এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ধারাবাহিক  সমাজ

  • দ্বিশতবর্ষে বিদ্যাসাগর : নির্মাণ-বিনির্মাণ-পুনর্নির্মাণের আখ্যান

    এলেবেলে লেখকের গ্রাহক হোন
    ধারাবাহিক | সমাজ | ২৬ সেপ্টেম্বর ২০২০ | ৬২৩৭ বার পঠিত | রেটিং ৪.২ (১৫ জন)
  • কথামুখ

    মূল লেখা শুরু করার আগে, এই অকিঞ্চিৎকর লেখাটি সম্পর্কে এক বিশুদ্ধ না-লেখকের পক্ষ থেকে কিছু প্রাথমিক কথা বলে নেওয়া জরুরি। যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই লেখার কেন্দ্রবিন্দুতে অবস্থিত, তবু কোনও ভাবেই লেখাটি বিদ্যাসাগরেরজীবনীনয়। বস্তুতপক্ষে তাঁকে নিয়ে এত অসংখ্য ছোট-বড় জীবনী রচিত হয়েছে যে, নতুন করে তার পুনরাবৃত্তির কোনও অর্থ আমি অন্তত খুঁজে পাইনি

    একই কারণে এই লেখা কেবল বিদ্যাসাগর-কেন্দ্রিকও নয়। কারণ তাঁর জন্মের বহু পূর্বের ঐতিহাসিক ঘটনাবলির উল্লেখ বিশ্লেষণ না করলে, বিদ্যাসাগরের যথাযথ মূল্যায়ন করা সম্ভব নয় যেমন সম্ভব নয় যে সময়ে তিনি প্রায় নিষ্ক্রিয়, সেই সময়কালীন ইতিহাসে অগণিত বাঁকবদলের অনুল্লেখও। ফলে এই লেখায় ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাংস্কৃতিক পরিসরে ব্যাপ্ত এক বিশাল ইতিহাস উল্লিখিত হয়েছে। কারণ সেই ইতিহাসের নানাবিধ জটিল বিন্যাস উন্মোচিত না হলে, লেখাটির প্রবলভাবে গতানুগতিক হয়ে পড়ার সমূহ আশঙ্কা আছে।

    বিদ্যাসাগরের প্রয়াণবর্ষে রচিত হয়েছিল শম্ভুচন্দ্র বিদ্যারত্ন-এর বিদ্যাসাগর-জীবনচরিত পরবর্তীকালে যে অসংখ্য বিদ্যাসাগর-জীবনী রচিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল যথাক্রমে চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়-এর বিদ্যাসাগর (জ্যৈষ্ঠ ১৩০২, ১৮৯৫), বিহারীলাল সরকার-এর বিদ্যাসাগর (আশ্বিন ১৩০২, ১৮৯৫), সুবল চন্দ্র মিত্র- Isvar Chandra Vidyasagar (১৯০২), বিনয় ঘোষ-এর বিদ্যাসাগর বাঙালী সমাজ (কার্তিক ১৩৬৪-ভাদ্র ১৩৬৬), ইন্দ্রমিত্র-এর করুণাসাগর বিদ্যাসাগর (১৯৬৯), ব্রায়ান হ্যাচার-এর Vidyasagar: The Life and After-life of an Eminent Indian (২০১৪) এবং ফ্রাঁস ভট্টাচার্য-এর Pandit Iswarchandra Vidyasagar (২০১৯)

    বিদ্যাসাগরের প্রাথমিক চারজন জীবনীকারের মধ্যে, খুবই অকিঞ্চিৎকর তথ্যসূত্র হিসেবে বিহারীলাল সরকার গোটা লেখাতে সাকুল্যে দু-একবার উল্লিখিত হয়েছেন কয়েকটি ইংরেজি বাংলা চিঠি ছাড়া, চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় সুবল চন্দ্র মিত্র উল্লিখিত হননি তবে বিদ্যাসাগরের জীবনের নানা ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ার সুবাদে এবং তাঁর পরবর্তী তিন গ্রন্থকার মূলত সেই গ্রন্থটিকে আকর গ্রন্থ বিবেচনা করার কারণে, বিদ্যাসাগর-সহোদর শম্ভুচন্দ্র বিদ্যারত্ন প্রণীত গ্রন্থটির বহু তথ্য এই লেখাটিতে ব্যবহৃত হয়েছে।  

    এই লেখায় বিদ্যাসাগরের জীবনের নানা ঘটনার জন্য, আমি প্রধানত দুই পরিশ্রমী বিদ্যাসাগর-গবেষক বিনয় ঘোষ ইন্দ্রমিত্র-এর গ্রন্থ দুটির ওপর নির্ভরশীল হয়েছি। বলা বাহুল্য, অনেক ক্ষেত্রেই বিনয় ঘোষের বিশ্লেষণের সঙ্গে সহমত হওয়ার প্রয়োজন বোধ করিনি। ইন্দ্রমিত্র-এর গ্রন্থটিতে কোনও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ না থাকায়, সে প্রসঙ্গটি অবান্তর। নিছক জীবনীগ্রন্থ না হলেও, এই লেখায় গৃহীত হয়েছে অশোক সেন-এর Iswar Chandra Vidyasagar and His Elusive Milestones (১৯৭৭) এবং স্বপন বসু- সমকালে বিদ্যাসাগর (৯৯) গ্রন্থ দুটির নানা মূল্যবান তথ্য

    বিদ্যাসাগরের যাবতীয় রচনার তথ্যসূত্র হিসেবে বেছে নিয়েছি গোপাল হালদার সম্পাদিত বিদ্যাসাগর রচনাসংগ্র বহু চেষ্টা সত্ত্বেও গ্রন্থটির একই সংস্করণের তিনটি খণ্ড সংগ্রহ না করতে পারার কারণে, গ্রন্থটির প্রথম তৃতীয় খণ্ডে বিধৃত বিদ্যাসাগরের যাবতীয় লেখা ১৯৭২ সালের প্রথম সংস্করণ এবং দ্বিতীয় খণ্ডের লেখাগুলিকে ১৯৭৪-এর তৃতীয় সংস্করণ অনুযায়ী লিখতে বাধ্য হয়েছি। এই গ্রন্থটিকে বিদ্যাসাগরের যাবতীয় লেখালেখির প্রামাণ্য রূপ হিসেবে বিবেচনা করার কারণে, তাঁর লিখিত কিছু বানান (কর্ত্তব্য, কর্ম্ম, ভট্টাচার্য্য ইত্যাদি)-এর গোপাল হালদার-কৃত রূপটি (কর্তব্য, কর্ম, ভট্টাচার্য ইত্যাদি) রাখা হয়েছে। রেফ-এর পরে দ্বিত্ববর্জন হেতু সমকালীন অন্যান্য লেখকের ক্ষেত্রেও এই বানানগত সাযুজ্য বজায় রাখা হয়েছে।

    সংস্কৃত শ্লোকের ক্ষেত্রে বিদ্যাসাগর-ব্যবহৃত বানান অবিকৃত রাখা হয়েছে। মনুসংহিতা বিভিন্ন শ্লোকের জন্য, মেধাতিথি কুল্লুকভট্টের ভাষ্য সংবলিত ভরতচন্দ্র শিরোমণির গ্রন্থটিকে ব্যবহার করা হয়েছে শ্লোকের বাংলা অনুবাদের ক্ষেত্রে, চলিত ভাষা ব্যবহারের কারণে সামান্য স্বাধীনতা নিতে হয়েছে সংস্কৃত লুপ্ত -কে [] লেখা হয়েছে। প্রত্যেকটি বাংলা ইংরেজি উদ্ধৃতির ক্ষেত্রে বানান যতিচিহ্ন যথাসম্ভব অপরিবর্তিত রাখার চেষ্টা করেছি।

    সমসাময়িক বাংলা সংবাদপত্রের বিভিন্ন লেখা বিনয় ঘোষ সম্পাদিত সাময়িকপত্রে বাংলার সমাজচিত্র (প্রথম-তৃতীয় খণ্ড, ২০১৫, চতুর্থ-পঞ্চম খণ্ড, ২০১৬) থেকে উদ্ধৃত হয়েছে তবে বেঙ্গল স্পেক্টেটর, সম্বাদ ভাস্কর সোমপ্রকাশ- প্রকাশিত কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই খণ্ডগুলিতে না থাকায়, সেগুলি একই সম্পাদকের সাময়িকপত্রে বাংলার সমাজচিত্র ১৮৪০-১৯০৫ (তৃতীয়-চতুর্থ খণ্ড, ১৯৬০) গ্রন্থ থেকে গৃহীত হয়েছে

    বিদ্যাসাগরের বিভিন্ন ইংরেজি প্রতিবেদন চিঠিপত্র প্রধানত অরবিন্দ গুহ সম্পাদিত Unpublished Letters of Vidyasagar থেকে নেওয়া হয়েছে। তাঁর মৌলিক বাংলা রচনাগুলির সঙ্গে ভাষাগত পার্থক্য বোঝানোর জন্য, অনুবাদে চলিত ভাষা ব্যবহৃত হয়েছে। অনুবাদের ক্ষেত্রে যতটা সম্ভব মূলানুগ থাকার চেষ্টা করেছি। মূল ইংরেজি বয়ান লেখার শেষেউল্লেখপঞ্জীঅংশে দেওয়া হয়েছে। তবে লেখাটিতে অন্য ব্যক্তিদের ইংরেজি লেখাপত্র অনুবাদের ক্ষেত্রে, ভাষার সাবলীলতা বজায় রাখার কারণে কিছুটা স্বাধীনতা নিতে বাধ্য হয়েছি 

    লেখাটির শুরু থেকেই প্রচুর টীকা সংযোজিত হয়েছে। যাতে পাঠক বিনা বাধায় মূল লেখাটি পড়তে পারেন, সেই কারণে প্রত্যেকটি অধ্যায়ের একদম শেষেউল্লেখপঞ্জীঅংশে টীকাগুলি বিশদে বিবৃত হয়েছে সেখানে প্রতিটি পরোক্ষ তথ্যসূত্রের ক্ষেত্রে, প্রথমে প্রত্যক্ষ সূত্রের উল্লেখ করা হয়েছে অনুসন্ধিৎসু উৎসাহী পাঠক, ইচ্ছে করলে সেই তথ্যসূত্রের সঙ্গে মিলিয়ে পড়তে পারেন এই ধারাবাহিক লেখাটির শেষতম কিস্তিতে থাকবে বিস্তারিত গ্রন্থপঞ্জীও

     এই লেখা সম্পূর্ণ করার ক্ষেত্রে বহু ব্যক্তি আমাকে অকৃপণভাবে সাহায্য করেছেন। বিশ্বেন্দু নন্দ উদারহস্তে প্রচুর বই টুকরো লেখা যুগিয়ে নিরন্তর উৎসাহ দিয়ে গেছেন। অধ্যাপক অর্জুনদেব সেনশর্মা পরাশরের বিধবাবিবাহ সংক্রান্ত শ্লোক তিনটির প্রকৃত শাস্ত্রগত ব্যাখ্যা স্বেচ্ছায় বুঝিয়ে দিয়েছেন লেখাটিতে ব্যবহার করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন নন্দিনী ভট্টাচার্য পাণ্ডা গ্রন্থাকারে অপ্রকাশিত (বর্তমানে প্রকাশিত) তাঁর একটি প্রবন্ধ, এই লেখায় ব্যবহার করার অনুমতি দিয়েছেন সানন্দে। শ্রুত্যানন্দ ডাকুয়া, তুফান নাইয়া অনুপ বিশ্বাস একাধিক গ্রন্থ পত্রপত্রিকা পাঠিয়েছেন। এঁরা প্রত্যেকেই আমার সুহৃদ শুভাকাঙ্ক্ষী এই সুবাদে তাঁদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাই

    এই প্রসঙ্গে দুজনের পৃথক উল্লেখ না করলেই নয়। প্রায় অন্তিম মুহূর্তে কৃশানু নস্কর বিদ্যাসাগর রচনাসংগ্রহ দ্বিতীয় খণ্ডটি সম্পূর্ণ স্ক্যান করে না পাঠালে এবং বোধিসত্ত্ব দাশগুপ্ত বিনয় ঘোষের পাঁচ খণ্ডে সম্পূর্ণ গ্রন্থটি ডাকযোগে আমার হাতে না তুলে না দিলে, এই লেখাটির পূর্ণাঙ্গ রূপদান অসম্পূর্ণ থেকে যেত। এই দুই উদারহৃদয় মানুষের কাছে চিরঋণী রইলাম

    কোভিডের কারণে লাইব্রেরিতে দু-একটা প্রয়োজনীয় বই দেখা বাকি থেকে গেল। একই কারণে ব্যাহত হল কয়েকটি গুরুত্বপূর্ণ বই কেনার বিষয়টিও অদেখা রয়ে গেল লিটল ম্যাগাজিনের কয়েকটি বিদ্যাসাগর সংখ্যা এই সব অপূর্ণতা নিয়েই শুরু হল আমার অতি তুচ্ছ বিদ্যাসাগর মূল্যায়ন।

    ************************************************************

    ভূমিকা

    গোটা উনিশ শতকের এক বিশাল সময় জুড়ে নানা কর্মকাণ্ডে জড়িয়ে থাকা বিদ্যাসাগর এক বর্ণময় চরিত্র বিশেষত, যাঁর জন্মবৃত্তান্তের সঙ্গে জড়িয়ে থাকে এই অমোঘ ভবিষ্যৎবাণী,

    ...রামজয়! তুমি বৃথা কেন ভ্রমণ করিতেছ? স্বদেশে যাও, তোমার বংশে এক সুপুত্র জন্মগ্রহণ করিয়াছেন, তিনি তোমার বংশের তিলক হইবেন। তিনি সাক্ষাৎ দয়ার সাগর অদ্বিতীয় পণ্ডিত হইয়া, নিরন্তর বিদ্যাদান নিরূপায় লোকদিগের ভরণপোষণাদির ব্যয়নির্বাহ দ্বারা তোমার বংশের অনন্তকালস্থায়িনী কীর্তি স্থাপন করিবেন

    যাঁরনাড়িচ্ছেদনের পূর্বে আল্তায় এই ভূমিষ্ঠ বালকের জিহ্বার নীচে কয়েকটী কথা লিখিয়াঘোষিত হবে যেএই বালক ক্ষণজন্মা, অদ্বিতীয় পুরুষ পরম দয়ালু হইবে এবং ইহার কীর্তি দিগন্তব্যাপিনী হইবে; এমনকি কেবল পিতামহই নন, চিকিৎসক ভবানন্দ শিরোমণি ভট্টাচার্য পর্যন্ত গর্ভবতী ভগবতী দেবীর চিকিৎসার আগে তাঁর কোষ্ঠী গণনা করে নিখুঁত নিশ্চিত হবেনঈশ্বরানুগৃহীত কোন মহাপুরুষ ইঁহার গর্ভে জন্মগ্রহণ করিয়াছেন; তাঁর মূল্যায়ন যে পরবর্তীকালেদয়ার সাগর’, ‘অদ্বিতীয় পণ্ডিত’, ‘নিরন্তর বিদ্যাদান’, ‘অনন্তকালস্থায়িনী কীর্তিইত্যাদি শব্দবন্ধের মায়াজালে বিরাম ঘুরপাক খাবে, একপ্রকার দৈবনির্ধারিতই বটে!

    এইঈশ্বরানুগৃহীত মহাপুরুষ’-এর কেবল জন্মগ্রহণ নয়, প্রয়াণও যথেষ্ট ঈশ্বরোচিত। তাই মৃত্যুর অব্যবহিত পূর্বে বাকশূন্য অচেতন অবস্থাতেও তিনিকি এক মন্ত্রপ্রভাবে মুহূর্তের মধ্যে ঘুরে গিয়ে পশ্চিমদিকে মাথা নিয়ে গিয়ে মায়ের ছবির মুখোমুখি হতে পারবেন; ঢাকার গেণ্ডারিয়ায় বসে পরম সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী ভাবাবেশে আপন মনে বলে উঠতে পারবেন:

    আহা! কি সুন্দর! কি সুন্দর!! কি সুন্দর!!! সোনার রথ, কি শোভা! ধন্য! ধন্য! ধন্য! হলুদ রঙের কত পতাকা উড়ছে! আহা! সমস্ত আকাশ আজ হলুদ রঙের উজ্জ্বল ছটায় একেবারে ঝলমল করছে। চারিদিকে কত সুন্দরী-সুন্দরী দেবকন্যা! দেবকন্যারা চামর নিয়ে বীজন করছেন, অপ্সরা সকল নৃত্য গান করছেন! আহা কত আনন্দ! আজ গুণের সাগর বিদ্যাসাগরকে নিয়ে আকাশপথে সকলে আনন্দ করতে-করতে যাচ্ছেন! মহাপুরুষ আজ পৃথিবী ছেড়ে স্বর্গে চললেন!

    ফলত বিদ্যাসাগরের সমস্ত কিছুই পূর্বনির্ধারিত

    সংশয়ী যাঁরা, যাঁরা খুঁতখুঁতেতাঁদের দু-চারজন এসব নিয়ে কিছু বলার আগেই, বিদ্যাসাগরের এই দৈবনির্ধারিত পূর্বনির্ধারিত জীবনে, পাকাপোক্ত সিলমোহর লাগিয়ে দেবেন বাঙালির শ্রেষ্ঠতমআইকনরবীন্দ্রনাথ। তিনি লিখবেন,

    বিদ্যাসাগরের চরিত্রসৃষ্টিও রহস্যাবৃত কিন্তু ইহা দেখা যায়, সে চরিত্রের ছাঁচ ছিল ভালো। ঈশ্বরচন্দ্রের পূর্বপুরুষের মধ্যে মহত্ত্বের উপকরণ প্রচুর পরিমাণে সঞ্চিত ছি

    লিখবেন

    এই দরিদ্র ব্রাহ্মণ তাঁহার পৌত্রকে আর কোনো সম্পত্তি দান করিতে পারেন নাই, কেবল যে অক্ষয়সম্পদের উত্তরাধিকারবণ্টন একমাত্র ভগবানের হস্তে, সেই চরিত্র-মাহাত্ম্য অখণ্ডভাবে তাঁহার জ্যেষ্ঠপৌত্রের অংশে রাখিয়া গিয়াছিলেন।

    পূর্বপুরুষের মহত্ত্বের উপকরণ পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হওয়া কিংবা তা কেবলজ্যেষ্ঠপৌত্রের অংশে দিয়েও যেন নিশ্চিন্ত হতে পারবেন না রবীন্দ্রনাথ তা একই প্রবন্ধে তিনি উচ্চারণ করবে:

    অভিমন্যু জননী-জঠরে থাকিতে যুদ্ধবিদ্যা শিখিয়াছিলেন, বিদ্যাসাগরও বিধিলিখিত সেই মহাশাস্ত্র মাতৃগর্ভবাসকালেই অধ্যয়ন করিয়া আসিয়াছিলেন

    এভাবেই নানা জনে তাঁর জন্মমুহূর্ত থেকে মৃত্যুমুহূর্ত অবধি, গোটা জীবনটাকেই নানাভাবে নিখুঁত থাকবন্দি করে ফেলার বিষয়টি সুচারুরূপে সম্পন্ন করেছেন

    হয়তোবিধিলিখিততাঁর জীবন কর্মকে সুনির্দিষ্ট থাকবন্দি করে ফেলার বিষয়টিও। সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সজনীকান্ত দাস সম্পাদিত বিদ্যাসাগর-গ্রন্থাবলীতে বিদ্যাসাগরের যাবতীয় লেখাপত্র তিনটি খণ্ডে (১৩৩৪, ১৩৪৫ ১৩৪৬) বিন্যস্ত হয়েছিলসাহিত্য-সমাজ-শিক্ষা বিবিধ’- থাকবন্দিতে। যেহেতু এই লেখায় গবেষক গোপাল হালদার-এর বিদ্যাসাগর রচনাসংগ্রহকে প্রামাণ্য বিবেচনা করা হয়েছে, সেহেতু তাঁর থাকবন্দিকে মান্য করে লেখাটির প্রথম পর্বের বিভিন্ন অধ্যায়ে আলোচিত হবে শিক্ষাসংস্কারক বিদ্যাসাগরের কলকাতা সংস্কৃত কলেজের পুনর্গঠন; শিক্ষা বিস্তারের জন্য আদর্শ বিদ্যালয় (মডেল স্কুল), শিক্ষক-শিক্ষণ প্রতিষ্ঠান (নর্মাল স্কুল) একাধিক বালিকা বিদ্যালয় স্থাপন; বেথুন স্কুলের সম্পাদকের দায়িত্বভার গ্রহণ এবং পরবর্তীকালে মেট্রোপলিটন ইনস্টিটিউশন স্থাপন পরিচালনার বিষয়গুলি।

    দ্বিতীয় পর্বের বিভিন্ন অধ্যায়ে আলোচনা করা হবে, সমাজসংস্কারক বিদ্যাসাগর সারা জীবন বিধবাবিবাহ প্রবর্তন এবং বহুবিবাহ বাল্যবিবাহ নিবারণের ক্ষেত্রে যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তার বিভিন্ন বিষয় নিয়ে তৃতীয় তথা শেষ পর্বের বিভিন্ন অধ্যায়ে সাহিত্যসংস্কারক বিদ্যাসাগরের কর্মকাণ্ড বিশ্লেষিত হবে, বাংলা ভাষা সাহিত্যের ধারাবাহিক ক্রমবিকাশে তাঁর গুরুদায়িত্ব পালন এবং পাঠ্যপুস্তক রচনা, সম্পাদনা প্রকাশনার সঙ্গে তাঁর সক্রিয়ভাবে জড়িত থাকার সুবাদে তবে শুধু শিক্ষাসংস্কারক, সমাজসংস্কারক সাহিত্যসংস্কারক হিসেবে বিদ্যাসাগরের মূল্যায়ন করতে গেলে, তাঁর একটি বিশেষ চারিত্রবৈশিষ্ট্য সম্পর্কে আমাদের বিস্মৃত হওয়ার আশঙ্কা খুবই বেশি। তাই তাঁর নিঃশব্দ নিঃসীম দানের সঙ্গে সম্পৃক্ত মানবতাবোধের প্রসঙ্গটিও, আমাদের আলোচনার অন্তর্ভুক্ত হবে।

    একই সঙ্গে মনে রাখতে হবে, বিদ্যাসাগরের জীবনের পুরো সময়টাই কেটেছে ব্রিটিশ-শাসিত পরাধীন ভারতবর্ষে। তাঁর শিক্ষা কর্মজীবনের পুরো সময়টাতেই, ঔপনিবেশিক শক্তি ক্রমশ দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। একজন আদ্যন্ত সমাজসচেতন মানুষ হিসেবে তিনি যেমন পলাশি-পরবর্তী সম্পদ লুণ্ঠনের বিষয়ে সম্যক ওয়াকিবহাল ছিলেন, তেমনই চিরস্থায়ী বন্দোবস্তের পরিণামও তিনি নিজে প্রত্যক্ষ করেছেন। পাশাপাশি তাঁর জীবদ্দশায় সিপাহি বিদ্রোহ ছাড়াও সংঘটিত হয়েছে, সাঁওতাল নীল বিদ্রোহ-সহ একাধিক ছোট-বড় কৃষক বিদ্রোহ। এই সামগ্রিক প্রেক্ষাপটে আমরা তাঁর যাবতীয় কর্মকাণ্ডকে মূল্যায়ন করার চেষ্টা করব।

    বিদ্যাসাগর যেহেতু কোনও স্বয়ম্ভু ঈশ্বর নন, যেহেতু তিনি তৎকালীন রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক পট পরিবর্তনের মাধ্যমে গড়ে ওঠা একটি সমাজের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভূ; তাই তাঁর মূল্যায়নের ক্ষেত্রে সামান্য পিছিয়ে গিয়ে চর্চা শুরু না করলে, তা খণ্ডিত হতে বাধ্য। অর্থাৎ এই যে পটপরিবর্তনযার ছোঁয়া লাগছে সমাজের প্রায় প্রতিটা ক্ষেত্রেই, সেই পরিবর্তনটা উপলব্ধি করতে হলে পুরনো পটটা দেখে নেওয়া এবং নতুন পট সমাজের সর্বশ্রেণির মানুষের ক্ষেত্রে কতটা কাঙ্ক্ষিত, কতটা মঙ্গলদায়ক হয়েছিল তা বুঝে নিতেই সামান্য পিছিয়ে গিয়ে শুরু করা। ঠিক একই কারণে বিদ্যাসাগর তাঁর জীবনের দীর্ঘ অপরাহ্নবেলায় যখন প্রায় নিশ্চুপ, ঠিক সেই সময়েই থেমে না গিয়ে তাঁকে সম্যকভাবে বুঝতে চেয়ে, আরও একটু সামনের দিকে এগিয়ে যাওয়াও ঘটবে

    সবচেয়ে বড় কথা আলো-আঁধারের দ্বিমাত্রিক বিদ্যাসাগর নন, এই অকিঞ্চিৎকর লেখাটিতে তন্নিষ্ঠ প্রয়াস অব্যাহত থাকবে তাঁর আলোছায়ায় ঘেরা জীবনের ধূসর জটিল জ্যামিতিক বিন্যাসের বহুমাত্রিক উন্মোচনে।

    ************************************************************

    প্রথম পর্ব

    শিক্ষাসংস্কারক বিদ্যাসাগর নতুন দৃষ্টি, নতুন দ্যোতনা

    প্রথম অধ্যায়

     

    ক্লাইভ থেকে হেস্টিংস এক অনন্ত লুঠের কাহিনি

     

    On 23 June 1757, the middle ages of India ended and her modern age began.

    Jadunath Sarkar, History of Bengal

     

    বিদ্যাসাগরের মূল্যায়ন প্রসঙ্গে সহসা পলাশির অবতারণায় অনেক পাঠকের ভ্রু-কুঞ্চন অস্বাভাবিক কিছু নয়, তবুও ব্রিটিশ শাসনাধীন শিক্ষাব্যবস্থার সম্যক পর্যালোচনার জন্য পলাশির উল্লেখ যথেষ্ট জরুরি। যুদ্ধে হতাহতের সংখ্যা এবং যুদ্ধের ব্যাপকতার বিষয়টিকে বিবেচনা করে, ইতিহাসবিদ রজতকান্ত রায় সঙ্গতভাবেই পলাশির যুদ্ধকে skirmish বা হাতাহাতি হিসেবে চিহ্নিত করেছেন তবে কথাও সত্যি, পলাশি মানে কোনও ভাবেই নিছক যুদ্ধ নয়; বরং পলাশি ভারতবর্ষের, বিশেষত ঔপনিবেশিক ভারতবর্ষের ইতিহাসে, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জলবিভাজিকা।

     

    মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বের শেষ দিকে, ১৬৯০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক হাজার টাকার বিনিময়ে বাংলা-বিহার-উড়িষ্যায় বিনা শুল্কে বাণিজ্যেরদস্তকবা ছাড়পত্র দেওয়া হয় একমাত্র কোম্পানির নিজস্ব পণ্যসম্ভারের ক্ষেত্রে এই দস্তক ব্যবহারের অনুমতি দেওয়া হলেও, কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে দস্তকের অপব্যবহার ঘটিয়ে, নবাবের প্রাপ্য রাজস্ব ফাঁকি দিতে শুরু করে এর প্রতিবাদে ১৭১৩-তে বাংলার তৎকালীন নবাব মুর্শিদকুলি খাঁ দস্তক প্রথা বাতিল করে, বাংলায় ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্যের অধিকার নিষিদ্ধ করেন এবং অন্যান্য বিদেশি বণিকদের সঙ্গে সমান হারে শুল্ক প্রদানের নির্দেশ দেন। বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার ফিরে পেতে, কোম্পানির পক্ষ থেকে ১৭১৫-তে আর্মানি বণিক জন সুরমানকে দূত হিসেবে মুঘল সম্রাট ফারুখশিয়রের কাছে পাঠানো হয় অবশেষে ১৭১৭ সালে সম্রাট ফারুখশিয়র এক ফরমান জারি করে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে (এর পরে কেবলকোম্পানিলেখা হবে) পুনরায় দস্তক ব্যবহারের অনুমতি দেন।

    এই ফরমান দেখিয়ে সুবে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি ফিরে পাওয়ার ফলে, কোম্পানি বাংলার বাণিজ্যে অন্যান্য ইউরোপীয় কোম্পানির তুলনায় অনেক বেশি সুযোগসুবিধা লাভ করে যদিও রাজস্ব শুল্ক থেকে নবাবের আয় ক্রমশ কমতে থাকায়, এই ফরমান কোম্পানি বাংলার নবাবের মধ্যে নিত্য বাদ-বিসংবাদের কারণ হয়ে দাঁড়ায় কোম্পানির কর্মচারীরা শুধু যে নিজেদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ফাঁকি দিত তা- নয়, তারা এই দস্তক এশীয় বণিকদের কাছে বিক্রিও করত। ফলে এশীয় বণিকরাও ওই দস্তক দেখিয়ে তাদের বাণিজ্যের জন্য শুল্ক ফাঁকি দিতে শুরু করে তাতে যথেষ্ট আর্থিক ক্ষতি হওয়ায়, ধারাবাহিকভাবে নবাব মুর্শিদকুলি খাঁ, নবাব আলিবর্দি খাঁ এবং নবাব সিরাজউদ্দৌলা কোম্পানি কর্মচারীদের এই কাজে বাধা দিয়ে আসছিলেন। অজ্ঞাতনামা ইংরেজ লেখকের পাণ্ডুলিপির ভিত্তিতে ঐতিহাসিক সুশীল চৌধুরী জানিয়েছেন:

    সিরাজউদ্দৌল্লা ঘোষণা করেছিলেন, তাঁর কাছে যে সমস্ত রসিদ আছে তা থেকে তিনি প্রমাণ করতে পারবেন যে, ইংরেজরা ফারুখশিয়রের ফরমান পাওয়ার পর থেকে পর্যন্ত এশীয় ব্যবসায়ীদের বাণিজ্যকে কোম্পানির দস্তকের মাধ্যমে শুল্ক মুক্ত করে দিয়ে বাংলার নবাবকে তাঁর ন্যায্যপ্রাপ্ত দেড় কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত করেছে১০

    এই ঘোষণায়, বলা বাহুল্য, কোম্পানির কর্মচারী থেকে কর্মকর্তাসকলেরই আঁতে ঘা লাগছিল

    ফরাসি আর্মানি বণিকদের বাণ্যিজ্যের সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বিতার কারণে, অষ্টাদশ শতাব্দীর চারের দশকের শেষ দিক থেকে পাঁচের দশকের প্রথম দিক পর্যন্ত, কোম্পানির বাণিজ্য সমস্যাসঙ্কুল পরিস্থিতিতে পড়ে। এই পরিস্থিতিতে সঙ্কটাপন্ন বাণিজ্য স্বার্থকে পুনরুদ্ধার করার বিষয়টি, কোম্পানির কাছে অত্যন্ত জরুরি হয়ে ওঠে যে কোনও মূল্যে উৎপাদন থেকে সরবরাহ পর্যন্ত একচেটিয়া বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে সার্বিক নিয়ন্ত্রণ নিশ্চিতভাবে কুক্ষিগত করার জন্য, কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য মরিয়া হয়ে ওঠে ব্যাপারে কোনও ক্রমে আলিবর্দির শাসনকাল পর্যন্ত নিজেদের সংযত রাখলেও, সিরাজউদ্দৌল্লা মসনদে বসার পর থেকেই তাদের হীন স্বার্থবুদ্ধি নগ্ন রূপ ধারণ করে তাঁর সঙ্গে মূলত দস্তকের অপব্যবহারকে কেন্দ্র করে ইংরেজদের পারস্পরিক সম্পর্কের যে চূড়ান্ত অবনতি ঘটে, তার চরম পরিণতি ১৭৫৭ সালের ২৩ জুন সংঘটিত পলাশির যুদ্ধ যুদ্ধে জয়লাভের ফলে বাংলার নবাবকে তাদের অনুগত দাসে পরিণত করে, বাংলার প্রকৃত রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে ওঠে কোম্পানি ফলে তারা যেমন নির্দ্বিধায় বিনা শুল্কে বাংলায় বাণিজ্য করতে থাকে, তেমনই বাংলা থেকে প্রতিদ্বন্দ্বী বিদেশি বণিকদের হটিয়ে দিয়ে, সারা বাংলায় বাণিজ্যে একচেটিয়া আধিপত্য স্থাপন করে।

    পলাশি যে কেবল কোম্পানিকে অসীম রাজনৈতিক ক্ষমতাশালী করে তুলেছিল তা- নয়, রাতারাতি তাদের কাছে খুলে গিয়েছিল অবাধ অর্থনৈতিক লুণ্ঠনের বহুপ্রার্থিত সদর দরোজাটিও। সিরাজউদ্দৌলার পতনের পরে, কোম্পানির কাছে নবাব-তৈরির কারবার এক লাভজনক ব্যবসায় পরিণত হয়। পলাশির যুদ্ধ শেষে মীরজাফরকে নবাবের গদিতে বসানোর মূল্যস্বরূপ, কোম্পানির কর্মচারীরা আদায় করে ১২ লক্ষ ৩৮ হাজার ৫৭৫ পাউন্ড। এর মধ্যে ক্লাইভ নিজে নেন ৩১,৫০০ পাউন্ড। ১৭৬০ সালে মীরজাফরকে সরিয়ে মীরকাশিমকে নবাবির পদে বসিয়ে, তারা আদায় করে লক্ষ ২৬৯ পাউন্ড। এর মধ্যে ভ্যান্সিটার্ট নেন ৫৮,৩৩৩ পাউন্ড। ১৭৬৩-তে মীরকাশিমের বদলে মীরজাফরকে দ্বিতীয়বার নবাবের মসনদে বসিয়ে, কোম্পানি আদায় করে লক্ষ ১৬৫ পাউন্ড। তার পরে তাঁর অবৈধ পুত্র নাজিমুদ্দৌল্লাকে নবাবি দিয়ে, কোম্পানির আমদানি হয় আরও লক্ষ ৩০ হাজার ৩৫৬ পাউন্ড। এইভাবে শুধু নবাব-সৃষ্টির দালালিস্বরূপ, তারা আট বছরে নজরানা আদায় করে মোট ২১ লক্ষ ৬৯ হাজার ৬৬৫ পাউন্ড। ছাড়াও এই সময়কালে ক্ষতিপূরণ বাবদ কোম্পানি অতিরিক্ত আয় করে ৩৭ লক্ষ ৭০ হাজার ৮৩৩ পাউন্ড।১১

     

    যদিও কোম্পানি তার কর্মচারীদের দস্তক নিয়ে অপব্যবহারের রেশ, পলাশি পরবর্তী বাংলাতে দীর্ঘদিন জারি থাকে। ১৭৬০- কোম্পানির সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে মীরজাফরকে হটিয়ে মীরকাশিম বাংলার সিংহাসনে বসলে, শুল্ক সংক্রান্ত কারণে তাঁর সঙ্গে ইংরেজদের বিরোধ বাধে। বার্ষিক ২৬ লক্ষ টাকা রাজস্ব প্রদানের অঙ্গীকার করে, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে নবাবিফরমানএনেছিলেন মীরকাশিম অথচ আগের মতোই কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যের জন্য, দস্তকের অপব্যবহার চালিয়ে যেতে থাকে। ক্ষুব্ধ মিরকাশিম দেশি-বিদেশি সমস্ত বণিকের ওপর থেকে বাণিজ্য শুল্ক তুলে নেন ফলে ইংরেজদের বাণিজ্যস্বার্থ পুনরায় ব্যাহত হয় এবং তাদের সঙ্গে বক্সারের প্রান্তরে নবাবের প্রকাশ্য যুদ্ধ শুরু হয়

    ১৭৬৪ সালের ২২ অক্টোবর ইংরেজবাহিনী বক্সারের যুদ্ধে জয়লাভ করে। দস্তকের অপব্যবহার নিয়ে পলাশির যুদ্ধে বাংলার নবাবের সঙ্গে কোম্পানির যে সংঘর্ষের সূচনা হয়েছিল, বক্সারের যুদ্ধে তার চূড়ান্ত নিষ্পত্তি ঘটে। যুদ্ধের পরে ১৭৬৫-তে লর্ড ক্লাইভ তৃতীয় শেষবার ভারতবর্ষে পদার্পণ করেন। ১৭৬৫- ১২ অগস্ট দিল্লির নামসর্বস্ব মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এক সন্ধিস্থাপন করেন তিনি সন্ধির শর্ত অনুসারে, বার্ষিক ২৬ লক্ষ টাকার বিনিময়ে কোম্পানি বাংলা ও বিহারের  দেওয়ানি লাভ করে ৩০ সেপ্টেম্বর কোম্পানির পরিচালক সভার (Board of Directors) সদস্যদের ক্লাইভ দেওয়ানি বাবদ লুঠের সম্ভাব্য হিসেব করে জানান:

    Your revenues, by means of this acquisition, will, as near as I can judge, not fall far short for the ensuing year of 250 lacks of Sicca Rupees, including your former possessions of Burdwan, &c. Hereafter they will at least amount to twenty or thirty lacks more. Your civil and military expenses in time of peace can never exceed sixty lacks of Rupees; the Nabob’s allowances are already reduced to forty-two lacks, and the tribute to the King [the Great Moghal] at twenty-six; so that there will be remaining a clear gain to the Company of 122 lack of Sicca Rupees, or £1,650,900 sterling.১২

    ওই একই বছরে ক্লাইভ বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করেন দেওয়ানি লাভের ফলে, কোম্পানি রাজস্ব আদায় দেওয়ানি মামলার আইনসম্মত অধিকার পায় অন্যদিকে বাংলার পুতুল নবাবের হাতে থাকে শান্তিশৃঙ্খলা রক্ষা ফৌজদারি মামলার দায়িত্ব। বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের মাধ্যমে, কোম্পানির আর্থিক সমস্যা সুরাহার স্থায়ী বন্দোবস্ত করে, ১৭৬৭ সালে চিরকালের জন্য ভারতকে বিদায় জানান ক্লাইভ।

    সুবে বাংলার দেওয়ানি লাভ করলেও, বাংলা তথা ভারতবর্ষের ভূমিরাজস্ব ব্যবস্থা সম্পর্কে কোম্পানির কর্মচারীদের কোনও অভিজ্ঞতাই ছিল না ফলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে, কোম্পানি পূর্ব প্রচলিত মুঘল ব্যবস্থাই বজায় রাখে বাংলায় রাজস্ব আদায়ের দায়িত্ব ন্যস্ত হয় মহম্মদ রেজা খাঁ- ওপর, অন্যদিকে সিতাব রায় বিহারের রাজস্ব আদায়ের দায়িত্ব পান এই ব্যবস্থায় বাংলার মানুষের কাছে দু-দিক থেকে বিপদ উপস্থিত হয়। বেসরকারি বাণিজ্যে নিরঙ্কুশ আধিপত্য স্থাপনের সুযোগে, কোম্পানির কর্মচারী তাদের গোমস্তারা বাংলার গ্রামেগঞ্জে রাতারাতি একের পর কুঠি বানিয়ে অভাবনীয় দৌরাত্ম্য শুরু করে। তামা, দস্তা, নুন, সুপারি, তামাক, চাল, মুগা ধুতি, নৌকো, গালা, লাক্ষা, আলকাতরা, শুঁটকি মাছ১৩ সমস্ত কিছুকে তারা একচেটিয়া বাণিজ্যের আওতায় নিয়ে আসে। ফলে কৃষক কারিগররা, অত্যন্ত অল্প দামে তাঁদের উৎপাদন কোম্পানিকে বেচতে বাধ্য হন। অন্যদিকে জায়গায় জায়গায় নতুন কুঠি গড়ে ওঠার ফলে, স্বাধীন দেশীয় বণিকরা সম্পূর্ণ কোনঠাসা হয়ে যান।

    দেশীয় কৃষি শিল্পের এহেন সুপরিকল্পিত অবশিল্পায়ন প্রক্রিয়ার সঙ্গে, অর্থের অবাধ নিষ্কাশন দেশীয় সম্পদের বহির্গমনের বিষয়টিও চলতে থাকে ১৭৬৪-৬৫ সালে বাংলা বিহার থেকে রাজস্ব আদায় হয়েছিল প্রায় কোটি ২৩ লক্ষ টাকা কোম্পানি রাজস্ব আদায়ের ভার গ্রহণের পর প্রথম বছরেই অর্থাৎ ১৭৬৫-৬৬ সালে, রাজস্ব আদায়ের পরিমাণ বেড়ে হয় কোটি ২০ লক্ষ টাকা১৪ ব্যবসার নামে কোম্পানির অবাধ লুঠ ক্রমবর্ধমান হারে রাজস্ব আদায়ের পাশাপাশি, কোম্পানির কর্মচারিবৃন্দের ব্যক্তিগত উৎকোচ গ্রহণের পরিমাণও পাল্লা দিয়ে বাড়তে থাকে ১৭৬৬-তে ইংল্যান্ডের পার্লামেন্ট নিযুক্ত অনুসন্ধান কমিটি কর্মচারীদের উৎকোচ গ্রহণের যে তালিকা প্রস্তুত করে, তাতে দেখা যায় ১৭৫৭ থেকে ১৭৬৬ পর্যন্ত কোম্পানির কর্মচারীদের বাংলা বিহার থেকে উৎকোচ গ্রহণের মোট পরিমাণ ৬০ লক্ষ পাউন্ড।১৫ খুব স্বাভাবিকভাবেই দেশে ব্যবসা করার জন্য, কোম্পানির মূলধনের প্রয়োজন ফুরায়। বাংলাদেশের জনসাধারণের টাকা দিয়ে দেশে পণ্য কিনে এবং ইউরোপের বাজারে তা বিক্রি করে, তারা অবিশ্বাস্য পরিমাণে মুনাফা করতে থাকে।

    শুধু তাই নয়, কোম্পানি আরোপিত রাজস্বের উচ্চহার এবং দুর্নীতিগ্রস্ত রাজস্ব আদায়কারীদের নির্বিচার শোষণের যৌথ অত্যাচারের কুফল হিসেবে, আগের থেকে অনেক বেশি রাজস্ব আদায় হতে থাকে। বাংলাকে শ্মশানে পরিণত করে, সেই উদ্বৃত্ত অর্থ নিয়মিত পাঠানো হতে থাকে ইংল্যান্ডে। কিন্তু এখানেই তারা থেমে থাকেনি ১৭৬৯ সালে ফসল ওঠার সঙ্গে সঙ্গে, কোম্পানির বণিকরা বাংলা-বিহারের সব চাল কিনে নিয়ে সারা বছরের জন্য মজুত করে রাখে পরের বছরে সেই চাল চড়া দামে বাজারে বিক্রি করতে শুরু করে বেশি দামে সেই চাল কেনা খাজনার দায়ে নিঃস্ব কৃষকের পক্ষে অসম্ভব হয়ে ওঠে আর এই সাঁড়াশি আক্রমণের অবশ্যম্ভাবী পরিণতিস্বরূপ, ১৭৭০ সালে (১১৭৬ বঙ্গাব্দে) বাংলায়ছিয়াত্তরের মন্বন্তর’-এর পরিকল্পিত মনুষ্যসৃষ্ট দুর্ভিক্ষের বলি হন প্রায় এক-তৃতীয়াংশ মানুষ।

    যদিও মন্বন্তরের পরের বছরেও রাজস্ব আদায়ের ক্ষেত্রে, কোম্পানি কোনও শিথিলতা বরদাস্ত করেনি বরং ১৭৭১ সালে রাজস্ব আদায়ের পরিমাণ যে পূর্ববর্তী বছরগুলোর থেকে বেশি, সে কথা কোম্পানির পরিচালকবর্গকে গর্বভরে জানিয়ে তৎকালীন গভর্নর ওয়ারেন হেস্টিংস (কার্যকাল: এপ্রিল ১৭৭২-অক্টোবর ১৭৭৩) ১৭৭২-এর নভেম্বর লেখেন

    Notwithstanding the loss of at least one-third of the inhabitants of the province, and the consequent decrease of the cultivation, the net collections of the year 1771 exceeded even those of 1768.

    একই চিঠিতে তিনি নির্লজ্জের মতো জানান,

    এমন একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে রাজস্ব অপেক্ষাকৃত অল্প হওয়া উচিত ছিল, তা মনে হওয়া স্বাভাবিক কিন্তু সেটা  না হওয়ার কারণ হল, সমস্ত শক্তি প্রয়োগ করে রাজস্ব আদায় করা হয়েছে।১৬

    তবে ক্লাইভ প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা চালু হওয়ার মাত্র পাঁচ বছরের মধ্যে এই ভয়াবহ মন্বন্তরের ঘটনায় আতঙ্কিত কোম্পানি, এতদিন যাবৎ অনুসৃত রাজস্বনীতি পরিবর্তনের প্রয়োজন অনুভব করে

     

    ১৭৭৩- ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া রেগুলেটিং অ্যাক্ট-এর ভিত্তিতে সৃষ্ট হয় গভর্নর জেনারেলের পদ। ওই বছরেই ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল হিসেবে ওয়ারেন হেস্টিংস (কার্যকাল: অক্টোবর ১৭৭৩-ফেব্রুয়ারি ১৭৮৫) নতুন ভূমিরাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা শুরু করেন প্রথমে পাঁচসালা বন্দোবস্ত (১৭৭২-১৭৭৭) পরে একসালা বন্দোবস্ত (১৭৭৮-১৭৮০) চালু হয় কিন্তু কোনও বন্দোবস্তই ত্রুটিমুক্ত না হওয়ার কারণে, প্রজাদের ক্রমবর্ধমান অসন্তোষের আগুনকে কোনও ক্রমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলতে থাকে অবশেষে সুষ্ঠু রাজস্ব ব্যবস্থা প্রচলনের জন্য, ১৭৮৪ সালের ১৩ অগস্ট ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় পিট-এর ভারত শাসন আইন। ১৭৮৬-তে ওয়ারেন হেস্টিংসের পরিবর্তে, লর্ড কর্নওয়ালিস নতুন গভর্নর জেনারেল হিসেবে ভারতে আসেন। শুরু হয় ক্রমবর্ধমান লুঠের পরম্পরা অব্যাহত রাখার দ্বিতীয় অধ্যায়।

    ************************************************************

    উল্লেখপঞ্জী:

    . শম্ভুচন্দ্র বিদ্যারত্ন, বিদ্যাসাগর-জীবনচরিত, কলকাতা, ১৩২১, পৃ. ১২-১৩

    . তদেব, পৃ. ১৪

    . তদেব, পৃ. ১৫

    . বিহারীলাল সরকার, বিদ্যাসাগর, কলকাতা, ২০১৯, পৃ. ২৭৭

    . কুলদানন্দ ব্রহ্মচারী, শ্রীশ্রীসদ্গুরুসঙ্গ, তৃতীয় খণ্ড, পঞ্চম সংস্করণ, পৃ. ৬৫; উদ্ধৃত ইন্দ্রমিত্র, করুণাসাগর বিদ্যাসাগর, কলকাতা, ২০১৬, পৃ. ৬০৪

    . বিদ্যাসাগরচরিত’, রবীন্দ্র রচনাবলী, একাদশ খণ্ড, কলকাতা, ১৩৬৮, পৃ. ৩৩৩

    . তদেব, পৃ. ৩৩৫

    . তদেব, পৃ. ৩৩৮

    . রজতকান্ত রায়, পলাশীর ষড়যন্ত্র সেকালের সমাজ, কলকাতা, ২০১৯, পৃ. ২৪৪

    ১০. সুশীল চৌধুরী, পলাশির অজানা কাহিনী, কলকাতা, ২০১৯, পৃ. ৫১

    ১১Romesh Dutt, The Economic History of India under Early British Rule, London, 1906pp. 32-33

    ১২. তদেব, পৃ. ৩৭

    ১৩. রজতকান্ত রায়, পলাশীর ষড়যন্ত্র সেকালের সমাজ, পৃ. ২৬৪

    ১৪. সুপ্রকাশ রায়, ভারতের কৃষক-বিদ্রোহ গণতান্ত্রিক সংগ্রাম, কলকাতা, ২০১৮, পৃ. ১২

    ১৫. তদেব, পৃ.

    ১৬. Romesh Dutt, The Economic History of India under Early British Rule, p. 53


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ধারাবাহিক | ২৬ সেপ্টেম্বর ২০২০ | ৬২৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৪:১৬97676
  • অসাধারণ লেখা হয়েছে । পরের পার্ট টার  জন্য মুখিয়ে রইলাম! 

  • | 2409:4060:2e0d:368a::cacb:***:*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৭:০৯97680
  • ভূমিকা ও তারপরের অংশ খুব ভাল লাগল।


    পরের অংশের অপেক্ষায় রইলাম।

  • এস | 103.75.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১০:১০97684
  • বেশ ভালো, একটানে পড়ে ফেললাম।

  • saptarshi Ray | 2401:4900:314f:52b9:381c:d043:336c:***:*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১০:১২97685
  • অসাধারণ। আরো আগ্রহ বেড়ে গেল।

  • নব কুমার | 2402:3a80:a9f:d384:b9:9679:10d3:***:*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১০:১৪97686
  • চিত্তাকর্ষক। তথ্যসমৃদ্ধ।  লেখকের এ বিষয়ক বই প্রকাশিত হলে সংগ্রহ করতে আগ্রহী হব।   

  • PRABIR KUMAR SEN | 2409:4060:180:f3e5:62f7:1c45:d0bb:***:*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১৫:০৫97708
  • বেশ তথ্যবহুল সুচনা। পরের পর্বের অপেক্ষায় রইলাম।।

  • Ranjan Roy | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১৫:১২97709
  • ক্যা বাৎ! ক্যা বাৎ! 


    ক্যা ধমাকেদার এন্ট্রি? 


    লেখাগুলো কপিপেস্ট করে ওয়ার্ড ফাইল বানিয়ে রাখব। তারপরে বই হবে --সে আশায় ইঁট পেতে রাখলাম।

  • b | 14.139.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১৯:০২97715
  • এগোক। 

  • উৎপল মাহাতো | 47.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২০ ১১:০৮97736
  • পরের পর্ব কবে? 

  • ইশতিয়াক চৌধুরী | 2003:c6:5710:701:dd67:6cc7:35bc:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২০ ১২:২৫97738
  • খুব ভালো। আগামী পর্বের অপেক্ষায় রইলাম। দয়াকরে বেশি দেরী করবেন না।

  • শাশ্বতী দত্ত রায় | 2409:4060:209c:ae3c::1056:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২০ ০০:৪২97751
  • অত্যন্থ আগ্রহ নিয়ে পড়া শুরু করলাম।

  • গবু | 223.223.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২০ ১২:০১97756
  • শুরুটা ভালো হয়েছে - পরের পর্বের অপেক্ষায় রইলাম। 

  • nyaka noku | 164.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২০ ১২:১৮97761
  • চারু সরোজ কখন আসবেন শুধু তার প্রতীক্ষা। বাকিটা সেই গরু রচনা। ফেবুতে লিখে দিয়েছেন ইতিমধ্যে। বিদ্যাসাগর কে ঠগ বলে প্রচুর গালাগালি হজম করেছেন। 

  • মাসুদ রানা | 103.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২০ ১৩:২৩97762
  • পুরো লেখাটা পড়তে চা

  • এলেবেলে | 202.142.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২০ ১১:৩১97784
  • লেখাটা যাঁরা আগ্রহ নিয়ে পড়েছেন এবং যাঁরা মন্তব্য করেছেন - তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। তিনজনকে সামান্য আলাদাভাবে কয়েকটা কথা বলার।


    অরিনবাবু, প্রথম মন্তব্যকারী হওয়ার জন্য অভিনন্দন। আপনি জোন্স সম্পর্কে আগ্রহী ছিলেন, সেই পর্বটি তৃতীয় অধ্যায়ে আসবে। যদি দ্বিতীয় পর্ব প্রকাশ করার সিদ্ধান্ত নিই এখানে, তবে জোন্স ফের আসবেন তার দ্বিতীয় অধ্যায়ে। নজরে রাখবেন।


    রঞ্জনবাবু, অপ্রাতিষ্ঠানিক শখের চর্চাকারীরা বই প্রকাশের ব্যাপারে কোনও প্রত্যাশা না করেই কাজে হাত দেয়। কাজেই ওই নিয়ে অন্তত আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। বরং ইয়াব্বড় লেখাটা প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য, গুরুর কর্তৃপক্ষকে ধন্যবাদ।


    ন্যাকা নকু ওরফে রুনু গুহনিয়োগী, আপনার খোঁচর হেমেন মণ্ডল ভুল ইনফর্মেশন দিয়েছেন। গত তিন মাস আমার ফেবু অ্যাকাউন্ট বন্ধ ছিল। দিন পাঁচেক হল ওটাকে অ্যাক্টিভেট করেছি। কাজেই কোথায় 'ঠগ বলে গাল খেলাম, সেটা জানালে বড়ই বাধিত হতাম। এই হারে গোয়েন্দাগিরি করলে কিন্তু দেবী রায় আপনাকে ছাড়িয়ে মানুর কাছের লোক হয়ে যেতে পারে।


    দুটো ছিপে খানিক ফেভিকুইক লাগিয়ে অপেক্ষা করতে থাকুন। এই গরুর রচনা থেকে এক ছিপে চারু আর অন্য ছিপে সরোজকে তুলে সোজা মানুর হাতে তুলে দেবেন। আপনার প্রমোশন কে ঠেকায়? বিকল্পে একটি টিয়াপাখি নিয়ে শ্যালদায় বসতেও পারেন।

  • runu | 164.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২০ ১২:৩৩97789
  • এলেবেলে ওরফে দেবোত্তম বাবু ।.আপনি আর পাখিদাদু চারু সরোজ ফ্যানক্লাব চালান গিয়ে। ওর বেশি কিছু করে ওঠা আপনাদের কম্মো নয়।

  • Somnath Roy | ২৯ সেপ্টেম্বর ২০২০ ১২:৫১97791
  • পড়ছি। বিদ্যাসাগর গং এর স্ট্যাচু কে যেভাবে অভ্রংলিহ বানিয়ে তোলা হয়েছিল উপনিবেশের স্বার্থে, তার বেলুন পেটে প্রথম ছুঁচ ফোটানোর কৃতিত্ব অবশ্যই সরোজ দত্ত-র। অত নকশাল নেতার মধ্যে একমাত্র সরোজ দত্তর রাষ্ট্রীয়  গুমখুন যেন এই বিশাল ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতিই।

  • dc | 103.195.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৯97793
  • এই টইতে আমার কমেন্ট করা উচিত না। তবে দুটো নিক থেকে যে কমেন্ট করা হয়েছে সেগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এলেবেলেকে অনুরোধ করবো এই বেফালতু নিকগুলোর সাথে এনগেজ করবেন না। এতো ভালো একটা আলোচনা অন্য দিকে চলে যেতে পারে। 

  • Ranjan Roy | ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৩97817
  • ডিসির সঙ্গে ১০০% সহমত। 


    এলেবেলেকে সমানে বলছি-- নিজের লেখায় কনসেনট্রেট করুন। উইকেটকিপারের স্লেজিং শুনে ওর সংগে তর্কাতর্কিতে /খোঁচাখুঁচিতে জড়িয়ে পড়বেন? নাকি নিজের খেলায় মনঃসংযোগ করবেন। ট্রোলদের ইগ্নোর করুন।

  • এলেবেলে | 202.142.***.*** | ০২ অক্টোবর ২০২০ ০০:১২97930
  • ডিসি ও রঞ্জনবাবু, আপনাদের সদুপদেশ শিরোধার্য করলাম। প্রসঙ্গত, লেখাটির দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে। পড়ে দেখতে পারেন।

  • Saptarshi Ray | ১৩ অক্টোবর ২০২০ ২১:৩৬98423
  • "রামভক্ত" "ঈশ্বর'ভক্ত"।প্রথম ভক্তরা ২০০০ বছরের পচা, গলা,পোকা গজিয়ে যাওয়া লাশ বুকে আগলে আছে। দ্বিতীয় ভক্তরা ২০০ বছরের দুর্গন্ধযুক্ত লাশ সারাক্ষণ আগলে আছে।
  • Rouhin Banerjee | ২৪ অক্টোবর ২০২০ ১২:৫৩98858
  • এতদিনে পড়া শুরু করলাম। পরপর পড়ে নিই। ধন্যবাদ এলেবেলে

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন