এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা  - ১৩

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৬ অক্টোবর ২০২৫ | ১৯ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩
    (১৩)

    ইলিনার বডি নিয়ে পোস্ট মর্টেম টিম চলে গেল একটা নাগাদ। স্থানীয় থানার ওসি মনোজ সাহা সিজার লিস্টের চালানে সই করলেন। কলতান ওদের কাছে অনুরোধ করে ইলিনার খসে পড়া চুলের মধ্যে দুটো চুল চেয়ে নিল। তারা আপত্তি করেনি।
    কলতান বাড়ি ফিরল বেলা তিনটে নাগাদ। এই মুহূর্তে যে নামটা তার মনে সবার আগে আসছে সেটা হল তমাল, তমাল ঘোষ। তমালের নিজস্ব ফরেনসিক ইউনিট আছে। ফরেনসিক এবং ডিজিটাল টেকনোলজি এক্সপার্ট তমাল ঘোষ কয়েক মাস আগে ডানকুনির কেসটায় কলতানকে অনেক সাহায্য করেছিল।
    বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে নিয়ে তমালকে ফোন লাগাল কলতান।
    তমাল জানাল সে কাল রাত্রে আসবে স্যাম্পল কালেক্ট করতে। আজ ভীষণ ব্যস্ত। নিশ্বাস ফেলার ফুরসৎ নেই।
    একটু আগে শুদ্ধসত্ত্ববাবু ফোন করেছিলেন।
    কলতান বলল, ' দেরি হয়ে যাচ্ছে। মোবাইল ট্র্যাকিং -এ গড়িয়ার যে লোকেশানটা পাওয়া গেছে ওটা ইমিডিয়েটলি এক্সপ্লোর করার দরকার... '
    --- ' হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম। দ্যাট ভেরি স্পট ইজ অফ ভাইটাল ইম্পরট্যান্স... '
    --- ' হ্যাঁ, আনডাউবটেডলি। কাল সকালের দিকে স্ট্রাইক করব ... '
    --- ' বলছি যে... কিছু দরকার হলে বোল... ডোন্ট হেজিটেট... '
    কলতান হেসে ফেলল।
    --- ' না না শুদ্ধদা, হেজিটেশানের কোন জায়গাই নেই এখানে... '
    --- ' সেটাই সেটাই ... অল দা বেস্ট... '

    গড়িয়ার এই জায়গাটায় কলতান কখনও আসেনি। বেশ আধুনিক কেতার নগরায়নের প্রলেপ পড়েছে। ঝাঁ চকচকে বহুতল আবাসন প্রাঙ্গন যেমন আছে তেমন গাছপালার মনোরম পরিমন্ডলও আছে। খুব স্নিগ্ধ বাতাবরন। কলতান ভাবল, মোবাইল টাওয়ার ট্র্যাকিং অনুযায়ী এই জায়গাটাই তো হওয়া উচিত। রাস্তার একদিকে রোদচশমা পরে বাইকের ওপর বসে উল্টোদিকের আবাসনের গেটের দিকে নজর রাখতে লাগল সে। আবাসনের নাম ম্যাগনোলিয়া। গেটের পাশে কিয়স্কে যথারীতি দুজন ইউনিফর্ম পরা রক্ষী। লোহার গেট বন্ধ হচ্ছে খুলছে। মাঝেমাঝে নানা ধরণের গাড়ি ঢুকছে বেরোচ্ছে।

    কলতান বাইকে বসে ওই দিকে তাকিয়ে রইল। আবাসনের বাউন্ডারি ওয়ালের ঠিক বাইরে পাশাপাশি দুটো তালগাছ দাঁড়িয়ে আছে। থেকে থেকে শনশন করে হাওয়া বয়ে যাচ্ছে গাছ দুটোর পাতাপত্তরের মধ্যে দিয়ে।

    কলতান যতটুকু দেখতে পাচ্ছে কমপ্লেক্সে পাঁচটা ষোল তলা বিল্ডিং আছে। ভিতরে দু একটা দোকানও আছে মনে হচ্ছে। সে চিন্তা করতে লাগল কিভাবে অপারেশানটা শুরু করা যায়। ইলিনা স্নাইডারকে তো এখানে কেউ চিনবে না। এতগুলো বিল্ডিংয়ের এতগুলো তলার এতগুলো ঘর থেকে একজন অজানা অচেনা মানুষের হদিশ পাওয়া খড়ের গাদায় সূঁচ খোঁজার মতোই প্রায় অসম্ভব। কলতান অপেক্ষা করতে লাগল ধৈর্য ধরে যদি আচমকা কোন সুযোগ আকাশ থেকে খসে পড়ে তার সামনে। মানে, উইন্ডফল গেন। বেশ গরম আজকে। কলতান মাথায় একটা সবুজ সানহ্যাট পরে আছে। গায়ের জামা ঘামে ভিজছে। কলতান বিশ্বাস করে ফ্রুট অফ পেশেন্স ইজ সুইট। সবুরে মেওয়া ফলে। কিন্তু মেওয়া কতক্ষণে ফলবে তার তো কোন ধরা বাঁধা সময় নেই। একটা ডাবওয়ালাকে দাঁড় করিয়ে একটা ডাবের জল খেল। ডাবওয়ালা বলল, ' এই রোদে এখানে দাঁড়ায়ে আসেন কেন বাবু... কেউ আসব বুঝি ? '
    কলতান বলল, ' হ্যাঁ গো... ঠিক এখানটাতেই দাঁড়াতে বলেছে... কোথায় যাই বলতো... '
    --- ' ও... তা বটে বটে... বলিহারি আক্কেল তার ! '
    বুড়ো ডাবওয়ালাটা চলে গেল ভ্যানরিক্শা চালিয়ে।
    এই সময়ে পরপর তিনখানা গাড়ি এসে দাঁড়িয়ে গেল গেটের সামনে। সিকিউরিটি গার্ড দুজন ব্যস্ত হয়ে পড়ল সাহেবদের গাড়ি ঢোকানোর তদারকিতে। প্রথম দুটো গাড়ি একে একে ঢুকে গেল। তারপর ফ্রুট অফ পেশেন্স ইজ সুইট কথাটা জীবন্ত হয়ে উঠল কলতানের প্রত্যাশা ছাপিয়ে। তৃতীয় গাড়িটা এবার ডানদিকে ঘুরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে গেট পেরিয়ে কমপ্লেক্সের মধ্যে...
    কলতান চমকে উঠল। এটা একটা ঝকঝকে নীল রঙা হুন্ডাই।
    গাড়ির নম্বর WB L 6584 MT। গোপেশ্বরের কথা মনে পড়ল কলতানের। গাড়ির চারটে ব্ল্যাক টিন্টেড কাঁচই তোলা। গেট দিয়ে ঢোকার মুখে গাড়ির ড্রাইভার একবার কাঁচ নামিয়ে সিকিউরিটিকে কিছু বলল। সবুজ সানহ্যাট পরা কলতানকে কেউই লক্ষ করছে না। সে ঘটনাক্রমে চমৎকার জায়গায় আছে। মোবাইলে জুম সেট করে অতি দ্রুত ছবি নিল অন্তত কুড়ি ফুট দূর থেকে। একটার বেশি ছবি তোলার সুযোগ পাওয়া গেল না অবশ্য। গাড়ি ভিতরে ঢুকে গেল। কালো কাঁচ তোলা গাড়িতে আর কেউ আছে কিনা বোঝা গেল না।
    কলতান একটা বড় নিশ্বাস ফেলে ভাবল, যাক... জট পাকানো দড়ির একটা গিঁট তো খুলল। একটা গিঁট আলগা হয়ে গেলে বাকিগুলোও সাধারণত খুলে আসে একে একে।
    কলতানের প্রত্যুৎপন্নমতিত্ব তাকে জানাল, এই খাঁচায় গিয়ে এখন উঁকি মারা ঠিক না। পাখি উড়ে যেতে পারে।
    কলতান ভাবল, যেটা আগেই করা উচিৎ ছিল সেটা এখন করে নেওয়া যাক।
    সে প্রাক্তন পুলিশকর্তা শুদ্ধসত্ত্ববাবুকে একটা ফোন করল ওখানে বাইকে বসেই।
    --- ' শুদ্ধদা... আমি একটা গাড়ির নাম্বার পাঠাচ্ছি। গাড়িটা কার নামে রেজিস্ট্রেশান আছে জানার দরকার। একটু আর্জেন্ট আছে.... '

    ( ক্রমশ )
    *******
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন