এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা  - ১৭ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৩ অক্টোবর ২০২৫ | ২১ বার পঠিত
  •                             ( ১৭ ) 

    আবার একবার তমালের  শরণাপন্ন হতে হবে,  কলতান ঠিক করল ।  শ্যামলকান্তি চৌধুরীর থেকে সংগৃহীত  স্যাম্পেলগুলো তাকে দিতে হবে।  এগুলো নিয়ে এখনই সে নাড়াচাড়া করতে চাইল  না।  আগে তমালের রিপোর্ট আসুক,  তারপর দেখা যাবে।  তমালের ফোন নম্বর ডায়াল করল কলতান।  কিন্তু চট করে যোগাযোগ করা গেল না।  কিছুক্ষণ রিং হবার পর লাইন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল।  অনেকক্ষণ চেষ্টার পর শেষ পর্যন্ত অবশ্য  তমালকে ধরা গেল ।  তার গলা শোনা গেল। 
    ----- ' হ্যাঁ কলতানদা বলুন ...  আমি এখন একটু বাইরে আছি....  '
    আওয়াজ খুব অস্পষ্ট  আসছে ।  ভাল শোনা যাচ্ছে না।  নিশ্চয়ই ওখানে নেটওয়ার্ক লঝ্ঝড়ে । 
    কলতান গলা তুলে বলল,  ' কোথায় ?  ' 
    অনেক বাধাবিঘ্ন পেরিয়ে তমালের ছেঁড়া ছেঁড়া কাঁপা কাঁপা আওয়াজ এল ,  ' আলিপুরদুয়ারে... একটা কাজে এসেছি...  পরশু বিকেলে ফিরব.... ফিরেই কন্ট্যাক্ট করব...  '
    ------ ' আচ্ছা,  ঠিক আছে...  '
    বলতে বলতেই বোধহয় দুর্বল টাওয়ারজনিত কারণে আবার লাইন কেটে গেল।  

      কলতান  ঠিক করে নিল এই দু দিনের মধ্যে ফিল্ডওয়ার্কটা সেরে রাখবে।  শুধু অপরাধী বার করলেই তো হবে  না,  তার চেয়েও গুরুত্বপূর্ণ হল 
    খুনের মোটিভ।  মোটিভটাই হল কোন অপরাধের ভরকেন্দ্র।  মোটিভের নিউক্লিয়াস কে কেন্দ্র করে অপরাধী ইলেকট্রন  বা ইলেকট্রনগুচ্ছ ঘুরতে থাকে।  ঠিক কোয়ান্টাম মেকানিক্সের গঠনতন্ত্র।  পরষ্পরের প্রতি অকাট্য টানে বাঁধা ।  

        সন্ধেবেলায় কলতান আচমকা বিক্রমজিৎ নিয়োগীর চেম্বারে গিয়ে হাজির হল।  বাইরে একটু 
    বসতে হল।  অ্যাডভোকেট সাহেব দুজন মক্কেল নিয়ে ব্যস্ত ছিলেন।  প্রায় আধঘন্টা অপেক্ষা করতে হল।  কলতান ঘরে ঢুকতে বিক্রমবাবু পরম আন্তরিকতায় বলে উঠলেন, ' আরে আরে,  আসুন আসুন...  হোয়াট এ প্লেজ্যান্ট সারপ্রাইজ । বলুন  কী খবর...  '
    -----  ' খবর আর কি করে হবে বলুন, খবর তো আপনাদের কাছে ।  ডিডটা এখনও চোখে দেখতে পেলাম না...  ওটা দেখতে পারলে সুবিধে হত।  দেখান না একটু ,  ওটা তো আপনার কাছেই আছে।  দেখেই ফেরত দিয়ে দেব আপনাকে...  '

      কলতানের কথা শুনে বিক্রমবাবু আকাশ থেকে পড়লেন।  
      ----- ' কি বলছেন এসব মিস্টার গুপ্ত ।  আমি কতবার একই কথা বলব ?  আমি বুঝতে পারছি না আপনি কনভিন্সড হচ্ছেন না কেন। আমি কি মিথ্যে কথা বলছি,  আপনি মনে করেন ?   ডিডটা আমার কাছে নেই...  যার কাছে ডেফিনিটলি আছে বলে আমি মনে করি তাকে অ্যাপ্রোচ করছেন না কেন ? '
    ----- ' দেবপ্রভবাবুর কথা বলছেন ?  তার সঙ্গে কথা বলেছি একবার । অবশ্যই আবার বলব।   কিন্তু তিনি তো ব্যাপারটা আপনার দিকে ঘুরিয়ে দিচ্ছেন ।  এটা ব্যাডমিন্টনের শাটল ককের টু অ্যান্ড ফ্রো মুভমেন্টের মতো হয়ে যাচ্ছে না ?  শাটল কক হলাম আমি ।  আপনারা দুজনেই এক্সপার্ট খেলোয়াড় কিন্তু ।  আপনারা দুজনে রাজনীতির খেলোয়াড়দের মতো মক ফাইট করছেন তা বলছি না,  তবে স্টাইলটা মোটামুটি রপ্ত করে নিয়েছেন।  লেগে থাকলে হবে আপনাদের  ...  '
    বিক্রমবাবু বিস্ফারিত চোখে কলতানের দিকে তাকিয়ে রইলেন। 
    তারপর আচমকা হো হো করে হেসে উঠলেন ---
    ' ওঃ ...  আপনি দারুণ মজা করতে পারেন তো...  রাজনীতির খেলোয়াড়দের মতো... দারুন দারুন...  হাঃ হাঃ... '
    এ কথাটায় এত অতিরিক্ত মজা পাওয়াটা  কলতানের কাছে বেশ আশাপ্রদ মনে হল । ট্রায়াল অ্যান্ড এরর ভিত্তিতে তাস ফেলা আর কি। 
    বিক্রমবাবুর উচ্ছ্বাসে  বিশেষ গুরুত্ব না দিয়ে কলতান বলল, ' আপনাদের দুই বন্ধুকে একটা চায়ের টেবল-এ নিয়ে বসতে পারলে ভাল হত।  আপনাদের দুই বন্ধুর সম্পর্কের এই গভীরতাটা,  মানে দা ডেপথ অফ ইয়োর ক্যামারাডেরি ঠিকমতো অনুভব করা যেত।  একটু চেষ্টা করলেই 
    উই ক্যান অ্যাসেম্বল অ্যাট সাম প্লেস...  কি বলেন মিস্টার  নিয়োগী ?  '
    ----- ' আরে না না...  কী সব বলছেন!  ওর সঙ্গে আমার কিসের ক্যামারাডেরি ?  দূর দূর....  বোগাস লোক....  ' 
    কলতান একটা ছোট শ্বাস ফেলে বলল, 'হমম্....  দেখা যাক...  মনের পরিবর্তনও তো হতে পারে,  কিছু কি বলা যায়?  আসলে কি জানেন,  আমাদের একসঙ্গে বসাটা খুব জরুরী ।  এও তো হতে পারে ডিডটা ইলিনার আলমারিতেই পড়ে আছে...  আপনি কী বলেন ?  ' 
    ----- ' হতেই পারে...  হতেই পারে... অসম্ভব কিছু  না...  '
    ----- ' ইলিনা তাহলে ওটা খুঁজে পাচ্ছিল না কেন?  আপনার কী মনে হয় ?  ইলিনা তো আপনার  ক্লায়েন্ট ছিল...  ' কলতান বিক্রমজিতের দিকে তাকিয়ে রইল ।  
    ---- ' তা ছিল ... তবে আমার ধারণা উনি আমাকে অনেক কিছু হাইড করতেন ।  সব কিছু ডিসক্লোজ করতেন না । ওসব বিদেশি মেমসাহেবদের ব্যাপার বোঝা খুব মুশ্কিল।  সে জন্য বেলের জন্য ফাইট করতে অসুবিধে হচ্ছিল ।  স্ক্রাউন্ড্রেল ওসিটা,  মনোজ সাহা না কি নাম ওটাও এর জন্য দায়ী...   সে যাক,  এখন যে আর নেই  তাকে নিয়ে কাটা ছেঁড়া না করাই ভাল।  ওসব বিদেশিদের ট্র্যাক রেকর্ড তো আর আমরা জানি না ...  ' 
    ----- ' আপনি ইলিনার কথা বলছেন?  '
    ----- ' হ্যাঁ...  '
    ----- ' তাই তো....  বিয়ে করে স্বামীর সঙ্গে বিদেশে এসে ভদ্রমহিলাকে বেঘোরে প্রাণ দিতে হল...  '
    বিক্রমজিৎবাবু কোন মন্তব্য  করার আগেই  কলতান একটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক প্রশ্ন করল। 
    ----- ' আচ্ছা,  আপনার ওই এমপ্লয়িকে দেখছি না তো ?  ' 
    ------ ' কে বলুন তো?  ' 
    ----- ' ওই যে,  যার ডানহাতে চারটে আঙুল '
    ------ ' চারটে আঙুল ...   ও....  অশ্বিনী।  ও আজকে নেই ।  বাড়ি গেছে শ্যামবাজারে।  কেন বলুন তো ?   ওকে আপনি চেনেন নাকি?  ' 
    ----- ' না,  আমি কি করে চিনব?  এখানেই  দেখেছিলাম,  প্রথম যেদিন এসেছিলাম।  লোকটার মধ্যে বেশ একটা ম্যাচো ম্যাচো ভাব আছে । দেখে মনে হয় একটা উওম্যান অ্যাট্র্যাকটিং ম্যাগনেটিজম আছে ।  অন্তত লুক দেখে ইট অ্যাপিয়ারস টু বি সো....  '
    উকিলবাবু একগাল হেসে দু হাতের তেলো উল্টে বললেন, ' কী জানি অত বলতে পারব  না।  আপনারা গোয়েন্দা মানুষ....  অনেক কিছু দেখতে পান।  আমরা অত গূঢ় তত্ত্ব বুঝি টুঝি না...  ' 
    ----- ' হ্যাঁ তা ঠিক,  আপনারা ওসব বোঝেন টোঝেন না...  '
    এর পর কলতান হঠাৎ অন্য একটা কথা নিয়ে আসল।  
    ----- ' মিস্টার  নিয়োগী,  আমার সেই  সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার  ব্যাপারটার কী হল ?  হুন্ডাই....'
    ----- ' ওটা আপনি আর তো কিছু  বললেন না।  যদি বলেন তো...  কথা বলতে পারি...  ' 
    ----- ' হ্য্যাঁ,  বলুন না...  খুব সুবিধে হয়...  যার নামে রেজিস্টার্ড আছে গাড়িটা,  তার সঙ্গেও পরিচয় করতে চাই।  এটা একটু দেখবেন প্লিজ...  ' 
    ----- ' না না...  ওটা সম্ভব হবে না।  এক্সকিউজ মি কলতানবাবু...  ' 
    ----- ' কেন প্রবলেমটা কী?  '
    ----- ' সে আছে,  একটু কনফিডেন্সিয়াল।  সব কথা কি বলা যায় ?  তাছাড়া আপনি এসব ফালতু  পেটি ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন ?  গাড়ি পজেজনের সব ব্যবস্থা আমি করে দেব...  ' 
    ----- ' না না...  মিস্টার  নিয়োগী,  এটা আমার রিকোয়েস্ট।  প্লিজ এটা অ্যারেঞ্জ করুন,  এটা আমার দরকার ।  আর হ্যাঁ,  আমি কিন্তু  পার্টিকুলারলি ওই গাড়িটাই চাই ।  অন্য  কোন গাড়ি চলবে না...  '
    বিক্রমজিৎ নিয়োগী একটা প্রবল সংশয়ের চাপ অনুভব করতে করতে চুপচাপ কলতানের মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলেন এটা কি কলতান গুপ্তর আবদার না আদেশ। 

         ( ক্রমশ)  

    ********************************************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন