকে একবার দেখেছিলাম কারুর বাড়িতে টিভিতে। তখন বেশ কমনীয় লেগেছিল। এখন একটু শ্রান্ত, শুষ্ক লাগলো। হয়তো নিত্য এইসব কূটকচালি অনুষ্ঠান পরিচালনা করার প্রভাব।
আটটি ডিজিটাল পায়রার খোপে সাতটি মুখ। প্রতিটি খোপচার নীচে নাম ও কোন দলের প্রতিনিধি লেখা। উপরে বাঁদিকের খোপে সঞ্চালিকার মুখ। সজনেখালি, স্টিং ভিডিও, গঙ্গাধর কয়াল এমন কিছু শব্দাবলী উড়ে এলো। সঞ্চালিকা কাউকে প্রশ্ন করলে তিনি যখন কিছু বলছেন মাঝপথে তাকে ছাপিয়ে দু এক জন একই সাথে কথা বলতে শুরু করছেন। তিনজনে একসাথে কথা বললে যে কারুর কথাই শোনা যায় না সেই বোধ বা সহবৎ নেই। অথবা দলের নির্দেশ আছে অন্যকে কথা বলতে না দেওয়ার।
২০১২ থেকে টিভি দেখিনা। কিছুক্ষণ এসব দেখে শুনে মাথা ফাতা ভোঁ ভোঁ করতে শুরু করলো। যার বাড়ি গেছিলাম তিনি কিন্তু বেশ আগ্ৰহ নিয়ে দেখছেন সেই আট শালিখের সম্মিলিত হৈচৈ। মিনিট পাঁচেক পর তাদের ছাপিয়ে সঞ্চালিকা তীক্ষ্ম স্বরে দর্শকদের বললেন - একটু পরেই আসছি ছোট্ট বিরতির পর - সঙ্গে থাকুন।
বিরতির সময় তিনি মিউট করে বললেন, তারপর, কেমন আছেন? টিভি বন্ধ করলেন না দেখে বুঝলাম অনুষ্ঠানটি তার প্রিয়। বিরতির পর আবার আনমিউট করে দেখবেন। বুঝলাম ভুল সময়ে এসেছি। গা তুললাম। তিনি একটু অবাক হয়ে বলেন, কী হোলো, এই তো এলেন? এখনই উঠছেন? বলি, একই ব্লকে তো থাকি, আসবো আবার পরে। আসলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। বাড়ি আসার সময় বৌমণি ফোনে দুধ আনতে বলেছিল, একদম ভুলে গেছি। দেখি গিয়ে ডেলি নিডসে। দেরী হলে পাবো না।
দুধ ফুদ ফালতু অজুহাত। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে স্কালক্যান্ডি হেডফোন লাগিয়ে ইউটিউবে চালালাম একটা ধমাকাদার ভিডিও সং - যৌবনোচ্ছল প্রাণশক্তিতে ভরপুর মেলানি নেচে কুঁদে গাইছেন - চাও কি হতে আমার প্রেমিক? কোনো কারণে মুড ডাউন হলে আগেও এটা বহুবার শুদেছি - মানে যখন শোনার সাথে দেখাটাও অপরিহার্য মনে হয়। এটা শুদে রিসিডিং এনার্জি রিচার্জ হয়ে যায়। ফেবারিট হিসেবে প্লে-লিস্টে সেভ করা আছে।
গানের কথাও গায়িকার। ৬৭টে জন্ম তার সাউথ ক্যারোলাইনাতে। ছয় বছর বয়স থেকে ভোকালে প্রশিক্ষন নেওয়ার সাথে পিয়ানো, ক্ল্যারিওনেট বাজানো শিখেছেন। মেলানির স্বপ্ন ছিল সংগীতশিল্পী হবে। ২৫ বছরে সে স্বপ্ন সত্যি হতে শুরু করে। কিন্তু ২৪শে নভেম্বর ২০০১, জার্মানির লাইপজিগ শহরে লাইভ শো করে ফিরে আসার সময় এক বিমান দুর্ঘটনায় সে ২৪ জন যাত্রীর সাথে মারা যায়। তখন তার বয়স মাত্র ৩৪. এ গান যখন রেকর্ড হয়েছিল তখন সে ২৮ বছরের তরতাজা যুবতী।
ইংরেজি ভাষায় গানে কথার থেকেও মেলোডি, বীট এবং গায়কীর মিলিত প্যাকেজ আমায় বেশী টানে। এখানেও মেলানি যখন লাভারের শেষে র উড়িয়ে “বি মাই লাভাআআআ” করে ভাসিয়ে দিচ্ছিল, সুরের ভেলায় ভেসে যাওয়া স্বরের সেই চমচমে লাস্যে অনুভব করি তার ছোটবেলা থেকে ভয়েস ট্রেনিংয়ের সার্থকতা।
তবে কিছু পছন্দের গানের কথাও জানতে ইচ্ছে করে। দ্রুত লয়ের গানে বিদেশি উচ্চারণে কিছু কথা মিস হয় যায় বলে লিরিক ডাউনলোড করে দেখি। এটাও করে দেখলাম মাত্র ৩৪ বছর বয়সে ইহলোকের ভালোবাসিবাসি ছেড়ে চলে যাওয়ার আগে মেলানি কাকে কীভাবে বলেছিল - চাও কি হতে আমার প্রেমিক?
La da da dee da da, da da
La da da dee da da, da da
Be my lover
Wanna be my lover
Looking back on all the time
we've spent together
You oughta know right now,
if you wanna be my lover
Go ahead and take your time,
boy, you gotta feel secure
Before I make you mine,
baby, you have to be sure
You wanna be my lover….
Ah ha yeah hey, wanna be my lover
Ah ha yeah hey, wanna be my lover…
অতঃপর হতে চাওয়া হবু প্রেমিক বলিলেন:
I must confess Girl yes,
I want to be your lover
Take a chance,
my love is like no other
On the dance floor getting down
Hold tight, I'll never let you down
My love is definitely the key
Like Boyz II Men,
I'm on bended knee
Loving you, not like your brother,
Ah yeah I want to be your lover
এসব শুনে দেখে মেলানি বলেন:
I hear what you say
I see what you do
I know everything
I need to know about you
And I want you to know
that it's telling me
You wanna be my lover
La da da dee da da, da da
La da da dee da da, da da
গানের কথাগুলি গভীঈঈঈর কিছু নয়, তবে সুর, তাল আর মেলানির স্মার্ট গায়কীতে আমি গানটিতে মজেছি।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।