এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা  - ২০ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৯ অক্টোবর ২০২৫ | ১৯ বার পঠিত
  •                             ( ২০)  

    অশ্বিনী একটু থতমত  খেয়ে কলতানের মুখের  দিকে তাকিয়ে রইল ।  
    ----- ' আঁ...   কী বললেন স্যার ? '
    ----- ' বলছি যে  ছাব্বিশে আগস্ট সন্ধেবেলায়,  এই ধর...  মোটামুটি ছটা থেকে আটটার মধ্যে তুমি কোথায় ছিলে ?   একটু ভালো করে মনে করে দেখ তো...  ' 
    ----- ' ও বাবা,  এ তো বহুৎ কঠিন সওয়াল করলেন স্যার।  আমার ইয়াদ্দাজ যদি এত জোরদার হত তাহলে কি আমি এখানে কাজ করতাম ? আমি আর কোথায় থাকব...  ওই লইয়ারের চেম্বারে ডিউটি করছিলাম নিশ্চয়ই...  আর কোথায় যাব? 
    ----- ' তাই ?  কিন্তু সেদিন তো মিস্টার নিয়োগীর চেম্বার বন্ধ ছিল।  ওনার এক শালার বিয়ের বৌভাত ছিল সেদিন।  বাড়িতে কেউই ছিল না ।  ফিরেছে রাত বারোটার পরে।  ভুল বলছি ?  ' 
    ----- না,  এটা তো ঠিকই  আছে । ডিটেকটিভরা কত কিছু জেনে ফেলে...    কী আশ্চর্য ! কী করে জানলেন আপনি ?  ভকিল সাবনে জরুর বোলা হোগা আপকো... ' 
    কলতান এ কথাটার কোন উত্তর দিল না।  
    বলতে থাকল, ' তুমি একা একা ওখানে আর কী  করবে? খুব বোর লাগছিল নিশ্চয়ই...  সেটাই  স্বাভাবিক...  এই সময়ে একটা মুভি টুভি দেখতে ইচ্ছা করে...  প্রায় সকলেরই করে... বেশ একটা এক্সাইটিং পিকচার দেখতে ইচ্ছা করে ...   তাই  না ?  '  
    ------ ' হাঁ,  কথাটা ভুল বলেননি।  কিন্তু আমার অত পয়সা কোথায় ?  এখন মুভি দেখার খরচ অনেক। মাল্টিপ্লেক্সে হলে তো আরও জ্যায়দা...  '
    ----- ' হ্যাঁ,  তা ঠিক।  তবে এমন কোন সাথী যদি  পাওয়া যায় যে টিকিট কাটার খরচটা বিয়ার করবে...  অন্য খরচও বিয়ার করতে পারে,  তাহলে তো প্রবলেম নেই ...  '
    ----- ' কী বলব স্যার...  আমি যদি অত খুশনসীব হতাম তা হলে তো আমার জিন্দেগী অন্যরকম হত। আমার ওরকম কোন সাথী নেই  স্যার...  '  
    ----- ' হমম্ তা অবশ্য ঠিক।  নসীব আপনা আপনা।  তুমি তাহলে উকিলবাবুর বাড়িতে তোমার ঘরেই ছিলে সেদিন ?  '
    ----- ' হাঁ,  তাছাড়া আর কোথায়....  '
    ----- আর তিরিশ তারিখে দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে তুমি কোথায় ছিলে কিছু মনে
     পড়ছে ? '
    ----- ' কী সব বলছেন স্যার...  বললাম না আমার ইয়াদ্দাজ অত তাগড়া না...  ঠিক আছে আপনি যখন বলছেন আমি মনে করার চেষ্টা করব...  কিন্তু এসব জিজ্ঞাসা করছেন কেন স্যার ?  এগুলো কি জানার কোন দরকার আছে ?  '
    ----- ' জানতে পারলে একটু সুবিধে হত...  '
    ----- ' কী সুবিধা স্যার ?  '
    ----- ' সেটা তুমি একটু ভেবে দেখ না...  ভাল করে ভাবলে নিশ্চয়ই  বুঝতে পারবে...  '
    অশ্বিনী সরল ভঙ্গীতে চোখ পিটপিট করতে লাগল কলতানের মুখের দিকে তাকিয়ে ।  বোধহয় কলতানের কথা বোঝার চেষ্টা করছে।  
    কলতান হঠাৎ বলল, ' এই যাঃ... তোমার তোয়ালে রুমালটা আনতে একদম ভুলে গেছি...  পরের বার আনতে ভুলব না,  কথা দিচ্ছি।  তোমার রুমাল তুমি অবশ্যই ফেরত পাবে...  '
    ----- ' ঠিক আছে স্যার...  আপনার কাছেই  তো আছে ।   ওটা নিয়ে ভাবছি না।  আমার ব্যাপারটা একটু দেখবেন স্যার...  ওই ওসি টা বহুৎ  হ্যারাস করছে...  
    কলতান এ কথাটার কোন উত্তর দিল না। 
    বলল, '  সময়টা ভালই কাটল,  কী বল.... এখন  আর সময় নেই হাতে... চল উঠি...  আবার ঠিক সময়ে দেখা হবে এবং কথা হবে।  চল...  ' 
    ------ ' আচ্ছা...  চলুন...  ' 
    অশ্বিনী বেঞ্চ থেকে উঠে পড়ল।  কিছুটা আনমনা ভঙ্গীতে বলল, ' চললাম স্যার...  গরীবের জন্য কেউ নেই বুঝতে পারছি...  '
    কলতান দেখল অশ্বিনী তেওয়ারি দেশবন্ধুর মূর্তির 
    সামনের গেটের দিকে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে তাকে পিছনে ফেলে...  '
    ফুরফুর করে খোলা হাওয়া আসছে কোথা থেকে।  কলতান ভাবল এই খোলা হাওয়ায় এই বিশাল  মাঠটা ঘিরে একপাক ঘুরে নিলে হয়... 

       রাত আটটার পর তমাল ঘোষ এল ।  ইলিনা  স্নাইডার সেনের গলায় আঙ্গুলের ছাপ থেকে মোবাইলের ছবি এবং টম্যাটো সসের মতো রক্তের ও মৃতদেহের গলায় জড়িয়ে থাকা চুলের ডি এন এ বিশ্লেষণ রিপোর্ট কলতানের হাতে তুলে দিল তমাল ঘোষ ।  ইঞ্জেকশনের সূচেরও একটা কেমিক্যাল রিপোর্টও পাওয়া গেল তমালের কাছ থেকে।  
    কোন রিপোর্টই খুলল না কলতান।  বলল, ' পরে দেখে নেব...  সময় করে...  এখন থাক।  তোমাকে আর একটু কষ্ট দেব তমাল...  '  
    ----- ' না না...  কোন ব্যাপার না কলতানদা।  এটাই তো আমার কাজ ।  বলুন না...  '
    ----- ' এই যে...  একটা তোয়ালে রুমাল,  একটা পাউডারের পাউচ আর একটা সিরিঞ্জ।  এগুলোর একটু কাটাছেঁড়া করে দিতে হবে দিন দুয়েকের মধ্যে...  '
    ----- ' হয়ে যাবে আশা করি ।  এটা দেখি দেখি...  কলতানদা...  '
    সাদা রঙের পলিথিনের পাউচটা হাতে নিয়ে চোখের সামনে এনে তীক্ষ্ণ চোখে ভিতরের সাদা গুঁড়োগুলোকে দেখতে লাগল অনেকক্ষণ ধরে।   
    বিড়বিড় করে বলল, ' মনে হচ্ছে ওটাই।  তবে কনফার্মড না হয়ে কিছু বলা ঠিক না...  '
    কথাটা কলতানের কানে গেল ।  
    সে বলল, ' আমারও মনে হচ্ছে ওটাই ।  কিন্তু কনফার্মড না হয়ে কাজে নামা ঠিক না ...  '
    তমাল জিনিসপত্র নিজের হেফাজতে সযত্নে গুছিয়ে নিয়ে এখান থেকে বেরল ন'টা নাগাদ।  হাতে সময় কম।  চা, কফি, ফ্রেঞ্চটোস্ট কিছুই  খেল না ।  ব্যস্তবাগীশ মানুষ সে।  

    পরের দিন বিকেলবেলা।  
    গোপেশ্বর হাজরাও অশ্বিনীর মতো ঠিক সময়ে হাজির হয়েছে ।  সিটি সেন্টারের সামনের দিকে   একপাশে পায়চারি করছিল ।  বেশ অস্থির এবং উদ্বিগ্ন  একটা ভাব ফুটে উঠছে তার চোখমুখে ।   লোকজনের আড়ালে কেমন যেন লুকিয়ে নিয়ে বেড়াচ্ছে নিজেকে। ভীত দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে,  মনে হয় কলতানের আগমনের আশায়।  মোবাইল বার করে দুবার সময় দেখল গোপেশ্বর ।  জ্বালানী গরম পড়েছে আজকে।  সে বারবার ঘাম মুছছে রুমাল দিয়ে।  রুমালটা হাতেই রেখে  দিয়েছে গোল্লা পাকিয়ে।  
     পিছন থেকে কে ডাকল,  ' গোপেশ্বর ...  ' 
    চমকে উঠে পিছন ফিরে দেখে কলতান দাঁড়িয়ে আছে।  
    ---- ' কি হয়েছে কী...  এত ঘামছ কেন? ....  এস এস এদিকে এস.... '
    গোপেশ্বর বিভ্রান্ত ভঙ্গীতে বলল,  ' কোথায় ? '
    ----- ' কোথাও না,  এই পিছন দিকে একটু ফাঁকা জায়গায় যাই ...  '

      কলতানের সঙ্গে ফাঁকা জায়গায় সরে এসে গোপেশ্বর আর একবার মুখের ঘাম মুছে নিল।   
     কলতান তার পিঠে হাত রেখে বলল, ' চল ওখানে...  কোল্ড ড্রিংকস খাই ।  বড্ড গরম...না ? '
    ----- ' তা...  চলেন।  বলছিলাম যে...  '
    ---- ' হ্যাঁ...  বলবে বলবে...  অত তাড়াহুড়োর কি আছে ?  আমি তো এসেই পড়েছি...  '
    কলতান দুটো ঠান্ডা পানীয়ের বোতল নিয়ে একটা 
    গোপেশ্বরকে দিল।  
    ----- ' নাও খাও...  ' কলতান আবার গোপেশ্বরের পিঠে হাত রাখল।  কলতান স্ট্র দিয়ে বোতলের ঠান্ডা পানীয় টানতে টানতে নির্বিকারভাবে বলল, ' ফোনে থ্রেট কল আসছে...  তাই  তো ?  ' 
    ----- ' অ্যাঁ,  মানে...  ওই... কি করে জানলেন ?  ' 
    ----- ' মানে,  ধমকি দিচ্ছে...  ভয় দেখাচ্ছে...  তাই তো ?  ঠিক আছে,  খেয়ে নাও খেয়ে নাও আগে।  তাড়াহুড়োর কিছু নেই... '
    ----- ' কী যে বলব...  ' গোপেশ্বর ক্ষীণকণ্ঠে  বলল।  
    ----- ' ঠিক আছে আমি বলছি।  সেই  সেদিন আমার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই,  মানে মোবাইলের সেই  রাত একটা ছাপ্পান্ন মিনিটের ছবিটা আমার মোবাইলে পাঠানোর পর থেকে অজানা নম্বর থেকে ফোন পাচ্ছ।  তাই  না ?  '
    ---- ' হ্যাঁ,  কিন্তু...  আপনি কি করে জানলেন ?  '
    ---- ' অত এখন বোঝানো যাবে না।  পরে বুঝবে।  তবে মনে হয়,  আসল ব্যাপার হচ্ছে...  সেদিন রাতে ওই পঁয়ষট্টি চুরাশি নম্বরের  নীল রঙের  হুন্ডাই গাড়ি, ইলিনা ম্যাডাম যেটায় গিয়ে উঠলেন,  
    তুমি যে তার ছবি তুললে সেটা কেউ  দেখে ফেলেছিল ।  বুঝতে পারছি এদের নেটওয়ার্ক খুব স্ট্রং।   অন্তত ইলিনা ম্যাডাম তো নিশ্চয়ই খেয়াল করেছিলেন তোমার কীর্তি ... কি, তাই  তো ?  '  
    গোপেশ্বরের বাক্যি হরে গেল।  সে কলতানের মুখের দিকে তাকিয়ে রইল ।  
    বিভ্রান্ত স্বরে বলল, ' তা জানিনা ...  ' 
    কলতানই বলতে লাগল ---- ' যাক, আমাকে কল  ডিটেইলটা দাও।  অবশ্য কোন লাভ হবে বলে মনে হয় না।  ট্র্যাক করে এ রাজ্যের, এমনকি এ দেশের 
    কোন টাওয়ার পাবার সম্ভাবনা কম।  এটা অবশ্য আমার অনুমান...  '
    গোপেশ্বর বলল, ' ও...  কী হবে তা'লে?  ' 
    ----- ' কিছুই  হবে না।  তোমার কোন ব্যাপারে অসুবিধা বা সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে।  কিন্তু  এই কথাগুলো  বলার জন্য আমাকে এত দূরে ডাকলে  কেন ? আমাকে ওখানেই ডাকতে পারতে ...  '  
    ----- ' ভাবলাম আপনার সুবিধা হবে।  কিন্তু আমাকে যে কিছুই বলতে হবে না,  সবই যে আপনি বলবেন সেটা বুঝতে পারিনি...  ' 
    ----- ' ঠিক আছে, বাইকে ব'স এখন...  '   
       
     ( ক্রমশ) 

    ***************************★★★★★★★★
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন