এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা - ২৭ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৩ নভেম্বর ২০২৫ | ২১ বার পঠিত
  •                         ( ২৭)  

    দেবপ্রভ, ঋতাভরী আর কলতান তিনজনই চুপচাপ বসে আছে।  কেউ কোন কথা বলছে না। 
    আসলে,  এই মুহুর্তে কোন নতুন কথা উঠে আসছে না।  কথা হয়ত তৈরি  হচ্ছে ভিতরে ভিতরে । বেশ গুমোট পরিবেশ।  কলতান তার মোবাইল খুলে কী একটা দেখতে লাগল মন দিয়ে ।  ঋতাভরী গালে হাত দিয়ে বসে কী ভাবছে। দেবপ্রভ একবার ভিতরে গেল।  বোধহয় টয়লেটে।  আবার ফিরেও এল।   প্রায় মিনিট সাতেক কাটল। 
    এবার যেটার জন্য কলতান অপেক্ষা  করছিল সেটা হল।  ডোরবেল বেজে উঠল। 
    কলতান দেবপ্রভর দিকে তাকিয়ে  বলল, ' কে এল দেখুন।  নাকি আমি দরজা খুলব ?  '
    দেবপ্রভ ঋতাভরীর দিকে তাকাল।  ঋতাভরী বলল, ' আমি খুলছি...  '

      অম্লান মিত্র আর সৌরভ কাবাসি ঘরে ঢুকল । 
    দেবপ্রভ দাঁড়িয়ে উঠল ঝট করে। 
    ----- ' আরে, ডক্টর অম্লান মিত্র যে ... হোয়াট আ প্লেজ্যান্ট সারপ্রাইজ !  হঠাৎ কী মনে করে ? ব'স ব'স...  '
    কলতান সৌরভ কাবাসিকে বলল, ' আপনি বসুন...  '
    সে ভদ্রলোক ' হ্যাঁ,  এই যে...  ',  বলে নির্বিকার ভঙ্গীতে একটা চেয়ারে বসল। সৌরভ  কাবাসি মনে হচ্ছে একটু অন্য ধাতুতে গড়া।  ঘটনার গভীরতা এবং ঝুঁকির ব্যাপার সম্বন্ধে আন্দাজ আছে নিশ্চয়ই।  কিন্তু ভাব ভঙ্গীতে কোন জড়সড় ভাব নেই । অম্লান কলতানের পাশে বসল। 
    দেবপ্রভ বলল, ' তারপর বল অম্লান...  আর কী খবর...  প্রসেনজিতের সঙ্গে এর মধ্যে আর  দেখা হয়েছিল নাকি ?  '
    অম্লান মিত্র সংক্ষিপ্ত উত্তর দিলেন,  ' না না...  ' 
    ---- ' সেদিন সব ঠিকমতো হয়েছিল তো ?  ঠিকমতো দেখতে পারিনি...  '
    ----- ' আমি কিন্তু সব দেখেছি...  '
    ঋতাভরী উঁচু গলায়  বলে উঠল,  ' কী কী...  কী দেখেছেন ? '
    অম্লান অম্লানবদনে বলল, ' দেখলাম যে তোমরা  তলিয়ে গেছ।   আমি বেশি কথা বলতে চাই না।  পুরোটাই ভিডিও করেছি আমি।  তোমরা এত বিজি ছিলে আমাকে একেবারেই খেয়াল করনি... '
    ----- ' পুরোটাই ভিডিও করেছিস ?  দিলি না তো...  '
    দেবপ্রভ বলল। 
    ----- ' আরে,  মোবাইলে করা ভিডিও।  মিস্টার  গুপ্তকে পাঠিয়েছি।  পেয়েছেন তো মিস্টার গুপ্ত ?  '
    ----- ' হ্যাঁ...  পেয়েছি।  সবই আপনার নিজের চোখে দেখা তো ? '
    ----- ' সে তো বটেই ।  নিজের চোখে না দেখলে ছবি তুললাম কী করে ?'
    ----- ' না ডক্টর  মিত্র প্রোটোকলওয়াইজ এটা ইনকারেক্ট।  কোন ঘটনার আই উইটনেস না হলেও  অন্য কারও ট্রান্সফার করা ছবি বা ভিডিও আপনার মোবাইলে  থাকতে পারে...  '
    অম্লানবাবু বললেন,  ' হ্যাঁ তা ঠিক,  টেকনিক্যালি। 
    তবে এ ছবি আমার নিজেরই তোলা ।  অ্যাকচুয়ালি আমি জাস্ট সেরিমনিটার ভিডিও করছিলাম মোবাইলে ।  কোন এভিডেন্স কালেকশানের উদ্দেশ্যে অবশ্যই নয়।  আমি এসব জানবই বা কী করে । দেখলাম,  অমৃতাংশুর বিদেশি স্ত্রী তার কাঁধের ব্যাগ থেকে বার করে একটা ফরেন লিকারের বটল বার করে দেবপ্রভর হাতে দিল।  ঋতাভরী সেটা দেবপ্রভর কাছ থেকে চেয়ে নিল।  তারপর হাতের ইশারায় তাকে আশ্বস্ত করে বটলটা নিয়ে চলে গেল । ওরা জানল না কিন্তু ছবিটা চলে এল আমার মোবাইলে । শুধু  ওরা কেন, কেউই  জানল না।  নিশ্চয়ই দেখে নিয়েছেন ছবিটা একদম ক্লিয়ার এসেছে । পরিষ্কার বোঝা যাচ্ছে জার্মান লিকারের বোতল।  শেপ এবং সাইজে রয়্যাল স্ট্যাগ, ব্যাগপাইপার থেকে
    আলাদা । এর বেশি আমি কিছু বলতে পারব না। 
    আর কিছু  জানি না...  '
    ----- ' ঠিক আছে ডক্টর মিত্র। ইট শুড বি এনাফ।  থ্যাঙ্ক ইউ সো মাচ  স্যার...  '
    ----- ' নট মেনশান মিস্টার গুপ্ত।  বিবেক বলে তো একটা বস্তু  আছে।  সেই তাগিদেই... আপনার মুখে  সব শুনে আই ওয়াজ আটারলি স্টানড...  দেবপ্রভর যে এরকম ট্রান্সফরমেশান হয়েছে, আই জাস্ট কান্ট ইমাজিন । দেয়ার মাস্ট হ্যাভ সাম আদার ইনফ্লুয়েন্স ওয়ার্কড অন হিম...  '
    ----- ' ইয়েস ইটস মোস্ট লাইকলি টু বি সো।  মে বি ইটস হিজ লাইফ পার্টনার...  ' কলতান বলল। 
    অম্লানবাবু মুখ ঘুরিয়ে ঋতাভরীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ।  ঋতাভরীও শান্ত কিন্তু বেপরোয়া চোখে অম্লান মিত্রের চোখের  দিকে তাকিয়ে রইল । 
    ঋতাভরী বলল, ' এসব মিনিংলেস  আনসাবস্ট্যানশিয়াল কথা বলবার জন্য আপনি কাজকর্ম ফেলে এখানে এসে পড়লেন। হ্যাভ ইউ গন ম্যাড ?  আপনার মোবাইলের  ভিডিও দিয়ে আপনি কী প্রমাণ করতে চান? '   
    অম্লান মিত্র কিছু বলবার আগে কলতানের জবাব এল,  ' চিন্তা করছেন কেন ....  প্রমাণ অবশ্যই আসবে। নেক্সট  পার্টে।   এই যে সৌরভবাবু বসে আছেন এনার অংশে।  নিন শুরু করুন সৌরভ...  '
    দেবপ্রভ ভ্রু কুঁচকে বলল, ' এ আবার কে ?  ' 
    ----- ' সেকি!  ভুলে গেলেন ?  বেশি দিন তো হয়নি।  আপনার গেস্টদের এত সেবা করল আপনাদের বিবাহবার্ষিকীর দিন....  '
    দেবপ্রভ ভ্রু ওপরে তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল কলতানের দিকে। 
    ----- ' আরে...  বিচিত্রা ক্যাটারারের কর্মী ।  সেদিন
    ড্রিংক সার্ভ করার দায়িত্বে ছিলেন...  তাই তো সৌরভবাবু ?  '
    সৌরভ মাথা নেড়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ' ইয়েস...  মানে ইয়ে...  হ্যাঁ স্যার...  '
    কলতান দেবপ্রভকে বলল, ' হল ?  ব্যাপার হচ্ছে ইনি সব দেখে ফেলেছেন...  '
    ----- ' কিরকম ?',   দেবপ্রভ দুই  হাঁটুতে হাত রেখে সোজা হয়ে বসল। 
    কলতান সৌরভকে বলল, ' হ্যাঁ হ্যাঁ...  আপনি বলুন তো ভাই...  কিছু লুকোবেন না...  '
    ----- ' না স্যার...  লুকোব কেন ? কী আর হবে।  সেদিন আমি পিছনের ব্যালকনিতে,  আমাদের  ক'টা ট্রে ছিল...  বুইলেন তো,  সেগুলো আনতে পিছনের ব্যালকনিতে গিয়েছিলাম।  ওখানে একদম ফাঁকা,  কেউ নেই ... সব  লোকজন এদিকে...  বুইলেন তো...  '
    সৌরভ কাবাসি তার নিজস্ব কথন ঢঙে বলে যেতে লাগল।
    '....  আমি চুপচাপ এক ছাইডে দাঁড়িয়ে থাকলাম। 
    ভাবলাম...  ওনারে ডিসটাপ  করে কাজ নেই ওনার কাজটা হয়ে গেলে তারপর নয়  আমি যাব'খনে...  বুইলেন কিনা...  সে যা হোক, আমি  ডান পাশের দিক থেকে  এসপস্টো দেখতে পাচ্ছি এই দিদিমনি লম্বা সরু মতো একটা বোতলের মধ্যে ...  ম্যানেজার মানিকবাবু পরে আমাকে  বলেছিল , ওটা নাকি জার্মান মদের বোতল।  সে  যাক, বোতলের মদে কী একটা মিশিয়ে দিলেন ম্যাডাম ।  তারপর ছিপিটা আবার এঁটে দিলেন। হাতের ট্যাবলেটের মোড়কের মতো জিনিসটা ওখানেই ফেলে দিলেন... '
    কলতান ঋতাভরীর দিকে তাকিয়ে বলে উঠল,  ' হিমালয়ান ব্লান্ডার...  ' 
    ----- ' অ্যাঁ...  আমাকে কিছু বললেন নাকি?  '
    ---- ' না না...  সৌরভ  ভাই...  তুমি বল...  '
    ----- হ্যাঁ... যা বলছিলাম...  আমার হঠাৎ  কী মনে হল...  আমি ওটা তুলে নিলাম....  '
    বলে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ট্যাবলেটের খালি  স্ট্রিপের মতো একটা জিনিস বার করে এনে কলতানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ' এই যে...  '
    কলতান ওটা নিয়ে বলল, ' থ্যাঙ্ক ইউ ভাই ...  '
    দেবপ্রভর দিকে তাকিয়ে বলল, ' আপনারা  তো সবই জানেন ...  বলে দিন না এটা আসলে  কী,   তা'লে আর আমাকে খাটতে হয় না। অ্যান্টি কার্ডিও কোন এজেন্ট হবে নিশ্চয়ই। ধীরে ধীরে কাজ করে।   নইলে অমৃতাংশুর হার্ট  ফেলিওর হল কী করে।  আর ম্যাডাম...  আপনি  এত বুূ্দ্ধিমতী হয়ে এত বড় একটা ভুল করলেন !  বোধহয় অতিরিক্ত  উত্তেজিত হয়ে পড়েছিলেন...  এক্সট্রা অ্যাড্রিনালিন সিক্রেশনের ব্যাপার মনে হয়।  যাই হোক,  ওয়াইনটা  আর কাউকে না দিয়ে আলাদা করে উইথ স্পেশাল কেয়ার অমৃতাংশুবাবুকে সার্ভ করলেন।  ওয়াইনের গ্লাস অবশ্য অমৃতাংশু মিত্রর হাতে ধরিয়ে দিলেন তার বেটার হাফ ইলিনা স্নাইডারই ।   তিনি তো এখন ধরাছোঁয়ার বাইরে ।  হোয়াট আ পিটি !  ' 
    কিন্তু  ম্যাডাম তাড়াহুড়োয় আপনি এখানেও  একটা ভুল করে ফেললেন ।  একটু খেয়াল করা উচিৎ ছিল কারও চোখ কৌতূহলবশত আপনাকে ফলো করছে কিনা,  মোবাইল ক্যামেরা তাক করে রেখেছে কিনা, অবচেতনে কোন একটা সূক্ষ্ম সংশয়বশতঃ।  যেমন এই ভদ্রলোকের হল আর   কি...  ',  নিশ্চিন্ত ভঙ্গীতে বসে থাকা সৌরভ  কাবাসিকে দেখাল কলতান। 
    ঋতাভরী  হঠাৎ ঝাঁঝিয়ে উঠে বলল,  ' দূর মশাই...  থামুন তো...  দু পয়সার টিকটিকি ক্যাদ্দানি দেখাতে এসেছে ...  '
    সৌরভ কাবাসির দিকে আগুন ঝলসানো চোখে  তাকিয়ে বলল, ' এই শালা... তোর জানের ভয় নেই  নাকি...  জানিস কোথায়  হাত লাগাচ্ছিস ?  '
    সৌরভ তার অভিনব হাড় জ্বালানো ভঙ্গীতে দাঁত  বার করে  বলল, ' না...  তা ঠিক জানি না।  আমি কি করে জানব বলুন।  তবে, ভয় ডর বিশেষ নেই আমার...  আগে পিছে কেউ নেই তো।  একদম একা... সেই শহীদ ক্ষুদিরাম,  বুইলেন তো...  তাছাড়া,  এই ছ্যার তো আছে...  ' 
    ----- ' ছ্যার তোকে কিরকম বাঁচায় দেখব...  তুই  খুব শীগগির খরচা হয়ে যাবি রে বাস্টার্ড...  '
    কলতান  বলল, ' একটু  সামলে বললে আপনার ভাল হত ম্যাডাম।  মোবাইলে ভয়েস রেকর্ডার অন করা আছে ...  সব কোর্টে প্রোডিউসড হবে...  '
    ডাক্তার অম্লান মিত্র সব দেখে শুনে স্তম্ভিত হয়ে হাঁ করে তাকিয়ে রইলেন। 
    বললেন, ' ওহ্ ... অ্যাবসোলিউটলি  নাইটমেয়ারিশ...  গ্রুসাম !  '
    দেবপ্রভ এতক্ষণ চুপচাপ বসে ছিল।  সে হঠাৎ দাঁড়িয়ে  উঠল।
    ঋতাভরীকে বলল, ' ফোন লাগাও...  ফোন লাগাও  তাড়াতাড়ি।    তারপর দেখছি কে কত বড় ওস্তাদ ...  '
    অম্লানবাবু বললেন, ' ছি ছি ছি...  হাইলি অ্যাবোমিনেবল ... ইশশ্...  দেবপ্রভ ...  হোয়াট এ ডাউনফল...  '
    কলতান তার মোবাইল থেকে তাড়াতাড়ি একটা মিসকল দিল  কালো সানহ্যাট পরা অফিসারকে।  

      ( ক্রমশ) 

    ******************★★★★★★★★**********
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন