এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা - ২৬ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৫ নভেম্বর ২০২৫ | ১৬ বার পঠিত
  •                        (২৬ ) 

    কলতান দেবপ্রভর দিকে তাকিয়ে বলল, ' মিস্টার রাহা, আপনি নিশ্চয়ই ভাবছেন  আমি এত কথা জানলাম কি করে...  '
    দেবপ্রভ সোফায় হেলান দিয়ে ধূমায়িত  সিগারেট হাতে নিয়ে নিষ্পলকে দুর্বোধ্য দৃষ্টিতে কলতানের দিকে তাকিয়ে রইল ।  সিগারেটের ছাই ক্রমশ লম্বা হতে হতে টুপ করে খসে পড়ল তার কোলের পাশে।  তার কোন খেয়াল আছে বলে মনে হচ্ছে না। কলতান ভাবল, হয় কোন অবসেসিভ ডিসঅর্ডার সেট ইন করেছে আর নয়ত এ ব্যাটা মহা ধুরন্ধর খেলোয়াড় ।  
    সে বলল, ' আপনাদের স্বচ্ছলতা কিছু কম নয়। রাজারহাটে আট কাঠা জমি আছে আপনাদের।  কি...  তাই  তো ? বোধহয়  আপনাদের মাননীয় বসের বদান্যতায় ফোকটে,  মানে মাগনায় পাওয়া।  ভুল হলে ধরিয়ে দেবেন কিন্তু।  একদম রেজিষ্ট্রেশন দপ্তরের খবর এসব...  হাঃ হাঃ।  সবাই  জানে সব,  কিন্তু  কারও  কিছু করার ক্ষমতা নেই।  তবু আপনারা এত লোভী যে অমৃতাংশুবাবুদের ফ্ল্যাটের পাওয়ার অফ অ্যাটর্নি টাও নিজের নামে  করে নিয়েছেন।  কাগজটা আপনার কাছেই  আছে । আমি  সার্চিং করিয়েছি বিশ্বস্ত লোককে দিয়ে।  অমৃতাংশুরা না সরলে তো ফ্ল্যাটের মালিকানা পাওয়া যাবে না।  তাই  আপনারা স্বামী স্ত্রী  বোধহয় লাগাতার  পরিকল্পনা চালিয়ে যাচ্ছিলেন নিজেদের মধ্যে।  সামান্য একটা ফ্ল্যাটের জন্য এত লালসা !   আপনাদের  কম তো কিছু হয়নি এ ক'বছরে ।  সে যাই হোক,  ঘটনাক্রমে  অমৃতাংশুকে সরাবার একটা মওকা এসে গেল এর মধ্যে বিবাহবার্ষিকী পড়ে যাওয়ায়।   কিভাবে কী হল তা জানাবার মতো  সাক্ষী আছে।  ও ব্যাপারে আমি সাক্ষীসাবুদ যথাসময়ে পেশ করব।  চিন্তা করবেন না । 
    অমৃতাংশুর যা হোক একটা বন্দোবস্ত হল,  কিন্তু আপনারা মুশ্কিলে পড়ে গেলেন ইলিনাকে নিয়ে।  সে একজন ফরেনার।  ইন্টারন্যাশানাল কোর্ট প্রোব করলে ঘা শুকোন  মুশ্কিল হয়ে যাবে।  সে ব্যাপারে আপনাদের জ্ঞান টনটনে।  তবে তার চেয়েও গুরুতর ব্যাপার হল সে আপনাদের বিষাক্ত মাদকচক্রের একজন সদস্য।  তার ইন্টারন্যাশানাল কানেকশান আছে।   আশ্চর্যের ব্যাপার...   অমৃতাংশুবাবু তার এতটুকু আঁচ  পেলেন না ইলিনার  সঙ্গে অতদিন মেলামেশা করেও !   যাক, সেসব কথা বাদ দিন।  
    তবে মওকা আপনারা পেয়ে গেলেন।  সেটা অবশ্য দ্বিতীয় পর্বের গল্প । ওটাই  আসল গল্প।  বলব নিশ্চয়ই।  তবে তার আগে দলিল এবং  পাওয়ারের কোর্ট পেপারটা বার করুন।  আমার স্টোরিলাইনটা একটু মিলিয়ে নেব।  
    দেবপ্রভ সিগারেটটা অ্যাসট্রেতে গুঁজে দিতে লাগল মন দিয়ে।  গুঁজতে  গুঁজতে বলল, ' আপনাকে আমি রেশানাল মাইন্ডেড বলে জানতাম।  হঠাৎ এরকম উল্টোপাল্টা কথা বলতে আরম্ভ করলেন কেন ?  '
    ঋতাভরী হেসে বলল, ' এখন উনি নিশ্চয়ই খুব  জোভিয়াল মুডে আছেন। এটাও  তো দরকার।  সব সময়ে কি সিরিয়াস থাকতে কারও ভাল লাগে ?  ডিটেকটিভের জব এমনিতেই খুব টাফ...  '    
    ----- ' একদম ঠিক বলেছেন।  কোন তদন্তের জাল 
    যখন গুটিয়ে আসে,  তখন আমার এরকম রিফ্রেশড লাগে ।  আরও রিফ্রেশড লাগবে যখন আপনাদের ঠিক জায়গায় প্লেস করতে পারব...  ' 
    ----- ' ও আচ্ছা...  সেটা কিরকম ?  '
    ----- ' অম্লান মিত্র আর সৌরভ কাবাসি ...  '  
    ----- ' মানে ?  অম্লান তো আমার বন্ধু... ডাক্তার...  অ্যানাসথেটিস্ট,  টাটা মেডিক্যাল সেন্টারে আছে।  
    ----- ' এগ্জ্যাক্টলি ।  আপনাদের ম্যারেজ  অ্যানিভার্সারি পার্টিতে ইনভাইটেড গেস্ট ছিল। আর সৌরভ কাবাসি একজন মামুলি ব্যক্তি,  ক্যাটারিং কোম্পানি, যারা সেদিন আপনাদের এখানে ডিউটি করছিল,  তার একজন কর্মচারী ...'
    ---- ' ও ... তা আপনি এদের চিনলেন কী করে ? ' দেবপ্রভ বলল।   
    ----- ' আমি আর চিনব কী করে...  খুঁজে বার করে চেনা জানা করে নিতে হল আর কি ।  তাছাড়া উপায় কী ?  ক্লুটা অবশ্য নিজের অজান্তে আপনারই সাপ্লাই করা । ইনভাইটিদের নাম,  ফোন নাম্বার দিয়েছিলেন।  মনে আছে ? হোয়াটসঅ্যাপ মেসেজ...    এরকম ভুল করতে আছে ছ্যাঃ...   
     আর, খুঁজে বার করাটাই তো আমার  কাজ।   কিভাবে খুঁজে বার করলাম সেটা  পরে শোনাব।  এখন ওটা ইরেলিভেন্ট।  
    দুজনের মধ্যে স্ট্যাটাসে অনেক তফাৎ থাকলেও একটা ব্যাপারে কিন্তু কোন তফাৎ  নেই ।  দুজনেই সৎ মানুষ ।  সহযোগিতা করতে রাজি হয়েছেন...  ইটস ফেয়ার এনাফ।  না হলে বিস্তর কাঠখড় পোড়াতে হত।  কারন এখান থেকে তো কোন সিসি ক্যামেরা ফুটেজ পাওয়ার উপায় নেই ...  '  
    ঋতাভরী যেন কথাগুলো শুনেও শুনল না।  বলল, ' কী খাবেন,  চা না কফি ?  '
    দেবপ্রভ আর একটা সিগারেট ধরাল ।  বোধহয় কোন চাপ অনুভব  করছে।  
    'লেডি ম্যাকবেথ' কিন্তু  নিষ্কম্প রইল।  
    কলতান বলল, 'থ্যাঙ্ক ইউ সো মাচ।  দুটোই খেতে পারি,  আমার কাজের ভারটা আপনারা যদি একটু  হাল্কা করে দেন।  এখনও দ্বিতীয় পর্ব বাকি, বুঝতেই  তো পারছেন...  হাতে অনেক কাজ।  এটা শেষ না করে তো ওটায় হাত দিতে পারছি না...  একটু তাড়াতাড়ি করলে ভাল হয় ম্যাডাম।  ঝামেলা গন্ডগোল এসব আমার একদম ভাল লাগে না...  '
    ----- ' দেখুন...  এনাফ ইজ এনাফ...  যা বলবার ক্লিয়ারলি বলুন...  ন্যাকামি করবেন না...  ' ঋতাভরী গম্ভীরভাবে বলল ।  
    ----- ' এই তো খাঁটি কথা বলেছেন ।  ন্যাকামি জিনিসটা আমারও একদম পছন্দ নয়।  আপনারা 
    কনফেস করে ফেলুন...  নইলে আবার অন্য  ব্যবস্থা করতে হবে ।  সেটা খুব সম্মানজনক হবে কি ?  '
    ----- 'কী করবেন কী শুনি ? অওকত আছে তো ? ' ঋতাভরীর আওয়াজ এবার ঠিকরে বেরোল ।    ঋতাভরীর কথায় কলতানের কোন প্রতিক্রিয়া দেখা গেল না।  
    সে মোবাইলে কার যেন নম্বর ডায়াল করে বলল, ' গাড়িতে বসে আছে ?  নেমে ঘোরাঘুরি  করছে ?  
    হ্যাঁ...  কী বললেন...  ও আচ্ছা আচ্ছা...  অসুবিধে  নেই ।  হ্যাঁ পাঠান...  দুজনকেই ।  মেডিসিন অ্যাপ্লাই করে কাজ হল না।  সার্জারিই করতে হবে...  হ্যাঁ ওয়েট করছি...  '
    কলতান বলল, ' আপনাদের আর কষ্ট রইল না।  ওরা আসছে । আপনাদের কাজ ওরাই  করে দেবে...  '
    ----- ' কে...  আসছেটা কে ?  ' 
    ---- ' আপনাদেরই লোক...  আমার কেউ না।  অম্লান মিত্র আর সৌরভ কাবাসি...  ' 
    ঋতাভরী তীক্ষ্ণ গলায় তার স্বামীকে বলল, ' এই শোন....  মোবাইলটা দাও তো এদিকে ...  '  
    কলতান বলল, ' ফোন আপনি যাকে খুশি করতে পারেন।  আপনার লাইন কিন্তু আন্ডার ট্র্যাকার আছে।  সব রেকর্ড হয়ে যাবে...  '
    ঋতাভরী  বলল, ' আগুন নিয়ে খেলা করছেন কিন্তু ... কোন গর্তে হাত ঢোকাচ্ছেন জানেন না...'  

    কলতান হাসিমুখে ঠান্ডা গলায় বলল, ' জানি । জাত গোখরোর গর্তে।  আমি না জেনে কোন কাজ করি না ম্যাডাম...  ' 

       ( ক্রমশ)  

    ***********★★★★★★★★★★*************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন