এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  স্মৃতিচারণ  নস্টালজিয়া

  • চেনা মানুষ অজানা কথা - ১২

    সুকান্ত ঘোষ লেখকের গ্রাহক হোন
    স্মৃতিচারণ | নস্টালজিয়া | ০৭ মে ২০২২ | ১৩২১ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, নোবেল লরিয়েট প্রোফেসর পল ডিরাক তাঁর স্ত্রীর সাথে এসেছেন কলকাতায়।  দুই একটা লেকচার দেবার ফাঁকে প্রোফেসর একটু কলকাতা ঘুরে নিচ্ছিলেন স্ত্রীর সাথে গাড়িতে করে।  তো একদিন সত্যেন বোস তাঁদের সাথে গাড়ি শেয়ার করছিলেন – তিনি বসেছেন ড্রাইভারের সাথে সামনের সীটে, পিছনের সীটে পল ডিরাক এবং তাঁর স্ত্রী।  এমন সময় দেখা গেল ইউনিভার্সিটির সামনে জনা দুয়েক ছাত্র জরুরী কাজে কোথায় যাবার জন্য বাস খুঁজছে – কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও পরিবহন পাচ্ছে না।  সত্যেন বাবু সেই দেখে বললেন, “ওরে চলে আয় আমাদের সাথে গাড়িতে, নামিয়ে দেব রাস্তায়”। এই বলে তিনি সামনের দরজাটা খুলে দিলেন যেখানে তিনি বসেছিলেন। এই দেখে পল ডিরাক খুবই আশ্চর্য হয়ে বললেন, “জায়গা তো খুবই কম আপনার পাশে”।  সত্যেন বোস পিছন দিকে ফিরে পল ডিরাক-কে মুচকি হেসে বললেন, “আমরা ‘বোস স্ট্যাটিসটিক্স’ এ বিশ্বাস রাখি”।  ডিরাক তখন তাঁর স্ত্রী-কে ব্যাখ্যা করলেন “বোস স্ট্যাটিসটিক্স-এ জিনিসপত্র গাদাগাদি করে থাকে”!  

    সত্যেন বোস-কে যাঁরা চিনতেন তাঁরা প্রায় সবাই বলে গেছেন যে এই ভাবে রসিকতা ছাড়া নিজের কাজ নিয়ে কথা বলা আর কোন জায়গায় তাঁরা শোনেন নি।  এবার কেসটা ভাবুন – এই সেই সত্যেন বোস, যার নামে মহাবিশ্বের অর্ধেক পদার্থকণার (সাব-অ্যাটমিক পার্টিক্যাল) নাম ‘বোসন’।  তিনি নিজের কাজ নিয়ে ফাটান না – আর আমার মত পাবলিক, এই লেখাটা ফেসবুকে চিপকাবার পর প্রতি দুই মিনিট অন্তর অন্তর দেখব কটা লাইক পড়ল! আর একবার ভাবুন, যাঁর নামে পৃথিবীর অর্ধেক পদার্থকণা, তিনি ডক্টরেট করেন নি! কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এস সি করেছিলেন – তারপরে ল্যাদ খেয়ে আর ডিগ্রী বাড়াবার দিকে মন দেন নি।  অবশ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যা সব নাম্বার পেয়েছিলেন, সেইগুলির রেকর্ড নাকি এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারে নি।  ও হ্যাঁ, সত্যেন বোসের ক্লাসে সেকেন্ড কে হত জানেন? হ্যাঁ, ঠিকই জানেন – মেঘনাদ সাহা।  তবে সেই সব খুনসুটির গল্প পরের দিন।

    বাঙালীদের একটু ইমেজ আছে ‘রোমান্টিক’ টাইপের – আমাদের ভাষার মধুরতার জন্যই মনে হয়! বাঙালি বিশাল খাটা খাটনি করে কিছু করছে ভাবলেই মনে হয় এই বুঝি বাঙালিত্ব নষ্ট হয়ে গেল।  তবে এগুলো সব স্টিরিওটাইপ করা – বাঙালি এমন ইমেজ ছেড়ে বেরিয়ে এসেছে বা আসার চেষ্টা করছে প্রাণপণে।

    তবে কিনা মনে রাখবেন – যার হবার তার হবে! এই সব ব্যাপারে আমাদের আদর্শ হওয়া উচিত বিজ্ঞানী সত্যেন বোস।  সেই যে একটা পেপার লিখলেন, তার পর তিরিশ বছর আর কোনই পেপার নেই! লাইফে বেশী চাপ নিয়ে কি লাভ – আর তার উপরে যদি একটা পেপারের উপর ভিত্তি করেই জগতের সমস্ত কণার অর্ধেকের নামকরণ হয় আপনার নামে – ‘বোসন’ (বাকি অর্ধেকদের বলা হয় ‘ফার্মিয়ন’)।  শুধু পদার্থবিদ্যাই নয়, সত্যেন বসুর ইন্টারেষ্ট ছিল অঙ্ক, বায়োলজি, কেমেষ্ট্রি, ফিলসফি, আর্ট, সংগীত – সব কিছুতেই। 

    ১৯১৬ থেকে ১৯২১ সালের মধ্যে সত্যেন বোস ছিলেন রাজাবাজার সায়েন্স কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের রিডার।  কাজকর্ম করতেন যেমন, ঠিক তেমন ভাবেই ইন্টারেষ্ট নিয়ে কলকাতার সাংস্কৃতিক জগতের সাথে নিজেকে জড়িয়ে রাখতেন।  আজ এখানে বিখ্যাত গাইয়ে আসছেন, কাল ওখানে চিত্র প্রদর্শনী, পরশু হিন্দুস্থানী মিউজিকের কনফারেন্স – এই সব লেগেই ছিল।  এটা তিনি পরবর্তী জীবনেও জারি রেখেছিলেন।  ধুর্জুটি প্রসাদ মুখোপাধ্যায় যখন ভারতীয় সংগীতের উপর বই লিখছিলেন, তখন সত্যেন বাবু তাঁকে প্রচুর সাজেশন দেন।  ধুর্জুটি বাবু বলেছিলেন যে তাঁর বন্ধু সত্যেন যদি পদার্থবিদ না হত, তাহলে বিশাল মিউজিশিয়ান বা নিদেন পক্ষে মিউজিক থিওরিষ্ট হতেন।  একই কেস যামিনী রায়ের ব্যাপারেও – ছবির ম্যুরাল নিয়ে, তাদের জ্যামিতিক আচরণ নিয়ে যামিনী রায়ের সাথে প্রচুর প্রচুর সময় কাটিয়েছিলেন সত্যেন বোস।    

    অনেকেই যেটা জানেন না, যামিনী রায়ের বিখ্যাত কিছু ছবির উৎস সত্যেন বোসের সাথে তাঁর আলোচনা।  সাথে এই যে সেই বিখ্যাত বিড়ালের ছবি –
     

     
    আমরা কয়জন জানি যে এই ছবির বীজ যামিনী রায়ের মাথায় বুনে দিয়েছিলেন সত্যেন বোস যেদিন তিনি ‘শ্রোডিঙ্গার ক্যাট’ এর গল্পটা বলেছিলেন উনাকে।  সেই যে একটা বন্ধ বক্সে একটা বিড়াল রাখা আছে, সাথে আছে একটা বিষাক্ত গ্যাসের ফ্লাক্স।  বেড়ালটা যদি ফ্ল্যাক্সটা উলটে দেয়, তাহলে সে মরে যাবে – না হলে জ্যান্ত থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে যদি আপনি বাক্সটা না খোলেন, তাহলে নিশ্চিত ভাবে জানবেন না যে বিড়ালটা জীবিত নাকি মৃত! অর্থাৎ বিড়ালটা একই সাথে মৃত এবং জীবিত।  এই ছবিটিও তাই – যামিনী রায় যেদিন প্রথম সত্যেন বোস-কে ছবিটি দেখান, সত্যেন বোস অবাক হয়ে বলেন –

    - কিন্তু যামিনী বাবু, চোখের টানটা মুখের বাইরে বেরিয়ে গেছে। মুখের থেকে চোখ বড়, এমন বিড়াল তো আর আসলে হয় না!
    - আপনি কি পৃথিবীর সব বিড়াল দেখেছেন?
    - না, তা দেখিনি
    - তাহলে আপনি কি ভাবে বলতে পারেন নিশ্চিত ভাবে যে চোখ মুখের থেকে বড় হতে পারে না! 
    - তা পারি না অবশ্য! কি নাম দিয়েছেন ছবিটির?
    - নাম এখনো ফাইন্যাল করি নি, কিন্তু ভেবে রেখেছি দেব ‘শ্রোডিঙ্গার ক্যাট’

    কোন কারণ বশতঃ যামিনী রায়ের ছবির ক্যাটালগে এই বিড়ালটির ছবি ‘আন-টাইটেলড’ লেখা আছে। কিন্তু আপনি আজ জেনে গেলেন, কি নাম হবার কথা ছিল তার।  

    কিংবা ধরুণ  ওই যে আরেকটি ছবি, “কির্তনীয়া ড্যান্সার” – এটাও দেখবেন একটু অন্যরকম।  এই ভাবে কেউ  কীর্তন ড্যান্স করে না, অন্তত এই বাঙলায়। আসলে এই আইডিয়াটা যামিনী রায় পান যেদিন সত্যেন বোস উনাকে ‘পার্টিক্যাল স্পিন’ বোঝান। মানে এই যে পৃথিবীর কোন কিছুই স্থির নেই, এমনকি ক্ষুদ্রতম পদার্থকণা গুলিও এক  তন্ত্রীতে নাচানাচি করছে, এই কনসেপ্টটাই যামিনী রায়ের কাছে ফ্যাসিনেটিং লেগেছিল।  এই ছবিটি আসলে তাই ডিপিক্ট করে ‘বোসন’ পার্টিক্যাল গুলির ইন্টিজার স্পিন।
     


    সত্যেন বোস খুব ভালো এস্রাজ বাজাতেন।  ইন ফ্যাক্ট বোস-আইনষ্টাইন স্ট্যাটিসটিক্স স্বীকৃতি পাবার পর, ইউরোপে গিয়ে যে দুই বছর রিসার্চ করেছিলেন আমন্ত্রণ পেয়ে, তার বেশীর ভাগ সময়টাই কেটেছিল উনার আইনষ্টাইনের সাথে সংগীত চর্চায় – ইনি এস্রাজ, উনি বেহালা।  এই সময় সত্যেন বোস যেমন কিছু লেখেন নি পেপার – আইনষ্টাইনও কিছু পাবলিশ করেন নি। দুজনা মিলে লাইফ দেদার এনজয় করছিলেন।  

    পূর্ব দিকের সংগীত মিলছে পশ্চিমের সাথে।  খুব কম জনই এই ব্যাপারটা জানেন যে বোস-আইনষ্টাইন তত্ত্বের অনেক কিছু উদ্ভাবন এবং পরিমার্জন হয়েছিল এই সংগীত চর্চার মধ্যে দিয়েই।  পদার্থ কণার যে আচরণ, তার অনেক হিন্টস সত্যেন বাবু পেয়েছিলেন ভারতীয় মার্গ সংগীতের তত্ত্বের থেকে।  সত্যেন বোস একটি প্রবন্ধ লিখেছিলেন “ম্যান ইন সায়েন্টিফিক এজ” – সেখানে তিনি দেখিয়েছিলেন ভারতীয় দর্শন দিয়ে কি ভাবে নানা বিজ্ঞানের তত্ত্ব ও ঘটনা ব্যখ্যা করা যায়।   

    ভারতবর্ষ অনেক বিজ্ঞানীর জন্ম দিয়েছে, কিন্তু সেই হিসেবে খুব বেশী সংখ্যক ‘মহান’ বিজ্ঞানী (যারা আজ সারা পৃথিবীতে স্বীকৃত) ভারত থেকে পরিচিতি লাভ করেন নি।  এখানে আমি আধুনিক যুগের কথা বলছি। এমনটা কেন হয় এই সব নিয়ে কাটা ছেঁড়া করে খুঁজলে অনেক প্রবন্ধ বা গুরুগম্ভীর বই/থিসিস পাওয়া যাবে হয়ত।  তাতেও মূল সমস্যা কিছু পাল্টায় নি – এই এখনো ভারতবর্ষে প্রথম সারির সারা পৃথিবীতে পরিচিত বিজ্ঞানী প্রায় নেইই বলতে গেলে। যাই হোক, কি ব্যাপারে কিছু তথ্য দিয়ে রাখা যাক – “চেম্বার্স বায়োগ্রাফিকাল ডিক্সনারী” (সেন্টেনারী এডিশন ১৯৯৭) তে সারা পৃথিবীর প্রায় ১৭৫০০ জনের জীবনী আছে। সেখানে ভারত থেকে বিজ্ঞানী হিসাবে এন্ট্রী পেয়েছেন জগদীশ বোস, সি ভি রামন, রামানুজন, সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাদ সাহা এবং হোমি ভাবা।  কেমব্রীজ থেকে প্রকাশিত ২০০২ সালের “কেমব্রীজ ডিক্সনারী অফ সায়েন্টিষ্ট” তে এই ছয় জনের মধ্যে আবার জগদীশ বাবু এবং হোমি ভাবা ঠাঁই পান নি।  ১৯৯৯ সালের “ডিক্সেনারী অফ সায়েন্টিষ্ট কেমব্রীজ ইউনিভার্সিটি” প্রথম ছয় জনের মধ্যে হোমি ভাবা বাদ গেছেন।  তার মানে দাঁড়ালো, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীদের ডিক্সনারীতে এই তিন প্রকাশনার তুলনা করলে ভারত থেকে চার বিজ্ঞানীর নাম কমন - সি ভি রামন, রামানুজন, সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাদ সাহা! 

    ১৯১৮ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত এই মেঘনাদ সাহার সাথে বেশ কিছু কাজ কর্ম করেছিলেন সত্যেন বোস থিওরিটিক্যাল ফিজিক্স এবং পিওর ম্যাথামেটিক্স নিয়ে।  তা ছাড়া একাকীও চিন্তা ভাবনা চালাচ্ছিলেন পুরোদমে – ১৯২৪ সালে যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে কাজ করছিলেন, তখন প্ল্যাঙ্ক এর কোয়ান্টাম রেডিয়েশন সূত্র তিনি ডিরাইভ করে ফেলেন একদম নতুন পদ্ধতিতে অনুরূপ পার্টিক্যালদের স্টেট গণণা করে - ক্লাসিক্যাল ফিজিক্স এর কোনরকম রেফারেন্স ছাড়াই।  সে এক মারকাটারী ব্যাপার – এই একটা কাজ থেকেই পরে গড়ে উঠবে ‘কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের’ এর ভিত্তি।  সত্যেন বাবু সেই পেপার এক জার্ণালে পাঠালে তারা ছাপার যোগ্য মনে করল না – কারণ জিনিসটা তাদের মাথার উপর দিয়ে চলে যায়।  এর পর সত্যেন বোস জীবনে সেই প্রথমবার ল্যাদ কাটিয়ে একটা চিঠি লিখলেন সেই কাজের ডিটেলস নিয়ে।  আইনস্টাইন তো সেই কাজের ডিটেলস দেখে পুরো হুব্বা! এই ছোকরা করেছে কি! নিজে দায়িত্ব নিয়ে তিনি জার্মানে সেই আর্টিক্যালের অনুবাদ করে ছাপালেন জার্মান ভাষার তৎকালীন বিখ্যাত ফিজিক্স জার্ণালে। তার পরের ব্যাপার ইতিহাস – আইনস্টাইন বুঝেছিলেন এই কাজের বীজ সলিড, কিন্তু কালে কালে সেই কাজ যে এমন মহীরূহ হবে তা স্বয়ং আইনস্টাইনও ভাবেন নি! সেখান থেকে গিয়ে দাঁড়ায় “বোস-আইনস্টাইন স্ট্যাটিসটিক্স” এবং ‘বোস-আইনস্টাইন কনডেনসেট’ (পদার্থের এক নতুন অবস্থা)।  এর পরে পল ডিরাক যে পদার্থ কণা গুলি বোস- স্ট্যাটিসটিক্স মেনে চলে তাদের নাম দেন ‘বোসন’।  তো দেখা গেল পৃথিবীর অর্ধেক কণা বোস- স্ট্যাটিসটিক্স মেনে চলে, তাই তাদের বলে বোসন, বাকি অর্ধেককে বলা হয় ‘ফার্মিয়ন’।  

    যাই হোক, এই সবই আপনারা অনেকেই জানেন।  আরো জানতে চাইলে গুগুল করে নিলেই হবে – কিন্তু যে ঘটনা পরম্পরা ততটা পরিচিত নয়, সেগুলি নিয়ে এবার নাড়াঘাঁটা করা যাক। আশা করি এই আলোচনা থেকে বোঝাতে পারব, আমাদের ভারতের প্রাচীন সংস্কৃতি কি ভাবে এই সব মহান মানুষকে প্রভাবিত করেছিল – কি ভাবে মিশে গিয়েছিল আধ্মাত্যবাদ, দর্শন, সংগীত, সাহিত্য এবং বিজ্ঞান।    

    সত্যেন বোসে একবার লিখেছিলেন “স্ট্যাটিসটিক্স দিয়ে শুধু সাব-অ্যাটমিক পার্টিক্যাল-দের আচরণ ব্যাখ্যা করা যায় এমনটাই নয়, মানুষের ব্যবহারের ব্যাখ্যাও স্ট্যাটিসটিক্স দিয়ে করা যায়”।  কি বোঝাতে চেয়েছিলেন কে জানে! সেই ১৯২৪ সালে (তখন সত্যেন বোসের বয়স ৩০ বছর) পেপার লিখে আইনষ্টাইন-কে পাঠিয়ে ব্যাস – খালাস।  তিনি লাগলেন রিল্যাক্স করতে – এর পরের ৩০ বছর আর কিছুই পাবলিশ করলেন না। ছাত্র পড়িয়ে, এস্রাজ বাজিয়ে, ছবি-সাহিত্য আলোচনা করে এবং ল্যাদ খেয়ে কাটিয়ে দিলেন – বাঙালী জিনিয়াসের মাপকাঠি।  রবি ঠাকুর আর মানিক-বাবু অ্যানোম্যালি।  প্রতক্ষ্যদর্শী-দের মতে তিনি লুঙ্গি পরতে বিশাল ভালোবাসতেন – বারান্দায় বসে লুঙ্গি পরে এস্রাজ বাজাচ্ছেন সত্যেন বোস – এ এক বহুল চর্চিত দৃশ্য।     

    এতটা লিখে ফেললাম, এখনো আলাউদ্দিন খাঁ বা সংগীত এল না – কেসটা কি?  আসলে আলাউদ্দিন খাঁ এর ব্যাপারটা এমন নয় যে সত্যেন বোস উনার কাছে নাড়া বেঁধেছিলেন বা রোজ পায়ের তলায় বসে চিরতা পাতার জল খেতেন! কিন্তু ওই যে ভাবনার মোড় ঘুরিয়ে দেবার ব্যাপারটা, সেটা যদি আলাউদ্দিন-সত্যেন সাক্ষাত না হত, তাহলে হত না! আর আমরা না পেতাম “বোস স্ট্যাটিসটিক্স”, না পেতাম বোসন, না পেতাম কোয়ান্টাম স্ট্যাটিসটিক্স! তো সেই হিসাবে সারা পৃথিবীর পদার্থবিদ তথা বিজ্ঞানীদের বাবা আলাউদ্দিন খানের কাছে কৃতজ্ঞ থাকা উচিত।   

    ১৯১৭-১৮ সাল, সেবারে বাবা আলাউদ্দিন খান বাজাতে এসেছেন কলকাতায় – সবার জন্য উন্মুক্ত ছিল না সেই সভা।  এক কলকাতার জমিদার টাইপের বিখ্যাত লোকের বাড়িতে অনুষ্ঠান।  আলাউদ্দিন ততদিনে মাইহার মহারাজের সভাতে কাজ করে সারা ভারতে বিখ্যাত হয়ে গেছেন। আরো অনেক বিখ্যাত লোকজন সেদিন ছিলেন অনুষ্ঠানে।  রবীন্দ্রনাথ কলকাতায় ছিলেন সেই সময়, আলাউদ্দিন আসছেন শুনে নিজেই যাবে বললেন।  ততদিনে লালনের গান নিয়ে ইন্টারেষ্ট পেয়ে বসেছে রবীন্দ্রনাথকে – তো সেই নিয়ে কিছু আলোচনার ইচ্ছে ছিল আলাউদ্দিন খানের সাথে।  নিজের গ্রাম ব্রাহ্মণবেড়িয়ার দিকে লালনের গান তখন প্রচলিত ছিল না এমন প্রশ্ন ছিল রবি ঠাকুরের মনে আলাউদ্দিন খানের জন্য।  

    রবি ঠাকুর জগদীশ বসুকে বললেন, “চলো তাহলে আলাউদ্দিনের বাজনা শুনে আসি। অবলা যদি যেতে চায়, সাথে নিয়ে নিও”।  সত্যেন বোস তখন মাঝে মাঝে জগদীশ বোসের কাছে যেতেন রিসার্চ বিষয়ক আলোচনার জন্য। সেখান থেকে যখন কথার ফাঁকে শুনলেন উনারা আলাউদ্দিন খানের অনুষ্ঠানে যাচ্ছেন, তখন আর স্থির থাকতে পারলেন না। এদিকে জগদীশ বোস-কে সরাসরি সাথে নেবার অনুরোধ করার সাহস নেই।   তাই গিয়ে ধরলেন অবলা বসু-কে – জ্যাঠিমা বলতেন উনাকে সত্যেন বোস।  সেই জ্যেঠিমার অনুরোধেই আলাউদ্দিনের অনুষ্ঠানে যাবার চান্স পান সত্যেব বোস।

    এই এক রাতের অনুষ্ঠান মোড় ঘুরিয়ে দেয় সত্যেন বোসের।  ততদিনে আলাউদ্দিন বেঁধে ফেলেছেন বিখ্যাত সব রাগ – মদন মঞ্জরী (নিজের স্ত্রী-র নামে নামকরণ), প্রভাকলি, শোভাবতী, হেম ভৈরব, মাধবগিরি, হেম বিহাগ ইত্যাদি।  আমরা এটা সবাই জানি যে বাবা আলাউদ্দিন প্রায় সব ধরণের বাজনাই বাজাতে পারতেন।  এই সরোদ নিয়ে, তো ওই সেতার নিয়ে, খানিক পরে এজ্রাস, এমনকি বেহালা বাজিয়েও সেই সব অনেক রাগ বাজিয়ে শোনালেন সেই রাতে।  এক কোণে বসে তন্ময় হয়ে শুনছিলেন সত্যেন বোস – নিজে খেয়াল করেন নি, চোখ নিয়ে ঝরে পড়ছিল জল (তখনো সত্যেন বোস চশমা পরতেন না)।  মুগ্ধ হয়ে দেখছিলেন কি ভাবে প্রাচ্যের সাথে পাশ্চাত্য মিশে যাচ্ছে – তারে তারে কিভাবে ঝঙ্কার দিচ্ছে আলাউদ্দিনের আঙুল।  অনেক রাত পর্যন্ত বসে রইলেন – সবাই চলে গেলে একটু আলাউদ্দিন-কে একা পাবার আশায়।  ঘর ক্রমশ খালি হয়ে গেলে, একসময় এগিয়ে গেলেন সত্যেন বোস আলাউদ্দিনের দিকে।  বাবা আলাউদ্দিন বিখ্যাত ছিলেন তাঁর বদমেজাজের জন্য।

    সত্যেন বোস বললেন যে তিনি বাবার কাছে যে কদিন তিনি কলকাতায় আছেন সে কদিন কিছু শিখতে চান – শুনে বাবা বিশাল খাপ্পা –

    - তুমি কি এটারে ছেলেখেলা পাইসো! এক মাসের মইধ্যা তুমি বাজনা শিখবো!

    সত্যেন বোস বললেন তিনি ফাষ্ট লার্ণার – বাবা বললেন,

    - আজকে যে কয়টা রাগ বাজালাম, সেই গুলান সব নতুন। আমি যদি আবার বাজাই, তুমি ধরতে পারবা, সেগুলো কি রাগ?
    - চেষ্টা করবো
    - তুমি যদি সব কয়টা রাগ বলতে পারো, আমি ভেবে দেখবো তোমার অনুরোধ

    সত্যেন বোসের স্মৃতিশক্তি বিশাল – বাবা যে কটা রাগ বাজালেন, সব কটা ঠিক ঠাক সনাক্ত করলেন। বাবা বিশাল ইমপ্রেসড – পরের দিন বিকেলে আসতে বললেন।

    পরের দিন বিকেলে ভয়ে ভয়ে বাবার কাছে আবার গেলেন সত্যেন বোস।  বাবা বললেন, “তুমি আগে ঠিক করো, কি বাজাতে চাও তুমি”।  তখনো সত্যেন বোস ফ্লুট বাজাতেন – আর বাজাতেন এস্রাজ। কেন জানা নেই, সত্যেন বোস বললেই তিনি বাঁশিতেই মন দেবেন। বাবা বললেন, “ঠিক আসে, তুমি আমারে অনুসরণ করো। আমি যেই ভাবে বাজাইতেসি, সেটাই তুমি বাজাও”

    বাবা আলাউদ্দিন বাজাচ্ছেন সে এক লেভেলে – সত্যেন বোস পারেন নাকি? বাবার বদরাগ গেল চড়ে – একসময় হাতের বাঁশিটা দিলেন ছুঁড়ে সত্যেন বোসের দিকে, “হেইডা তোমার দ্বারা হইবো না”।  সেই বাঁশি গিয়ে লাগে সত্যেন বোসের বাঁ চোখের হালকা উপরে।  এর কিছুদিন পর থেকে সত্যেন বোসের চোখের হালকা সমস্যা শুরু হয় – ডাক্তার দেখান, চশমা নিয়ে হয়। যদিও সেই বাঁশির আঘাতের সাথে চশমা নেবার কোন সম্পর্ক ছিল কিনা সেই বিষয়ে সত্যেন বাবু নিজে কোনদিন কিছু বলেন নি। তো যাই হোক, বাঁশিতে ব্যর্থ হবার পর সত্যেন বোস অন-স্পট অনুরোধ করলেন তাঁকে এস্রাজে একবার চান্স দিয়ে।  বাবা একটু অনুতপ্ত ছিলেন বাঁশি ছোঁড়ার পর – তাই অ্যালাও করলেন এস্রাজ বাজাতে।

    সত্যেন বোসের এস্রাজ শুনে বাবা খুব খুব খুশী। বললেন, “তুমি আমার সাথে মাইহার চলে আইসো।  শিখাবো যত্ন করে”।  সত্যেন বোস বললেন, একটু ভেবে জানাবেন।  এবার এই খবর কি করে যে রবীন্দ্রনাথের কানে চলে যায়।  সত্যেন বোসের মতন ছেলে বিজ্ঞান চর্চা ছেড়ে সংগীত চলে যাবে পুরোপুরি, এটা তাঁর কেমন যেন লাগলো।  জগদীশের কাছে তিনি শুনেছিলেন যে সত্যে্নের ভিতরে পোটেনশিয়াল কি রকম।  আর সত্যেন যত ভালোই এস্রাজ বাজান না কেন, তার থেকেও বেশী ভালো অঙ্ক আর ফিজিক্স করতেন।  রবি ঠাকুর তাই সরাসরি আব্বা আলাউদ্দিনের সাথে দেখা করে সব খুলে বললেন,

    - দেখুন আপনি হয়ত সত্যেনের থেকে আরো ভালো সংগীতের ছাত্র খুঁজে পাবেন, কিন্তু ওর থেকে ভালো বিজ্ঞানী এই বাংলা হয়ত পাবে না
    - কিন্তু রবিবাবু সত্যেন তো নাছোড় বান্দা!
    - ঠিক আছে, আপনি ওকে প্লীজ বলুন যে এক্ষুণি যেতে হবে মাইহার তাই নয়। আপনার দরজা ওর কাছে সবসময় খোলা

    রবি বাবুর অনুরোধ ফেলতে পারেন নি বাবা আলাউদ্দিন। সত্যেন বোসের সেই যাত্রায় মাইহার যাওয়া ঠ্যাকানো গেল।  রবি বাবুর স্নেহ সত্যেন বসুর উপর চিরকাল বর্ষিত হয়েছিল।  নিজের একমাত্র বিজ্ঞান বিষয়ক বই “বিশ্ব-পরিচয়” ১৯৩৭ সালে উৎসর্গ করেছিলেন সত্যেন বোস-কেই।

    লেখা অনেক বড় হয়ে গেল – একটা ব্যাপার হালকা টাচ করে এই লেখা শেষ করব। এস্রাজ না বাজালে সত্যেন বোস কোয়ান্টাম স্পিন নাম্বার নিয়ে কাজ করতে পারতেন না।  ভারতীয় ক্লাসিক্যাল মিউজিকের সাথে ম্যাথামেটিক্সের সম্পর্ক নিয়ে আজকাল অনেক লেখা বেরিয়েছে – এই সত্যেন বোস-ই সেটা প্রথম ডিকোড করেন।  আমাদের বাদ্যযন্ত্রের তারের কম্পনের সাথে যে এই মহাবিশ্বের কোন অন্তর্নিহিত সম্পর্ক আছে সেটা এস্রাজ বাজাতে গিয়ে প্রথম লক্ষ্য করেন সত্যেন বোস।  ধরুণ আমাদের এই যে ‘সা’ ‘রে’ ‘গা’ ‘মা’ – এই সব কোন র‍্যান্ডাম জিনিস নয়। এদের প্রত্যেকের একটা আলাদা করে ফ্রীকোয়েন্সী আছে।  একটা পীচে নোট গুলি একটা অপরের থেকে যে দিয়ে পৃথক থাকে তাকে বলে ‘ফিফথ’ পশ্চিমের সংগীতে।  মানে এই ভাবে ধরুণ ‘সা’ আর ‘পা’ এর যে বিভাজন আছে, তাদের মধ্যে জড়িয়ে আছে এক স্পেশাল সম্পর্ক – হিসেব করে দেখা গেছে যে এই হায়ার নোটের ফ্রীকোয়েন্সী, নীচের নোটের ফ্রিকোয়েন্সীর থেকে ৩/২ গুণ বেশি! তো এই  ভাবে যদি আমরা ফ্রীকোয়েন্সী দিয়ে আমাদের সংগীতের নোট সা, রে, গা, মা ইত্যাদিকে সাজাই তাহলে সেটা দাঁড়াবে

    ১, ৯/৮, ৮১/৬৪, ৩/২, ২৭/১৬, ২  

    এখান থেকে সত্যেন বোস পান পার্টিক্যালের কোয়ান্টাম স্পিন নাম্বারের ধারণা।  বোসন  মেনে চলে ইন্টিজার স্পিন মানে ১, ২ ইত্যাদি। আর ফার্মিয়ান-রা মেনে চলে অড হাফ ইন্টিজার স্পীন ৩/২ ইত্যাদি।  

    অবাক ব্যাপার না? কিবাবে ভাবে এস্রাজ বাদন এনে দেয় বিজ্ঞানের যুগবদল!

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • স্মৃতিচারণ | ০৭ মে ২০২২ | ১৩২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১১ মে ২০২২ ০৬:৫০507502
  • একঘর।
  • শান্তনিক বসাক | 2402:3a80:1986:8c8a:478:5634:1232:***:*** | ০৯ জুন ২০২৪ ২৩:১৭532968
  • অসাধারণ!!! জাস্ট অসাধারণ!!!.... বিষয়টা কতটা আত্মস্থ করলে তবে এরকম ভাবে লিখে ফেলা যায়!!!!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন