এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা - ২৯ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৯ নভেম্বর ২০২৫ | ১৫ বার পঠিত
  •                          ( ২৯ )  

    তমোনাশ ব্যানার্জীর সঙ্গে কলতানের প্রায় দশ বছরের পরিচয়।  তমোনাশ এয়ারপোর্ট অথরিটি  অফ ইন্ডিয়ার একজন লিয়াজোঁ অফিসার।   তাকে ফোনে ধরল।  কলতান তাকে ফোন লাগাল।  চট করে লাইনটা পাওয়া গেল না।  বেশ কয়েকবার ' তিনি এখন অন্য কলে ব্যস্ত আছেন...' শোনার পর অবশেষে যোগাযোগ করা গেল তমোনাশের সঙ্গে।  
    তমোনাশের জবাব আসল, ' গুড ইভনিং মিস্টার গুপ্ত...  আফটার কোয়াইট সাম টাইম...  কেমন আছেন ? '  
    ----- ' ঠিক আছি।  অনেক চেষ্টা করার পর আপনার লাইনটা পেলাম ।  ভাল আছেন তো ?  '
    ----- ' এ...ই চলে যাচ্ছে।  তারপর বলুন...  ' 
    ---- ' আপনার সময় নষ্ট করব না।  বিজি আছেন...  ---- ' না না,  বলুন  না....  কোন অসুবিধে  নেই । আপনার তপসিয়ার সেই  কেসটার কথা আমার এখনও মাঝে মাঝে মনে পড়ে।  ইটস মাই প্রিভিলেজ যে আমিও কিছুটা ইনভলভড হয়ে পড়েছিলাম।  ওঃ,  ইট ওয়াজ রিয়েলি থ্রিলিং।  আবার কি কোন রহস্য অনুসন্ধান ...  ' 
    ----- ' হ্যাঁ, ওই আর কী... বুঝতেই  তো পারছেন ... '
    ---- ' ওক্কে...  বলুন বলুন...  ' 
    ----- ' ইনডিগোর কলকাতা মুম্বাই  সাড়ে সাতটার ফ্লাইটের প্যাসেঞ্জারস লিস্টটা একটু চেক করতে হবে দুটো নাম আছে কিনা...  '
    ----- ' নাম দুটো বলুন...  '
    ----- ' বিল্বদল ঘটক  আর বিক্রমজিৎ নিয়োগী '
    ---- ' ঠিক আছে , আই উইল গেট ব্যাক টু ইউ ইন টেন মিনিটস ...  ' 

     দশ মিনিটের আগেই  তমোনাশ ব্যানার্জী ফিরে এলেন।  
    ----- ' হ্যাঁ বলুন মিস্টার ব্যানার্জী...  ' কলতান উদগ্রীব কন্ঠে বলল। 
    ----- ' বলছি যে ইন্ডিগোর প্যাসেঞ্জারস লিস্টে তো নাম দুটো পাচ্ছি না।  অন্য কোন কোম্পানির ফ্লাইটে বুকিং  হয়নি তো ?  '
    ----- ' ন্না...  আ...  তা তো হওয়ার কথা নয়।  আচ্ছা ঠিক আছে ,  তমোনাশবাবু...  অনেক ধন্যবাদ।  এখন একটু হেকটিক ফেজে আছি।  আমি পরে আপনার সঙ্গে যোগাযোগ করব...  '
    ---- ' ওক্কে ওক্কে... ইটস কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল ...  অল দা বেস্ট...  '  

      তমোনাশের ফোন ছেড়ে ওখান থেকেই  দুটো ফোন করল কলতান। 
    প্রথম ফোনটা করল শুদ্ধসত্ত্ব হালদারকে।  
    বলল, ' দাদা...  একটা কাজ আছে ।  একটু  তাড়াতাড়ি করতে হবে ।  ছটা তিপ্পান্নয় একটা কল হয়েছিল আমার নাম্বারে।  কলারের নাম্বারটা পাঠাচ্ছি।  কলার নাম্বারের লোকেশানটা ট্র্যাক করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব।  আমি নাম্বারটা পাঠাচ্ছি ...  '
    ----- ' আচ্ছা,  ঠিক আছে...  সুজিত চট্টরাজের  সঙ্গে কথা  বলছি।  হয়ে যাবে... ' 
       দ্বিতীয় ফোনটা করল অশ্বিনী তেওয়ারিকে।  
    অশ্বিনীকে চটপট পাওয়া গেল।  
    ----- ' হ্যাঁ,  বলুন স্যার...  '
    ----- ' তুমি কোথায় এখন ?  একটু  দরকার ছিল...  '
    ---- ' আমি আর কোথায় যাব...  স্যারের বাড়িতেই ডিউটিতে আছি...  '
    ---- ' আমি ওখানে যাচ্ছি এক ঘন্টার মধ্যে।  মিস্টার নিয়োগীর সঙ্গে কিছু কথা আছে ।  তোমার সঙ্গেও দেখা হয়ে যাবে।  উকিলবাবু চেম্বারে বসেছেন তো ?  '   
    ---- ' হ্যাঁ বসেছে।  তবে পনের মিনিটের মধ্যে বেরিয়ে যাবে...  ' 
    ----- ' কোথায় ?  '
    ---- ' একজন ক্লায়েন্টের বাড়ি বোধহয়...  আমাকেও বোধহয় যেতে হবে।  বলছে যাবার জন্য।  কী করব...  চাকরি করি...  '
    ----- ' তা চাকরিটা তো ভালোই।  মিলেমিশে কাজ করা ...  খারাপ কী ? ' কলতানের কথাগুলো অস্ফুট স্বগতোক্তির মতো শোনাল। 
    ---- ' অ্যাঁ...  কী বললেন স্যার ? ' 
    ---- ' কিছু না....  ' কলতান বলল। 
    তাপর আচমকা বলল, ' ক্লায়েন্টের বাড়ি কি নিউ গড়িয়ার ওদিকে ?  '
    প্রশ্নের আকস্মিকতায় অশ্বিনী বোধহয় প্রস্তুত  হবার সময় পেল না ।  
    মুখ থেকে বেরিয়ে গেল,  ' হাঁ ঠিক...  ' 
    অশ্বিনীর স্বভাব, কখনও বলে 'হ্যাঁ'  কখনও বলে  'হাঁ'।  
    তারপরই মনে হল যেন ব্রেক কষল।  
    ---- ' আরে, সে আমি কী করে জানব!  আমায় কি ওসব বলে নাকি ?  আপনি হঠাৎ গড়িয়ার কথা বললেন কেন ? উকিলবাবু কি আপনাকে কিছু বলেছিল নাকি ?  '
    ---- ' হ্যাঁ একদিন বলছিলেন যে ওদিকে ওনার একটা ক্লায়েন্ট আছে।  ওনার নাকি একটা অফিসও আছে ওদিকে...  '
    ----- ' তাই নাকি ?  আপনি তো অনেক কিছু   জানেন দেখছি...  আমাকে তো স্যার কিছুই বলে  না ।    আপনার ব্যাপার অবশ্য আলাদা  স্যার...  কোথায় আপনি আর কোথায় আমি...  ' 
    ----- ' তাই  তো।  কী আর করা যাবে ?  তোমরা কখন ফিরবে মক্কেলের বাড়ি থেকে ? জরুরি কথা ছিল ...  '  
    ----- ' আমার সঙ্গে কথা ছিল ?  '
    ----- ' হ্যাঁ তোমার সঙ্গেই...  আমি পনের মিনিটের মধ্যে সল্ট লেকে পৌঁছতে পারলে হবে ?  '
    ----- ' তা হবে ।  কিন্তু  তা কি পারবেন অতটা ডিসট্যান্স থেকে ? ' 
    অশ্বিনী কলতানের ফাঁদে অসাবধানতাবশতঃ  পা দিয়ে ফেলল। 
    ----- ' তুমি কি করে জানলে আমি দূরে আছি ? আমি তো বিকাশ ভবনের কাছেই আছি ...  '  
    ওদিক থেকে কোন জবাব আসছে না।  শুধু  নিশ্বাসের হাল্কা শব্দ আসছে ...  ' 
    কলতান চোখ বুজে একাগ্রচিত্তে কানে ফোন চেপে বাইকে বসে রইল।  প্রায় দশ সেকেন্ড গেল।  
    মোবাইল ফোনের মাধ্যমে কলতানের কানে একটা আবছা মোটা গলার দু টুকরো শব্দ ভেসে এল --- ' বুরবক কাঁহিকা...  ' এবং ফোনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।  শব্দ দুটো রেকর্ড হয়ে গেল।  
    কলতান মনে মনে বলল --- ' জানাই ছিল...  ' 
     
       আবার একবার শুদ্ধসত্ত্ববাবুর শরণাপন্ন হতে হল। 
    ----- ' দাদা,  আর একবার বিরক্ত করতে হচ্ছে...  
    ----- ' স্বচ্ছন্দে স্বচ্ছন্দে...  
    ----- ' আর একটা নাম্বার পাঠাচ্ছি লোকেশান ট্র্যাক করার জন্য... '
    ----- ' পাঠাও...  ' 

       প্রায় পনের মিনিট পরে শুদ্ধসত্ত্ববাবুর ফোন এল এবং তিনি দুটো কল ডিটেইল-এর লোকেশান ট্র্যাকিং-এর ফলাফল জানালেন।  

     কলতান কালীঘাট মেট্রো থেকে একটু ওপাশে রাজা বসন্ত রায় রোডের দিকে একটু ফাঁকা  জায়গায় সরে এল বাইক নিয়ে। 

      মোবাইলে কুশল চ্যাটার্জীর নামটা খুঁজতে লাগল।  নিউ গড়িয়ার ম্যাগনোলিয়া হাউজিং-এ আজ রাতেই রেইড করানো দরকার । কুশল চ্যাটার্জী হলেন ইলিনার মৃতদেহের সুরতহালের সময় উপস্থিত  দুজন পুলিশ  কর্তার একজন। 

       কুশলবাবু সব শুনে বললেন, ' ইজ ইট?  হ্যাটস অফ টু ইউ মিস্টার গুপ্ত ...  আমি এক্ষুণি প্রপার সেলে কমিউনিকেট করছি।  আজ রাতেই  রেইড হবে।  আর হ্যাঁ,  ইলিনা স্নাইডার সেনের পি এম রিপোর্ট  কাল দুপুরে পাওয়া যাবে...  ' 

       ( ক্রমশ)  

    ****************★***********★*********★★
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন