এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা - ৬

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১০৭ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১
    ( ৬ )

    পরদিন সকাল প্রায় দশটায় অ্যাডভোকেট বিক্রমজিৎ নিয়োগীর ফোন এল কলতানের মোবাইলে।
    --- ' হ্যাঁ বলুন ... মিস্টার নিয়োগী ... '
    --- ' না ... এমনি খবর নিচ্ছিলাম ... '
    --- ' ইলিনা স্নাইডার সেনের কেসটার কথা বলছেন তো ? একদিনে আর কি খবর হবে ... থানার সঙ্গে আপনার আর কমিউনিকেশন হয়েছে নাকি ? '
    --- ' না, ওখানে আর কি কমিউনিকেট করব ? কেস তো এখন কোর্টের আন্ডারে। একমাস পরে আবার হিয়ারিং-এর ডেট পড়েছে। ওখানে পুলিশও একটা পার্টি। তারা চাইবে বেলটা রিজেক্ট করিয়ে ইলিনাকে কাস্টডিতে নিতে। পুলিশ এ ব্যাপারটায় এত ইন্টারেস্ট নিচ্ছে কেন বুঝতে পারছি না। পুলিশের ট্রান্সপ্যারেন্সি যে কোন লেভেলের তা তো আপনি জানেন। আপনাকে বলেই কথাটা বললাম .... '
    --- ' কথাটা অস্বীকার করার কোন উপায় নেই। সিচুয়েশানটা খুব খারাপ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে রিসেন্টলি। সে যাই হোক, এর মধ্যে দিয়েই তো আমাদের কাজ চালিয়ে যেতে হবে। কচুরিপানা ভরা খালের জলে নৌকা বাওয়া আর কি ... '
    --- ' হাঃ হাঃ হাঃ যা বলেছেন... কচুরিপানার মধ্যে সাপখোপও আছে, বুঝলেন তো। বুলশিট বুলশিট ... ' বিক্রমজিৎবাবু বললেন।
    --- ' সে তো বটেই ... অ্যাডভান্স অ্যান্টিভেনম ইঞ্জেকশন নিয়ে জলে নামার দরকার, এটা শিয়োর। যাই হোক, বলছি যে ...পোস্ট মর্টেমে ভিসেরা টেস্ট হয়েছিল কিনা জানা গেল কি ? '
    --- ' না ... পি এম রিপোর্টের কপি এখনও হাতে পাইনি ... '
    --- 'এখনও ওটা কালেক্ট করতে পারেননি ! পাবলিক প্রসিকিউটর হাতে পেয়েছে ? '
    --- ' জানি না ঠিক ... খোঁজ নেব ... '
    কলতান মনে মনে বলল, ' হরিবল্ ... '
    মুখে বলল, ' ওটা একটু হোল হার্টেডলি দেখুন। দ্যাটস দা ক্রুশিয়াল ইনগ্রেডিয়েন্ট অফ ইনভেস্টিগেশান। লট অফ দা প্রসিডিং ডিপেন্ডস অন ইটস রেভেলেশান ... অবশ্য রিপোর্ট যদি আনডকটরড্ অ্যান্ড জেনুয়িন হয় ... '
    বিক্রমজিৎবাবু এতটুকু প্রভাবিত হলেন বলে মনে হল না কলতানের। নির্বিকারভাবে বললেন, ' ইয়েস আই নো আই নো মিস্টার গুপ্ত। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ...'
    --- ' এটার জন্য এত কাঠখড় পোড়াতে হচ্ছে কেন .... এটা তো লেজিটিমেটলি আপনার হাতে আসার কথা। আচ্ছা, আমি যেদিন থানায় যাব এটা জিজ্ঞেস করব ...
    --- ' সে আপনি যা ভাল বোঝেন। আপনি যদি পুলিশকে দিয়ে কমিট করিয়ে নিতে পারেন দেন ইটস অল দা মোর গুড ... দেখুন না একটু ... আমারও সুবিধে হয় তা'লে ... মাই জব উইল টার্ন ফার মোর ইজি ... '
    --- ' হমম্ ... আর ডিডের সন্ধান পেলেন কিছু ? ওটাও তো এই কেসের একটা ইন্টিগ্র্যাল এলিমেন্ট .... '
    --- ' ডিডের ব্যাপারে আমি কিছু জানি না। আমি তো আর কোন তদন্ত চালাচ্ছি না। আমি জাস্ট ইলিনা ম্যাডামের বেল প্লী টা ডিফেন্ড করার জন্য এসেছিলাম দেবপ্রভবাবুর রিকোয়েস্টে। ডিড টিড আমি কি করে জানব ? কেন আপনি যে বললেন, ইলিনাকে আবার জিজ্ঞেস করবেন ... '
    --- ' হ্যাঁ ... করব। করতে তো হবেই। কাল যাব ওখানে। আচ্ছা মিস্টার নিয়োগী ... দেবপ্রভর ম্যারেজ অ্যানিভার্সারিতে আপনি কটার সময় গিয়েছিলেন ? '
    --- ' দেবপ্রভর ম্যারেজ অ্যানি ... আমি ? না না আমি ওখানে যেতে যাব কেন ? আমি তো ইনভাইটেডই হইনি ... তাছাড়া ওদের সঙ্গে আমার অত ইন্টিমেসি নেই। ওদের কোম্পানিতে আমি লিগ্যাল ম্যাটারগুলো দেখতাম। সেই সূত্রে আলাপ। কোন দহরম মহরম কোনদিনই ছিল না ... '
    --- ' ও আচ্ছা ... সরি সরি ... আমারই তা'লে ভুল হচ্ছে। আমি বোধহয় অন্য কারো সঙ্গে আপনাকে গুলিয়ে ফেলছি। প্লিজ ডোন্ট মাইন্ড ... '
    --- ' না না ... ঠিক আছে। ভুল তো মানুষ মাত্রেই হয় ... ' বিক্রমজিৎবাবু বললেন।
    --- ' দেবপ্রভদের সঙ্গে ঘনিষ্ঠতা না থাকতে পারে। কিন্তু মোটামুটি পরিচয় তো আছে আপনার। ওনারা কেমন মানুষ বলে মনে হয় আপনার ? '
    --- ' আমি যতটুকু দেখেছি ভাল বলেই তো মনে হয়েছে দেববাবুকে। তবে ওনার স্ত্রীর সম্বন্ধে আমার কোন ধারণা নেই। কথাবার্তাই হয়নি তেমন ... ' উকিলবাবু বললেন।
    --- ' আমার সাসপেক্ট লিস্টে দেবপ্রভ রাহাই একমাত্র নাম এখন পর্যন্ত, যদিও তার একটা অ্যালিবাই রয়েছে ... একই ফুডে অন্যদের কিছু হল না কেন ? যদিও প্রশ্ন থাকছে উনি আলাদাভাবে কোন ফুড বা ড্রিংক ইনটেক করেছিলেন কিনা ? '
    --- ' অবভিয়াসলি। সেকেন্ড কোন নাম এখনও ওঠেনি আপনার লিস্টে ? '
    --- ' নট ইয়েট ... '
    --- ' নাম খুঁজতে থাকুন কলতানবাবু। আপনার ওপর এই মামলাটা অনেকটা ডিপেন্ড করে আছে। আমি চাই আপনি সাকসেসফুল হন ... '
    --- ' থ্যাঙ্ক ইউ মিস্টার নিয়োগী। লেটস হোপ ফর দা বেস্ট। তবে আপনার কোঅপারেশান না পেলে শুধু আমার একার চেষ্টায় এগোন মুশ্কিল ... '
    কলতান তারপর আচমকা বলল, ' আপনার বাড়ির সিকিউরিটি গার্ডের চেহারাটা বেশ সুন্দর ...'
    --- ' কে ? সিকিউরিটি ... ও অশ্বিনী। হ্যাঁ তা বটে ... ও বিহারী। বছর আড়াই আমার এখানে আছে।
    হঠাৎ ওর কথা বললেন ? আপনি তো এমনি কিছু বলেন না ... কিছু চোখে পড়ল নাকি ? '
    --- ' না সেরকম কিছু না, শুধু একটা জিনিস ...দেখলাম, ডানহাতে লিটল ফিঙ্গারটা নেই ... '
    --- ' হ্যাঁ হ্যাঁ ... বুঝেছি ... '
    --- ' বেশ কুইয়ার, না ? আচ্ছা ওটা কি ইনবর্ন না অ্যাক্সিডেন্টাল ? জাস্ট আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করছি ... '
    মোবাইল কয়েক মুহুর্ত নীরব রইল।
    --- ' হ্যালো হ্যালো ... আছেন ? '
    --- ' হ্যাঁ হ্যাঁ শুনছি ... বলুন। ওটা বলতে পারব না। জিজ্ঞেস করিনি ... ' বিক্রম নিয়োগী বললেন।
    --- ' ঠিক আছে ছাড়ছি এখন। আবার পরে কথা হবে ... '
    লাইন কেটে গেল। কলতান কল রেকর্ডার বন্ধ করে দিল।

    রাত্রে কুলচা কলতানকে বলল, ' কাল কি কোন এনগেজমেন্ট আছে ? '
    --- ' এনগেজমেন্ট তো অবশ্যই আছে। হাতে কেস রয়েছে। কেন রে ? '
    --- ' একটা সিনেমা দেখতে যেতাম। থাকগে, তোমার সময় নষ্ট হবে ... '
    --- ' সিনেমা ? এটা খারাপ বলিসনি। মাইন্ড রিল্যাক্স করারও দরকার আছে। ওতে এনার্জি বাড়ে। কোথায় যাবি ?'
    --- ' আইনক্সে। অনলাইনে টিকিট কাটছি ... '
    --- ' কটার শো ? '
    --- ' সাড়ে ছ'টায় বোধহয়। দেখে নিচ্ছি ... বক্সঅফিস হিট শুনছি ... '
    --- ' ওক্কে ... গুড গুড ... '

    কলতানের বাইকেই দুজনে আইনক্সে এসে পৌঁছল সন্ধে সওয়া ছ'টা নাগাদ। মাল্টিপ্লেক্সের সামনে বেশ লোকজন আছে। ভিতরে লোক ঢুকতে শুরু করেছে। কলতান আর কুলচা ভিতর দিকে এগোচ্ছিল। কলতান হঠাৎ কুলচার হাত ধরে টেনে নিয়ে এল একপাশে।
    --- ' এদিকে সরে আয় তো ... '
    কুলচা অবাক হয়ে বলল, ' কি হল ? '
    --- ' দাঁড়া দুটো ছবি নিয়ে নিই ...'
    পাকা হাতে তোলা দুটো ছবি চলে এল কলতানের মোবাইলে।
    কুলচা বলল, ' কার ছবি নিলে ? '
    --- ' ও তুই চিনবি না ... পরে বলব ... ছবির শেষে আরও দুটো ছবি নেওয়ার ইচ্ছে আছে ... '
    --- ' ও ... বুঝেছি। যেখানে তুমি সেখানেই মিস্ট্রি ... '
    --- ' নে ... চল এখন মুভি দেখি। শুনছি নাকি ব্লকবাস্টার হিট ... হেব্বি ঝাড়পিট আছে নিশ্চয়ই... এদিক ওদিক খেয়াল রাখিস ... '

    ( ক্রমশ )

    **********
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৮734416
  • প্রথম পর্ব থেকেই আপনার লেখা প'ড়ে আসছি। লেখা যেমন পরিণত তেমনই কিছুটা গভীরতা রয়েছে। ভাল লাগছে। ভাল লেখা পড়তে সবসময়ই ভাল লাগে। লিখে চলুন...! 
  • Anjan Banerjee | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫০734441
  • @শ্রীমল্লার বলছি 
         অনেক  ধন্যবাদ।  কলতান সিরিজের আরও অনেক গল্প  এখানেই পাবেন ।  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন