এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা - ৩৪ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৪ ডিসেম্বর ২০২৫ | ৪৭ বার পঠিত
  • ( ৩৪ )

    অশ্বিনী এবং উকিলবাবুর জুতোর নীচে কিন্তু কোন গুপ্তধনের সন্ধান পাওয়া গেল না।
    কলতান আক্ষেপের সুরে বলল, ' হমম্... এটাই ভাবছিলাম... '
    গৌতমবাবু বললেন, ' অসুবিধা হবে না। অফেন্সের অ্যাকমপ্লিস হিসেবে কোর্টে প্রোডিউস করা যাবে ও দুজনকে। আর অমৃতাংশু এবং ইলিনা সেনের মার্ডারের যেসব ভ্যালিড এভিডেন্স আপনার ডিসপোজালে আছে সেগুলো দেবেন... '
    --- ' হ্যাঁ ঠিক... কিন্তু... '
    --- ' কিন্তু কী ? '
    --- ' জুতোর তলার গুপ্তধনটা তো ভেরিফিকেশানের দরকার... '
    --- ' হ্যাঁ সেটা তো নর্মাল প্রসিডিয়োর। কিন্তু আপনার কি কোন ডাউট হচ্ছে ? '
    --- ' হ্যাঁ সে তো আছেই। এরা এত সহজ বান্দা নয়। এমনকি, আমার মনে হয় জটা ঝালানি যে ছুটে পালাতে চাইছিল ওটা একটা চালাকি। ফোকাস ডিসট্র্যাক্ট করার চেষ্টা। সে খুব ভালভাবেই জানে ওভাবে পালান যায় না। নীচে পুলিশ পোস্টিং আছে ... '
    --- ' ব্যাপারটা আমারও মনে হচ্ছিল। দেখা যাক... আগে পাউডার ভেরিফায়েড হোক... '

    এর মধ্যে রাত পুইয়ে ভোরের আলো ফুটে গেল। বিল্বদল ঘটকের তন্দ্রা টুটে গেল হঠাৎ। তিনি হাতের চেটোর উল্টোদিক দিয়ে মুখের লালা মুছে নিয়ে ধড়মড় করে সোজা হয়ে বসলেন। ডানহাত দিয়ে দুচোখ কচলালেন। ঝট করে হাতের কব্জিতে বাঁধা ঘড়ি দেখে বললেন, ' এঃহে... সকাল হয়ে গেল... এখনও কাউকে পাঠাল না... '
    বিক্রমজিৎ বিড়বিড় করে বললেন, ' খবরই যায়নি হয়ত ... খাবার বেলায় সব ফিট আছে... '
    ঘটকবাবু কোন উত্তর দিলেন না। উঠে দাঁড়িয়ে আড়ামোড়া ভাঙলেন। তারপর কারও দিকে না তাকিয়েই ছুঁড়ে দিলেন, ' চা হবে নাকি চা... আমার আবার এই সময়ে না হলে চলে না... ওঃ, কী বেকার ঝামেলায় যে ফেললেন আপনারা... '
    কলতান গৌতমবাবুকে বললেন, ' চলুন একটু বাইরে যাই... '
    বাইরের দিকের ঘরে এসে কলতান বলল, ' দেখুন, আপনারা জটাশিউ ঝালানিকে অ্যারেস্ট করে নিতে পারেন। কারন অন্তত দুটো ক্লিয়ার এভিডেন্স আছে। এক, ইলিনার ফ্ল্যাটে ছাব্বিশে আগস্ট তার ঢোকা এবং বেরনোর সি সি ক্যামেরা টাইম ফ্রেম ফুটেজ আর দুই, ইলিনার গলায় তার ডান হাতের চার আঙুলের ক্লিয়ার ফিঙ্গারপ্রিন্ট একদম ক্লিয়ার। আমার প্রাইভেট ল্যাব টেস্টের রিপোর্ট অনুযায়ী ভিকটিমের গলায় মুখে লেগে থাকা চুলের ডি এন এও ম্যাচ করে গেছে। খুনের মোটিভ খুব সম্ভবত ইলিনার ব্ল্যাকমেলিং জটা এবং উকিলবাবু দুজনকেই। যাক সেটা দেখছি আমি। জটার মুখ দিয়েই বার করা যাবে আশা করছি। জানেন তো, ফান্দে পড়িয়া বগা কান্দে... '
    --- ' ইয়েস অবভিয়াসলি। হোপফুলি জটা ঝালানিকে গ্রিল করেই বাকি দুজনের ইনপুট পাওয়া যাবে... '
    --- ' রাইট, ফাইনাল টারগেট হল বিল্বদল ঘটক হু লুকস হার্ড টু গেট থ্রু। যদি জুতোর তলার পুরিয়াগুলো বাদামী চিনি হয় তাহলে তো চেকমেট। কিন্তু তা না হলে.... আবার অন্য গলি খুঁজতে হবে বাড়ি পৌঁছবার জন্য.... ' কলতান বলল।
    বলতে থাকল, ' আমার তো মনে হয় আমার মোবাইলের এভিডেন্স অনুযায়ী যেটা ক্যাটারার কোম্পানির এক কর্মচারীর সৌজন্যে আমি পেয়েছিলাম, দ্যাট উইল বি কোয়াইট হ্যান্ডি অ্যাট দিস পয়েন্ট। সে কোর্টে উইটনেস হতেও রাজি আছে, যদি দরকার হয়। যেটা বলছিলাম... অন দা বেসিস অফ দোজ ভায়াবল এভিডেন্সেস আপনারা রাহা কাপলকে ইনক্রিমিনেট করতে পারেন। দেখুন কী করবেন .... '
    --- ' হ্যাঁ, ছবিগুলো পাঠিয়ে দিন। আগে অ্যারেস্ট হোক, বাকিটা কোর্টে তোলার পর পি পি বুঝে নেবে... আর আপনার অ্যাসিস্ট্যান্স তো পাবই...'
    --- ' এখনই পাঠিয়ে দিচ্ছি... '
    কলতান তার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল।
    --- ' নিন হয়ে গেছে, দেখে নিন... ', কলতান বলল।
    --- ' আচ্ছা ঠিক আছে... '
    এই সময়ে থানার অফিসার ইনচার্জ শফিউদ্দীন শেখ দরজার কাছে দাঁড়িয়ে বললেন, ' আসব স্যার ? '
    --- ' আসুন আসুন ... ' গৌতমবাবু বললেন।
    শফিউদ্দিন ঘরে ঢুকে বললেন, ' ব্যাপারটা হাইলি ডিলিউডিং অ্যান্ড গালিবল মনে হচ্ছে। বেশ হাই এন্ড ধোঁকা... '
    --- ' কী বলুন তো ? '
    --- ' আমি নিজে গার্ডেন রিচে পোস্টেড থাকার সময়ে অনেক নারকোটিকস কেস ডিল করেছি স্যার। আমি ওইগুলো খুলে দেখলাম। ওগুলো কিন্তু একেবারেই ব্রাউন সুগার নয়। বিস্কুটের গুঁড়ো ধরনের কিছু মনে হচ্ছে। আপনারা তো এক্সপার্ট দিয়ে ভেরিফাই করাবেন। তখন কনফার্মড হওয়া যাবে... '
    গৌতমবাবুর মুখে হতাশার ছাপ পড়ল। তিনি পরিষ্কার বুঝতে পারলেন ওসি কী বলতে চাইছে।
    তবু জিজ্ঞাসা করলেন, ' আপনি কি জুতোর তলা থেকে পাওয়া পাউচগুলোর কথা বলছেন ? '
    --- ' হ্যাঁ স্যার... তবে আমি কিন্তু কনফার্মড বলতে পারছি না... '
    --- ' বুঝতে পেরেছি। সে তো করতে হবেই। যদিও রিপোর্টটা খুব ডিসঅ্যাপয়েন্টিং তবু আপনাকে সাবাশি দিচ্ছি। অ্যাডভান্স ইনফরমেশান থাকলে সব দিক দিয়েই অনেক সুবিধা হয়... থ্যাঙ্ক ইউ অফিসার... '
    কলতানের দিকে তাকিয়ে বললেন, ' ওয়েল... লেটস সি হুইচ ওয়ে উই ক্যান ফাইন্ড আউট নাউ টু গেট ইট ডান ... '
    কলতান বলল, ' আমার কিন্তু আগাগোড়াই একটা হাঞ্চ ছিল যে ব্যাপারটা এত সোজা হবে না। আসলে চক্রটাই খুব সাঙ্ঘাতিক সেটা জলের মতো পরিষ্কার। বাট কাম হোয়াট মে উই মাস্ট নট গিভ ইন এনি ওয়ে... '
    --- ' না না না... প্রশ্নই ওঠে না... কাম হোয়াট মে ' বলে উঠলেন গৌতম রায়।
    তারপর বললেন, ' চলুন দেখি ও ঘরে, মক্কেলরা কী করছে দেখি... '

    ভিতরের ঘরে গিয়ে দেখা গেল বিল্বদলরা তিনজনই জুতো টুতো পরে নিয়েছে। জটা আর উকিলবাবু হাল্কা পায়ে পায়চারি করছে। বিল্বদল বসে ছিল। গৌতমবাবু আর কলতানকে দেখে বলল, ' এই যে, কোথায় ছিলেন এতক্ষণ ? চা টা কখন পাব ? এই সময়ে খাওয়ার হ্যাবিট.... '
    গৌতমবাবুর এমনিতেই মেজাজ ভাল ছিল না। তিনি ব্যাঙ্গ করে বললেন, ' আপনার কি মশাই মনে হচ্ছে যে শ্বশুরবাড়িতে আছেন ? সকালে চোখ মেললেই বেড টি হাজির হয়ে যাবে... '
    ঘটকবাবু নির্বিকারভাবে বললেন, ' ওমা... এ আবার কী কথা ? সকালে চা না খেলে আমার ঠিকমতো ইয়ে হয় না। এখানে ব্যবস্থা ট্যাবস্থা আছে তো ? '
    কলতান দাঁতে দাঁত চেপে বলল, ' ইন্টারন্যাশাননাল ক্লাসের হার্ডকোর ক্রিমিনাল...'
    কথাটা গৌতম রায়ের কানে গেল। বলল, ' সে আর বলতে। একদম সিজনড স্টাফ... '
    বিল্বদলের কাছাকাছি গিয়ে জোর গলায় বললেন, ' বাইরের লোকের জন্য এখানে ওসব ইয়ে টিয়ের ব্যবস্থা নেই, বুঝলেন তো ? '
    --- ' সে কি... কী হবে তা'লে ? '
    --- ' কন্ট্রোল করতে হবে... কন্ট্রোল। নিউটাউন থানায় নিয়ে যাব আপনাদের। যা করার ওখানে গিয়ে করবেন। এখানে বড় জোর 'ছোট বাইরে' হতে পারে। তারপরের ট্রিপ লালবাজার হেডকোয়াটারে আপনাদের ট্র্যানজিট রিম্যান্ডে নেবার পর। অসুবিধে হবে না আশা করি। তাড়াতাড়ি রাউন্ডটা কমপ্লিট করতে চাইছি মিডিয়া টিডিয়া এসে পড়ার আগে.... আপনারা আবার মহাপুরুষ তো... '
    বিল্বদল বলল, ' যাচ্ছলে... '
    জটা বলল, ' আপনারা টর্চার করছেন কিন্তু.... বহুত ফেঁসে যাবেন.... '
    --- ' অ্যাই... চুপচাপ বস। নইলে এমন রগড়ানি দেব না, গল্প শুরু হবার আগেই শেষ হয়ে যাবে.... এ থানাটা আমার আন্ডারে। স্যারেরা রয়েছেন বলে আমি কিছু করছি না... বেশি বাড়াবাড়ি ক'র না। আমার মেজাজ কিন্তু খুব গরম... ', শফিউদ্দীন শেখ বললেন অশ্বিনীর দিকে এগিয়ে গিয়ে।
    কলতান বলল, ' যাকগে ছেড়ে দিন। ওদের বেরোবার সব রাস্তা বুজিয়ে দিয়েছি। এখন দেখা যাক। পারলে বেরক। '
    বিল্বদলবাবু বসে বসে কী ভাবছিলেন। কলতান একটা চেয়ার টেনে তার কাছে গিয়ে বসল।
    বলল, ' মিস্টার ঘটক... এরকম মজা করার খেয়াল চাপল কেন হঠাৎ ? নাকি আপনি বরাবরই এরকম ? '
    ঘটকবাবু বললেন, ' কিসের মজা ? '
    --- ' ওই যে জুতোর নীচে বিস্কুটের গুঁড়োর পুরিয়া... '
    ঘটকবাবু নিপাট ভালমানুষের মতো বললেন, ' অ... তাই নাকি ? কী করে বলব বলুন... জুতোর দোকান থেকে তো এইরকমই কিনেছি। তলায় বিস্কুটের গুঁড়ো কী কাঠের গুঁড়ো... কী পুরে রেখেছে কী করে জানব বলুন তো ? '
    --- ' কোন দোকান থেকে কিনেছিলেন ? '
    --- ' সে কি ছাই মনে আছে ? মনে থাকলে তো ব্যাটাকে ধরতাম গিয়ে... '
    --- ' কারও ষড়যন্ত্র বলে মনে হচ্ছে কি ? '
    --- ' আলবাত। ষড়যন্ত্র তো বটেই। আমাকে ভালমানুষ পেয়ে বুঝলেন না... আমিও দেখব, এক মাঘে শীত যায় না... '
    --- ' আপনার নিজের পার্টির না বিরোধী পার্টি... কি মনে হয় আপনার ? '
    এবারে কিন্তু বিল্বদল ঘটক ঝেড়ে কাশলেন না।
    বললেন, ' সব শালা... সব শালা... পুলিশগুলোও আছে এর মধ্যে... '
    কলতান বিস্ময় প্রকাশ করে বলল, ' তাই নাকি? দু একটা নাম বলুন তো... দেখি কী করতে পারি... '
    --- ' বলব বলব... সময় এলেই বলব। ঠিক জায়গাতেই বলব... নরম জমি পেলে বিড়ালে হাগে... বুঝলেন তো... '
    --- ' হমম্... বুঝলাম। আচ্ছা মিস্টার ঘটক মিসেস ইলিনা স্নাইডার সেন সম্বন্ধে আপনার ধারণা কিরকম ? '
    --- ' ইলিনা স্নাইডার! সে আবার কে? বিদেশি নাকি ? '
    --- ' সোজাসুজি বলুন না... আপনি তাকে চেনেন না... '
    --- ' ওই হল... '
    --- ' ওই হল... মানে কী হল ? '
    --- ' চেনা দূরের কথা নামই শুনিনি... কী যে সব বলেন... একে বিদেশি, তারপর আবার মেয়েছেলে... '
    --- ' এটা কিন্তু বিরাট রিস্ক নিয়ে ফেললেন ঘটক স্যার... '
    --- ' আপনি ভুলে গেছেন যে আপনার মোবাইলটা আমাদের হেফাজতে আছে... '
    --- ' উমম্... কেন... তাতে কী হল ? '
    --- ' আরে, আপনি এত বুদ্ধি ধরেন, আর এটা জানা নেই যে আপনার মোবাইলের কল রেকর্ডগুলোও আমাদের হেফাজতে। এরপর নিশ্চয়ই বলবেন তাতে কী হল... '
    এর জবাবে বিল্বদলবাবু বললেন, ' ওসব বাজে কথা ছাড়ুন। আমি ঠিক করে রেখেছি হুন্ডাই গাড়িটা আপনাকে গিফট করব... কোন টাকা পয়সা লাগবে না ... '

    ( ক্রমশ )

    ********
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন