এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা -  ২৮

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৫ নভেম্বর ২০২৫ | ২৭ বার পঠিত
  • (২৮)

    কলতান উঠে গিয়ে দরজা দরজা খুলে দিল।
    দেবপ্রভ বলল, ' দরজা খুললেন কেন ? আপনি কিন্তু প্রাইভেট ডোমেস্টিক লাইফে এনক্রোচ করছেন। এটা কিন্তু কমপ্লিটলি ইল্লিগ্যাল। আপনাকে এর কনসিকোয়েন্স ফেস করতে হবে... '
    --- ' ওক্কে, নো প্রবলেম। আই অ্যাম রেডি টু ফেস ইট। আপনারা রেডি আছেন তো ? ' কলতান বলল।
    ঋতাভরী ব্যালকনিতে গিয়ে ফোনে কার সঙ্গে নীচু গলায় কথা বলতে লাগল। ফোনে মিনিট পাঁচেক কথাবার্তা বলে ঘরে ফিরে এল।
    এসে কলতানের দিকে তাকিয়ে বলল, ' এখন আপনারা আসতে পারেন। যা করতে চান করুন গিয়ে। বাট ডোন্ট মেক এনি মোর ফাস... এখন আসুন তা'লে... '
    --- ' শিয়োর শিয়োর ... আমরা তো চলেই যেতে চাই। আপনারা তা'লে আমি যেগুলো বললাম সেগুলো স্বীকার করে নিচ্ছেন তো... '
    --- ' কি ব্যাপারে... কিসের স্বীকার ? অ্যাবসার্ড কথা যত... '
    কলতান একটু সময় নিল। তারপর বলল, ' আমার আপাতত আর কিছু বলার নেই। এভিডেন্সগুলো আমি অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় প্লেস করব। তারপর তারা যা করার করবে। পাওয়ার অফ অ্যাটর্নিটা না হয় তাদেরই দেখাবেন... '
    --- ' ওহ্ শিট... ইউ ডোন্ট নো হাউ স্মল ইউ আর ... আপনি আমাদের চেনেন না মশাই... '
    --- ' হমম্... চিনেছি চিনেছি। নইলে জাল ফেললাম কী করে ? এখন চেষ্টা করে দেখুন জাল ছিঁড়তে পারেন কিনা... '
    ঋতাভরী কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলা হল না। নীচে মোটরবাইক নিয়ে অপেক্ষা করা দুই অফিসার খোলা দরজা দিয়ে ঘরে এসে ঢুকলেন।

    কলতান ওদের নিয়ে ঘরের বাইরে গিয়ে দাঁড়াল।
    অম্লান মিত্র এবং সৌরভ কাবাসিও ওদের পিছন পিছন গেল। অম্লানবাবু বললেন, ' আমি এবার আসতে পারি মিস্টার গুপ্ত ? আমার আর কোন রোল নেই নিশ্চয়ই .... '
    সৌরভও মোটামুটি একই কথা বলল, ' এখন যাই ছ্যার ? আবার দরকার হলে ফোন করবেন... '
    --- ' আ...চ্ছা, অনেক ধন্যবাদ। তবে, একটু ওয়েট করে যান আপনারা। আমরা একসঙ্গেই বেরব। এখন একা যাবেন না... একটু রিস্কি হয়ে যাবে। একটু ওয়েট করুন... পাঁচ মিনিট... '
    কলতান অফিসারদের নিয়ে একপাশে সরে এল।
    সে বলল, ' প্রাইমা ফেসি এভিডেন্স কালেক্টেড হয়েছে। আপনাদের হ্যান্ডওভার করব। এই দুজনকে আপনারা মোবাইল ফোন এভিডেন্সের বেসিসে রিম্যান্ডে নিতে পারেন কিনা সেটা আপনাদের ব্যাপার... এভিডেন্স কিন্তু প্যালপ্যাবল... '
    ক্রাইম ব্রাঞ্চের দুজন অফিসারই ঘাড় নাড়লেন।
    টুপিহীন ভদ্রলোক বললেন, ' অফ কোর্স অফ কোর্স... দেখছি কী করা যায়। তবে আমাদেরও তো কিছু সার্ভিস নর্মস আছে। সবই তো জানেন। সেগুলো মেনটেন করে প্রসিড করতে হয় ... এটাই হল কথা... এরা খুব ডজি অ্যান্ড স্লিপারি, জানেন তো... '
    --- ' আপনার কী মনে হয় আমি একেবারে লেম্যান ? '
    টুপি পরা ভদ্রলোক জিভ কেটে বললেন, ' না না ছি ছি... কী যে বলেন! শুদ্ধসত্ত্ব স্যার রেকমেন্ড করেছেন কী এমনি এমনি... সে জন্যই তো আসা... আমি আমাদের লিমিটেশানের কথা বললাম আর কি... '
    এই সময়ে সিঁড়িতে কার পায়ের আওয়াজ হতে লাগল। কে যেন ওপরে আসছে সিঁড়ি ভেঙে।

    একটু পরে সিঁড়ির বাঁকে দেখা গেল বিক্রমজিৎ নিয়োগীকে। কলতানদের দেখে একটুও অবাক হলেন না তিনি। যেন আগে থেকেই জানতেন।
    বরং বললেন, ' ওঃ, কি যন্ত্রনা, লিফট আউট অফ অর্ডার... এতগুলো সিঁড়ি ভাঙা কি সোজা ব্যাপার ? তা আপনারা কতক্ষণ ? '
    --- ' তা ঘন্টাখানেক হবে। আপনি এখানে এইসময়ে হঠাৎ ? '
    --- ' আমাদের প্রফেশানালদের কি আর সময় অসময় আছে কলতানবাবু। যাক, আপনার কাজ কিছু এগোল ? '
    বিক্রমজিৎবাবু অম্লান এবং সৌরভের দিকে ভালভাবে দেখলেনও না।
    কলতান বলল, ' দাঁড়িয়ে নেই এটুকু বলতে পারি...'
    বিক্রম নিয়োগী কথাটা যেন শুনেও শুনলেন না।
    বললেন, ' আচ্ছা, আমি ভিতরে যাচ্ছি। ভাল কথা... এদের সঙ্গে ডিল কিছু হয়েছে ? '
    কলতান স্মিত হেসে বিক্রম নিয়োগীর মুখের দিকে তাকিয়ে রইল।
    --- ' মিস্টার নিয়োগী, কালীঘাটে অ্যাপয়েন্টমেন্টের কথাটা মনে আছে তো ? কাল পাঁচটায়... ওটা ঠিক আছে তো ? ডিলটা ওখানেই হোক না। আপনি তো আছেন... প্রফেশানাল... '
    --- ' হ্যাঁ... এখন পর্যন্ত তাই তো ঠিক আছে। এখন দেখা যাক... '
    --- ' ঠিক যেন থাকে... দেখবেন একটু... ওই সিক্স ফাইভ এইট ফোর নম্বরের গাড়িটা পাবার খুব ইচ্ছে আমার... '
    --- ' হ্যাঁ হ্যাঁ... বুঝেছি... আসুন না কথা হবে ... আমি এখন ভিতরে যাই ... আপনারা কি ঘেঁটে রেখে এসেছেন কে জানে। ছোটখাটো ব্যাপার... '
    অম্লানবাবু আর থাকতে না পেরে বলে উঠলেন, ' বলেন কী... একটা মার্ডার কেস ছোটখাটো ব্যাপার ! '
    বিক্রমজিৎ যেতে গিয়ে ঘুরে দাঁড়ালেন। ডাক্তারবাবুর দিকে তাকিয়ে বললেন, ' ছোট বড় জানি না ... কিন্তু প্রমাণ করাটাই তো শক্ত কাজ। অমৃতাংশুবাবুর হার্ট অ্যাটাক কি কারণে হল তা কি জানা গেছে ? পোস্ট মর্টেম রিপোর্ট কি বলছে আপনাদের জানা আছে ? '
    অম্লান মিত্র চুপ করে রইলেন। কলতান বুঝতে পারল খেলাটা মোটেই সোজা রাস্তায় যাচ্ছে না।
    তার আগের সব তদন্ত থেকে এটা একদম আলাদা। এটা কোন গল্পের বইয়ের গোয়েন্দা কাহিনীর মতো হতে যাচ্ছে না। মনোজ সাহার সঙ্গে দেখা করে অমৃতাংশুর পি এম রিপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব দেখা দরকার। মনে হচ্ছে সেখানেও কিছু খেলা আছে। খেলা ইলিনার ফরেন্সিক রিপোর্টেও থাকবে কিনা কে জানে। তমাল ঘোষের রিপোর্ট যে আদালতগ্রাহ্য হবে তার তো কোন মানে নেই।

    কলতান উকিলবাবুকে বলল, ' যান ভিতরে যান। আমরা এখন বাইরে যাব। কাল তাহলে কোথায় দেখা হবে ? '
    --- ' কালীঘাট মেট্রো স্টেশনের বাইরে... পাঁচটায় পাঁচটায়... '
    বিক্রমজিৎ নিয়োগী ঘরের ভিতরে গেলেন।

    পরদিন বিকেল পৌনে পাঁচটায় কলতান পৌঁছে গেল কালীঘাট মেট্রোর বাইরে। পাঁচটায় সময় দিয়েছে বিক্রমজিৎবাবু। কলতান অবশ্য খুব আশাবাদী নয় উকিলবাবুর আগমন সম্বন্ধে। তার মনে নানা অদ্ভূত সন্দেহের কালো মেঘ জমছে ক্রমশ। তবু সে আগেভাগেই এসে হাজির হল বিক্রমজিতের কোন অজুহাত নস্যাত করার উদ্দেশ্যে। বাইকের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে সোয়া পাঁচটা, তারপর সাড়ে পাঁচটা বেজে গেল। বারবার এদিক ওদিক দেখতে লাগল কলতান। কিন্তু উকিল মশাইয়ের টিকিটিও দেখা গেল না। পৌনে ছ'টা বাজল।
    একটা ট্রেন ঢুকেছে বোধহয় স্টেশনে। হুড়হুড় করে লোক বেরোতে লাগল গেট দিয়ে।
    কলতান বিক্রমজিৎ নিয়োগীর নম্বর ডায়াল করল মোবাইলে। বিক্রমবাবু কিন্তু ফোন ধরলেন।
    ধরেই বললেন, ' আমি এক্ষুণি ফোন করতে যাচ্ছিলাম আপনাকে। সরি সরি... আমি একটা কাজে বিশ্রীভাবে ফেঁসে গেছি। আমাকে বম্বে যেতে হচ্ছে। ওখান থেকে বোধহয় দুবাই যেতে হবে... '
    --- ' সেকি! মিস্টার ঘটক তো আমাদের জন্য ওয়েট করবেন... তার তো সময়ের দাম আছে... ' কলতান বলে।
    --- ' আরে... কী বলব। আমি তো ওনার সঙ্গেই যাচ্ছি ... '
    --- ' ক'টায় ফ্লাইট ? '
    --- ' এই... সাড়ে সাতটায়... '
    কলতান তড়িঘড়ি জিজ্ঞাসা করল, ' কাদের ফ্লাইট ? '
    --- ' ওই ইয়ে ... ইন্ডিগো... '

    (ক্রমশ)

    **************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন