এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা - ১০

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০২ অক্টোবর ২০২৫ | ৭৩ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১
    ( ১০)

    কলতান তাকিয়ে রইল গোপেশ্বরের দিকে। গোপেশ্বর মুখে হাসিটি ধরে রেখে ডান হাতটা ওপরে তুলল, যার মানে হয় ঠিক আছে, সাবধানে যাবেন। হাতটা ওপরে রইল প্রায় দশ সেকেন্ড।
    কলতানের চোখ আটকে গেল গোপেশ্বরের ডান হাতের আঙুলগুলোর দিকে। নতুন কায়দার ভঙ্গীমা। হাতের কড়ে আঙুলটা নীচের দিকে মোড়া, ওপরে তোলা বাকি চারটে আঙুল। গোপেশ্বর একটু পরে হাত নামিয়ে, হাসিমুখে বাঁদিকে একবার ঘাড় কাত করে পিছন ঘুরে হেলেদুলে কিয়স্কের দিকে চলল।
    কলতান বাইকে বসে সামনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড কি যেন ভাবল তারপর গাড়ি চালু করল।

    কুলচা সন্ধেবেলা বাড়ি চলে গেল।
    যাবার আগে কলতানের ঘরে এসে বসল।
    ---' তানমামা, চললাম। ফোন করব। তুমিও আপডেট দিও... অপেক্ষায় থাকব... '
    --- ' হ্যাঁ... তা তো দেব কিন্তু তুই চলে যাচ্ছিস আমার খুব প্রবলেম হয়ে গেল... '
    --- ' বাজে ব'ক না তো ... তোমার আবার প্রবলেম। যদি আর কোন অঘটন না ঘটে তা হলে আর এক সপ্তাহের মধ্যে এ কেসটা গুটিয়ে ফেলবে তুমি ... '
    কুলচার কথাটা শুনে কলতান চমকে উঠল। কুলচা যেন আচমকা সুইচ মেরে বাতি জ্বেলে দিল।
    --- ' দাঁড়া দাঁড়া... কি বললি ? '
    --- ' কি বল তো ? '
    --- ' তোর কি মনে হচ্ছে আরও কিছু ঘটার সম্ভাবনা আছে ? '
    --- ' অবভিয়াসলি। ওয়ান ক্রাইম ব্রিডস য়্যানাদার ক্রাইম য়্যান্ড ওয়ান মিসহ্যাপ ইজ ফলোড বাই য়্যানাদার মিসহ্যাপ টু কভার আপ দা ক্রাইম, এ তো তোমার কাছেই শেখা ... '

    কলতান অন্যমনস্ক হয়ে পড়ল। ওকে চুপচাপ থাকতে দেখে কুলচা বলল, ' কি এত ভাবছ ? আমি উঠব এবার... তুমি চিন্তা ভাবনা কর ... ফোন করব ... '
    কলতান এবার কথা বলল।
    --- ' ভাল থাকিস, সাবধানে থাকিস। তোকে খুব মিস করব। দরকার হলে ডাকব কিন্তু ... '
    --- ' শিয়োর শিয়োর... আসি এখন, তানমামা... আমার ক্যাব এসে গেছে... '
    কুলচা ব্যাগ কাঁধে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল।

    কলতান শুদ্ধসত্ত্ব হালদারকে ফোন লাগাল।
    ওদিক থেকে উনি ফোন তুলে বললেন, ' হ্যাঁ কলতান বল... কবে আসছ ? বেশি দেরি করা ঠিক হবে না... '
    --- ' না না... দাদা... আমি সকাল দশটার মধ্যে আপনার বাড়ি পৌঁছচ্ছি ... ওখানেই কথাবার্তা হবে ...
    --- ' বেশ বেশ ... '

    কোনরকম ভূমিকা টুমিকা না করে শুদ্ধবাবু বললেন, ' মোবাইল লোকেশান হল গড়িয়া... '
    --- ' গড়িয়া ? '
    --- ' সেটাই জানা গেছে। শুভ্র খুব এক্সপার্ট ছেলে। আগে হায়দ্রাবাদে আই এফ এস এল - এর সাইবার ডিপার্টমেন্টে ছিল। মোবাইল টাওয়ার লোকেটিং এখন খুব সিম্পল ব্যাপার... ' শুদ্ধসত্ত্ব বললেন।
    --- ' হ্যাঁ, সেটা ঠিক আছে দাদা... আমি অন্য কথা ভাবছি ... '
    --- ' কি ? '
    --- ' আমার ধারণা ডিডটা ইলিনার কাছেই আছে। সেটা দেখতে চাইলে নানা বাহানায় সেটা স্কিপ করে যাচ্ছে। এ ব্যাপারটার মধ্যেই এই কেসের মুট পয়েন্টটা লুকিয়ে আছে বলে আমার ধারণা। অবশ্য এখনও কোন কংক্রিট মোটিভ ডিটেক্ট করতে পারিনি। তবে কয়েকটা পসিবিলিটির আউটলাইন ড্র করেছি টেনটেটিভলি... '
    --- ' আচ্ছা আচ্ছা। বলা যাবে ? '
    --- ' আপনাকে না বলার কিছু নেই। আপনিও ভেবে দেখতে পারেন। এক নম্বর, ইলিনা আগাগোড়া সবই জানে, কিন্তু ইনোসেন্ট সেজে আছে। তবে, ভাল বা মন্দ কোন কিছুই একা তার পক্ষে করা সম্ভব না। সঙ্গে কে বা কারা আছে এটা জানা জরুরী। দু নম্বর, ইলিনা এর বিন্দুবিসর্গ জানে না। এর পিছনে অন্য কেউ আছে যে অমৃতাংশুর পরিচিত বা দেবপ্রভর পরিচিত কিংবা দুজনেরই পরিচিত। আর তিন নম্বর হল, অমৃতাংশুর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর পিছনে কোন অপরাধীর হাত নেই। এই হল ব্যাপার। এখন প্রশ্ন হল, অমৃতাংশুর যদি ন্যাচারাল ডেথ হয়ে থাকে তাহলে স্টম্যাকে পয়জন পাওয়া গেল কেন। পোস্ট মর্টেম রিপোর্টটার হদিশ পাওয়া যাচ্ছে না কেন। এই কনসিলমেন্টের পিছনে কে বা কারা আছে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট অফ অল থিংগস হল মোটিভ। যদি খুন হয়ে থাকে, খুনের মোটিভ কি... '
    --- ' হমম্... ঠিকই তো। কমপ্লিটলি র‍্যাশানাল থিংকিং। কিছু ভ্যালিড ক্লু পাওয়া গেল কি? '
    --- ' যেগুলো পাওয়া গেছে সেগুলো ভ্যালিড কিনা বলতে পারব না। তবে এভরিথিং কাউন্টস ইন দা প্রসেস। এ আসপেক্টগুলো আমি এক্ষুণি ডাইভালজ করতে চাইছি না। দু একদিনের মধ্যে
    আশা করি আপনার সঙ্গে ডিসকাস করার অবস্থায় আসতে পারব... ' বলে আপনমনে বিড়বিড় করে বলল, '... আনলেস ওয়ান মিসহ্যাপ ইজ ফলোড বাই আনাদার মিসহ্যাপ... হমম্ ... '
    শুদ্ধসত্ত্ববাবু বললেন, ' আঁ... কি ? '
    --- ' না কিছু না ... '
    ভিতর থেকে একজন এসে দুটো প্লেটে ডিমের ওমলেট আর দু কাপ চা রেখে গেল।
    কলতান অনুভব করল তার খুব ক্ষিধে পেয়েছে।
    দেখে মনে হচ্ছে ওমলেট দুটো ডবল ডিমের। পাশে রাখা টমেটো সসের বোতল।
    শুদ্ধবাবু বললেন, ' নাও শুরু কর... '
    কলতান কোন ভনিতা না করে শুরু করল। সসের বোতল খুলে প্লেটে একটু সস ঢেলে নিল। থকথকে জমাট বাঁধা টম্যাটোর রস। টকটকে লাল। কি জানি কেন কলতানের মনে হল খানিকটা চাপ বাঁধা রক্ত।
    শুদ্ধবাবু এক টুকরো ওমলেট মুখে পুরলেন। তৃপ্তির আবেশে তার চোখ বুজে এল। তিনি জড়ানো গলায় বললেন, ' ক্লিয়ার এভিডেন্স পাওয়া বেশ ডিফিকাল্ট এ সব কেসে। সারকামস্ট্যান্সিয়াল মেটিরিয়ালের ওপর ব্যাঙ্ক অন করা ছাড়া উপায় নেই... '
    --- ' হুঁ... কিছুটা তাই। ব্যাপারটা আরও টাফ হয়ে গেছে নিউটাউন থানা কোঅপারেট না করায়... '
    --- ' ইয়েস, আই নো ইট, আই নো ইট ... কি করবে ভাবছ ? '
    --- ' দেখি... হোয়াট রিয়েলি টার্নস আউট। লইয়ার বিক্রম নিয়োগীকে থরোলি এক্সপ্লোর করে দেখার দরকার... ' কলতানের ওমলেট প্রায় শেষ। --- ' ও... করা হয়নি এখনও ? '
    --- ' হয়েছে, আর একটু করার দরকার ... '
    --- ' আচ্ছা কর, তারপর দেখছি ... ' শুদ্ধস্বত্ত্ব চায়ের কাপে চুমুক দিলেন।
    --- ' কি ? '
    --- ' ডিপার্টমেন্টে আমার পুরনো কলিগদের কাউকে বলা যায় কিনা তোমাকে ডিপার্টমেন্টাল সাপোর্ট দেবার ব্যাপারে যেটা নিউ টাউন থানা থেকে তুমি পাচ্ছ না। এখন দেখ, ওই উকিলবাবুকে কিভাবে ডিল করবে... '
    --- ' শুধু উকিলবাবু না, আরও অন্তত তিনজনকে নিয়ে খেলতে হবে... '
    --- ' বলা যায় ? '
    --- ' দেবপ্রভ রাহা, তার স্ত্রী ঋতাভরী, আর ওই...'
    কথাটা সম্পূর্ন হল না। কলতানের মোবাইল বাজতে লাগল।
    কলতান বলল, '... জাস্ট এ মিনিট শুদ্ধদা... '
    নীচু স্বরে বলল, ' বিক্রমজিৎ নিয়োগী... লইয়ার... '
    শুদ্ধবাবু ডান হাতটা তুলে ইশারায় বললেন, এগোও...
    --- ' ... হ্যাঁ বলুন, মিস্টার নিয়োগী... এনি ডেভলপমেন্ট ? '
    --- ' হ্যাঁ ডেভলপমেন্ট একটা হয়েছে... মিসেস ইলিনা স্নাইডার সেন... '
    --- ' রাইট রাইট... শি ইজ দা কি পার্সন... ওনার কাছ থেকে ডিডটা পাওয়া গেলে ইনভেস্টিগেশনটা অনেকটা এগিয়ে থাকত। প্লিজ ট্রাই... ' কলতান বলে উঠল।
    --- ' কিন্তু কলতানবাবু... সে সুবিধা পাওয়ার সম্ভাবনা আর নেই ... '
    --- ' ঠিক বুঝলাম না... '
    --- ' কারণ তাকে আর পাওয়া যাবে না... '

    বাড়ির পরিচারিকা এসে কাপ প্লেট, সসের বোতল তুলে নিয়ে গেল।

    ওয়ান ক্রাইম ব্রিডস অ্যানাদার ক্রাইম অ্যান্ড ওয়ান মিসহ্যাপ ইজ ফলোড বাই অ্যানাদার....

    ( ক্রমশ)

    *****
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন