এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Sibu | ৩১ আগস্ট ২০১১ ১৮:১১ | 173.138.91.43
  • বিবেকানন্দের ধারনা ছিল আমেরিকানরা অগভীর প্রকৃতির। চট করে মেতে ওঠে দপ করে নিভে যায়। অন্যদিকে ব্রিটিশেরা অনেক সিরিয়াস, একবার কিছু গ্রহন করলে তার জন্য অনেক দূর যেতে পারে। রেফারেন্স মনে নাই, কিন্তু এই রকমই কিছু একটা পড়েছিলাম।

    বিবেকানন্দের দুজন সবচেয়ে নির্ভরযোগ্য অনুসারী, নিবেদিতা ও গুডউইন, দুজনেই ব্রিটিশ। সেই থেকেই কি বিবেকানন্দের এই রকম ধারনা হয়েছিল? সে যাই হোক, ওনার মত মিশন ওরিয়েন্টেড মানুষের পক্ষে এই গুনটি অ্যাপ্রিসিয়েট করাই স্বাভাবিক। তার জন্যেই হয়তো উনি ব্রিটিশ চরিত্রের কিছু দোষ উপেক্ষা করেছেন।
  • kumu | ৩১ আগস্ট ২০১১ ১৮:০১ | 122.160.159.184
  • তাতে কী?গুরু-বোন তো!তাহলেই হবে।
  • sayan | ৩১ আগস্ট ২০১১ ১৭:৪৬ | 160.83.97.84
  • কাল ফ্যান গালতে গিয়ে হাত পুড়িয়ে উপলব্ধি হল গরম ধোঁয়া-ওঠা ভাতের গন্ধটা বেশ। তার সঙ্গে অল্প মাখম, একটু আলুসেদ্ধ আর ডিমভাজাও ছিল। নাহ্‌, খালি খিধে পায়!
  • kd | ৩১ আগস্ট ২০১১ ১৭:২৯ | 59.93.254.165
  • ব্যাঙ না মনে হয়, বড়েসু (বিলেত)।
  • kumu | ৩১ আগস্ট ২০১১ ১৬:৫৮ | 122.160.159.184
  • তাই?
    ব্যাঙের লেখা?
    কই,কই,কই লিং?
  • dd | ৩১ আগস্ট ২০১১ ১৪:৫৯ | 124.247.203.12
  • সুচেতনা

    আপনার বর্তমানে লেখা বিবেকানন্দের উপর লেখাটা খুলতে পারলাম না, কিরম সব চৌকো চৌকো দেখাচ্ছে।

    অন্য কোনো ভাবে ওটা পড়া যায় না? আপনার ল্যাখা বলে পার্সোন্যাল ইন্টেরেস্ট ছাড়াও বিবেকানন্দের বিলেত প্রবাস আমার কাছে খুব ইন্টেরেস্টিং। সাহেব দের ওনার খুব ভালো লেগেছিলো, এতো প্রতিবাদী চরিত্র ছিলেন কিন্তু ক্যানো জানি সাহেবদের প্রায় সব কিছুই ইনক্লুডিং বর্নবিদ্বেষ,কলোনিয়ালিজম এইসব ওনার খারাপ লাগে নি।

    আমেরিকা ভ্রমনের মতন ওনার বিলেত প্রবাস পাঠ্য হিসেবে অতোটা জনপ্রিয়ও নয় এদেশে।

    এইসব আগড়ম বাগড়ম কইলাম , কিন্তু মোদ্দা কথা ওটা পড়ি ক্যামনে? ঐ লিং ছাড়া অন্য কোনো সহজ উপায় নাই ?
  • dd | ৩১ আগস্ট ২০১১ ১৪:৪৭ | 124.247.203.12
  • এটা আমার মেয়ের রেসিপি।
    অটো ওলা মিটারের চেয়ে দশটাকা বেশী চাইলে সে অসম্ভব সরল গোলগাল মুখ করে পাল্টা জিগায় 'আচ্ছা, মিটারের থেকে পাঁচ টাকা কম দিলে আপনি নিবেন তো? তাইলে পাঁচ টাকা কমেই চলুন"।

    বেশ কয়েক যায়গায় এই রেসিপিতে ঠিক ঠাক ভাড়ায় গন্তব্যে পৌঁছে গেছে। সংবাদে প্রকাশ।
  • kumu | ৩১ আগস্ট ২০১১ ১৩:৫৯ | 122.160.159.184
  • তবে?বিভীষণবাবুর মত ভাল ছেলে দেখা যায় না।

    আজ দুটি সুন্দর উৎসব-ঈদ ও তীজ।সবাইকে শুভেচ্ছা।
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১৩:৪৫ | 122.167.73.91
  • আমিও বারবিকিউ নেশনে খেতে গেলাম। বিভীষণ বোধহয় আপিসে বসে সমরানকে লেখা আমার পোস্ট পড়েছে, এখন ডাকছে খেতে যাবার জন্য। যদিও সকালে ফাটাফাটি ঝগড়া হয়েছে। যাই তাহলে জাঁইবাবু, খেয়ে আসি চাট্টি?
  • I | ৩১ আগস্ট ২০১১ ১৩:২৩ | 14.99.20.173
  • আমারে কে যেন ফ্র্যাঙ্কফুর্টার খাওয়াবে কয়েছিল। বিচ্ছিরি খিদে পাচ্ছে।
  • kiki | ৩১ আগস্ট ২০১১ ১৩:১৭ | 59.93.160.170
  • উঃ আমি কত গম্ভীর ভাবনায় নিজেকে ডুবিয়ে রেখে ভেবেছিলুম এবার একটু চুপচাপ টাইপের হয়ে যাবো, কিন্তু কোথায় কি! নেহাত খুব ক্ষিদে পেয়েছে, নইলে এক্ষুনি কত কিছু লিখে দিতাম। খেয়ে আসছি,সঙ্গে থাকুন।পালাবেন্না।
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১২:৩১ | 122.167.73.91
  • ন্যাড়ার ছোকরারও তারপরে কী হল সেইটা জানতেও খুব লোভ!
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১২:২৯ | 122.167.73.91
  • কুমু, কুমু, কী করেছিলে?? বল বল প্লিজ?
    (হেব্বি উৎসাহর ইমোটিকন)
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১২:২৬ | 122.167.73.91
  • সুহাসিনী এটাতেও পাঠালুম।
  • Shn | ৩১ আগস্ট ২০১১ ১২:২৩ | 117.192.144.237
  • ঐ মেল বাক্সোটার চাবি হারিয়ে গেছে ব্যাংদি, তুমি আরেকবার bandyopadhyay.suhasini অ্যাট gmail.com এ পাঠাবে?
  • kumu | ৩১ আগস্ট ২০১১ ১২:১৫ | 122.160.159.184
  • ঐ খাতায় হয়তো আমার ছবিও আচে,২০১০-মার্চে সাঁটা।
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১২:১৪ | 122.167.73.91
  • একবার একটা অটো-ওয়ালা আমার থেকে বেশি ভাড়া চেয়েছিলো আমার বাড়ি মেন রোড থেকে অনেক ভিতরে সেই জন্য। আমি তাকে উল্টে বলেছিলাম - আমাকে বিধানা সৌধায় থাকার ব্যবস্থা করে দাও নয়তো এমজিরোডে বাড়িভাড়ার ব্যবস্থা করে দাও। তবে তোমাকে ভাড়া দেব। সে হেসে ফেলেছিল।
  • sayan | ৩১ আগস্ট ২০১১ ১২:১২ | 160.83.97.84
  • লুরুর সব ভালো, কিন্তু যতই বাওয়াল হোক, একটুও ক্যালাকেলি হবে না। দুইপক্ষই গলার শির ফুলিয়ে ঝাড়া একঘন্টা "হেই', "হেই' বলে যাবে কিন্তু হাত কেউ খুলবে না। চূড়ান্ত বোরিং।
  • sayan | ৩১ আগস্ট ২০১১ ১২:১০ | 160.83.97.84
  • ব্যাঙদিকে কী নাম দেওয়া যায়, ড্রামা কুইন? ;-)
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১২:০৮ | 122.167.73.91
  • ঃ-))
  • nyara | ৩১ আগস্ট ২০১১ ১২:০৬ | 122.166.161.65
  • ব্যাঙ্গালোরের অটোওলাদের কাছে দেখেছি একধরণের ছবি-আঁটা খাতা থাকে - বিপজ্জনক সওয়ারি চিনুন। তাতে দেখলাম ব্যাং আর আমার দলের একটা ছেলে ছবি সাঁটা। সে ছোকরা ভাড়া নিয়ে বচসায় সময় নষ্ট হচ্ছিল বলে অটোওলার নাকে ঘুঁষি মেরে সময়সংক্ষেপ করে দেয়।
  • ppn | ৩১ আগস্ট ২০১১ ১২:০৫ | 216.52.215.232
  • হ্যাঁ, হেব্বালের কাছেই।
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১২:০৪ | 122.167.73.91
  • কুমু, ইয়েস
  • kumu | ৩১ আগস্ট ২০১১ ১২:০৩ | 122.160.159.184

  • অ সায়ন,অর্পণ,ব্যাঙ,

    গায়ত্রী বিহার, প্যালেস গ্রাউন্ড-এইটা অ্যারপোর্টের রাস্তায়,রাইট?
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১২:০২ | 122.167.73.91
  • ওরা যখন গলির মধ্যে গিয়ে রফা করছিল ততক্ষণে রাস্তায় অনেক লোক জমে গেছে, অটো ওয়ালারা নেমে এসে জমিয়ে মজা দেখছিলো। আর ট্রাফিক পুলিশ আমার রূপ দেখে আমাকে কিছু বলার সাহস পাচ্ছিলো না। আমি অটোড্রাইভারদের ধমকে বল্লাম - এখানে কি ড্রামা হচ্ছে নাকি? যাও সব নিজ নিজ কাজে। অটো ওয়ালারা তেলেবেগুনে জ্বলে উঠে পুলিশের কাছে আমার ব্যবহার নিয়ে নালিশ করছিলো। পুলিশ তাতেও আমাকে কিছুই বললো না। দাদা আর বিভীষণ গলির থেকে বেরিয়ে এলে পুলিশ দুজনের সঙ্গে হ্যান্ডশেক করে থ্যাংকিউ বলে চলে গেল।
  • ppn | ৩১ আগস্ট ২০১১ ১২:০০ | 216.52.215.232
  • উপযুক্ত দাদাই বটে! টাকার লোভে ভাইটাকে বাক্যিযন্ত্রণার মধ্যে ফেলে রেখে চলে গেল।
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১১:৫৭ | 122.167.73.91
  • ঃ-)) লোকটা আমার গাড়ির ছবি তুলছিল দেখে আমিও খচে গিয়ে ওর স্কুটার শুদ্ধু ওর ছবি তুলছিলাম। তারপরে আবার দাদাটা বিভীষণের কাছে টাকা চাইলো, আমিও বল্লাম - এই ভাঙ্গা খাটারা স্কুটারটা তাহলে আমাকে দিয়ে দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। তখন দাদাটা আমার বাক্যিযন্ত্রণা সহ্য করতে না পেরে বিভীষণকে টেনে একটা গলির মধ্যে নিয়ে গেল। সেখানে নাকি এগারোশো টাকায় রফা হয়েছিল।
  • ppn | ৩১ আগস্ট ২০১১ ১১:৫৩ | 216.52.215.232
  • হ্যাঁ, মৌলিদা খুব দুঃখের সাথে এই ঘটনাটা গল্প করে ছিল বটে।
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১১:৫২ | 122.167.73.91
  • ব্যাঙের গাড়ির সাথে অমন হল তো একবার চার্চ স্ট্রীটে। তারপর যেই লোকটা ধাক্কা খেয়ে পড়লো সে ফোন করে তার দাদাকে ডাকলো, আমিও বিভীষণকে ডাকলাম। বিভীষণ আসার আগে লোকটার দাদা এল। সে পুলিশের চক্করে না গিয়ে টাকা চাইলো, আমি বল্লুম - তোমার ভাইকে টাকা দিয়েই বা কী লাভ, যে ওভাবে স্কুটার চালায় সে এমনিই পরের সিগন্যালে গিয়ে বাস বা ট্রাকের চাকার নীচে যাবে। ভগবানকে ধন্যবাদ দাও আমার গাড়ির মতন ছোট্ট হাল্কা গাড়ির ধাক্ক লেগেছে।
    ততক্ষণে বিভীষণ এসে যাওয়ায় দাদাটা বিভীষণকে হুমকি দিল - তোমার বৌ এসব বললে এরপরে কিন্তু টাকা দিলেও মিউচুয়াল করবো না ।
  • ppn | ৩১ আগস্ট ২০১১ ১১:৪৭ | 204.138.240.254
  • ঈশ্বর না করুন, কোনদিন ব্যাংএর গাড়ির সাথে এমন হলে আর মৌলিদা চার্জশিট খেলে ব্যাংয়ের নিশ্চয় আমার 11:28-এর মুচকি হাসিটা স্মরণে আসবে। ঃ)

    ডিঃ ঈশ্বরে আমার বিশ্বাস নাই, ওটা কথার কথা।
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১১:৪৫ | 122.167.73.91
  • ঃ-))
  • nyara | ৩১ আগস্ট ২০১১ ১১:৪৫ | 122.166.161.65
  • "কনফ্রন্টেশনের গন্ধ পেলে ব্যাং-ও বাঘ হয়ে যায়।" - প্রাচীন বাংলা প্রবাদ।
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১১:৪১ | 122.167.73.91
  • সুহাসিনী জিমেল দেখিস।
  • sayan | ৩১ আগস্ট ২০১১ ১১:৪১ | 160.83.97.84
  • যা তা! ঃ-)))
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১১:৩৫ | 122.167.73.91
  • হয়তো দেখা যাবে পুলিশের চার্জশীটে রয়েছে অপরপক্ষ সুহাসিনীকে বাঁদিকে চেপে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। অথবা সুহাসিনী ঠিকাঠাক যাচ্ছিলো, অপরপক্ষ বাঁদিক থেকে ওভারটেক করেছে। তবে ঐ সিগন্যালের ক্যামেরা রেকর্ডিং থেকে থাকলে আমার বা পুলিশের সাধ্য নেই এইরকম চার্জশীট বানানোর।
  • ppn | ৩১ আগস্ট ২০১১ ১১:২৮ | 204.138.240.254
  • ঃ)
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১১:২৭ | 122.167.73.91
  • পুলিশের কাজ পুলিশকে করতে দে। পুলিশ কীকরে চার্জশীট বানাবে সেটা নিয়ে তোদের মাথাব্যথা কেন?
  • Shn | ৩১ আগস্ট ২০১১ ১১:২৫ | 117.192.144.237
  • শান্তনুর মতো আমারও একই প্রশ্চেন।
  • ppn | ৩১ আগস্ট ২০১১ ১১:২৪ | 204.138.240.254
  • না না, সুহাসিনী (আর ওর বাড়ির লোকেরা) ঠিক করুক কোর্টের ব্যপারটা কী হবে। আমি সে নিয়ে কোন বক্তব্য রাখছি না।

    আমি বলতে চাইছি টেকনিকাল ব্যপারটা, যেইটা সুহাসিনী স্পেসিফিকালি জিগ্গেস করেছিল।
  • kumu | ৩১ আগস্ট ২০১১ ১০:৪৪ | 122.160.159.184
  • সিকি,দুঃখিত,খাতা খুঁজে পেলাম না।
    ইশকুলের খাতা,বেশীদিন তো হয়নি!!
  • Abhyu | ৩১ আগস্ট ২০১১ ১০:৩৯ | 97.81.80.90
  • নাহ্‌। আমি কি আর সংস্কৃত জানি?
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১০:৩৫ | 122.167.73.91
  • যখন কথার উত্তর দিচ্ছি না, তখন মেসেজটা পৌঁছে যাওয়া উচিৎ ছিল আশা করি। আপনার সুভদ্র উদার বন্ধুত্ব, কুশলজিজ্ঞাসার ভদ্র প্রত্যুত্তর দিতে পারলাম না, আমারই অক্ষমতা। আমাকে খোলা পাতাতেও এইভাবে প্রশ্ন না করে গেলে আমিও এইভাবে উত্তর দিতাম না। দিতে বাধ্য হলাম তার জন্য দুঃখ প্রকাশ করছি। প্লিজ ভবিষ্যতে আমাকে সোজাসুজি বা ইঙ্গিত করে কোনো প্রশ্ন করবেন না। আমি উত্তর দিতে বাধ্য থাকবো না।
  • siki | ৩১ আগস্ট ২০১১ ১০:৩৫ | 122.162.75.251
  • অভ্যু, থেংকু। লিরিকটা এট্টু লিখে দিতে পারবি?
  • siki | ৩১ আগস্ট ২০১১ ১০:২৮ | 122.162.75.251
  • পটাশম্যামকে জেন্টল রিমাইন্ডার।

    সংঘচ্ছদ্ধং সংবদদ্ধং।
  • santanu | ৩১ আগস্ট ২০১১ ১০:২৪ | 91.226.168.2
  • কিন্তু নিচের দেওয়া রোড রুল মোতাবেক Shn যদি ভুল করে ধাক্কা খেয়ে থাকেন তাহলে পুলিশ IBM কে চার্জশিট দেবে কি করে?
  • til | ৩১ আগস্ট ২০১১ ১০:২২ | 165.12.252.211
  • ব্যাঙ্গদি কি আমার প্রতি কূপিত?কুশল জিজ্ঞাসা করলাম যে!
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১০:১৮ | 122.167.73.91
  • শোন, তোদের যুক্তি আমি বুঝেছি, কিন্তু অলরেডি কেস করা হয়ে গেছে, পুলিশ চার্জশিট দেওয়ার জোগাড়যন্ত্র করছে, এখন সুহাসিনী কেস তুলতে গেলে পুলিশ দু-পাঁচ কথা শোনাবে ওকে। তার চেয়ে একদিন কোর্টে হাজিরা দিয়ে মিটিয়ে আসা ভালো নয় কি? লুরুর কোর্ট দেখার অভিজ্ঞতাই বা কজনের থাকে!! এগুলো তো আমাদের সমৃদ্ধ করে না কি!
  • sayan | ৩১ আগস্ট ২০১১ ১০:১৭ | 160.83.97.83
  • রাস্তার ওপর যেগুলো থাকে গাড়ি থেকে নেমে কষ্ট করে সেগুলো খোঁজার থেকে আকাশের দিকে তাকিও, মোটামুটি এরকম দেখা যায়
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ১০:১৪ | 122.167.73.91
  • ঐ সাইনগুলোয় রাস্তার উপরে আঁকা থাকলে তার উপর অসংখ্য গাড়ি দাঁড়িয়ে থাকে বলে দেখতে পাই নি তাহলে অ্যাদ্দিন। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত