এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বাংলাদেশী ভাষা

    কালের নৌকা লেখকের গ্রাহক হোন
    ০৪ আগস্ট ২০২৫ | ৫৫ বার পঠিত
  • তাহলে বিষয়টা ঠিক কি দাঁড়ালো? বাংলাদেশের ভাষা আর বাংলা নয়। বাংলাদেশী ভাষা। অর্থাৎ বাংলাদেশের ভাষায় কথা বললেই সে’ও বাংলাদেশী। একেবারে জলের মতো সহজ হিসাব। এখন দেখে নিন একবার, আপনিও কি আজ সকাল থেকে ঘরে বাইরে কোথাও ভুল করে বাংলাদেশের ভাষায় কথা বলে ফেলেছেন? মানে সেই যে ভাষায় আমাদের বিদ্যাসাগর বর্ণপরিচয় প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ তুলে দিয়ে ছিলেন আমাদের হাতে। সেই যে ভাষায় আমাদের রবীন্দ্রনাথ সহজ পাঠে মুগ্ধ করে রেখেছিলেন আমাদের শৈশবকাল। যে ভাষায় সাহিত্য কীর্তির জন্য বিশ্বকবির নোবেল পুরস্কার জুটে ছিল কোন একদিন। যে ভাষার জন্য বাহান্নোর ভাষা আন্দোলনের ভিতর দিয়ে এক সময়ে মুক্তিযুদ্ধের পথে স্বাধীনতা অর্জন করেছিল একটি দেশ। ঠিক যে ভাষায় সত্যজিত ঋত্মিক মৃণাল চলচিত্র জগতে আজও বিশ্ববরেণ্য। আর যে ভাষায় চিত্রনাট্যের সংলাপ শুনিয়ে আমাদের মা জেঠিমা বাবা কাকুদের হার্টথ্রব সেই উত্তম সুচিত্রা আজও বাংলা বিনোদন জগতের কিংবদন্তী স্বরূপ। অধুনা দিল্লী সরকারের হুকুমনামা মত, সেই ভাষাটাই কিন্তু বাংলাদেশী ভাষা। যে ভাষায় একদিন শেখ মুজিবর রহমান হাঁক দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বলে। যে ভাষায় লালন ফকির থেকে শাহ আব্দুল করিমের গানে মনের মুক্তি ঘটে। যে ভাষায় বেহুলার ভেলা ভাসে। ময়মনসিংহ গীতিকায় বাংলার সংস্কৃতি সমৃদ্ধ হয়ে ওঠে। যে ভাষায় শমসুর রহমান লেখেন, “স্বাধীনতা তুমি/রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান’। আল মাহমুদের কলমে “তোমার মুখ ভাবলে, এক নদী/ বুকে আমার জলের ধারা তোলে/ সামনে দেখি ভরা ভাতের থালা/ ঝালের বাটি উপচে পড়ে ঝোলে”। দেখে নিন তবে, আপনিও কি আজ সারাদিন ভুল করে হলেও সেই ভাষাতেই কথা বলে ফেলেছিলেন?

    বলে ফেললে সত্যিই কিন্তু ভারি চিন্তার কথা। জানবেন, সেই ভাষাটি আজ থেকে যেহেতু বাংলাদেশী ভাষা, সেই কারণেই আপনিও আজ থেকে বাংলাদেশী হয়ে গেলেন। সরল অংকের সহজ নিয়মে। না না, আপনি হয়তো সেই কবেকার আম্বেদকারের ভারতীয় সংবিধান খুলে কিছু বলতে বা দেখাতে চাইবেন। না, তাতে আর চিড়ে ভিজবে না বন্ধু। মনে রাখতে হবে। ওটা গত শতকের সংবিধান। আর একটু চাঁচাছোলা ভাষায় বললে, ওটা সেই ইতিহাস হয়ে যাওয়া পারিবারতান্ত্রিক দলটির পারিবারিক সম্পত্তির মতো। এটা নতুন শতক। আর সেই নতুন শতকের নতুন সংবিধান লেখার কাজ শুরু হয়ে গিয়েছে সেই ২০১৪ সাল থেকেই। যেদিন ভারতবর্ষকে একটি পরিবারের কব্জা থেকে মুক্ত করে ভারতবাসীকে নতুন স্বাধীনতার স্বাদ উপহার দিয়ে একজন দিনে দিনে আজ বিশ্বগুরু! সেই তখন থেকে এই দেশে পরিবারতন্ত্র খতম। সংঘতন্ত্র শুরু। সেই সংঘতন্ত্রের নতুন সংবিধান লেখার কাজ চলছে দ্রুতলয়। আপনার আমার ভাগ্য ভালো, এখনো সেই সংবিধান লেখার কাজ শেষ হয়ে যায়নি। হলে আর দেখতে হবে না। কে যে কোথায় কখন ছিটকে পড়বে। টের পেতে পেতেই নাগরিকত্ব খতম! বিশেষ করে মুখে যদি বাংলাদেশী ভাষার খই ফুটতে থাকে, তবে তো কথাই নেই। তাই আসুন আজ থেকেই নতুন মন্ত্রে দীক্ষা নেওয়া শুরু করে দেওয়া যাক। এক দেশ এক ধর্ম এক ভাষা। হিন্দি হিন্দু হিন্দুস্তান। তাই ভারত মাতা কি জয় বলে একটা রণহুঙ্কার দিয়ে উঠুন বরং, জয় শ্রীরাম। দেখবেন সারাদিন ধরে একটা বাংলাদেশী ভাষার মতো বিদেশী ভাষায় কথা বলার সব পাপ ধুয়ে মুছে গেলেও যেতে পারে। হাতে ধরা ঝাণ্ডাটির রং যদি গেরুয়া হয় তো!

    (০৪-০৮-২০২৫)
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন