এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা - ১৫

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৯ অক্টোবর ২০২৫ | ১৫ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫
    (১৫)

    দেবপ্রভ বলতে লাগল, ' অমৃতাংশুকে হারিয়ে আমি যে কি মনোকষ্টে আছি তা চিন্তাও করতে করতে পারবেন না। ওর সঙ্গে যেরকম এক্সচেঞ্জ অফ থটস হত তা আর কারও সঙ্গে হত না আমার। আমার সত্যিকারের বন্ধুবান্ধবের সংখ্যা একেবারেই হাতে গোনা। লাইক মাইন্ডেড ফ্রেন্ড পাওয়া তো সহজ ব্যাপার নয়। আপনাকে রিলাই করি বলেই বলছি। সব কথা তো সবাইকে বলা যায় না। ইলিনার সঙ্গে ওর রিলেশানটা আমার মতে ওয়াজ নট অ্যাট অল সুটেবল। ইন ফ্যাক্ট উই আর ইন কমপ্লিট ডার্ক অ্যাবাউট হার ব্যাকগ্রাউন্ড। সে যাই হোক, ওদের ওপর এরকম একটা অভিশাপ নেমে এল, খুব খারাপ লাগে। কী আর করব ? যাই হোক, আপনাকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করছি... কেসটা প্রপারলি প্রোব করার জন্য। আপনি ছাড়া এরকম কমপ্লিকেটেড কেস আর কেউ.... হ্যালো হ্যালো... মিস্টার গুপ্ত, শুনছেন... '
    কলতান জবাব দিল, ' হ্যাঁ, শুনছি শুনছি... বলুন... '
    --- ' হ্যাঁ, ওই আর কি... যেটা বললাম... খুব কনফিডেনসিয়াল কিন্তু... আপনাকে বলেই বলা... আসলে আমি চাই ... '
    কলতান একই রেকর্ড বারবার বাজানো এবার বন্ধ করে দিল --- ' আচ্ছা আচ্ছা ঠিক আছে... বুঝতে পেরেছি। আমি আপনার সঙ্গে দু চারদিনের মধ্যেই ডিসকাস করব ব্যাপারটা নিয়ে। চিন্তা করবেন না... অনেক কিছু বলবার সুযোগ পাবেন তখন। আপনার মিসেস ভাল আছেন তো ? '
    --- ' আছে একরকম। মিসেসের কথা জিজ্ঞেস করছেন হঠাৎ? '
    --- ' পরিচয় হল সেদিন। পরিচিত মানুষের ভাল মন্দের খবর নেওয়াটাই তো স্বাভাবিক। তাই না ?
    --- ' তা ঠিক... '
    --- ' ওনাকে আমার বেশ ইনটেলিজেন্ট মনে হল... '
    --- ' তাই ? তা হবে হয়ত... ঠিক বুঝতে পারি না... '
    --- ' ওক্কে... রাখছি এখন। ডোন্ট মাইন্ড এনিথিং। উই উইল মিট এগেন ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম... '

    কলতান লাইন থেকে সরে এল দেবপ্রভকে আর কিছু বলার সুযোগ না দিয়েই।

    পরের দিন সকালে গড়িয়ার ম্যাগনোলিয়া আবাসনে যাবার পরিকল্পনা ছিল, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে নীচে নামতেই একটা ফোন এল কলতানের মোবাইলে। কলতান মোবাইল বার করে দেখল শ্যামলকান্তি চৌধুরীর ফোন।
    --- ' হ্যাঁ বলুন মিস্টার চৌধুরী... '
    --- ' গুড মর্নিং কলতানবাবু, আপনি কি এর মধ্যে আর আসবেন আমাদের এখানে ? '
    --- ' বলতে পারছি না এই মুহুর্তে। কেন, কোন ইনপুট দেবেন নাকি ? '
    --- ' ইনপুট ? জানি না, এটাকে ইনপুট বলা যায় কিনা... আপনাকে বললে... '
    --- ' একদম কিছু বলবেন না... নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। যা বলার সামনাসামনি বলবেন... '
    --- ' ও, তাই ? তা'লে তো ইয়ে... মুশ্কিল... '
    --- ' মুশ্কিল কিছু না... শুধু ফোনে কাউকে কিছু বলবেন না। ঠিক আছে ? আমি যাব আপনার কাছে... ইউ গেট মাই পয়েন্ট ?
    --- ' ইয়েস স্যার... গট ইট গট ইট। আসলে, ব্যাপারটা হল, আমি তো খুব ভীতু টাইপের লোক, কিন্তু সেদিন আপনার টাচে আসার পর থেকে, কি বলব, আমার বুকের পাটাটা কেমন যেন বেড়ে গেছে। খালি মনে হচ্ছে, যদি আপনার মতো অ্যাডভেঞ্চারাস হতে পারতাম। আমার ওয়াইফও খুব ইমপ্রেসড ... '
    --- ' আচ্ছা আচ্ছা... ঠিক আছে। কাল তো শনিবার, আপনাদের ছুটি আছে... '
    শ্যামলকান্তিবাবু পরম উৎসাহে বললেন, ' হ্যাঁ হ্যাঁ... আসুন না... আসুন না, কোন অসুবিধা নেই ... '

    --- ' ঠিক আছে.... কাল দেখা হবে। রাখলাম এখন... '
    কলতান ফোন পকেটে রেখে বাইকে উঠে বসল।
    ভাবল, শ্যামলকান্তিবাবুর কাছে কী ইনপুট থাকতে পারে.... ওনার অত্যুৎসাহটা কি নির্ভেজাল অকৃত্রিম না ঘোটালা... নিছকই ঘোটালা। ফলেন পরিচীয়তে।
    কলতান বাইকে নাড়া দিল। তার পিঠে একটা ঢাউস ব্যাগ, অনলাইন ডেলিভারি কোম্পানির ডেলিভারি বয়দের মতো। মুখে সার্জিক্যাল মাস্ক। কোন কোন অ্যালার্জি রুগী রাস্তায় বেরোলে মাস্ক ব্যবহার করে আজজাল। চোখে রোদ চশমা। রোদ ঝলসানো দিনে রোদ চশমা কেউ কেউ পরতেই পারে। মাথায় সবুজ সানহ্যাট।
    একঘন্টা দশ মিনিট একটানা বাইক চালিয়ে ম্যাগনোলিয়া রেসিডেন্সির গেটের সামনে গিয়ে বাইক থামাল কলতান। সিকিউরিটি এগিয়ে এল।
    --- ' কোথায় যাবেন ? '
    --- ' পার্সেল আছে ... '
    --- ' কত নম্বরে ? '
    কলতান কোন পার্সেল বার করল না, মোবাইল খুলে দেখতে লাগল। দেখে বলল, ' ফ্ল্যাট নম্বর তো কিছু লেখেনি। শুধু নাম আর ম্যাগনোলিয়া রেসিডেন্সি, নিউ গড়িয়া, কলকাতা সাত লক্ষ চুরানব্বই লেখা আছে... '
    --- ' কি নাম আছে ? '
    --- ' দুটো নাম দিয়েছে দেখছি... '
    --- ' কী ? '
    --- ' বিক্রমজিৎ নিয়োগী আর অশ্বিনী কুমার তেওয়ারি...'
    --- ' ও আচ্ছা.... বুঝতে পেরেছি। এল ব্লকে টেনথ ফ্লোর... দাঁড়ান, খাতা দেখছি .... এই যে ফ্ল্যাট নম্বর এল টেন বাই ফাইভ... '
    নিরাপত্তা রক্ষক সরল ও অকপট ভঙ্গীতে জানিয়ে দিয়ে তার কর্তব্য পালন করল।
    কলতান বলল, ' ঠিক আছে... যাই... বাইক এখানে রাখব ? '
    নিরাপত্তা রক্ষী বলল, ' না না... গিয়ে কোন লাভ নেই। ফ্ল্যাট বন্ধ... কেউ নেই ... '
    কলতান চিন্তিত মুখে বলল, ' তাই নাকি! পার্সেল রিটার্ন যাবে তা'লে... প্রবলেম হয়ে গেল ... আমাকে তো চালান জমা করতে হবে... কবে এলে পাওয়া যাবে তা'লে ? '
    সিকিউরিটি যুবক আবার সরলভাবে বলল, ' তা জানিনা। ওনারা এখানে খুব কমই আসে। এলেও বেশিক্ষণ থাকে না। দু তিন ঘন্টা বড়জোর। ওসব বলা মুশ্কিল বুঝলেন... '
    কলতান চিন্তিত মুখে দাঁড়িয়ে মাস্কের ফাঁক দিয়ে গাল চুলকোতে লাগল।
    কী চিন্তা করে হঠাৎ বলল, ' আচ্ছা, ফ্ল্যাটটা কার নামে আছে ? '
    সিকিউরিটি গার্ড আবার গ্রাম্য সরলতায় বলল,
    ' অশ্বিনী তেওয়ারির নামে। সবার খবর রাখি না অবশ্য। ওনার মতো দু একজনের রাখি... এই আর কি ... '
    কলতান বুঝতে পারল এরা যে কারণেই হোক নিয়মিত আর্থিক দাক্ষিণ্য পেয়ে থাকে ওই ফ্ল্যাটের মালিকের কাছ থেকে।
    কলতান নিপাট পেশাদারি ভঙ্গীতে বলল, ' ফোন নম্বরটা পাওয়া গেলে সুবিধে হত... '
    এইখানে যুবকটি একটা টেকনিক্যাল ভুল ধরল।
    --- ' কেন, ফোন নম্বর তো আপনার কাছে থাকার কথা। যে নম্বর থেকে বুকিং হয়েছে সেখানে কল করুন... পার্সেল বুকিং নইলে হল কি করে ? '
    কলতান দ্রুত সামলে নিল। বলল, ' সেটাই তো কথা। ওই নম্বরে পাঁচ ছবার ফোন লাগিয়েছি, ফোন লাগছেই না... কি গ্যাঁড়াকল কে জানে হ্যাঃ... '
    --- ' তা'লে আর কী করা যাবে... '
    সিকিউরিটি স্মিত হেসে বলল।
    '... আমাদের কাছে ফোন নম্বর থাকে না। আপনি ভিতরে অফিসে গিয়ে দেখতে পারেন। সোজা গিয়ে বাঁ দিকে... '
    কলতান সঙ্গে সঙ্গে বলল, ' আমার কি দরকার আছে... আমি কোম্পানিতে পার্সেল রিটার্ন করে দেব... '
    কলতানের মোবাইল বাজতে লাগল এই সময়ে।
    --- ' ওঃ... এই রে... বস ফোন করছে... দেখি আবার কি বলে... বহুত ঝামেলাবাজ লোক... হ্যাঁ স্যার বলুন... '
    ওদিক থেকে শুদ্ধসত্ত্ববাবু বললেন, ' কলতান ওটা পাওয়া গেছে.... '
    --- ' হুন্ডাই মালিক ? '
    --- ' রাইট '
    --- ' বলা যাবে ? '
    --- ' ফোনে না। সাক্ষাতে... '
    --- ' কোথায় ? '
    --- ' কাল আমার বাড়িতে আসতে পারবে ? '
    --- ' অবশ্যই। এটা আমার কাছে লাইফ অ্যান্ড ডেথ ইস্যু... '
    --- ' অলরাইট। মেক ইট অ্যারাউন্ড হাফ পাস্ট ইলেভেন... '
    --- ' ডান... '
    ফোন ছেড়ে দিয়ে কলতান বিরসবদনে সিকিউরিটি যুবককে বলল, ' বহুত ক্যাঁচালবাজ লোক মাইরি। বাড়িতে যেতে বলছে। আবার কী ঝামেলার কাজ চাপায় কে জানে। লাইফটা হেল হয়ে গেল ভাই, কী বলব... আসি তা'লে হ্যাঁ.... '
    নিরাপত্তারক্ষী নিরুপায় সহানুভূতি মাখা চোখে নীরবে চেয়ে রইল কলতানের দিকে। কলতান বাইকে স্টার্ট দিল। সিকিউরিটি গার্ড ডান হাতটা তুলে বিদায় জানাল।

    কলতান বাইকে সওয়ার হয়ে চলতে চলতে ভাবল, বৃত্ত সম্পূর্ণ হতে বোধহয় আর দেরি নেই।
    শ্যামলকান্তির ' ইনপুট'ই হয়ত তদন্তের ষোল কলা পূর্ণ করবে। কে বলতে পারে...

    (ক্রমশ)

    *****
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন