এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা  - ১৪

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৮ অক্টোবর ২০২৫ | ১৬১ বার পঠিত
  • ( ১৪ )

    তমাল ঘোষ সন্ধে সাড়ে সাতটা নাগাদ এল। কলতান তাকে রক্ত, চুল এবং ঘরে কুড়িয়ে পাওয়া ইঞ্জেকশানের ছূঁচ হস্তান্তর করল।
    বলল, ' তুমি সময় নিতে পার, কিন্তু ডিটেকশানটা যেন অ্যাবসোলিউটলি ফুলপ্রুফ হয়। এটা বললাম বলে কিছু মনে ক'র না... '
    --- ' আরে না না ... আপনার কথায় আমি কিছু মনে করব, ভাবলেন কি করে ? নিশ্চিন্ত থাকতে পারেন আমি আমার টু হানড্রেড পারসেন্ট দেব... শুধু ডি এন এ ম্যাচিং তো ? '
    --- ' হ্যাঁ। তাছাড়া একটা ছবি আছে ... এটাও দেখতে হবে ... '
    --- ' ছবি ? '
    --- ' হ্যাঁ এই যে... ছবি দুটো তোমাকে পাঠাচ্ছি। ভিক্টিমের গলার ছবি হু ডায়েড বাই অ্যাসিফিক্সিয়েশান। কালপ্রিটের ফিঙ্গার কনফিগারেশান অ্যানালিসিস চাই ... '
    --- ' ও আচ্ছা... বুঝতে পেরেছি। দেখি কি করতে পারি। হয়ে যাবে আশা করি... '
    --- ' আর একটা জিনিস দেখাচ্ছি। এই যে ... এই ছবি দুটো ট্যালি করতে হবে। তোমাকে পাঠাচ্ছি। প্রথম ছবিটা একটু ইনডিস্টিঙ্কট, তাই কনফার্মড হতে পারছি না... '
    তমাল ছবি দুটো অনেকক্ষণ দেখল। তারপর বলল, ' প্রথম ছবিটা ভাল আসেনি। গাড়িতে ড্রাইভারের পাশে একজনকে দেখা যাচ্ছে। সেকেন্ড ছবিটা বেশ ক্লিয়ার। এখানে একই গাড়িতে শুধু ড্রাইভারকে দেখা যাচ্ছে। ছবি দুটো নিলাম। দেখি স্ক্যানারে ফেলে ইমেজ রিট্রিভ করা যায় কিনা... '

    রাত নটার সময় রাতের খাওয়া সেরে নিল কলতান। ভাবল, কুলচাকে একটা ফোন লাগাই।
    কুলচা পরশুদিন মুম্বাই চলে যাবে। মেয়েটা এখন কি করছে কে জানে।
    কুলচা ফোন তুলে বলল, ' হাই... তানমামা, কি খবর বল... কেসটা প্রগ্রেস করেছে কিছু ? '
    --- ' অনুসন্ধান জারি আছে। কাল আবার একটা প্রোগ্রাম প্ল্যান করেছি। এখন দেখা যাক স্ট্রাইকটা ঠিকঠাক লাগে কিনা ... '
    কুলচা বিজ্ঞের মতো বলল, ' স্ট্রাইক রাইট পয়েন্টে হলে লাগবে না কেন ? '
    --- ' হমম্... সে তো বটেই... '
    কুলচা বলল, ' অবশ্য র‍্যানডম স্ট্রাইকও সামটাইমস প্রুভস এফেক্টিভ। তোমারই তো থিয়োরি, স্ট্রাইক এ পয়েন্ট অ্যান্ড ওয়াচ দা রিবাফ... '
    কলতান হেসে বলল, ' কথাটা মনে রেখেছিস দেখছি। এই না হলে অ্যাসিস্ট্যান্ট ... '
    --- ' তবে না তো কি। একটা কথা আমার খুব মনে হয়... '
    --- ' কী ? '
    --- হিউম্যান রিলেশানগলো ধোঁয়াশায় ঢাকা... '
    --- ' কিরকম কিরকম ? '
    --- ' কোন দুজনের মধ্যে আসল সম্পর্কটা বোধহয় বাইরে থেকে দেখে বোঝা যায় না... অ্যান অ্যাক্ট অফ ক্রাইম মাইট প্রিসিপিটেট ফ্রম দ্যাট রিলেশান ডিসঅর্ডার ... '
    কথাগুলো আচমকা তড়িৎচমকের মতো কলতানের মাথার মধ্যে দিয়ে বয়ে গেল।
    সে বলল, ' হঠাৎ এ কথাটা মাথায় এল কেন ? এটা কি জেনারেল পারসেপশান না কোন স্পেসিফিক অবসার্ভেশান ? '
    --- ' জেনারেল জেনারেল ... জেনারেল পারসেপশান ... '
    --- ' ওয়েল ওয়েল ওয়েল... এটা মাথায় রইল... '
    --- ' ফিলিং হাইলি অনারড... মিস্টার কলতান গুপ্তা ... '
    --- ' ওক্কে, ওখানে পৌঁছে ফোন করিস... '
    --- ' হ্যাঁ অবশ্যই। তুমিও আপডেট দিও টাইম টু টাইম ... '
    --- ' শিয়োর শিয়োর... '

    কুলচার ফোন ছেড়ে দিয়ে কলতান মোবাইলের ফটো গ্যালারি খুলে একটা ছবি বার করল। কুলচার সঙ্গে আইনক্সে সেই 'ঝাড়পিট '-এর মুভিটা দেখতে গিয়ে তোলা ছবি। ছবিটা অনেক লোকজনের ফাঁক দিয়ে তোলা হলেও একদম পরিষ্কার এসেছে।
    কলতান অনেকক্ষণ ধরে ছবিটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগল। একমনে ভাবতে ভাবতে ছবির মধ্যে দিয়ে আরও অনেক ছবি ফুটে উঠতে লাগল।

    পৌনে দশটা বাজল। ছবিটা দেখতে দেখতেই কলতানের ফোন বাজতে লাগল। অজানা নম্বর।
    কলতান একটু ইতস্তত করে বলল, ' হ্যাঁ... '
    ওদিক থেকে বিনয়মিশ্রিত আওয়াজ এল, ' মিস্টার গুপ্তা, বিক্রমজিৎ নিয়োগী বলছি। ডিসটার্ব করলাম নাকি ? আসলে এই সময়ে ছাড়া টাইম হয় না ... সারাদিন এত ব্যস্ত থাকি ... '
    --- ' না না... ডিসটার্বড হব কেন ? নো ইস্যু... নো ইস্যু... আপনি তো আর খোশগল্প করার জন্য ফোন করছেন না নিশ্চয়ই ... '
    --- ' না, তা না... '
    বলে উকিল সাহেব চুপ করে রইলেন।
    কলতান নাড়া দিল, ' হ্যাঁ, মিস্টার নিয়োগী বলুন, শুনছি... '
    --- ' ইয়েস... সরি। বলছি, কিছু চিন্তা ভাবনা করেছেন নাকি। একসঙ্গে জোড়া কেস... '
    --- ' চিন্তা ভাবনা করা ছাড়া উপায় কী ? কিন্তু আপনি কর্ডিয়ালি কোঅপারেট না করলে চিন্তা ভাবনা এগোবে কি করে ? '
    --- ' কি যে বলেন... আয়্যাম অলওয়েজ বিসাইড ইউ, বিলিভ মি... '
    --- ' কি করে ভরসা রাখব বলুন... এখনও পর্যন্ত না পেলাম অমৃতাংশুর পি এম রিপোর্টের কপি, না দেখতে পেলাম ডিডটা... '
    --- ' ওই কথাটাই বলতে যাচ্ছিলাম। দুটো হারামি হল ওই দেবপ্রভ আর ওসি টা, কি যেন নাম... মনোজ সাহা, এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ মিস্টার গুপ্তা বাট আই কান্ট হেল্প...। যাই হোক, পি এম রিপোর্টের কপিটা আমি সামহাউ ম্যানেজ করেছি ওই স্কাউন্ড্রেল ওসি টার কাছ থেকে। আর দলিলটা আমি শিয়োর, দেবপ্রভ রাহার কাছে আছে। আপনি একটু প্রেসার দিন, সুড়সুড় করে বের করে দেবে। এরা আপনার সাসপেক্ট লিস্টে আছে তো ? '
    --- ' সরি, সেটা এখনই ডিসক্লোজ করতে পারছি না... '
    --- ' ও আচ্ছা... নো প্রবলেম নো প্রবলেম... ইউ জাস্ট প্রসিড ইন ইয়োর ওন ওয়ে.... '
    কলতান এবার একটা অদ্ভুত প্রশ্ন করল, ' 'বিক্রমবাবু, কিছু যদি মনে না করেন... আপনার ক'টা গাড়ি ? '
    --- ' অ্যাঁ, কি বললেন... গাড়ি ? আমার মতো গরীব মানুষের আবার ক'টা গাড়ি থাকবে ? একটাই গাড়ি। কিন্তু কেন বলুন তো... '
    --- ' বলতে পারেন জাস্ট কিউরিওসিটি, আর কিছু না। আচ্ছা, গাড়ি কি আপনি নিজে ড্রাইভ করেন, না ড্রাইভার আছে ? '
    --- ' ড্রাইভ আমিও করি, ড্রাইভারও করে। কেন বলুন তো ? '
    --- ' না, এমনি জিজ্ঞেস করছি। জাস্ট আউট অফ কিউরিওসিটি। আসলে গাড়ির বিভিন্ন ব্র্যান্ডের ব্যাপারে আমার খুব আগ্রহ। আমি আমার চেনাজানা সব কার ওনারদের নানারকম কোয়্যারি করে থাকি। ডোন্ট মাইন্ড... '
    --- ' আরে না না... এতে মাইন্ড করার কী আছে ? বলুন না... '
    --- ' আপনি কোন গাড়ি ইউজ করছেন এখন?
    --- ' মারুতি জেন। ফুয়েল কনসাম্পশান বেশ কম... মাইলেজ ভাল... '
    --- ' ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, হুন্ডাই গাড়িটা কেমন? এ গাড়িটায় আমার খুব ইন্টারেস্ট। বেশ কস্টলি অবশ্য। একটা সেকেন্ড হ্যান্ডও যদি পেতাম... '
    --- ' কিনবেন? দ্যাটস ফাইন। বলেন তো খোঁজ করতে পারি। একজন জেনুইন সেকেন্ড হ্যান্ড কার ডিলারের সঙ্গে আমার পরিচয় আছে। বলেন তো যোগাযোগ করতে পারি... হুন্ডাই তো? '
    --- ' ঠিক আছে, দেখুন তো... '
    --- ' ঠিক আছে... '
    --- ' থ্যাঙ্ক ইউ মিস্টার নিয়োগী। ও হ্যাঁ... আপনার ওই এমপ্লয়ি, ওই যে সেদিন... গেট খুলে দিল... ফর্সা মতো, দাড়িওয়ালা... '
    --- ' হ্যাঁ হ্যাঁ অশ্বিনী... কি হয়েছে বলুন না... উল্টোপাল্টা কিছু করেছে নাকি ? '
    --- ' নট অ্যাট অল, নট অ্যাট অল। বলছি যে, অশ্বিনী কি ড্রাইভারি জানে? '
    সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রশ্ন। বিক্রমজিৎবাবু স্পষ্টতই একটু থতমত খেয়ে গেলেন।
    --- ' হ্যাঁ... আরে না না, ও ড্রাইভারি কি করে জানবে? ও গাড়ির স্টিয়ারিং-এ কোনদিন হাতই দেয়নি... কেন বলুন তো? '
    --- ' না, ও গাড়ি চালাতে জানলে, ওকে পার্ট টাইম কনট্র্যাক্টে নেওয়া যেত... '
    --- ' ও এই কথা ? ইউ নিডন'ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি আপনাকে পাকা ড্রাইভার দিয়ে দেব। আপনি গাড়িটা কিনুন আগে... ', উকিলবাবু কলতানকে আশ্বস্ত করলেন।
    কলতান বলল, ' পি এম রিপোর্টটা তা'লে... '
    --- ' ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যদি আমার চেম্বারে একটু কষ্ট করে... এসব ডকুমেন্ট তো কাউকে দিয়ে পাঠানো ঠিক না... '
    --- ' ওকে... ডান... '
    আরও দু তিন মিনিট কথাবার্তা চলার পর পরষ্পর ফোনের লাইন থেকে বিচ্ছিন্ন হল।
    কলতান রেকর্ডিং অফ করে দিল।

    প্রায় সাড়ে দশটা বাজে। কলতানের মোবাইলে আবার গুঞ্জন উঠল।
    দেবপ্রভ রাহার ফোন। কলতান শোবার তোড়জোড় করছিল। ফোন তুলল।
    --- ' মিস্টার গুপ্ত, অসময়ে বিরক্ত করলাম। ঠিক সময় হচ্ছিল না আর কি... '
    --- ' ঠিক আছে বলুন... সমস্যা নেই। দরকার আছে নিশ্চয়ই, নাহলে ফোন করবেন কেন ? '
    কলতান কল রেকর্ডার চালু করল।
    --- ' আপনি তো অমৃতাংশু ইলিনার কেসগুলো ইনভেস্টিগেট করছেন... তাই বলছি, শালা ওই উকিলটা একটা হিনাস এলিমেন্ট, একেবারে বাজে মাল... এটা আপনাকে বলব বলব করেও বলা হয়নি... ডিডটা যে ওর কাছেই আছে এটা একদম হানড্রেড পারসেন্ট শিয়োর... '
    কলতান চুপ করে থাকল। দেবপ্রভর পরের কথার জন্য অপেক্ষা করতে লাগল।
    কলতান শব্দহীন থাকায় দেবপ্রভ বলতে লাগল, ' হ্যালো... হ্যালো... মিস্টার গুপ্ত... '
    কলতান শান্ত গলায় বলল, ' হ্যা বলুন মিস্টার রাহা, শুনছি... '

    (ক্রমশ)

    ******
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন