এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা - ২৩ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৭ অক্টোবর ২০২৫ | ২১ বার পঠিত
  •                          ( ২৩) 

    একদিন কেন,  তিনদিন হয়ে গেল,  তমাল কিছু জানাল না এখনও ।  এর মধ্যে কলতান কোন তাগাদা দেয়নি।  সে জানে তমালের মধ্যে নিষ্ঠার অভাব নেই ।  কাজ শেষ হলে নিশ্চয়ই  জানাতে দেরি করবে না।  কলতান অপেক্ষা করে রইল।  সূক্ষ্ম কাজে একটু সময় লাগতেই পারে ।   

       ইলিনার পোস্ট মর্টেমের সরকারি  রিপোর্ট কতদিনে আসবে কে জানে ।  কলতান ভাবল, যদিও এটা সরাসরি জানার কোন উপায় নেই কারণ সরকারিভাবে এটা গোপনীয় তথ্য,  তবে তদন্তের স্বার্থে খোঁজ  নেওয়া যেতে পারে।  সেটা  নিশ্চয়ই অবৈধ  এবং অসংগত হবে না ।    
     ইনকোয়েস্টের সময় দুজন ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন  কুশল চ্যাটার্জী এবং অরবিন্দ সেনগুপ্ত । এর মধ্যে কুশলবাবুকেই বেশি নির্ভরযোগ্য সহযোগিতাপূর্ণ মনে হয়েছে কলতানের।  কলতান একটা ফোন লাগাল তাকে। 
    ফোন বেজে যেতে লাগল একটানা। অবশেষে নিয়মমাফিক যান্ত্রিক ঘোষণা হতে লাগল --- 'আপনি যে নম্বরটি ডায়াল করেছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না।  আপনি অপেক্ষা করুন কিংবা পরে পুনরায়...  ' ইত্যাদি ইত্যাদি । 
    কলতান ভাবল, যাচ্ছলে...  এ তো মহা মুশ্কিল।  অপেক্ষা করে দেখা যাক।   
     কলতান এক মগ কফি বানিয়ে নিল বেশ কড়া করে।  কাউচে হেলান দিয়ে দুটো চুমুক দিল মোলায়েমভাবে।  ফুরফুরে আরাম ছড়িয়ে পড়ল সারা শরীরে।  চোখ বুজে  আপনমনেই বলল,  ' আ... আঃ...  ',  এই ভাবে হেলান দিয়ে  যদি জীবনটা কাটিয়ে দেওয়া যেত কী ভালই হত...  এই কেসটা শেষ হলে  কোন এক সমুদ্রের কূলে  গিয়ে কিছুদিন বিশ্রাম নিয়ে আসবে সমুদ্রের হাওয়ায়, 
    হেলাফেলা করে সারা বেলা...  '
    কলতান কফির মগে আর একটা চুমুক দিল । সমুদ্রের ধারে  ঘুরে বেড়াচ্ছে মন...  একি খেলা আপন সনে...  আ...  আঃ...  এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে...  
    কী মুশ্কিল, এই সময়ে কি আনরোম্যান্টিক ব্যাপার,  গোপেশ্বর  হাজরা হঠাৎ বিষন্নমুখে  এসে দাঁড়াল চোখের সামনে ।  সারাবেলা আর হেলাফেলা করে কাটাবার উপায় রইল না । কলতান যেন একটা হ্যালুসিনেশানে আচ্ছন্ন হয়ে  গেল।  এরকম আগেও  দু একবার হয়েছে তার।  কোন অতিরিক্ত জটিল মামলায় জড়িয়ে পড়লে কলতানের এরকম একটা আচ্ছন্নভাব আসে কখনও কখনও, দু তিন মিনিটের  জন্য।  সে কফির কাপটা নামিয়ে রাখল।  দেখছে গোপেশ্বর ডান হাতটা তুলে কড়ে আঙুলটা লুকিয়ে রেখে বাকি চারটে আঙুল দেখাচ্ছে । মিনিট দুই পরে মায়াবিভ্রম কেটে গেল কলতানের।  সে আবার কফি খেতে লাগল।  
    এই সময়ে কলতানের মোবাইল  গুঞ্জন করতে লাগল । স্ক্রিনে দেখাচ্ছে ---  Tamal Ghosh calling. 
    ---- ' বল তমাল...  ' 
    ---- ' ভিক্টিমের গলায় ফিঙ্গার ইম্প্রেশানের মোটামুটি ক্লিয়ার আউটপুট পাওয়া গেছে মাইক্রোস্ক্যানার থেকে...  '
    ----- ' কিরকম শুনি...  ' 
    ----- ' থাম্ব এবং বাকি তিনটে আঙুল পাওয়া  গেল,  লিটল ফিঙ্গারটা বাদ দিয়ে।  খুব স্ট্রেঞ্জ...  ' 
    ----- ' হমম্...   সে আর কী করা যাবে...  যা পাওয়া গেছে তাই তো মানতে  হবে । যন্ত্র ভুল করতে  পারে,  কিন্তু মিথ্যা কথা তো বলতে পারে না।  এখন স্ক্যানারে কোন ফল্ট আছে কিনা সেটা তুমিই ভাল বলতে পারবে ...  '
    ----- ' না,  কলতানদা...   ফল্ট আছে বলে মনে হয়  না। মাল্টিপল টাইমস  ট্রায়াল দেওয়া মেশিন...  '
    ----- ' তা'লে তো সমস্যা নেই...  '  
    ----- ' আর একটা কথা,  পাউচের ওই পাউডারটা আসলে ব্রাউন সুগার,  কোকেন নয়।  কেমিক্যাল অ্যানালিসিসে  ভুল হয়েছিল...  ' 
    ----- ' ও আচ্ছা।  নিডলটা একটু মাইনিউটলি টেস্ট করতে হবে...  কেমিক্যাল এজেন্ট কিছু ডিটেক্টেড হয় কিনা...  '
    ----- ' হ্যাঁ...  ওটা, তোয়ালে রুমাল আর চুলটা বাকি রইল...  কাল পরশুর মধ্যেই আশা করি কমপ্লিট হয়ে যাবে...  '   
    ----- ' ঠিক ঠিক, একটা সার্কেল তা'লে কমপ্লিট হয়.... ওয়েল গো অ্যাহেড ব্রাদার।   আই উইল  বি ওয়েটিং ...  '  
       
     এরপরে আর 'হেলাফেলা সারাবেলা' করে সময় কাটানো গেল না ।  কলতান মগের কফি তাড়াতাড়ি শেষ করল।  তার মনে হল, সময় নষ্ট  করার কোন মানে হয় না।  বিল্বদল ঘটকের সাক্ষাৎ  পাওয়াটা জরুরী হয়ে পড়েছে ।  না হলে হুন্ডাই গাড়ির বেচাকেনার সমাধান হবে কী করে?  
    বিক্রমজিৎ নিয়োগী কবে জানাবেন কে জানে।  কিন্তু গাড়িটার ঠিকুজি কুলজি যে খুব দরকার।  কলতান একমনে নানা নকশার আঁকিবুঁকি কাটতে লাগল।  
    নকশার শুরু  অমৃতাংশু সেনের মৃত্যু দিয়ে।  মৃত্যুর পরে আবার মৃত্যু।  পুলিশ ডিপার্টমেন্ট বা বিদেশ দপ্তর থেকে ইলিনার নিজের দেশের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিনা জানা নেই কলতানের।  কলতানের পক্ষে তো আর কোন বিদেশিনীর অতীতের খতিয়ান সংগ্রহ  করা সম্ভ নয়।  এটা সরকারি দপ্তরের কাজ।  

      আর একটা ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হচ্ছে।  সেটা হল গোপেশ্বরের নিরাপত্তা । গোপেশ্বর হাজরা যে কিছু দেখে ফেলেছে বা জেনে ফেলেছে তা একরকম নিশ্চিত, তা সেই রাত একটা ছাপ্পান্নর কিস্যা হোক বা তার আগে পরে হোক।  এর মধ্যে আবার একটা অঘটন ঘটলে মামলাটা শুধু যে জট পাকিয়ে যাবে তা না,  একটা সম্ভাব্য সাক্ষীর জায়গা ফাঁকা হয়ে যাবে ।  কলতান প্রবলভাবে 'নীলাদ্রি' -তে তৃতীয় দুর্ঘটনার আশঙ্কা করতে  লাগল।  
    কিন্তু এটা যে ভাবেই হোক রুখতে হবে।  
    কলতান গোপেশ্বরের সুরক্ষার  ব্যাপারে তীব্র  তাগিদ অনুভব করতে লাগল।  তার ষষ্ঠেন্দ্রীয় অকস্মাৎ জোরাল বার্তা পাঠাতে লাগল ---- One catastrophy is followed by another and it could lead to another in its turn...  
    কলতান শুদ্ধসত্ত্ব হালদারের নম্বরটা বার করল । আঙুল ছোঁয়াতে যাচ্ছিল।   এমন সময়ে অন্য একজনের ডাক কড়া নাড়তে লাগল মোবাইলে । 
    কুশল চ্যাটার্জী।  নিশ্চয়ই কলতানের মিসকল দেখে ফিরে ডাক দিয়েছেন ।  
    ----- ' হ্যাঁ,  মিস্টার গুপ্ত, বলুন।  কল করেছিলেন ? আমি একটা মিটিং- এ ছিলাম...  '
    ----- ' অলরাইট,  নো প্রবলেম স্যার।  বলছি যে, পি এম - এর কোন খবর আছে ? ' 
    ----- ' না,  নট ইয়েট।  এলেই পার্সোনালি আপনাকে জানাব শিয়োর।  আমি হার্ডলি কেয়ার অ্যাবাউট দি এমবারগো অফ অফিশিয়াল প্রোটোকল।   মিস্টার গুপ্ত, আই ব্যাঙ্ক অন ইয়োর অ্যাকুমেন এ গ্রেট ডিল...  নো হেজিটেশান টু কনফেস ইট।  ইউ প্লীজ কিপ গোয়িং ইন ইয়োর ওন ওয়ে....  আই'ল  অলওয়েজ কোঅপারেট ইউ...  ' 
    ----- ' অনেক ধন্যবাদ।  ফিলিং সো অনারড অ্যান্ড ইন্সপায়ারড অ্যাজ ওয়েল।  বলছি যে...   একজনের জন্য প্রোটেকশন ব্ল্যাঙ্কেট দরকার আছে ইন কানেকশান উইথ দিস কেস...  ',  কলতান বলল। 
    কুশলবাবু বিশেষ কিছু জিজ্ঞাসা করলেন না। শুধু বললেন, ' রেসিডেন্সিয়াল, না নন-রেসিডেন্সিয়াল ?'  
    ----- ' ফোনে না বলাই ভাল...  '
    ----- ' ওক্কে...  হোয়াটসঅ্যাপ করুন।  আই উইল অ্যারেঞ্জ... ' কুশল চ্যাটার্জী বললেন।  

      দুপুরে কলতান আজ আর কোথাও বেরল না।  তেমন কোন কাজ নেই ।  ভাবল,  'হেলাফেলা সারাবেলা' ক'রে একটা ঘুম দেবে। মধ্যাহ্নভোজন শেষ হবার পর বিছানায় শরীর ফেলার প্রস্তুতি নিচ্ছিল,  এই সময়ে মোবাইল  বাজতে লাগল ।  

     কলতান মোবাইল  হাতে নিয়ে দেখল উকিলবাবু ফোন করেছেন। 
    কলতান ফোনটা নিতেই  বিক্রমজিৎ নিয়োগী কোন ধানাইপানাই না ক'রে মোদ্দা কথাটা ঘোষণা  করলেন।  বলে উঠলেন,  ' ইয়েস স্যার...  গুড নিউস...  উনি রাজি হয়েছেন।  পরশুদিন...  ওনার কালীঘাটের বাড়িতে । নিজেই কথাবার্তা বলে নিন,  গাড়িটা কিনতে পারেন কিনা।  আমি আপনাকে পিক আপ করব সকাল এগারোটায়...  ওকে ,  এখন রাখছি তা'লে...  পরশুদিন দেখা হবে...  '

      কলতান বিছানায় শরীর ফেলে দিয়ে আপনমনে   বলল --- নাটকের যবনিকাপাত মনে হচ্ছে আসন্ন ।  
       ( ক্রমশ)  

    ********************************************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন