এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা  - ২

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২১ সেপ্টেম্বর ২০২৫ | ৬৮ বার পঠিত
  • | | |
    ( ২ )

    শুদ্ধসত্ত্ববাবু ফোন তুলেই বললেন, ' ইয়েস কলতান, তোমার ফোনের অপেক্ষাতেই ছিলাম। তারপর বল, ম্যাডামের সঙ্গে কথা হল ? '
    --- ' হ্যাঁ উনি এসেছিলেন। একটু আগে বেরিয়ে গেলেন ... '
    --- ' কথাবার্তা হয়েছে নিশ্চয়ই ... '
    --- ' হ্যাঁ, কথা বলেছি। কাল কাজ শুরু করব ... '
    --- ' ওয়েল ওয়েল ... কোন হেল্প লাগলে ব'ল।
    --- ' শিওর শিওর। আপনার হেল্প ছাড়া তো এগোতে পারব না। আচ্ছা স্যার, আপনি ইলিনা স্নাইডারকে কতদিন চেনেন, কিভাবেই বা চিনলেন ? মানে, ইলিনা সম্পর্কে আপনার ইম্প্রেশানটা জানতে চাইছি ... '
    --- ' সত্যি কথা বলতে কি ইলিনার হোয়্যারঅ্যাবাউটস সম্পর্কে আমার তেমন আইডিয়াই নেই। আমরা একই হাউজিং কমপ্লেক্সের বাসিন্দা। টাওয়ার অবশ্য আলাদা। ওর হাসব্যান্ড অমৃতাংশুর সঙ্গে আমার পরিচয় ওরা জার্মানি থেকে এদেশে আসার পর, মানে আমাদের এই নিলাদ্রি কমপ্লেক্সের রেসিডেন্ট হবার পর থেকে। অমৃতাংশুর সঙ্গে আমার কোন ডিপ ইন্টিমেসি ছিল না। আমি এই কমপ্লেক্সের রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। সেই কানেকশানে দু একটা মিটিং-এ ওর সঙ্গে কথাবার্তা হয়েছে, এই পর্যন্ত। খুব রিজার্ভ টাইপের। ওকে রিড করা মুশ্কিল ওইটুকু আলাপে ... '
    --- ' ইলিনার সঙ্গে কোন পরিচয় ছিল না আপনার ? মানে বলছি যে, ইলিনাই আপনাকে অ্যাপ্রোচ করল ওর প্রবলেম নিয়ে ? '
    --- ' এগ্জ্যাক্টলি। বিশেষ করে পুলিশের হ্যারাসমেন্ট শুরু হওয়ার পর থেকে ... '
    --- ' হ্যারাস কে করছে, লোকাল থানা ? '
    --- ' হ্যাঁ '
    --- ' আপনি কি থানার সঙ্গে কথা বলেছেন ? '
    --- ' না বলিনি। বলে কোন লাভ নেই। আমাদের মতো রিটায়ার্ড অফিসারদের কোন গুরুত্ব নেই। এদের কোন লঘু গুরু জ্ঞান নেই। অবনক্সাস পিপল দে আর। তোমাকেই ট্যাকল করতে হবে সবকিছু। ইউ আর কমপিটেন্ট এনাফ কলতান। '
    --- ' ঠিক আছে স্যার কাল দুপুরের দিকে ইলিনার ফ্ল্যাটটা দেখতে যাব। আপনার সঙ্গে দেখা হবে তখন ... '

    যার বাড়িতে ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি ছিল, হোয়াটসঅ্যাপ-এ অমৃতাংশুর সেই বন্ধুর সল্ট লেকের ফ্ল্যাটের অ্যাড্রেস এবং ফোন নম্বর পাঠাল ইলিনা সন্ধেবেলায়। ভদ্রলোকের নাম দেবপ্রভ রাহা। তার স্ত্রীর নাম ঋতাভরী। ওই নামে বাংলা সিনেমার একজন অভিনেত্রী আছেন। ইনি কিন্তু তিনি নন।

    ইলিনাদের টু বি এইচ কে ফ্ল্যাট। সাড়ে আটশ স্কোয়্যার ফুটের মতো হবে। সুন্দর মসৃন প্লাস্টিক কালারের দেয়াল। কাঠ এবং ব্রোঞ্জের দু একটা ছিমছাম দেয়াল সজ্জা দেখতে পেল কলতান। আসবাবপত্র খুব কম। সাধারণ মানের সোফা এবং কাউচ রয়েছে বাইরের বসবার ঘরে। ঘরের পর্দাও খুব দামী কিছু না। পর্দাগুলো সব শ্যাওলা রঙের। বেশ স্নিগ্ধ বাতাবরণ তৈরি করেছে। মাঝখানে একটা নীচু মতো কাঁচ পাতা টেবল আছে। চায়ের টেবিল হবে বোধহয়। ফ্ল্যাটের ভিতর দিকের অংশে কি আছে কিছু বোঝা যাচ্ছে না।
    ব্যালকনির কার্নিশে বড় বড় কয়েকটা পোর্সেলিনের টব রয়েছে। তাতে কি সব নাম না জানা নানা রঙের ফুল ফুটে আছে। বেশ রুচিশীল পরিবেশ।
    কলতান ঘরের চারদিকে চোখ ঘুরিয়ে দেখতে লাগল।

    কলতানের উল্টোদিকের সোফায় ইলিনা বসেছিল কলতানের দিকে তাকিয়ে।
    কলতান জিজ্ঞাসা করল, ' আপনারা তাহলে মোটামুটি দুবছর এ ফ্ল্যাটে আছেন .... '
    --- ' হ্যাঁ অ্যারাউন্ড টু ইয়ারস .... '
    --- ' আপনি অমৃতাংশুবাবুদের বাড়ি থাকেনই নি ?'
    --‐ ' জাস্ট একমাস ছিলাম। তারপরে এখানে চলে আসি ... অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না ... '
    --- ' ওকে আন্ডারস্টুড। এই ফ্ল্যাট কি জার্মানি থাকতেই কেনা হয়েছিল, না কলকাতায় চলে আসার পর কিনেছিলেন আপনারা ? '
    --- ' কলকাতায় শিফট করার পর কিনেছিলাম '
    --- ' কার মাধ্যমে কিনেছিলেন ? এখানকার কোন কিছু তো জানা থাকার কথা নয় আপনাদের ... '
    --- ' অ্যাবসোলিউটলি কারেক্ট। দেবপ্রভই কন্ট্যাক্ট করিয়ে দিয়েছিল বিল্ডারের সঙ্গে। আমরা এখানে কাকে চিনি ... '
    --- দেবপ্রভ মানে, দেবপ্রভ রাহা ... যার ম্যারেজ অ্যানিভার্সারিতে গিয়েছিলেন আপনারা ? '
    --- ' ইয়েস, দ্যাটস রাইট ... '
    --- ' ফ্ল্যাটের অফিসিয়াল দলিল, মানে ডিড পেয়েছেন ? '
    --- ' হ্যাঁ, দিয়েছিল মনে হয় ... '
    --- ' মনে হয়, মানে ? আপনি জানেন না ? '
    --- ' না... আমি তো ওসব নিয়ে মাথা ঘামাতাম না ... '
    --- ' কোয়াইট স্ট্রেঞ্জ। একটা ভাইটাল ডকিউমেন্টের আপনি কোন খোঁজ রাখেন না ? '
    ইলিনা বিব্রত মুখে বলল, ' কোথায় আর যাবে ? এই ফ্ল্যাটেই কোথাও আছে। আমি থরোলি সার্চ করে দেখব ... '
    --- ' অবশ্যই দেখবেন। ওটা আমার দরকার ফর দা পারপাস অফ ইনভেস্টিগেশান ... '
    --- ' আই আন্ডারস্ট্যান্ড ... আই আন্ডারস্ট্যান্ড ... '
    --- ' আর একটা কথা বলুন তো, মিসেস স্নাইডার সেন ... '
    --- ' হ্যাঁ বলুন মিস্টার গুপ্তা... '
    --- ' হাউ মাচ ইউ হ্যাড টু পে টু বাই ইট ? আপনার জানা আছে কি ? '
    --- ' হ্যাঁ, যতটুকু শুনেছি, রেজিস্ট্রেশন নিয়ে এ লিটল লেস দ্যান নাইনটি ল্যাকস লেগেছিল ... '
    --- ' এগ্জ্যাক্ট ফিগার আপনি জানেন না ? '
    --- ' না মানে... আমি ওসব ঠিক ... ইট উইল বি সামহোয়্যার অ্যারাউন্ড দ্যাট ... '
    --- ' আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন ... দেবপ্রভবাবু নিশ্চয়ই বলতে পারবেন .... '
    --- ' ইয়েস ইটস মোস্ট লাইকলি ... মোস্ট লাইকলি... '
    কলতান অবাক হয়ে গেল একজন বিদেশি উচ্চশিক্ষিত মহিলা এরকম আনাড়ি হতে পারে। পাড়ার পাঁচুগোপালের মা-ও তো এর চেয়ে অনেক চালাক চতুর। আসলে জীবনের কঠোর সংগ্রামের ধাক্কা সামলাতে সামলাতে মানুষ চালাক চতুর হয়ে যায়। এদের জীবন তো আর তেমন নয়।

    সে বলল, ' ঠিক আছে আপনি দলিলটা খুঁজে বার করে রাখবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ... ওটা দরকার ... '
    --- ' ওকে ওকে ... স্যার ... '
    --- ' ওটা পেয়ে গেলে আমাকে কল করবেন ... '
    --- ' অফ কোর্স... অফ কোর্স ... '
    --- ' এখানে কোন নেবার আপনার খোঁজ খবর নেয় ? '
    --- ' ওই একদিনই এসেছিল ক্লোজ বাই দু একজন। তারপর থেকে আর কেউ আসেনি ... '
    --- ' ওরাই ডাক্তার ডেকে এনেছিল ? '
    --- ' ওরা বলা ঠিক না ... ওদের মধ্যে একজন ডাক্তার ডেকে আনল .... '
    --- ' কিন্তু তিনি তো ডেথ সার্টিফিকেট দিলেন না ... তাই তো ? '
    --- ' হ্যাঁ, বরং পুলিশে রিপোর্ট করবার জন্য ইনসিস্ট করতে লাগল ... '
    --- ' পুলিশে কে ফোন করল ? '
    --- ' দ্যাট ভেরি জেন্টলম্যান হু কলড আপ দা ডক্টর ... '
    --- ' আই সি। ওই ভদ্রলোকের নাম ঠিকানা জানেন ? '
    --- ' নামটা জানতে পেরেছি। শুভজিৎ বাগচি। আর কিছু জানি না। এই কমপ্লেক্সেই থাকে। আই থিংক ইটস কে টাওয়ার। নট শিয়োর এনিওয়ে ... '
    কলতান মনে মনে বলল, তুমি একটা আস্ত ঢ্যাঁড়স।
    মুখে বলল, ' ফোন নাম্বার আছে শুভজিতের ? '
    --- ' না। চেয়েছিলাম, উনি বললেন ফোন নাম্বারের দরকার নেই। কোন দরকার থাকলে নীচে অফিসে গিয়ে আমার নাম বলবেন। আমার সঙ্গে কানেক্ট করিয়ে দেবে ... '
    --- ' হমম্ ... আপনি কোন লইয়ার অ্যাপয়েন্ট করেছেন ?
    --- ' হ্যাঁ। বিক্রমজিৎ নিয়োগী। নিউটাউনেই থাকে। ফোন নাম্বার আছে। দেব ? '
    --- ' দিন। উনি আপনার সঙ্গে কোথায় যোগাযোগ করেন ? '
    --- ' উনি কন্ট্যাক্ট করেন না। আই, রাদার গেট ইন টাচ উইথ হিম ইন হিজ প্লেস হোয়েনেভার রিকোয়্যার্ড... '
    --- ' ওকে হেল্পফুল মনে হচ্ছে ? '
    --- ' ঠিক বুঝতে পারছি না। প্রথম দিকটায় হি সিমড টু বি কোয়াইট হেল্পফুল বাট প্রেজেন্টলি আই অ্যাম এ বিট পারপ্লেক্সড অ্যাবাউট হিম ... '
    --- ' ঠিক আছে ম্যাডাম। আয়্যাম লিভিং নাও।
    কোন দরকার হলে ফোন করবেন। আর ... অরিজিনাল ডিডটা কিন্তু অবশ্যই চাই। টেক কেয়ার ... '

    বাইরে বেরিয়ে শুদ্ধসত্ত্ববাবুকে ফোন করল কলতান।
    শুদ্ধসত্ত্ববাবু বললেন, ' বি টাওয়ারের সামনে চলে এস। আমি নীচে দাঁড়িয়ে আছি। আজ আমরা একসঙ্গে লাঞ্চ করব ... '

    --- ' মিস্টার হালদার, আপনি শুভজিৎ বাগচী বলে কাউকে চেনেন ? এখানেই মোস্ট প্রোব্যাবলি 'কে' টাওয়ারে থাকে। কোন ফ্লোরে জানি না ... '
    শুদ্ধসত্ত্ববাবু বললেন, ' নামটা শুনেছি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে .... আমি খোঁজ নিয়ে তোমাকে জানাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে ... '
    --- ' কাল দেবপ্রভ রাহার বাড়ি ঢুঁ মারতে হবে। ভেরি ফার্স্ট পয়েন্ট অফ দিস জার্নি ... '
    --- ' ও আচ্ছা। দেখ ... অল দা বেস্ট। আমি তোমার সঙ্গে আছি ফর এনি কাইন্ড অফ কোঅপারেশান ... '
    --- ' নিউটাউন থানার ব্যাপারটা ? '
    --- ' ও ব্যাপারে ইলিনার লইয়ারের সঙ্গে কথা বলতে পারলে ভাল হয় ... '
    --- ' আমারও তাই মনে হয়। লইয়ারের নাম সাম বিক্রমজিৎ নিয়োগী । ফরচুনেট এনাফ, মিসেস স্নাইডারের কাছ থেকে তার ফোন নাম্বারটা পাওয়া গেছে ... উফফ্ ... অ্যানাদার পয়েন্ট অফ দা জার্নি টু হিট। এরকম গলদা চিংড়ির মালাইকারি অনেকদিন পর খেলাম। মন ভরে গেছে... '
    --- ' অ্যাঁ, কি ? '
    শুদ্ধসত্ত্ববাবু অবাক চোখে তাকিয়ে থাকেন কলতানের মুখের দিকে।
    --- ' আরে ... আপনি লাঞ্চে যেটা খাওয়ালেন আজ ... '
    --- ' ও হোঃ .... তুমি পারও বটে ... হাঃ হাঃ হাঃ ... '
    --- ' আমি আসি তা'লে। শুভজিৎ বাগচীর সঙ্গে একটু কথা বলার কিন্তু দরকার ... '
    --- ' ও শিয়োর শিয়োর ... এটুকু করতে পারব ... '
    --- ' থ্যাঙ্ক ইউ স্যার। ইলিশ মাছটার তো কোন তুলনাই হয় না। অনেকদিন মনে থাকবে ... '
    --- ' এক্সেলেন্ট এক্সেলেন্ট ... গো অ্যাহেড ইন ফুল স্টিম মাই ব্রাদার ... হাঃ হাঃ হাঃ ... '

    ( ক্রমশ )

    ************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন