এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা  - ৪

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১০০ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২
    ( ৪ )

    উকিলবাবু বিক্রমজিৎ নিয়োগীর চেহারা ফর্সা, বেশ গোলগাল নাদুস নুদুস ধরণের। উচ্চতা মাঝারি। মাথায় টাক পড়ে গেছে। গোঁফ দাড়ি কামানো মাখনের মতো মসৃন মুখমন্ডল। চোখ দুটো উজ্জ্বল বুদ্ধিতে চিকচিক করছে। মিটি মিটি হাসি ভরা মুখ। আইনের নানা বইয়ে ঠাসা ঘরের তিনদিক ঘিরে কাঁচের আলমারি।
    বিক্রমজিৎবাবু চেয়ারের হাতলে ডান কনুই রেখে গালে হাত দিয়ে মিটিমিটি হাসি ভরা মুখে কলতানের মুখের দিকে তাকিয়ে বসেছিলেন চিকচিকে চোখে।
    কলতান বলল, ' বডির ভিসেরা টেস্ট হয়েছিল ? জানেন কিছু ? '
    --- ' স্টম্যাকে পয়জন ডিটেক্টেড হয়েছে যখন ভিসেরা টেস্ট নিশ্চয়ই হয়েছে ... '
    --- ' মানে, আপনি পি এম রিপোর্ট দেখেননি ? '
    --- ' হাতে পাইনি ... '
    --- ' কোর্টে অ্যাপিল করেননি সার্টিফায়েড কপির জন্য ? '
    --- ' হ্যাঁ করেছি। পাইনি এখনও ... '
    --- ' কিন্তু ওটা তো দরকার। না হলে তো প্রসিড করা যাবে না ... '
    উকিলবাবু গাল থেকে হাত সরিয়ে বললেন, ' পেয়ে যাব ... পেয়ে যাব চিন্তা করবেন না ... '
    --- ' পুলিশ যে ইলিনা ম্যাডামকে ইনক্রিমিনেট করার চেষ্টা করছে আপনার কি মনে হয় সেটা জাস্টিফায়েড? ' কলতান জিজ্ঞাসা করল।
    --- ' সেটা কি করে বলব। পুলিশ নিশ্চয়ই কিছু কগনিজেবল ক্লু পেয়েছে, না হলে তারা কেন টাইম ওয়েস্ট করবে। তাদের কি ইন্টারেস্ট আছে একটা কেসের লায়াবিলিটি আন্ডারগো করার। তবে প্রফেশনালি আমার কর্তব্য হল ওনাকে লিগ্যাল প্রোটেকশান দেওয়া। আমি সেটাই দিচ্ছি ... '
    --- ' তা তো বটেই। তবে ওই যে ইন্টারেস্টের কথা বললেন না, কে যে কার ইন্টারেস্টে কখন কি করে বলা খুব কঠিন। অনেক সময়েই কর্তার ইচ্ছেয় কর্ম হয়। সে যাক, আপনি কোন ইন্সট্রুমেন্টে আপনার ক্লায়েন্টের বেল করালেন মিস্টার নিয়োগী ? অ্যালিবাই তো কিছু ছিল নিশ্চয়ই ... '
    --- ' হ্যাঁ স্ট্রংগেস্ট অ্যালিবাই ছিল, উনি এদেশে নতুন এসেছেন। কাউকে জানেন না, কাউকে চেনেন না, তার হাজব্যান্ডই এদেশে তার একমাত্র ভরসা সে ক্ষেত্রে তার হাজব্যান্ডের কিছু হলে তিনি অগাধ জলে পড়বেন। তিনি তার হাসব্যান্ডকে মার্ডার করতে যাবেন কেন, যদি না অন্য কোন প্রফিটেবল অবজেক্টিভ বা মোটিভ থাকে। তাই পুলিশ যতক্ষণ না তার কোন ক্লিয়ার মোটিভ এসট্যাবলিশ করতে পারছে ততক্ষণ কাস্টডিতে রাখার কোন যুক্তি নেই। এই প্লিতে উনি বেল পেয়েছেন ... একটা দিন অবশ্য পি সি তে থাকতে হয়েছিল ... '
    --- ' আপনার কি ধারণা ... ইলিনার কোন মোটিভ থাকার চান্স আছে ? '
    --- ' হ্যাঁ চান্স তো থাকতেই পারে। মানুষ চেনা তো অত সহজ নয়। তবে সেরকম চার্জ যদি আসে কোন সাইড থেকে তখন দেখা যাবে ... '
    --- ' হমম্ ... একটা কথা জিজ্ঞেস করছি মিস্টার নিয়োগী ... '
    --- ' হ্যাঁ হ্যাঁ বলুন না ... '
    বিক্রমজিৎবাবু চেয়ারে হেলান দিলেন।
    --- ' এই কেসটায় আপনাকে কে অ্যাপয়েন্ট করেছিল ? '
    --- ' ও ... এই কথা ? দেবপ্রভবাবু ম্যাডামের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিয়েছিলেন ... '
    --- ' ইলিনা ম্যাডাম তো একদিন লক আপে ছিলেন। তাহলে কি করে যোগাযোগ হল ? '
    ---' দেবপ্রভবাবু আমাকে সঙ্গে করে নিয়ে থানায় গিয়েছিলেন। ওসি আমার সঙ্গে ম্যাডামকে কথাবার্তা বলতে পার্মিশান দিয়েছিল ... অসুবিধে হয়নি। পরদিন দুপুরে ওনাকে কোর্টে প্রোডিউস করার পর আমার বেল প্লি গ্র্যান্টেড হয়। বেশি সময় লাগেনি ... '
    --- ' আচ্ছা ... বুঝতে পেরেছি ... '
    বলে কলতান কি চিন্তা করতে লাগল। উকিলবাবু বললেন, ' আপনি কেসটা হাতে নিয়েছেন বলে কিছুটা নিশ্চিন্ত বোধ করছি। আমি হয়ত কেসের লিগ্যাল সাইডটা কভার করতে পারব। কিন্তু শুধু লিগ্যাল পার্সুয়েন্স দিয়ে তো বেশিদূর এগোন যায় না। তাই আপনি এর অন্য ফেসেটগুলোর ব্যাপারে যদি কেয়ার নেন ভাল হয় ... '
    --- ' অন্য ফেসেট মানে ? '
    --- ' এই ধরুন এটা সত্যিই মার্ডার না ন্যাচারাল ডেথ। যদি মার্ডার হয়, এর পেছনে সিঙ্গল ইন্ডিভিডুয়াল আছে না কোন রেকেট আছে এইসব আর কি ... '
    --- ' হ্যাঁ, এগুলো তো বেসিক ব্যাপার। আপনার কি মনে হয় এর পিছনে কোন রেকেট আছে ? '
    --- ' না ... তা বলছি না। তবে পসিবিলিটি তো থাকতেই পারে ... '
    --- ' ঠিক ঠিক। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ তো আকছার বেরোয় ... ' কলতান মন্তব্য করে।
    --- ' এগ্জ্যাক্টলি। আমি এটাই বলতে চাইছি ... '
    --- ' একটা মৃত্যু প্রায়ই আর একটা মৃত্যুকে ডেকে আনে। ওদের ফ্ল্যাটের ডিডটা দেখার দরকার ছিল ... ' কলতান বলল কি একটা চিন্তা করতে করতে।
    --- ' কার ... ইলিনাদের ফ্ল্যাটের ? '
    ---' হ্যাঁ '
    --- ' কেন ম্যাডামের কাছে নেই ? '
    --- ' খুঁজে দেখবেন বলেছেন ... '
    --- ' ও ... দেখুন ... পেয়ে যাবেন নিশ্চয়ই... '

    আরও কুড়ি পঁচিশ মিনিট কথাবার্তা বলার পর কলতান বিক্রমজিৎবাবুর একতলার চেম্বার থেকে বেরিয়ে লোহার গেটটার দিকে এগোচ্ছিল। বিক্রমবাবু তার চেম্বারে দরজার মুখে দাঁড়িয়ে ছিলেন। একজন লম্বা মতো দোহারা চেহারার নীল জিনসের প্যান্ট আর কালো রঙের শার্ট পরা চাপ দাড়িওয়ালা ফর্সা লোক ওখানে দাঁড়িয়ে ছিল। উজ্জ্বল হাসিমাখা পিঙ্গলবর্ণ চোখ। সে হাল্কা হলুদ দাগ ধরা দন্তপাটি সম্পূর্ণ বিকশিত করে অতি বিনয়ী হাসি হেসে কালো রঙ করা গেটটা টেনে খুলে দিয়ে মাথা একটু ঝুঁকিয়ে কলতানের দিকে তাকিয়ে বলল, ' আসুন স্যার ... '
    কলতান লোকটার চোখে চোখ রাখল। এক গাল হেসে সে কলতানের দিকে তাকিয়ে আছে চোখ না সরিয়ে। নিশ্চয়ই উকিলবাবুর কর্মচারী। কলতান তার স্বভাব অনুযায়ী এক পলকে একবার লোকটার আপাদমস্তক চোখ বুলিয়ে নিল। তার চোখে পড়ল লোকটার ডান হাতে চারটে আঙুল। কড়ে আঙুলটা নেই। হয়ত জন্মগতভাবে নেই কিংবা কোন দুর্ঘটনায় কাটা পড়েছে। বিক্রমজিৎ কলতানকে এগিয়ে দিতে এসেছিল। কলতান পিছন ঘুরে দেখল বিক্রমজিৎবাবু ভিতরে চলে গেছেন এবং দরজা বন্ধ হয়ে গেছে। 

    ( ক্রমশ )
    **********
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন