এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা - ৯

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ৭০ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১
    ( ৯ )

    দুপুর বারোটায় কলতান নিউটাউনে ইলিনার ফ্ল্যাটে গিয়ে ইলিনাকে পেয়ে গেল।
    --- ' ওয়েলকাম মিস্টার গুপ্তা। আসুন আসুন... ভের‍ি সরি স্যার, ইউ গট টু গো ব্যাক দ্যাট ডে... '
    কলতান ভিতরে ঢুকে ঘরে এসে বসল।
    --- ' না না ... ঠিক আছে, বাইরে যাবার দরকার তো হতেই পারে। যার সঙ্গে গিয়েছিলেন তিনি কি আপনার ফ্রেন্ড ? '
    --- ' ফ্রেন্ড ... তা বলতে পারেন। ইন ফ্যাক্ট আই হ্যাড হ্যাপেনড টু মিট হিম আ কাপল অফ টাইমস ইন জার্মান কনসুলেট হোয়েেন আই ওয়েন্ট দেয়ার ফর দিস ইসু... '
    --- ' হুইচ ইসু ম্যাম ... এই পুলিশ কেসের ব্যাপারে কি ? '
    --- ' হা, সেটাই। হোয়াট এলস ইট কুড বি ? '
    --- ' নেভার মাইন্ড ম্যাম... ওক্কে। বুঝতে পেরেছি। অ্যান্ড হি মাস্ট বি ইয়োর কমপ্যাট্রিয়ট, মানে একজন জার্মান ? '
    --- ' সার্টেনলি ইয়েস ... '
    --- ' ওদের সঙ্গে তো আপনার কমিউনিকেশান হয়েছে, দেন হোয়াই ডোন্ট দে হেলপ ইউ গেট আউট অফ দিস প্লাইট ? '
    --- ' প্লাইট ... পুলিশ হ্যারাসমেন্টের কথা বলছেন ? '
    --- ' হ্যাঁ, সেটাই ... '
    --- ' লুক, মিস্টার গুপ্তা... আমি আপনাকে আগেও বলেছি জার্মান কনসুলেট কিছু করতে পারবে না পুলিশ যতক্ষণ না ক্লিনচিট দিচ্ছে... '
    --- ' ইটস সো ফানি। এটা ডিম আগে না মুরগী আগের মতো ফ্যালাসি হয়ে গেল। পুলিশ যদি ক্লিনচিটই দিয়ে দেয় তাহলে আর তাদের সাপোর্টের দরকার কি ? '
    ইলিনা হতাশ ভঙ্গীতে হাত উল্টে বলল, ' হোয়াট ক্যান আই সে... জাস্ট রেকন ... '
    --- ' তাই তো ... বেল ইজ বাই এনি মিনস নট অ্যাকুইটাল। জামিন পাওয়া মানে তো ছাড়া পাওয়া নয়। তবে, চিন্তা করবেন না... আমাকে যখন ডেকে এনেছেন একটা হেস্তনেস্ত হবেই। হয় এসপার, নয় ওসপার ... ডোন্ট ব্রুড... '
    ইলিনা বোধহয় পরিষ্কার করে বুঝতে পারল না কথাগুলো। তার দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখে কলতান তর্জমা করল --- ' আইউ'ল লিভ নো স্টোন আনটার্নড টু গেট ইউ ফ্রি... ডোন্ট ওয়ারি ... '
    --- ' ওহ ইয়েস ... আই হ্যাভ কমপ্লিট ফেথ ইন ইউ স্যার... আই নো, ইউ ওন্ট লেট মি ডাউন এনিওয়ে ... '
    --- ' আপনি আমার সঙ্গে একটু কোঅপারেট করুন টু লেট মি গো অন উইথ দিস... '
    --- ' ইয়েস, অফ কোর্স ... সে... '
    --- ' আপনি এ দু দিন কোথায় ছিলেন বলতে পারবেন ? আই মিন এগজ্যাক্ট লোকেশানটা... বলতে পারবেন ? '
    --- ' জায়গাটার নাম শুনলাম নিউ আলিপুর। রাস্তার নাম জিজ্ঞাসা করা হয়নি। বলতে পারব না।
    --- ' ওটা কে বলল আপনাকে ? '
    --- ' দ্যাট আই কানট ক্লিয়ারলি রিমেমবার দিস মোমেন্ট। পারহ্যাপস ইটস জেরার্ড হু টোল্ড দিস... '
    --- ' জেরার্ড কে, আপনার ওই বন্ধু ? '
    --- ' ওয়াজ দেয়ার এনিওয়ান এলস দেয়ার ? '
    --- ' ইয়েস, আই ফেল্ট লাইক দ্যাট বাট নোবডি কেম টু মিট মি এনিটাইম ... '
    --- ' আচ্ছা, ঠিক আছে, লিভ ইট ম্যাডাম... আমি একটা অন্য কথা জিজ্ঞাসা করছি। এভরিথিং হোয়াট আই আয়্যাম আস্কিং হ্যাজ সামথিং টু ডু উইথ ইয়োর কেস...
    --- ' নো প্রবলেম, বলুন না ... আয়াম সো কনসার্নড উইথ দা সিচুয়েশান আয়াম ইন... প্লীজ হেল্প মি আউট ... '
    --- ' ম্যাডাম, একটা কথা একটু মনে করে বলুন তো সেদিন দেবপ্রভর পার্টি থেকে আপনারা বাড়ি ফিরে কোন ড্রিংকস নিয়েছিলেন ? '
    --- ' নো ওয়ে স্যার ... কোন কোয়েশ্চেনই নেই। ফুড ড্রিংকস কিছু নিইনি ... '
    --- ' ওক্কে আন্ডারস্টুড ... অলরাইট ম্যাম ... '
    বলে কলতান একটু চুপ করে বসে রইল। কি একটা চিন্তা করতে লাগল। ইলিনা একবার 'জাস্ট আ মিনিট' বলে ভিতরে গেল। মিনিট দুই পরে ফিরে এল। এসে বলল, ' চা না কফি নেবেন ?'
    --- ' কিছু না ম্যাডাম... আমার কোথাও কিছু খাওয়া বারণ... '
    --- ' হোয়াই স্যার? '
    --- ' ওটা কেসটা শেষ হওয়ার পর বলব... '
    বলে আবার একটু চুপ করে রইল কলতান।
    ইলিনা বলল, ' হোয়ার আর ইউ লস্ট মিস্টার গুপ্তা ? প্লীজ কাম ব্যাক... হাঃ হাঃ হাঃ ... '
    --- ' ও ইয়েস সরি ... আর একটা কথা ম্যাডাম... আপনার লইয়ারকে আপনার কেমন লোক মনে হয় ? ' কলতান আচমকা জিজ্ঞাসা করল।
    --- ' কে, লইয়ার ... মানে মিস্টার নিয়োগী ? আমি তো আগেই বলেছি, আই কান্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড হিম। হি ইজ আ বিট ফাজি ... '
    --- ' তার পেমেন্টে কোন ইরেগুলারিটি নেই তো? '
    --- ' নো নো, আই পে হিম অন এভরি হিয়ারিং ডে রেগুলারলি, আদার এক্সট্রা এক্সপেনডিচারস অ্যাপার্ট ... '
    --- ' আপনি কি এখন পর্যন্ত তার পারফরমেন্সে স্যাটিসফায়েড ? '
    ইলিনা চুপ করে রইলেন কয়েক সেকেন্ড। তারপর বললেন, ' সরি.... আই ডোন্ট নো হোয়াট টু সে ... কুডন'ট কালেক্ট দা ফরেন্সিক রিপোর্ট স্টিল নাউ... হোয়াট টু সে ? '
    --- ' আপনি লইয়ার চেঞ্জ করছেন না কেন ? '
    --- ' আই অ্যাম নট কোয়াইট প্রাকটিসড টু দিজ সর্ট অফ থিংগস ইউ নো। আই অ্যাম রিয়েলি ইন আ ফিক্স মিস্টার গুপ্তা ... '
    --- ' আপনি যদি চান আমি আপনাকে হেল্প করতে পারি... কমপিটেন্ট অ্যান্ড সিনসিয়ার লইয়ার আছে। প্রসিজার নিয়ে চিন্তা করবেন না। রেসপনসিবিলিটি ইজ মাইন ... '
    --- ' কিন্তু দেবপ্রভ কিছু মাইন্ড করতে পারে ... আফটার অল হি টুক দা ইনিশিয়েটিভ টু টেক মি টু মিস্টার বিক্রমজিৎ নিয়োগী... '
    --- ' সো হোয়াট ? আপনার পারপাজ সার্ভড না হলে আপনি কেন এক জায়গায় স্টিক করে থাকবেন ? সামহাউ বেল ক্যানসেলড হয়ে গেলে
    ইউ উইল বি ইন আ ডিপ হোল... ডু ইউ রিয়ালাইজ ইট... '
    --- ' ইয়েস আই ডেফিনিটলি ডু মিস্টার কলটান... স্টিল গিভ মি সামটাইম টু ডিসাইড ইট, অ্যাট লিস্ট ওয়ান ডে... '
    --- ' ঠিক আছে ম্যাডাম ... বাট হোয়াটেভার ইউ ডু, ডু ইট উইদিন টুমরো... '
    --- ' ওয়েল, লেট মি ট্রাই মিস্টার গুপ্তা... '
    কলতান বলল, ' আর বেশিক্ষণ বদার করব না আপনাকে। ইটস সিম্পলি কোয়াইট ন্যাচারাল দ্যাট ইউ উইল ওয়ান্ট টু সি মি সাকসেসফুল উইথ দা রেসপনসিবিলিটি ইউ হ্যাভ এনট্রাস্টেড টু মি...'
    ইলিনা অবাক হয়ে তাকিয়ে কলতানের দিকে।
    কুন্ঠিত মুখে বলল, ' ইজ দেয়ার এনি প্রবলেম স্যার ? '
    কলতান হেসে ফেলল। বলল, ' প্রবলেম ? নাথিং লাইক দ্যাট ম্যাডাম। হোয়াট আই ওয়ান্ট টু সে ... দলিলটা, মানে ডিডটা তো দেখার দরকার মিসেস সেন। একটা ভ্যালিড ক্লু হয়ত পাওয়া যেত ওটা থেকে। ওটা তো আপনার কাছেই থাকার কথা। দেবপ্রভবাবু তো তাই বললেন... '
    --- ' মাইট বি। টিক আচে, আমি সার্চ করে দেখব ... অ্যাকচুয়ালি, আমি মেন্টালি এত ট্রমাটাইজড আছি যে... '
    --- ' নো প্রবলেম ... কিপ ইয়োর কুল অ্যান্ড চেক ইট আউট। আমার ওটা দেখার দরকার... '
    --- ' আই গেট ইয়োর পয়েন্ট রাইট মিস্টার গুপ্তা... আয়্যাম সার্টেনলি গোয়িং টু হ্যাভ আ গো... '
    --- ' ঠিক আছে মিসেস সেন আয়্যাম লিভিং নাউ... টেক কেয়ার ... '

    গেটের কাছে পৌঁছতে দেখা গেল গোপেশ্বর সাঁতরা এখন ডিউটিতে আছে। কিয়স্কে বসে ছিল। কলতানকে দেখে বেরিয়ে এল কোমরের বেল্টটা ঠিক করতে করতে। বত্রিশ পাটি দাঁত বার করে বলল, ' ভাল আছেন স্যার ? '
    --- ' হ্যাঁ হ্যাঁ... তুমি ভাল আছ তো ? '
    --- ' আমাদের আর থাকা আর না থাকা স্যার... ম্যাডামের কাছে গিয়েছিলেন নাকি ? '
    --- ' সেটা তো জানই ... রেজিস্টারে দেখে নাও ... '
    গোপেশ্বর লজ্জিত মুখে বলল, ' তা অবশ্য ঠিক। এই এমনি কথার কথা বললাম আর কি... কিছু মনে করবেন না স্যার... '
    --- ' না না, সে কি কথা... আসি এখন... '
    --- ' আচ্ছা স্যার। কিছু দরকার হলে বলবেন স্যার ... '
    কলতান বাইক নিয়ে গেটের বাইরে চলে এসেছিল। গোপেশ্বরের দিকে ঝট করে ঘুরে দাঁড়াল। দেখল গোপেশ্বর গেট ধরে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে।
    ঠিক এই সময় কলতানের মুঠোফোন বাজতে আরম্ভ করল। স্ক্রীন দেখাচ্ছে শুদ্ধসত্ত্ব হালদার কলিং।
    --- ' হ্যাঁ বলুন দাদা ... '
    --- ' হ্যাঁ, কলতান... মোবাইল টাওয়ার লোকেটেড হয়েছে। সাইবার সেলের একজনকে দিয়ে করিয়ে নিয়েছি... বাকিটা সাক্ষাতে বলব। ফোনে বলা ঠিক না... রাখছি এখন। সুবিধেমতো এস... '
    ফোন পকেটে রেখে মুখ ঘোরাতে কলতানের চোখে পড়ল গোপেশ্বর এখনও গেটের একপাশে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে হাসিমাখা মুখে।

    ( ক্রমশ )

    *******
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন