এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ৩০ আগস্ট ২০১১ ১২:৩৭ | 59.163.30.4
  • আর্য্য -- আন্ধেরিতে কোথায় থাকবেন তারওপরে ডিপেন্ড করছে --

    এটায় একটু সার্চ করে দেখুননা --

    http://classifieds.sulekha.com/mumbai/andheri-w/rentals/apartments-flats/adlistings.aspx?bedrooms=2bhk

    বা এখানে

    http://www.makaankhoj.co.in/?gclid=CLu4xfC59qoCFYMc6wodRjCJGQ

    ইউনিকোডে টাইপ করলাম -- এক্‌স্‌ট্‌রা গ্যাপ দেখাবে ওটা রিমুভ করে দেখবেন --
  • de | ৩০ আগস্ট ২০১১ ১২:৩২ | 59.163.30.4
  • :! এই ইউনিকোড!
  • test1 | ৩০ আগস্ট ২০১১ ১২:৩২ | 160.83.97.84
  • তঙ্কÄ
  • de | ৩০ আগস্ট ২০১১ ১২:৩১ | 59.163.30.4
  • না নেতাই সিকি বোধায় সংগচ্ছধ্ব ং সংবদধ্ব ং য়ের কথা বলছে --

    দুটো লাইন মনে পড়ছে --
    সমানো মন্ত্র সমিতি সমানি
    সমানোম্‌স্‌তু বো মনো যথা ব সুসহাসতি --

    নৌ-ডু তে আছে গানটা -
  • test | ৩০ আগস্ট ২০১১ ১২:৩১ | 160.83.97.84
  • সান্ত্বনা
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১২:২৯ | 123.242.248.130
  • সংস্কৃত চেয়েছি, বাংলাটা নয়। বাংলাটা আমার মুখস্থ। অরিজিনাল উপনিষদ স্তোত্রটা।
  • Netai | ৩০ আগস্ট ২০১১ ১২:২৫ | 121.241.98.225
  • এইটা?

    আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ', সত্যসুন্দর ।অ।
    মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,
    বিশ্বজগত্ব মণিভূষণ বেস্টিত চরণে ।অ।
    গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
    করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে ।অ।
    ধরণী পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
    ফুলপল্লব-গীতগন্ধ-সুন্দর-বরনে ।অ।
    বহে জীবন রজনীদিন চিরনূতনধারা,
    করুণা তব অবিশ্রাম জনমে মরণে ।অ।
    স্নেহ প্রেম দ ভক্তি কোমল করে প্রাণ,
    কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপহরণে ।অ।
    জগতে তব কী মহোৎসর বন্দন করে বিশ্ব
    শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয়শরণে ।অ।
  • Arya | ৩০ আগস্ট ২০১১ ১২:২৫ | 125.16.82.195
  • কেউ বলতে পারবেন, আন্ধেরির কাছাকাছি 2BHK ফ্ল্যাট এর ভাড়া কিরকম হতে পারে?
    কাছাকাছি মার্কেট, ATM, হাসপাতাল/নার্সিং হোম ইত্যাদি পাওয়া যাবে কি?
    সাধারণ বাঙালী মধ্যবিত্ত ফ্যামিলি থাকতে কোন অসুবিধে হবে কি?
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১২:২৪ | 160.83.97.84
  • তখন গুরুনানকজয়ন্তীর ছুটি পেতাম। আর এখন ঈদ, গণেশ চতুর্থী - কোত্থাও ছুটি নেই! ভেউ ভেউ ঃ'-(
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১২:২২ | 160.83.97.84
  • কেজি স্কুলে এইটা গেয়ে আমাদের প্রেয়ার হত।
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১২:০৯ | 123.242.248.130
  • আনন্দলোকে মঙ্গলালোকে গানটার অজ্জিনাল সংস্কৃত স্তোত্রটা কেউ লিখে দিতে পারবে?

    গান চাইছি না, লিরিক চাইছি।
  • kc | ৩০ আগস্ট ২০১১ ১১:৩৩ | 178.61.96.29
  • হিউয়েন সাঙের ভারতযাত্রা নিয়ে টমাস ওয়াট্টার্স নামে এক সাহেব একটা বই লিখেছিলেন। সাহেবের মৃত্যুর পরে, লন্ডনের রয়েল এশিয়াটিক সোসাইটি বইটি পরিমার্জন করে ১৯০৪ সালে ছাপায়। আজকে পিডিএফের লিং পেলাম। উৎসাহীরা দেখতে পারেন।

    http://ia600303.us.archive.org/12/items/cu31924071132769/cu31924071132769.pdf
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১১:১৭ | 160.83.97.83
  • মুগুরকে ট্রান্সমগ্রিফাই করে একেফট্টিসেভেন করে নেবো। তারপর টেররিস্ট আমার শুধু বন্দুক বোলেগা। মুহাহাহাহাহাহা....
  • kc | ৩০ আগস্ট ২০১১ ১১:১৩ | 178.61.96.29
  • হা হতোস্মি, হা কালি!! জিজিজি জানে জিপিআরেস জানে। কিন্তু এনজিও জানেনা!! মুগুর মনে হয় সায়নের কপালেই আছে। ওটা হল ন্যাশানাল জিওগ্রাফি। ঃ-))
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১১:১০ | 160.83.97.83
  • বহুদিন পর শুনলাম, সাইজ করা ঃ-)))
    কিংতু, এনজিও কোন্‌ শ্যানেল?
  • kc | ৩০ আগস্ট ২০১১ ১১:০৫ | 178.61.96.29
  • এনজিও চ্যানেলে ডগ হুইস্পারার বলে একটা প্রোগ্রাম হয়। ওখানে সিজার মেলান বলে এক ভদ্রলোক, গৃহপালিত অসভ্য কুকুরদের কী করে সাইজ করতে হয় তার নানারকম ফান্ডা দিয়ে থাকেন। যাঁরা জীবনে ঠিকই করে নিয়েছেন বিভিন্ন সোশাল নেটওয়ার্কিং সাইটে গিয়ে মানবকল্যাণের জন্য বিভিন্ন রকমের নাজানা লোকেদের সঙ্গে ভাটাবেনই, তাঁদেরকে ওই প্রোগ্রামটি দেখতে অনুরোধ করছি। রোজ হয়।
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১১:০৫ | 160.83.97.83
  • পাইকে বল, ফরোয়ার্ড করে দেবে ;-)
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১০:৫৭ | 123.242.248.130
  • আম্মো স্ক্রিনশট দেখব। ঃ) কিন্তু কীভাবে?
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১০:৫৭ | 123.242.248.130
  • আরে সামসুং কেন দরকার? আমার নোকিয়াই তো জিজিজি এনেবলড। কিন্তু নেই নি, ভোঁদাফোং বলল জিজিজি অ্যাক্টিভেট করতে গেলে নাকি বাড়তি পয়সা কাটবে। আমি তাই বল্লাম দরকার নেই, আপনি ছেড়ে দ্যান।
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১০:৫১ | 160.83.97.83
  • দুঃশাঃ, GGG'র দাম জিপিচ্চাইতে কম।
    কুমুদি, শমীককে ভালো কোনও সামসুঙের হ্যান্ডসেট দেখিয়ে দিন তো ঃ-)
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১০:৪৯ | 160.83.97.83
  • শুদ্ধসত্ব আবার পাইয়ের জন্য মধুর বচনসমৃদ্ধ পোস্টের স্ক্রীনশট পাঠিয়েছে। তবে "মনজিৎ টেগোরে'এর সঙ্গে আমার সিরিয়াসলি একটা মুঠভেড়ের ইচ্ছে রইল।
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১০:৪৭ | 123.242.248.130
  • GGGর বড় দাম। আমি গরীব মানুষ।
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১০:৪৪ | 123.242.248.130
  • হাসতে হাসতে গড়িয়ে পড়ে গেলাম চেয়ার থেকে। উরিবাবা!!!!
  • pi | ৩০ আগস্ট ২০১১ ১০:৪৪ | 72.83.92.218
  • আপিস থেকে এসে ফেবু খুলে ডিলিটের হাত থেকে বেঁচে যাওয়া কমেন্টগুলো একেক করে পড়ে, আমার isi agent হওয়া সংক্রান্য একেকখানি পোস্ট পড়তে পড়তে আমি অমনি এপি তেই হেসে চলেছিলুম।
    ডিলিট হওয়া কমেন্টগুলো পড়তে পারলে হয়তো জিপিতে হাসতুম।
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ১০:৪০ | 160.83.97.83
  • কাল যা বুঝলাম -
       গুরুর ফেবু গ্রুপখানি একটি পীঠস্থান

    আজ যা বুঝি নাই -
       সিকি এখনও জিপিআরেস দিয়ে ফোং চালায় কেন! ও তল্লাটে GGG যায় নাই?
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ১০:৩৬ | 122.178.202.115
  • ঃ-) ঃ-)) ঃ-))) ......... ঃ-)))[n
  • pi | ৩০ আগস্ট ২০১১ ১০:৩৫ | 72.83.92.218
  • তালে রেসাল্টেন্ট দাঁড়ালো এই।

    x-D
  • pi | ৩০ আগস্ট ২০১১ ১০:৩৩ | 72.83.92.218
  • x-( x-( , কার জন্য বলাই বাহুল্য।
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ১০:৩৩ | 122.178.202.115
  • অউর মেরে লিয়ে????
  • pi | ৩০ আগস্ট ২০১১ ১০:৩২ | 72.83.92.218
  • আগেরটা ফরিদাদার জন্য ছিল ।

    :D:D, DDDADAর জন্য।
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ১০:২৯ | 122.178.202.115
  • ডিডিদা ঃ-))))

    ফরিদা ঃ-)), বেশ একটা দিব্য নাম পাওয়া গেল, তোর ১০ঃ১২র পোস্ট থেকে। আজ থেকে দিব্যি ""ভপাই'' বলে ডাকা যাবে। শুধু পাইটা ক্যামোন শুকনো শুকনো শোনাত।
  • pi | ৩০ আগস্ট ২০১১ ১০:২৭ | 72.83.92.218
  • :D
  • dd | ৩০ আগস্ট ২০১১ ১০:২৬ | 124.247.203.12
  • পুলুশ এসে জিগাইলো "খপোর পেয়েছি, আপনি আই এস আইএর এজেন্ট। তো এ বিষয়ে আপনার কি বক্তব্য আছে?"
    পাইদি কইলেন "বটেই তো। কিন্তু দু মাসের মাইনা এখনো দেয় নি, তাছাড়া বোনাস নিয়েও ডিস্পুট চলছে।"
    পুলুশ বল্লে "আমি কিন্তু সি আই এ। এখন বলুন আপনি কি করবেন?"
    পাইদি নির্ভয়ে কইলেন "আমি চাই এজেন্টের প্রতি এজেন্টের মতন ব্যবহারই করবেন।" মশা মেসো হাঁ হাঁ করে উঠে বল্লেন "ইয়েস, রূল বুকে তেম্নি কথা আছে। আমি দেখিচি। নিজের চোক্ষে পরিষ্কার" এই বলেই বলে উত্তেজিত হয়ে ঘুমিয়ে পরলেন।
    পুলুশ বল্লো "ঠিকাছে। তাইলে কিছু বলার নেই। আর এই সিভিটা রাখুন। আমার ভাইগ্নার। দেখুন যদি ছোটো খাটো স্পাই ফাইএর চাকরী করে দিতে পারেন।"

    দু দিন পরে খুব ঝড় বৃষ্টির সময় নিজেরাই খোঁজ নিয়ে গেছিলেন, বড়ো বড়ো সবুজ আলোর টর্চ জ্বালিয়ে । বল্লাম না? সি আইএর লোকেরা খুব দরদী হয়।
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১০:১৮ | 123.242.248.130
  • ঃ-)))
  • pharida | ৩০ আগস্ট ২০১১ ১০:১২ | 61.16.232.26
  • ব্যাঙ, সেইজন্য তো ভয় "পাই" বলা হয় ঃ))
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ১০:০৭ | 122.178.202.115
  • ৩) লামা বালমুরুগনের গল্প শোনালো না।
    ৪) লামা গাছের উপরে ফ্লুরোসেন্ট জামা পড়া ছায়ামূর্তিগুলোর গল্প শোনালো না।
  • siki | ৩০ আগস্ট ২০১১ ১০:০১ | 123.242.248.130
  • টু ডু লিস্ট।

    ১) পুলিশের গপ্পো পাই শোনালো না।
    ২) সাইক্লোনের গপ্পো অপ্পন শোনালো না।

    ...

    ...

    ...

    n) আন্দামানের গপ্পো দে শোনায় নি।
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ১০:০০ | 122.178.202.115
  • আমি আমার মা কে ভয় পাই নি, স্কুল-কলেজের প্রিন্সিপাল-টিচারদের ভয় পাই নি, বসকে ভয় পাই নি, কিন্তু কেন জানি না পাইকে বেদম ভয় পাই।
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ০৯:৫৮ | 122.178.202.115
  • মেল আসছে না তো, নোটিফিকেশন আসছে।
    রাগিস না বাপু, এমনিই নানা ঝামেলা আর টেনশনে মেজাজ ঠিক রাখা দায়।
  • siki | ৩০ আগস্ট ২০১১ ০৯:৫৫ | 123.242.248.130
  • পাই রেগে গেলে জুপিটারে অগ্ন্যুৎপাত হয়। ঃ-))

    পাই মেল দ্যাখো।
  • pi | ৩০ আগস্ট ২০১১ ০৯:৫১ | 72.83.92.218
  • তুমি গুরুর ফেবু গ্রুপ ছাড়তে চাইবে শুনে আমি রাগতে যাবো ক্যানো ! বরম এইটা বল্লে বলে রেগে গেলুম ।
  • pi | ৩০ আগস্ট ২০১১ ০৯:৪৪ | 72.83.92.218
  • কোনোটাতেই ক্লিক করার দরকার নেই।
  • pi | ৩০ আগস্ট ২০১১ ০৯:৪৩ | 72.83.92.218
  • যে মেইলে আপডেট আসছে, তার নিচেই তো আপডেট বন্ধ করার লিঙ্ক আছে।
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ০৯:৪১ | 122.178.202.115
  • আর ইভেন্টের নেমন্তন্ন ডিলিটই বা করে কী করে? আমি তো তিনটে অপশন দেখতে পাই - অ্যাটেন্ডিং, নট অ্যাটেন্ডিং, আর মে বি।
    এই ফেসবুকের কোনো টিউটোরিয়াল হয় কি বাংলায়?
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ০৯:৩৯ | 122.178.202.115
  • লিভ গ্রুপ করেছি তো তাতেও কেউ পোস্ট করলেই নোটিফাই করছে আমাকে।
    সিকি, মিউট কেমন করে করা যায়? গুরুর গ্রুপ আমিও খুলি না, কি ছোট ছোট ফন্টে লোকে বাংলা লেখে ওখানে! আমি পড়তেই পারি না।
    পাই, ভয়ে ভয়ে বললাম এই কারণে যে গুরুর ফেবু গ্রুপ ছাড়তে চাই শুনে তুই যদি রেগে যাস, তাই।
  • dd | ৩০ আগস্ট ২০১১ ০৯:৩৩ | 124.247.203.12
  • নাঃ। সেই যে কিছু লোক আছে না,ফ্ল্যাশার। পাব্লিকলি উদোম হওয়াটাই তাদের মজা। ইন্ডিসেন্ট এক্সপোজার।

    অনিচ্ছুক দর্শকেরা যতো শকড যতো ক্রুদ্ধ হবে ততোই তাদের আনন্দ। ইগ্নোর করলেই তাদের মজা মাটী। ফাটা রেকর্ডের মতন এরা একই ভাবে বেজেই যাবে।

    এই ধরনের লোকেদের ও সেটাই কাম্য। লোকে রাগবে আরো খিস্তি দেবে, হৈচৈ,ক্যাঁও ম্যাঁও। রাগ ও অভিমান। ব্যাস - এদের পয়সা উশুল।

    বেস্ট হচ্ছে কমপ্লিটলি ইগনোর করা। as if অমন মেইল দেখো ও নেই।
  • pi | ৩০ আগস্ট ২০১১ ০৯:৩৩ | 72.83.92.218
  • গ্রুপের ডানদিকেই leave the group লেখা আছে।

    কিন্তু এতে আমি খামোখা রাগতে যাবো ক্যানো !

    তবে তুমি ভয় পেয়েছো দেখে খুব ভাল লাগছে ঃ)
  • siki | ৩০ আগস্ট ২০১১ ০৯:২২ | 123.242.248.130
  • ব্যাং, নোটিফিকেশনগুলো মিউট করে দাও। তা হলেই আর আসবে না। সেটিংসে একটু নাড়ানাড়াকরে দ্যাখো।

    তবে এচ্চেয়েও সোজা উপায় আছে। ইগনোর মারা।

    আমার কাছে আরো একটা সোজা উপায় আছে। হস্টেলে অনেক সুললিত ভাষা শিখেছিলাম, সেগুলো প্রয়োগ করতে ইচ্ছে করে মাঝে মাঝে, কিন্তু গ্রুপে প্রচুর চেনাপরিচিত লোকজন আছে বলে আর সে সাহস পাই না ঃ-)
  • siki | ৩০ আগস্ট ২০১১ ০৯:২০ | 123.242.248.130
  • জাতে উঠে গেলাম তা হলে। শুধু এই দুঃখ রয়ে গেল মনে। মোসাড, আওয়ামি লীগ আর আল কায়েদা থেকে ব্যাকিং পেলাম না। হায়!

    বড়দের জোক আমিও পেয়েছিলাম, আমিও ঐ সান্দার মতই কেস, বড় তো হয়েই গেছি, তাই সোজা ডিলিট মেরে দিলাম। এখন খচ্চা করে জিপিআরেস দিয়ে ফেবু খুলে দেখলাম হ্যাঁ, ঐ আইয়েসাই এজেন্ট মার্কা নেমন্তন্নটি আমার কাছেও এস্‌ছে বটেক। কী আর করা, জিপিআরেস খচ্চা যখন হয়েই গেছে, আরেকটু খচ্চা করে মালটাকে ব্লক করে দিলম।

    আমি গুরুচন্ডালি ফেবু গ্রুপ পারতপক্ষে খুলিই না। সমস্ত নোটিফিকেশনও মিউট করে রেখেছি। ও তল্লাটের বাংলাভাষা আমার ঠিক হজম হয় না, পেট গুড়গুড় করে। ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত