এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pharida | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১২:৪৪ | 61.16.232.26
  • গুড ইনফো। মাঝে মাঝে ভাবি, গুরু না থাকলে ........
  • byaang | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১২:৪১ | 122.172.251.58
  • কল্লোলদা, ঃ-))
    আরে কখনো না কখনো তো আমার কাছে চাওয়া উচিৎ ছিল! এ কী ধরণের বৈষম্যমূলক ব্যবহার!! ঃ-(
  • kallol | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৯ | 220.226.209.2
  • ব্যাঙ। তোর কাছে চায়নি। শত হোক ব্যাঙ্গালোরের লোক তো, তোর কিত্তি কলাপ জেনে গেছে বোধ হয়।
    তবে ক্রেডিট কার্ডে টিকিট কাটলে সেই ক্রেডিট কার্ড বা তার ফটোকপি দেখাতে হয়।
    আমরা যেবার প্রতুলদা ও জয়কে বইচইতে এনেছিলাম, সেবার মেলে ওদের ক্রেডিট কার্ডের ফটোকপি পাঠাতে হয়েছিলো টিকিটের সাথে। চেক ইনের সময় দেখতে চায়।
  • de | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৮ | 59.163.30.3
  • AI তে চাইবে না, বেসরকারী এয়ারলাইন্সে ক্রেডিট কার্ড দেখতে চায়!
  • de | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৭ | 59.163.30.3
  • AI
  • Lama | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৫ | 203.132.214.11
  • বেশির ভাগ ক্ষেত্রে ক্রেডিট কার্ড দেখতে চায় না। কিন্তু আমার বাবার কাছে একবার জেরক্স কপি চেয়েছিল (আমার কার্ড দিয়ে টি্‌কট কেটেছিলাম)। ই-টিকিটের গায়ে লেখা থাকে জেরক্স কপি ক্যারি করার কথা।
  • byaang | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১২:৩০ | 122.172.251.58
  • না ফরিদা, আমাদের টিকিট তো বিভীষণ কাটে তার ক্রেডিট কার্ডে, তারপর লটবহর শুদ্ধু এয়ারপোর্টে পৌঁছে, ট্রলিতে লটবহর তুলে, ঠেলে, ভিতরে ঢুকিয়ে দেয়, আমিও ব্যাঙাচিশুদ্ধু ভিতরে ঢুকে লাগেজ চেক ইনে দিয়ে দিই, বিভীষন আবার গাড়ি চালিয়ে ফিরে যায়, কই আমাদের থেকে তো বিভীষণের ক্রেডিট কার্ড চায় না। একটা আইডি প্রুফ চায়, তাতে আমি সাম্প্রতিককালের আইডি কার্ড ব্যাগে থাকা সত্বেও দশ বছর আগেকার প্যান কার্ড দিই, খুব কষ্ট করে সেই ছবির সঙ্গে আমাকে মেলানোর চেষ্টা করে, পারে না, তখন হাল ছেড়ে দিয়ে আমাকে বোর্ডিংপাস দিয়ে দেয়।
  • Jhiki | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১২:২৮ | 182.253.0.98
  • ফটোকপি না রাখলে একটু হয়রানি হবে, ক্রেডিট কার্ড হোল্ডার কে ফোন করা হবে ইত্যাদি ইত্যাদি..... মানে একটু সময় নষ্ট আর কি!!
  • pharida | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১২:২৫ | 61.16.232.26
  • সাবাসিকি ঃ))
  • siki | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১২:২৩ | 123.242.248.130
  • ফোটোকপি রাখলেই চলবে। আমি চেন্নই গেছিলাম, আমার ম্যানেজার তার অ্যামেক্স কার্ডে আমার টিকিট কেটে দিয়েছিল। ফোটোকপি দেখালেই চলে যাবে।
  • pharida | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১২:২০ | 61.16.232.26
  • ক্রেডিট কার্ডে যদি অন্য করোর ফ্লইটের টিকিট (ডোমেস্টিক) কাটি - তাহলে কি যাত্রীকে ভ্রমনের সময়ে সেই ক্রেডিট কার্ড সঙ্গে রাখতে হবে - এমন কোনো নিয়ম আছে কি?

    জানাবে কেউ?
  • Jhiki | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১২:০০ | 182.253.0.98
  • আমি একজনকে পাকড়াও করেছি যে পুজোতে বাড়ী যাচ্ছে। তাকে দিয়ে একটা পুজোসংখ্যা আনাতে পারব, কোনটা আনাব any suggestion?
  • kumu | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১২:০০ | 122.160.159.184
  • আহা,না হয় এট্টা/দুটো/বেশী ভুলই করেচে,তাই বলে লক্করে চলে এলে?
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৪ | 75.150.227.198
  • এটা তাঁর ভুলেই হয়েছে ! x-(
    যদিও তিনি সেটা মানতে চাইছেন না।
    সেদিন ফিনিক্স যেতে গিয়ে ক্যালিফোর্নিয়া যাওয়াটাও না। x-(

    আমি খুব রেগে। x-(
  • kumu | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৫০ | 122.160.159.184
  • আর মশামেসো?তিনি কই?ওনার জন্যে আমি সর্বদা চিন্তায় থাকি।
    আশা করি পাই তাঁকে ভুলে বাড়ীতে লক করে চলে আসে নি!
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৭ | 75.150.227.198
  • কাব্লিদা, সেটা করলেই ভালো হত মনে হচ্ছে। অন্তত এয়ারপোর্ট থেকে তো আশেপাশে বেরোনো যেত !
    এখন হোটেলের গর্তে সেঁধিয়ে কেউ তো আর বেরোতেই চায়না দেখি ঃ(

    তবে ফ্লাইট মিস ঠিক করি নাই। ভুল এয়ারপোর্টে ভুল ফ্লাইট ধরতে গেসলুম । ঃ(

    আজ সারা সন্ধে খান তিনেক টার্মিনালের মধ্যে স্ট্যান্ড বাই স্ট্যান্ড বাই খেলা খেলতে খেলতে ছোটাছুটিতে ক্লান্ত।

    অন্তত ঘণ্টা দুয়েকের জন্য পিঠকে হরাইজনটাল করে রিচার্জ না করলে কাল ভোরবেলা থেকে আবার খেলা শুরু করার এনার্জি পাবো কেমনে ? ঃ(
    মানে, আমার না হলেও চলে, কিন্তু মশামেসোর মা, মাসির জন্য অলরেডি ওভারডোজ হয়ে গেছে, গত ক'দিন যা গেল, তার উপর আজকের নাইট আউট চল্লে সত্যি ৯১১ কল করতে হত।
    সেদিনের মত ভুল করে পুলিশ ডাকা নয় ঃ)

    এদিকে বেরিয়েছি থেকে বসের ফোন। কাল সকালের মিটিং ও মায়া হয়ে গেল।
    হাতে এবার সত্যি আইরিন মনে হচ্ছে ঃ((
  • Sibu | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৮ | 71.103.149.170
  • ইগলুর মধ্যে কি মেল্টিং পট হয়? কিউবেকোয়ারা তো ফ্রেঞ্চী। ওরা কি ফন্দু খায় না?
  • lcm | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১১:০৪ | 69.236.163.37
  • কানাডা ঐ ঠান্ডায় আর মেল্টিং পট কি করে করবে...
  • kd | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১০:২৪ | 59.94.2.243
  • পাই, কি দরকার বেরিয়ে? ব্যাগটাকে বালিশ করে এয়ারপোর্টেই একটু পা ছড়িয়ে নাও। নাহ'লে এই ফ্লাইটটাও মিস করবে। ঃ)

    আকা যা বল্লো, সেই ব্যাপারে একজনের কাছে বেশ সুন্দর কথা শুনেছিলুম। আমেরিকা, ক্যানাডা দু'টো দেশের দর্শণ আলাদা। আমেরিকা চায় দেশটা ""মেল্টিং পট'' হোক আর ক্যানাডা চায় ""মোজেইক'' হতে। ক্যানাডার অনেক সরকারী পলিসিও দেখেছি ওই ভাবধারা সাপোর্ট করে।
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১০:০৮ | 75.150.227.198
  • তিমির আটটা আটচল্লিশে ক। ঃ)
  • siki | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৮ | 123.242.248.130
  • নাহ, সানন্দাটা কিনতেই হচ্ছে তা'লে ;)
  • ppn | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৩ | 122.252.231.10
  • নেভি পিয়ার। কিন্তু সে কি রাতদুপুরে খোলা থাকে? জানি না।
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪১ | 75.150.227.198
  • শিকাগোতে রাতদুপুরে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো যায় ?
    ঘণ্টা দুয়েকের জন্য কোথাও যাওয়া যায় ? এয়ারপোর্ট থেকে ?

    ফ্লাইট মিস করেছি।
  • ppn | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৪ | 122.252.231.10
  • পদ্ম ভূষণ।
  • pharida | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৩ | 61.16.232.26
  • পদ্মফুল আবার কী দোষ করল?
  • Jhiki | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৪ | 182.253.0.98
  • সেই পদ্মফুলের কথা কি আমি শাসু মা-কে বলতে পারি!! তিনি আমাদের সব পুজোসংখ্যা গুলো কিনে রাখছেন কিনা!!
  • ppn | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৬ | 112.133.206.18
  • ওই যেটায় ন্যাশনাল ফ্লাওয়ার নিয়ে ছবিটা আছে। ঃ)
  • Jhiki | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৪ | 182.253.0.98
  • সানন্দা কি পুজোসংখ্যা না পুস্পাঞ্জলি?
  • ppn | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৯:০০ | 112.133.206.18
  • সানন্দায় বিনায়ক বন্দ্যো ভালো লাগল। স্মার্ট, মেদবর্জিত লেখা।
  • Jhiki | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৭:৩১ | 182.253.0.98
  • নেতাই, সি আর পার্কের ১ নম্বর মার্কেটে শম্ভুদার দোকানে খোঁজ নিয়ে দেখবেন কিশোর gyaan bigyaan' পেতে পারেন, না পেলে ওদের বলে রাখলে আনিয়ে দেবে।
  • aka | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৭:০৯ | 75.76.118.96
  • সাশার গান ভালো লাগল।

    ছোট আই, টরেন্টোতে আমি খুব অল্প দিন ছিলাম মাত্র দিন কুড়ি হবে। বিশেষ কিছু করার ছিল না, সকালে উঠে রাস্তায় ঘুরে বেড়াতাম দেখতাম শিখ ছেলেরা ট্র্যাডিশনাল ড্রেসে নিজেদের ভাষায় কথা বলতে বলতে স্কুলে চলেছে। এমনকি ভারতীয় খাবার দাবারও আমেরিকার থেকে বেশি ভারতীয়। টরেন্টোতে মনে হয় কালচার ধরে রাখাটা আম্রিগার থেকে সহজ। এখানে কিছুদিন বাদের সবাই প্রায় আম্রিগান হয়ে যায়।
  • i | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৮ | 137.157.8.253
  • যখন টরন্টোয় ছিলাম, সাশার গান প্রথম শুনি। সে প্রায় বছর আষ্টেক আগের কথা। তো, ও দেশে বড় হয়ে এত পরিষ্কার উচ্চারণ-মূলতঃ তাতেই আপ্লুত হয়েছিলাম। গানের গলা, ভাব এসব ভাবি নি তখন। কবছর পরে দেখলাম সাশা বিখ্যাত হয়ে গেছেন কলকাতাতে। খুব ভালো লাগল। বাল্মীকিপ্রতিভা করলেন প্রমিতা মল্লিকের নির্দেশনায় সম্ভবতঃ। তারপর সিডি বেরিয়েছে একাধিক । এখন টরন্টো কি বঙ্গদেশ সকলেই চেনেন সাশাকে।
    আকা, আপনি ইন্টারনেটে সাশার গানের লিঙ্ক নিশ্চই পেয়ে যাবেন।
  • ranjan roy | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০১:২১ | 122.163.79.63
  • আমি একটি বড়সড় রাম কেক নিয়ে রঙীন মোমবাতি জ্বালিয়ে পারমিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আর যাঁরা বুড়োমানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তাঁদের দিকে কাঁচুমাচু মুখে ধন্যবাদ। কারণ এত শুভেচ্ছা স্কুলে পড়ার সময়ও পাইনি।
    কিকি,
    সত্যিই ভাটে কম আসি। আজ চোখে পড়ল। ভীমবেটকার সম্বন্ধে তোমার
    বন্ধুরা ঠিকই বলেছে।
    শমীক,
    আমার ফোন নম্বর ০৯৯৮১০৮৩৭৩৬। কাল অব্দি কোলকাতায়, পরশু ভোরে প্রস্থান।
  • aka | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০০:৫২ | 75.76.118.96
  • না ঐ মাস্কেল গুলোয় খিল ধরে গিয়েছে। এতো শুয়ে বসে থাকি দিন কয়েক জিমে না গেলেই সব গোলমাল করে। মাস্কেলে চালশে ধরেছে। ঃ(
  • I | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৩ | 14.96.5.52
  • লিং তো দিয়া দিছি। গানের খাতায়।

    তোমারে হাড় মড়মড়ি রোগে ধরে নাই তো? কিম্বা আরেট্টু আধুনিক ব্যারাম, এই যেমন স্লিপ ডিস্কো ?
  • aka | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০০:২৭ | 75.76.118.96
  • আর দাদা কি কইব। কোম্‌ড ঠিক করতে গিয়ে কোমর খুলে গেল। বার তিনেক দোকানে গিয়ে তিন চার রকমের টুল বক্স কিনে ফেললাম। আছি, মাঝে মাঝে যখন কোমর মোটামুটি বিদ্রোহ করে ফেলছে তখন এসে বসছি।

    তা এই অনিরুদ্ধ ঘোষালকে কোথায় দেখা যায়।

    ফ্রেডির যা প্রতিভা তাতে রবীন্দ্রসংগীত কেন কালোয়াতি অবধি গাইতে পারত।
  • I | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০০:২৩ | 14.96.5.52
  • দুজনার জন্মদিনও কাছাকাছি। ফ্রেডি জন্মেছে গতকাল, সাশা আজ।
  • I | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০০:০৬ | 14.96.5.52
  • আকা, আছো?
    এই অনিরুদ্ধ ঘোষাল শাশা ছোঁড়াটিকে খানিকটা ফ্রেডি মার্কারি-র মত দেখতে না? ফ্রেডিকে যদি বলে-কয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে রাজী করানো যেত !
    হয়তো স্বর্গে গিয়ে ফ্রেডি বেশ বাধ্য ছাত্রের মত এখন রবিবাবুর কাছে গান শিখছে। এলভিস কালকের বৈতালিক লীড করবে।
  • kiki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৭ | 59.93.241.88
  • ঃ)
  • kiki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৭ | 59.93.241.88
  • পুজোসংখ্যা।
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৬ | 122.178.205.233
  • খিক খিক! ঃ-) আমি এখন উনিশ-কুড়ির শেষ উপন্যাসটিতে মগ্ন, কুইন বীর মৃত্যুরহস্য।
  • kiki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৫ | 59.93.241.88
  • এক বোতল জল নিয়ে পোড়ো, এক পাতাতেই বেশ কবার হিঁচকি উঠবে।
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৩ | 122.178.205.233
  • নতুনটা? ৩০শে সেপ্টেম্বর?
  • kiki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২৩:০২ | 59.93.241.88
  • সানন্দা
  • byaang | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৯ | 122.178.205.233
  • সঙ্গীত বন্দ্যো কীসে বেরিয়েছে কিকি?
  • kiki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৮ | 59.93.241.88
  • ঠিক যেন ভুশুন্ডির মাঠে বসে আছি।

    যাই সঙ্গীতা বন্দ্যোর সম্মোহন পড়ি গে। গজার রেসিপির পর একগাদা সবুজ কাজল পড়া অথচ একটু ও হিংসুটে দেখতে নয় এরম একটা মেয়ের ফটোকের পর গপ্পের শুরুটা এমন--

    ধু--ধু গ্রীষ্মের এক আতপ্ত দুপুরে চারটে সেক্স স্টার্ভড মেয়ে ইলোনা কুহু মিত্রার এসি বেডরুমে আট হাঁটু এক করে বসে অনেকটা আত্মানুসন্ধানের প্রক্রিয়ায় আলোচনা করছিল..............বাপরে!
  • kiki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৬ | 59.93.241.88
  • অ!

    ভুক্তভোগী কোন প্রাচীন টই নয়। বুঝতে পারিনি।
  • kiki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৮ | 59.93.241.88
  • ভুক্তভোগী টই য়ের লিং দেওয়া হোক।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৬ | 14.96.5.52
  • আম্মো তালে ভুক্তভোগী টইতে লম্বা লম্বা পোস্ট করবো। বিপ্লব পালের চেও বড়।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৪ | 14.96.5.52
  • কিন্তু দিদির জন্য যদি আমাদের বাংলাদেশ ভিসা কেঁচিয়ে যায়, তালে কী হবে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত