বৃষ্টি পড়ছে প্যালেস্তাইনের ওপর
আকাশ থুতু ছিটাচ্ছে এক আগুনে বৃষ্টি
আর হাজার কন্ঠ নিঃসৃত
ফ্লুওরোআন্টিমনিক অ্যাসিডের থুতু
ছিটিয়ে দিচ্ছে পৃথিবীর চোখের দিকে।
পাহাড়ের গায়ে আমার খুপরি থেকে দেখা যায়
ক্ষণস্থায়ী তারাদের।
ধোঁয়ার স্তম্ভগুলো আকারহীন উঠতে থাকে
হাতবিহীন হাতগুলো জড়িয়ে ধরে নিজেদের
মনহীন চেটোরা আদর করে একে অন্যকে
পা হীন পায়ের পাতারা দৌড়তে থাকে
মুখহীন চুমুরা নিভে যায় বিশ্বাসের নামে।
যুদ্ধেরা,
যমের অরুচি অর্থহীন যুদ্ধগুলো
আমাদের নিঃস্পৃহতার সমুদ্রে এবং
অস্ত্র দিয়ে করে হত্যা।
পৃথিবীর পথে পথে মানুষের দুঃখ
বোঝে শুধু অর্থ
অলংকার দিয়ে লেখে কবিতা
বিস্মৃতির অতলে যাওয়া গপ্পো ফাঁদে
তবু তোমার নাম উল্লেখ করে না।
প্যালেস্তাইন আমার এই পাহাড়ের গায়ের খুপরি থেকে কত দূরে
আমার বুকে বসে খণ্ড খণ্ড করে টুকরো করার কতখানি কাছে।
Lluvia sobre Palestina / Chaco de la Pitoreta (Honduras)
Lluvia sobre Palestina
Una lluvia de fuego se escupe del cielo
y la saliva de mil gargantas
ácido fluoroantimónico arroja
sobre los ojos del mundo.
Estrellas fugaces
parecían desde mi acantilado.
Columnas de humo se elevan en amorfas formas
brazos sin cuerpo se abrazan
manos sin alma se acarician
piernas sin pies corren
besos sin bocas se extinguen en nombre de la fe.
Guerras,
MALDITAS guerras sin sentido
que nos matan en las armas
y en el mar de la indiferencia.
En las calles del mundo la miseria humana
entiende de billetes
escribe al amor retórico
cuenta historias des memorizadas
no te nombra.
Que lejos está Palestina de este acantilado
que cerca la cercenan en mi pecho.
Héctor Efrén Flores
হেক্টর এফ্রেন ফ্লোরেস ওরফে চাকো দে লা পিতোরেতা বা চাকো:
কবি পরিচিতি: ১৯৭৬ সালে কবি, উকিল, সাংবাদিক, ফটোগ্রাফার, সাংস্কৃতিক ব্যবস্থাপক হেক্টর ফ্লোরেস ওরফে চাকো-র জন্ম হয়। প্রথম প্রকাশিত বই ২০১২ সালে Versos para leer desde las Trincheras বা ট্রেঞ্চ থেকে পড়বার কবিতা। এর সিরিজ বের হয় ২০১৪, ২০১৬ সালেও। ২০১৩ সালে Fe y Alegría: Entre Las y Los Tolupanes বা তলুপান জাতির মাঝে আনুগত্য ও আনন্দ, ২০২০ তে প্রকাশিত হয় Aquel Tolupan বা সেই তোলুপান ইত্যাদি সহ বেশ কটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। মেক্সিকো ও হন্ডুরাস থেকে প্রকাশিত বেশ কটি বইয়ের ভূমিকা ও সম্পাদনা আকরেছেন। ইওরোপ, আফ্রিকা, আমেরিকার বিভিন্ন দেশে তার কবিতা বিভিন্ন সংকলনে গ্রন্থিত হয়েছে। বর্তমানে হন্ডুরাসে থাকেন এই বহুমুখী প্রতিভাবান মানুষটি।
এই কবি সম্পর্কে একেবারেই কিছু জানতাম না। ধন্যবাদ।
ভালো লাগলো