এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা - ৩৫

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩৪ বার পঠিত
  • ( ৩৫ )

    কলতান বলল, ' প্রস্তাবটা খারাপ না। কিন্তু ক'জনকে গাড়ি দেবেন আপনি ? আপনাকে তো গাড়ির কারখানা খুলতে হবে তা'লে। আর তাছাড়া আপনার সঙ্গের এই দুজনেরই বা কী হবে ? '
    --- ' আর দূর... ওরা আমার কে ? ওদের ব্যাপার ওরা বুঝবে। আর একটা কথা, অন্যদের কথা আপনি ভাববেন না। আপনি নিজের লাভ লোকসান হিসেব করুন... '
    --- ' তাই ? '
    ঘটকবাবু বললেন, ' উঁ .... ক'টা ফোন করার দরকার ছিল... মোবাইলটা তো নিয়ে রেখে দিয়েছেন আপনারা ... '
    --- ' মোবাইল নিয়ে চিন্তা করবেন না। হেডকোয়ার্টারে চলুন, তারপর ওনারা নিশ্চয়ই কনসিডার করে দেখবেন। আপনার পার্টি জানে এসব ? তারা তো নিশ্চয়ই প্রোটেকশান দেবে... '
    --- ' দেখতেই পাবেন। আমি তো কোন অন্যায় করিনি। চিরকাল সৎ পথে থেকেছি... '
    --- ' তা'লে আর আপনার অসুবিধে কী ? কিন্তু ঘটকবাবু আপনার বাড়ি তো কালিঘাটে। আপনি নিউ গড়িয়ার ম্যাগনোলিয়া রেসিডেন্সিতে কী করতে যান ? '
    --- ' কিছু না... এমনি... অশ্বিনী তেওয়ারি, উকিলবাবু আমাকে মাঝে মাঝে ডাকে তাই ... '
    --- ' ওটা তা'লে আপনার ফ্ল্যাট নয় ? '
    --- ' না না... আমার কিছু না। আমি সাদাসিধে লোক... '
    --- ' হ্যাঁ তা ঠিক। তবে আপনাকে আবার মনে করিয়ে দিচ্ছি আপনার মোবাইলটা কিন্তু পুলিশের হেফাজতে আছে। আপনার কল রেকর্ডও তাই তাদের কাছে... '
    এর উত্তরে বিল্বদলবাবু বললেন আর এক কথা।
    --- ' অনিন্দ্য করকে একবার ফোন করতে পারলে হত। সে নিশ্চয়ই জেনে গেছে এর মধ্যে ... '
    --- ' অনিন্দ্য কর মানে মিনিস্টার অনিন্দ্য কর? '
    --- ' হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কে ? ওর কানে গেলে বুঝবেন ঠ্যালা.... '
    --- ' ওনার সঙ্গে আপনার রিলেশান ভাল ? অবশ্য থাকাই তো স্বাভাবিক... আপনারা পার্টিতুতো দাদা ভাই তো... '
    বিল্বদলবাবু এ কথার কোন উত্তর দিলেন না। কী একটা চিন্তা করতে লাগলেন।
    বিড়বিড় করে বললেন, ' হিস্যা খাওয়ার পার্টনার সবাই... এদিকে কাজ ফুরোলে কাজি... ওই যে কী বলে যেন... '
    --- ' কাজের বেলায় কাজি, কাজ ফুরোলে পাজি... তাই তো ? '
    --- ' হ্যাঁ... ওটাই ওটাই ... সব পাখি মাছ খায় দোষ হয় মাছরাঙার... হেঃ... ', বলে বিল্বদল ঘটক খানিকটা বিমর্ষ মুখে আবার চিন্তামগ্ন হয়ে পড়লেন।
    কলতানের মনে হল ঘটকবাবুর বোধহয় সাময়িক কোন মনবিকলন হয়েছে। যার জেরে হয়ত টুকরো কিছু আফসোস নিষ্ক্রান্ত হচ্ছে। আবার এটা এনার সহজাত অভিনয় প্রতিভার প্রদর্শনও হতে পারে। নেতা এবং অভিনেতায় কার্যত কোন তফাৎ তো নেই।
    এইসময়ে চা এসে গেল। মনে হয় থানাতেই বানানো হয়েছে। কেটলি আর কটা ছোট ছোট দাগধরা কাপ নিয়ে একজন রোগামতো ছেলে এসে বলল, ' নিন ধরুন... '
    বিল্বদলবাবু সোৎসাহে বললেন, ' আরে কই... দাও দাও... ওঃ... এভাবে ধরা যায় নাকি... প্লেট টেট কিছু নেই ? '
    ছেলেটি বোধহয় থানার পরিবেশে লালিত এবং পুলিশি কৃষ্টিতে প্রভাবিত। সে নীরস ভঙ্গীতে বলল, ' এটা আপনার সসুরবাড়ি নয় জেঠু। এই যে পাচ্ছেন বাবার ভাগ্যি... '
    কলতান দেখল ঘটকবাবুর দিক থেকে কোন প্রতিক্রিয়া এল না। রাজনীতির লোক, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত। অত তাপ উত্তাপ থাকলে চলে না। যখন যেমন তখন তেমন। তিনি প্রসন্ন বদনে চায়ে চুমুক দিতে লাগলেন।
    বিক্রমজিৎবাবুকে চা দিতে গেলে উনি বললেন, ' আমার লাগবে না... '

    চায়ের পর্ব মিটলে গৌতম রায় ঘরে ঢুকে বললেন, ' নিন চলুন, আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। এখন নিউ টাউন থানায় যাব। তারপর ওখান থেকে সোজা হেডকোয়ার্টার ... '
    বিক্রমবাবু বললেন, ' আমার এগেনস্টে চার্জটা কী বলুন তো ? '
    গৌতমবাবু কিছু বলার আগেই কলতান বলল, ' নারকোটিক ট্রেডিং অ্যান্ড ট্র্যাফিকিং... '
    --- ' কোন প্রমাণ ছাড়াই ? '
    --- ' প্রমাণ অবশ্যই দেব। আগে পুলিশ আপনাকে হেফাজতে নিক... '
    --- ' সেটাই তো জিজ্ঞেস করছি কোন চার্জে পুলিশ আমাকে হেফাজতে নেবে। কোর্টের অর্ডার ছাড়া রিম্যান্ডে নেওয়া যায় ? '
    --- ' ঘটকবাবুকে যে কথা বলেছি আপনাকেও সেটাই মনে করিয়ে দিতে চাই... '
    --- ' কী কী ? '
    --- ' আপনার মোবাইলটা কিন্তু আমাদের কাছে আছে। মানে, ওটার ভিতরের কল এবং মেসেজ দুটোই এখন আমাদের জিম্মায়। সে সব পরে হবে। তার আগে আপনি বলুন, জটাশিউ ঝালানিকে আপনি অশ্বিনী তেওয়ারি বলে পরিচয় দিয়েছিলেন কেন.... কেনই বা ওরকম একজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল, যার শুধু মাদক পাচার নয়, মার্ডার এবং রেপের চার্জও আছে ঝাড়খন্ড পুলিশের রেকর্ডে, তাকে আপনি কেন নিজের ফেক কর্মচারী সাজিয়ে নিজের কাছে রেখেছিলেন ? ব্রাউন সুগারের কারবার চালাতে সুবিধে হবে বলে ? ইলিনা জার্মানি থেকে এসে আপনাদের গ্যাংয়ে যোগ দেওয়ার পরে তার সঙ্গে অশ্বিনীর সম্পর্ক তৈরি হয়। এ ব্যাপারে জটাশিউর পারদর্শীতার খবর আমি যোগাড় করতে পেরেছি। '
    --- ' কোথা থেকে ?
    --- ' জটার মোবাইলের কল রেকর্ড থেকে... কাল হোল নাইট মোবাইল অনুসন্ধান চালিয়েছি... হাঃ... '
    --- ' আপনি কি মনে করেন এটা যথেষ্ট ? '
    --- ' সেটা এখনও যদি বুঝতে না পেরে থাকেন আপনি সত্যিই নির্বোধ... '
    এবার গৌতম রায় বললেন, ' প্রচুর খাটনি যাচ্ছে আপনাদের নিয়ে। কাল রাত থেকে দুচোখের পাতা এক করিনি। হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে আপনাদের তিনজনের জামাকাপড় খুলিয়ে সার্চ করে ছাড়ব... '
    কলতান ফুট কাটল, ' হ্যাঁ শুধু পাদুকা পুরাণে সিলেবাস কমপ্লিট হবে না... আচ্ছা, মিস্টার রায় হেডকোয়ার্টারের দরকার কি ? হোম যজ্ঞ তো এখানেই সেরে নেওয়া যায়। মাথার চুল থেকে খোঁজাখুঁজি শুরু করে... কোথায় কী রত্ন লুকোন আছে ... '
    বিল্বদল ঘটক কি যেন ভাবছিলেন এবং চোখ পিট পিট করে অবোধ বালকের মতো একবার কলতানের দিকে একবার গৌতমবাবুর দিকে তাকাতে লাগলেন। কলতান ভাবল, কি মতলব আঁটছে কে জানে।
    কলতানের কথা শেষ হবার আগেই থানার সামনে একটা অডি গাড়ি এসে দাঁড়াল।
    একজন কনস্টেবল তড়িঘড়ি ওসি শফিউদ্দিন শেখের ঘরে ঢুকে বলল, ' স্যার... অনিন্দ্য কর এসেছে... '

    ( আগামী সংখ্যায় সমাপ্য )

    ********
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন