এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা - ১৮

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৫ অক্টোবর ২০২৫ | ৩৪ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮
    (১৮)

    গোপেশ্বর হাজরা আর অশ্বিনী তেওয়ারি দুজনই বেশ মাই ডিয়ার গোছের লোক। ভর দুপুরে ওদের কথা মনে পড়ে গেল কলতানের। ভাবল, দুজনই বেশ আকর্ষণীয় এবং কৌতূহলপ্রদ, যাকে বলে ইন্টারেস্টিং অ্যান্ড ইনট্রিগিং। অফবিট ধাঁচের। দুজনের সঙ্গে একটু কথাবার্তা বলতে পারলে ভাল হত। কলতান জানে, কথাই কথা টেনে আনে।

    গোপেশ্বরের নম্বরে ফোন গেল।
    খুব তাড়াতাড়িই ফোন ধরল গোপেশ্বর।
    নীচু গলায় ছোট্ট করে বলল, ' হ্যালো... '
    --- ' গোপেশ্বর কেমন আছ ? তোমাদের কমপ্লেক্সে গিয়েছিলাম পরশুদিন। তোমায় দেখতে পেলাম না। তখন বোধহয় তোমার ডিউটি ছিল না।
    --- ' হ্যাঁ স্যার, রাত নটা থেকে ডিউটি ছিল সেদিন। আপনার আসার কথা শুনেছি... '
    বলে চুপ করে রইল গোপেশ্বর।
    এদিক থেকে কলতান ভাবল কল ড্রপ হল নাকি... ওঃ, এ এক নিত্যনৈমিত্তিক সমস্যা...
    --- ' হ্যালো হ্যালো.... গোপেশ্বর... আছ ? '
    --- ' হ্যাঁ স্যার শুনছি। একটা কথা বলার ছিল ... '
    --- ' বল না... বলে ফেল বিশ্বাস করে... '
    --- ' ওটা আপনার ওপর একশ ভাগ আছে। বলছি যে... আমার আর এখানে চাকরি করার ইচ্ছে নেই। অন্য কোথাও আমার একটা ব্যবস্থা করে দিন না... ঘরে পরিবার আছে তাই বলছি...'
    --- ' কেন গো, কি হল হঠাৎ? '
    --- ' আমার এখানে কেমন ভয় ভয় লাগে। বিশেষ করে রাত্রে ডিউটি পড়লে। '
    --- ' সে কী! কী হল হঠাৎ ? '
    --- ' এসব খুন খারাপির জায়গা... আমার কেমন গা সিরসির করে। বউ বাচ্চা আছে। আমার কিছু হয়ে গেলে... '
    --- ' আরে, তুমি এসব চিন্তা করছ কেন মিছিমিছি... একটা দুর্ঘটনা ঘটেছে বলে... '
    --- ' মিছিমিছি নয় স্যার... কী বলব... খুব টেনশানে আছি... '
    --- ' ঠিক আছে, তোমার টেনশানটা আমাকে ট্রান্সফার কর। তুমি কখন কোথায় আমার সঙ্গে দেখা করতে পারবে ? '
    --- ' সিটি সেন্টারের সামনে। কাল বিকেল পাঁচটায়... '
    --- ' ঠিক আছে অসুবিধে নেই ... '

    কলতান ভাবল এটা পূর্ণিমার চাঁদ না বাঘ ধরা ফাঁদ দেখে নেওয়া দরকার। অপরাধতত্ত্বে কেউই সন্দেহের উর্ধ্বে নয়। গোপেশ্বর কী বলতে পারে সে ব্যাপারে একটা আগাম অঙ্ক কষে নিল কলতান। দেখা যাক হিসেব মেলে কিনা।

    মোবাইলে এবার যে নম্বরটা ছোঁবে ভাবছিল কলতান সেটা অশ্বিনী তেওয়ারির।
    কি আশ্চর্য ! ঠিক এই সময়ে কলতানের মোবাইল বাজতে আরম্ভ করল। কলতান দেখল, অশ্বিনীই ডাক দিয়েছে।
    --- ' হ্যাঁ বল ... কেমন আছ ? ' কলতান সাড়া দেয়।
    --- ' এই চলছে স্যার... গরীব মানুষের আর ভাল খারাপ কী ? আমাদের নিয়ে আর কে ভাবে ? '
    --- ' হঠাৎ এসব কথা... কী হল হঠাৎ ? '
    --- ' মনের কষ্টের কথা কি আর বলে বেড়ানো যায়? '
    --- ' তা ঠিক। তা কষ্টটা কী শুনি ? বলা যায় কি ?'
    --- ' হ্যাঁ... না, মানে... কী বলব বলুন তো... '
    --- ' টাকা পয়সার ব্যাপার হলে শুনতে চাই না... '
    --- ' না, ঠিক সেরকম ব্যাপার না। ও হ্যাঁ... বলছি যে সেদিন একটা হলদি রঙের তোয়ালের রুমাল ফেলে এসেছিলাম আপনার ঘরে, ওটা আছে ? ভুলে গিয়েছিলাম বলতে... কিছু মনে করবেন না... কিনতে গেলে আবার তিরিশটা টাকা কমসে কম... '
    কলতান অন্যান্য নমুনার সঙ্গে ঘাম মোছার তোয়ালে রুমালটাও তমালের হাতে তুলে দিয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য। সে যতক্ষণ না ফিরছে রুমাল ফেরত পাবার সম্ভাবনা নেই।
    কলতান বলল, ' রুমাল? আমার এখানে ফেলে গেছ শিয়োর ? '
    --- ' হ্যাঁ স্যার। সেদিন আমি আর কোথাও যাইনি। শুধু আপনার ওখানেই গিয়েছিলাম। যাক, বাদ দিন... ছোটামোটা ব্যাপার, রহেন দিজিয়ে... '
    --- ' না না.... সে কি কথা ? আমি খুঁজে দেখব। চিন্তা কোর না... '
    --- ' না, সেরকম কোন ব্যাপার নেই... মনে পড়ল তাই বললাম... ' অশ্বিনী কুন্ঠিত কন্ঠে বলল।
    --- ' তুমি কি এই কথাটা বলার জন্যই ফোন করেছ ? '
    --- ' না না... বিলকুল না। অন্য কথা ছিল... '
    --- ' বল... '
    --- ' ফোনে বলা ঠিক না। একটু দেখা হলে ভাল হত... '
    --- ' বুঝলাম। চলে এস না... কখন সুবিধে ? '
    --- ' টাইমটা ফ্যাক্টর নয় স্যার, প্লেসটাই ফ্যাক্টর...'
    কলতান এক মুহূর্তে অশ্বিনীর বক্তব্য বুঝে নিল।
    সে আর সংলাপ দীর্ঘায়িত করল না।
    শুধু বলল, ' বল... '
    --- ' শ্যামবাজারে হতে পারে... '
    কলতানের সংক্ষিপ্ত প্রশ্ন, ' স্পট ? '
    --- ' দেশবন্ধু পার্ক। সি আর দাশের স্ট্যাচু... '
    --- ' টাইম ? '
    অশ্বিনী একদম তৈরি জবাব দিল, ' আজ বিকেল পাঁচটায় ... '
    কলতান মুচকি হেসে ভাবল, তেওয়ারিজির জবাব যেন তৈরি ছিল।
    মুখে বলল, ' হয়ে যাবে... '
    --- ' থ্যাঙ্ক ইউ স্যার... '
    --- ' না না ঠিক আছে। অশ্বিনী, তুমি তো বিক্রমবাবুর কাছে বছর দু আড়াই কাজ করছ।
    তোমার গ্রামের লোক হরিশঙ্কর তোমাকে এখানে ঢুকিয়েছে। তার আগে তুমি সলপের কাছে জুবিলি প্লাস্টিকস বলে একটা কারখানায় সিকিউরিটি গার্ডের কাজ করতে ... তাই তো বলেছিলে ? '
    --- ' হ্যাঁ, ওই আর কি ... '
    --- ' তুমি কি গাড়ি চালানো শিখেছিলে বাঁকড়ার ওই কারখানায় কাজ করার সময়, নাকি তারও আগে ? '
    --- ' এসব কি বলছেন স্যার! আমি... গাড়ি ? অত ক্যালি থাকলে তো চিন্তা ছিল না। আমি সাইকেলই চালাতে জানি না। আপনার অচানক এ কথা মনে হল কেন ? '
    --- ' তাই নাকি ? কারা যে সব সব ভুলভাল খবর দেয়... ' কলতান আফশোস প্রকাশ করে।
    --- ' কারা বলুন তো ? '
    --- ' ওই তো, নিউ গড়িয়ায়, ম্যাগনোলিয়া আছে না... '
    --- ' ম্যাগনোলিয়া... সেটা কী, আইসক্রিম ? '
    --- ' ওই হ্যাঁ... তাই ধর না... জানা যখন নেই একটা কিছু ধরতে দোষ কী ? '
    --- ' আবাসন আর আইসক্রিম দুটোই তো আ দিয়ে শুরু... কি ?
    --- ' মাথামুন্ডু কিছুই বুঝলাম না স্যার... '
    অশ্বিনী তেওয়ারি স্বাভাবিক নিস্তরঙ্গ কন্ঠে বলল।
    তবে কলতান বুঝতে পারল ঘুঁটির দান ঠিক ঠিক ঘরে পড়ছে।
    সে আর একটা ঘুঁটি চালল।
    --- ' সেদিন ঘটকদার সঙ্গে কথা হচ্ছিল... '
    অশ্বিনী নির্বিকারভাবে বলল, ' ঘটকদা কে ? '
    --- ' কেন, আপনাদের বিল্বদল ঘটক ... '
    --- ' আমাদের বিল্লাদল... মাফ কিজিয়েগা, ঠিক চিনতে পারলাম না... '
    --- ' তাহলে আর কী করা যাবে? যাকগে, বাদ দাও ওসব... বিকেলে তা'লে দেখা হচ্ছে দেশবন্ধু পার্কে ... কি বলবে ঠিক করে এস কিন্তু। মিছিমিছি যেন সময় নষ্ট না হয়... '
    --- ' না না সময় কেন নষ্ট হবে ... আপনার সময়ের অনেক দাম, জানি... '
    --- অশ্বিনী তুমি পৃথিবীর সবচেয়ে বড় এবং লাভজনক তিনটে ব্যবসা কী কী বলতে পারবে? '
    --- ' না স্যার অত কাবিলিয়াত আমার নেই ... আমি একজন মামুলি ইনসান.... ওসব বড় বড় ব্যাপার আমি কি করে জানব স্যার ? '
    --- ' হমম্ ... তাও তো বটে, তুমি কি করে জানবে ? ম্যাগনোলিয়া মানেই যখন আইসক্রিম ... '
    --- ' কিছু বললেন স্যার ? '
    --- ' না, কিছু না... '

    ( ক্রমশ)

    ******
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন