এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১১ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৬ | 122.167.77.58
  • বাঃ! পরিবারের লোকদের স্বাস্থ্যের প্রতি নজর রাখাটা, তাদের যাতে অসুখ না হয় সেগুলো খেয়াল রাখাটা খুঁতখুঁতে হওয়ার নমুনা!!
    সাঁড়াশিটা জোলের তেল-হলুদ লেগে থাকলে সেটা ভালো করে না মেজেই দুধ জ্বাল দেওয়ার ডেকচিতে ব্যবহার করা হবে?? অথবা গাসকেটে খাবার শুকিয়ে লেগে থাকলে সেটা ভালো করে পরিষ্কার না করেই আবার সেই প্রেশার কুকারেই রান্না করা হবে??
  • ppn | ১১ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৩ | 112.133.206.22
  • ঃ))
  • kc | ১১ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৮ | 194.126.37.78
  • আমার বাপের গিন্নি খুঁতখুঁতে নয়। (এটা অবশ্যই আমার অবজার্ভেশন, বাপের নয়) ঃ)
  • ppn | ১১ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৩ | 112.133.206.22
  • কেসির যেমন কতা।

    কোন গিন্নি খুঁতখুঁতে হন না?
  • kc | ১১ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৮ | 194.126.37.78
  • ব্যাচেলর ছেলেপুলেগুলোকে এই মুশকিল। খাওয়ার প্লেট, বাটি মাজতে খুবই কম ক্যালরি খচ্চা হয়। ক্যালরি লাগে কড়াই, আর প্রেসার কুকার মাজতে। আর বাড়িতে যদি খুঁতখুঁতে গিন্নি থাকেন আর সাঁড়াশি আর কুকারের গাসকেটের বিভিন্ন ভাঁজ খুঁটিয়ে দেখাটা তাঁর অভ্যেস হয়, তাইলে কাজের লোকের এবং কাজের লোকের অনুপস্থিতিতে আপনার দশায় মশা বসিবেই বসিবে।
  • sayan | ১১ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৩ | 115.242.223.181
  • কাজের লোকের অনুপস্থিতিতে পেপার প্লেট ব্যাওভার কল্লে চাপ এট্টুস কমে। আর হাঁড়ি কড়া হাতা খুন্তি ছাদে রেখে এলেই হল। বৃষ্টি তো হবেই।
  • kumu | ১১ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৫ | 14.98.238.207
  • ঠিকাছে,দেখি পাইএর প্রেসক্রিপশন ফলো করে।
    তবে বাসনগুলো মেজে আসি আগে--
  • pi | ১১ সেপ্টেম্বর ২০১১ ০৯:০১ | 72.83.92.218
  • ঃ)

    এবার বাতাস করতে করতে ডাঁটির এক দুটো বাড়ি মেরে ( অবশ্যই অনবধনতাবশতঃ) দ্যাখোতো কী হয়।

    আপনার গান না হলে কী যে দুঃখ পাব, তবে এবারে আবার নতুন গাইকা গায়কের এমন উৎসাহ চেগেছে যে কী বলবো। লম্বা লাইন। কাকে ছেড়ে যে কাকে ঢোকাই ইত্যাদি ইত্যাদি ডায়লগ ঝেড়ে দ্যাখো দিকিনি একবার।
  • kumu | ১১ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৩ | 14.98.238.207
  • অত সহজ নয় হে পাই।
    কেলাবের গায়ক গাইকাদের ফোং করে,তাদের ইগোতে মা-আ-পমত বাতাস দিয়ে (গা-হা-ন?কিসের গান?না না,আমার তো কাল ভোরেই ফ্লাইট,এবার আর ওসব গানটানের সময় মোটেই নেই/না দাদা/দিদি,সে কি হয়?আপনার গান না হলে পুজো শুরুই হবে না)তাদের মোটামুটি তৈরী থাকা গানের লিস্টি নিতে হবে।

    তার্পর সেইগানগুলো ২০০০/০১ এর ভাষ্যের মদ্যে জায়গামতো গুঁজে দিতে হবে।

    জননী এসেছে দ্বারে----
  • pi | ১১ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪২ | 72.83.92.218
  • পেঁয়াজী বানিয়ে খাও বরম। আর পেঁয়াজ কাটতে কাটতে দেবীবন্দনাটা লিখে ফ্যালো। ভক্তির অশ্রু, মহিষাসুরমর্দিনীর ঝাঁজ.. সব ছত্রে ছত্রে ফেটে ফুটে বেরুবে।
  • kumudini | ১১ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৪ | 14.98.238.207
  • চমৎকার একটি রোব্বারের সকাল।
    ১।আকাশ মেঘলা,মেঘছায়ে,সজল বায়ে ইঃ
    ২।কাজের লোকের ফোং-তিনি আজ আসবেন্না-
    ৩।বাড়ীতে মাচ-মাংস-সবজী কিচুই নাই,একটি রোগা কালো পেঁয়াজ আচে অবশ্য।
    ৪।কিন্তু এইসব ফেলে আমাকে এখন,ষষ্ঠীর দেবীবন্দনার ধারাভাষ্য লিখতে হবে,হবেই।
    কারণ "জয়ন্তী কি মনে কচ্চে,গত দুবারের লেখাটাই এবারো চালিয়ে দেবে?তার চেয়ে এসব অনুষ্ঠান বন্ধ করে দিলেই হয়"-আমাদের প্রেসিডেন্ট বৌদি উবাচ।

    আর ঐ ভাষ্য ছাড়া রিহার্সাল শুরু হচ্ছে না!!
    ৫।পুজোর বাজার????

    তবে রোব্বার চমৎকার-আরো চমৎকার হল হুতোর ফেলানোর খবরটা পেয়ে।
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৯ | 24.13.11.220
  • হ্যাপি বাড্ডে পাল্লিনদি।
  • pi | ১১ সেপ্টেম্বর ২০১১ ০৭:৪৮ | 72.83.92.218
  • পাল্লিনদিকে জম্পেশ করে একবাটি মুড়ি মাখা। একটা গোটা নংকা সমেত। ও হ্যাঁ, শুভেচ্ছাও ঃ)
  • kumu | ১১ সেপ্টেম্বর ২০১১ ০৭:৪২ | 14.98.223.26
  • পারমিতা,জন্মদিনে অনেক আদর,ভালবাসা,একসাজি কাঞ্চন,গোলাপটগর, শিউলি,আর একবাটি পায়েস।
  • pharida | ১১ সেপ্টেম্বর ২০১১ ০৭:২১ | 182.64.243.143
  • হ্যাপ্পি বাড্ডে, পারোদিদি - জমিয়ে খ্যাঁটন হোক ঃ))
  • pipi | ১১ সেপ্টেম্বর ২০১১ ০৬:০৭ | 173.161.6.201
  • আমি বাবা রিস্ক নেই নি। আগের রাত্তিরে তিনটে অবধি জেগে ঐ গাবদা বইখানা ফিনিশ করে পরদিন সকালে রিটন দিতে গেছিলাম। একটা কোশ্চেন বাদে সব ঠিক পেরেছিলাম অতএব পাশ। কিন্তু গাড়ী চালাতে গেলে ভীষণ মুশকিল হয়। কার যে রাইট অফ ওয়ে, কোন লেনে যে কোনদিকে টার্নিং এসব মাথায় রেকে চালাতে পারি না ফলে খালি পিছনের গাড়ির হংক শুনি। আর সিটের উপর গাবদা কুশন রেখে তার উপর বসে চালাতে হয় নইলে কিসুই দেখতে পাই নি। এই নিয়ে প্রবল খিল্লি হতে হয়।
    আর আজকে গাড়ি কিনতে গিয়ে যা হল.. কি বলব... শেল শকডঃ-( দুঃখু ভুলতে দুপাত্তর উড়িয়ে এলাম, তাও জমল না। আজকে অ্যাওয়ে গেম, দুঃখের চোটে তাও দেখতে যাই নি।
  • Su | ১১ সেপ্টেম্বর ২০১১ ০৫:১৯ | 86.160.9.208
  • এবারে আমাদের হাতে হারিকেন! সোম্বার নাকি তিনি আসছেন বৃটেনকে স্ম্যাশ করতে! সাজোসাজো রব পড়ে গেছে! কি যে হবে? ইদিকে আকাশে তো দিব্বি চাঁদের সভা বসেচে!
  • I | ১১ সেপ্টেম্বর ২০১১ ০১:১০ | 14.99.233.58
  • হ্যাপি বাড্ডে, পাল্লিন !
  • pi | ১১ সেপ্টেম্বর ২০১১ ০০:১৮ | 72.83.92.218
  • বুবুভাজা ভাজা ভাজা হয়ে গেছে। কেউ একটু রিস্টার্ট মেরে দাও।
  • nk | ১১ সেপ্টেম্বর ২০১১ ০০:১৮ | 151.141.84.194
  • @কুমু, সন্দেশের সঙ্গে মিশিয়ে, রসগোল্লার সঙ্গে না। ঃ-)
    @ব্যাং, আমি কস্মিনকালেও মিতিনমাসির গপ্পো পড়ি নাই, ভগবান না করুন যেন পত্তে না হয়। ঃ-)
  • siki | ১০ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৬ | 122.173.2.190
  • ঈশান কি জেগে আছো? একবার জিচ্যাটে আসতে পারবে?
  • aka | ১০ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৪ | 75.76.118.96
  • আমি বোস্টনে রিটন প্র্যাকটিকাল সবই একবারে পাশ করেছিলাম। আমার এক সহ পরীক্ষার্থীর অবশ্য বার কয়েক লেগেছিল প্র্যাকটিকালের জন্য। সে যা হোক, তারপরে যখন ক্যালিতে মুভ করলাম তখন সেখানকার নিয়ম অনুযায়ী রিটন দিতে হবে। অথচ আমি তখন বিখ্যাত ভারতীয় আইটি কোম্পানির কুখ্যাত প্রোজেক্টের কি জানি একটা। অতএব না পড়ে পরীক্ষা দেওয়া ঝালিয়ে নিতে গিয়ে দেখলাম জমল না। বার তিনেক লাগল। তবে প্রথমবার পড়তেই হয় নইলে ভারতীয় নিয়মে চালাতে গেলে চাপ।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৩ | 72.83.92.218
  • না না, পাশ করেও ঝামেলা। কী ঝামেলা, লিখবো ঐ টইতে।
  • Ishan | ১০ সেপ্টেম্বর ২০১১ ২২:৫২ | 117.194.32.109
  • তবে আম্রিকায় রিটন টেস্টটা দরকার। নইলে খুব ঝামেলা। ধরো রাইট অফ ওয়ে। না পড়লে জানবেই না।
  • Ishan | ১০ সেপ্টেম্বর ২০১১ ২২:৫০ | 117.194.32.109
  • নাঃ। ওটা আমাকে বলেছিল।

    প্র্যাকটিকালে প্রথমবার হুহা চালিয়ে দিলাম। কিন্তু ফেল। তিন জায়গায় নাকি স্পিড লিমিট ভেঙেছি।

    পরের বার খুব আস্তে চালালাম। মহিলা বল্লেন এত আস্তে চালাও কেন। আমি বললাম স্পিড লিমিটের নিচেই তো আছি। পুরো ঘুরে আসার পর তিনি বল্লেন ঐ যে ৩৫ লেখা আছে, তার মানে হল গাড়ি ৩৫ মাইলে চালাতে হবে। দ্যাটস হোয়াই ইটস কলড স্পিড লিমিট। কিন্তু পাশ। সেজন্য আর কথা বাড়াইনি।

    ফেল করালে মামলা ঠুকে দিতাম।
  • Abhyu | ১০ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৬ | 24.206.47.98
  • আকাকেই বলেছিলো না "দ্যাট ইস হোয়ায় ইট ইস কলড স্পীড লিমিট'?
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৬ | 72.83.92.218
  • না না, পড়তে হয়। ঐ পরীক্ষা দিতে যাবার আগের ওয়েটিং টাইমটাতে। আর পরীক্ষার হলে যাবার আগে বাসে বসে। না পড়লেও ক্ষতি নেই। কিন্তু বইটা হাতে খুলে নিয়ে বসাটা খুব জরুরি। ভীষণ কাজে দ্যায়।
  • aka | ১০ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৯ | 75.76.118.96
  • বার তিনেক পরে দেখবে কোশ্চেন কমন পড়ছে। ওতেই হবে। ড্রাইভিংয়ের পরীক্ষার যদি পড়ে পরীক্ষা দিতে হয় তাহলে তো ট্র্যাক রেকর্ড খারাপ হয়ে যাবে। ফেল তো ভি আচ্ছা কিন্তু ট্র্যাক রেকর্ড খারাপ করা যায় না।

    কিন্তু প্র্যাকটিকাল সেখানে পুলুশ মামী বলেছিল তোমার মতন এমন ছাত্তর তোদুটি পাই নে।
  • r2h | ১০ সেপ্টেম্বর ২০১১ ২২:২৫ | 24.0.227.215
  • অবশ্য আমার বিয়েসি বেশি ছিল। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঠিক কাজ করেনি। অরণ্যদার সঙ্গে রাত তিনটে পর্যন্ত ভাট মেরে সাতটায় উঠে পরীক্ষা দিতে গেছি, চেষ্টার কিন্তু ত্রুটি রাখিনি।
  • r2h | ১০ সেপ্টেম্বর ২০১১ ২২:০৭ | 24.0.227.215
  • ঃ(
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৮ | 72.83.92.218
  • রিটনে ?
  • aka | ১০ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৯ | 75.76.118.96
  • হুতো ও তো আমি কতবার করেছি ক্যালিতে। শেষে তো এক্সামিনার বলল তোমাকে যদি ১৫ দিনের আগে এখানে দেখি তো ঠ্যাং খোঁড়া করে দেব। পরের দিন গগলস পরে গিয়েছিলাম। চিনতে পারে নি। সে বারে পাশ করে গেলাম। গগলস আছে?
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ২১:১২ | 72.83.92.218
  • *জিবন
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ২১:১১ | 72.83.92.218
  • হুতো, জীবন দুখ্যময়।
  • ppn | ১০ সেপ্টেম্বর ২০১১ ২১:০৭ | 122.252.231.10
  • রাম রাম। টিসিএসের লোকজনের কাছে তো কোচ্চেনপেপার পাওয়া যায় (উইথ অ্যান্সার)। ঃ)
  • r2h | ১০ সেপ্টেম্বর ২০১১ ২১:০৪ | 24.0.227.215
  • হুঁঃ। আমি বলে ড্রাইভিঙের রিটেন টেস্টে ফেল করে এলাম ঃ(
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৬ | 72.83.92.218
  • আর দেরি কীসের !

    Yes now you can share your talents to whole world.

    This is the social platform for bangalies, now you dont need to take a part of reality shows!

    Can you dance?
    Can you design?
    Can you draw pictures?
    Want photographer?
    Want singer?
    Want actor/actress?
    Want writter?

    Send us your activities and we will post it to our site!
    our mail wearebangali@gmail.com

    You can attach your videoes,pictures etc!

    So hurry up and count down to be a famous!

    জীবন দুখ্যময়।অআনন্দ,সুখ হচ্ছে সেই দুখ্যময় জিবনের একটি অংশ মাত্র।অআপনার জীবনের সেই একমাত্র সাথী একেবারেই আপন আপনার ডায়েরী টা।

    আজ পর্জন্ত কেউ পড়েনী আপনার ডায়েরীটা হয়তো কেউ আগ্রহই দেখাইনি পড়ার।অকিন্তু দ করে চেপে রাখবেন না জিনিসটা কে।অদুক্ষ্যবন্টন করলে দুখ্য একটু হলেও কমে

    আনন্দ বন্টন করলে অবশ্যি সেটা বাড়ে।অতাই দকরে আপনার ডায়েরী টা বিশ্বের সাথে সেয়ার করুন।

    wearebangali.in

    আপনার ডায়েরীর যতটুকু পাড়েন যেরকম ভাবে থাকুক না কেন আমাদের scan করে পাঠান wearebangali@gmail.com

    শুভ নববর্ষে যারা ডায়েরী লেখেনা তাদের জান্য বলি আসুন না একটু লিখেই দেখা যাক,নিজের কলম টাকে একটু ভালোবেসেই দেখুন না,খুব একটা খারাপ হবে না আসা করি।

    http://www.wearebangali.in/index.php?option=com_content&view=category&layout=blog&id=7&Itemid=38
  • sayan | ১০ সেপ্টেম্বর ২০১১ ২০:১৬ | 115.184.85.140
  • ফরিদাবাদাকাশে কি আজ বৃষ্টি নামল? ফরিদা কি বৃষ্টিস্নাত হল? ইন আইদার কেস, আজ কবিতা চাই। ঃ-)
  • Kaju | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৯ | 59.93.212.38
  • ভয় পাবার নেই? পড়ে বলে গায়ে কাঁটা দিয়ে উঠল ! 'খুঁচিয়ে' ? হিঁ !
  • kumu | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৮:৫২ | 122.160.159.184
  • কী এমন কইলাম যে তিন ঘন্টা ভাট খালি পড়ে রইল।
    আরে,অত ভয় পাওয়ার কিচু নাই।
  • kumu | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪১ | 122.160.159.184
  • শান্তনু,ইয়েস।খুঁচিয়ে পরিষ্কার করলাম।
  • Du | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩৭ | 117.194.196.110
  • মাটির ময়নার বাচ্চাটার নাম কিকি মনে করতে পারছিল না, তাই বললাম
  • santanu | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৪:২০ | 95.141.130.90
  • গম্ভীর সমস্যার কি সমাধান হইল? রেন ওয়াটার পাইপের মুখ ধুলোবালিতে জমে গেছে?
  • siki | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৪:২০ | 122.173.2.190
  • ঃ)))
  • kumu | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৪ | 122.160.159.184
  • ফরিদা,কাল রাত এগারোটা নাগাদ ছাদেই ছিলাম,কিন্তু গুরু না দেখার কারণে ছাদের কোণে বৃষ্টির জল জমছে কেন-এই গম্ভীর সমস্যার সমাধানে ব্যস্ত ছিলাম।

    মহাকবি দেখুন চন্দ্রসভা,আমরা সামান্যি লোক।

    ঈশ্বর,পৃথিবী,ভালবাসা-সত্যিই মায়াবী,রসগোল্লার সাথে মিশিয়ে চুমু খাওয়াটা বেশ লেগেছিল।
  • pharida | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৪ | 182.68.72.246
  • ঈশ্বর পৃথিবী ভালোবাসাতে বোধ হয় শিবরাম শরৎবাবুর প্রসঙ্গ ছিল।

    ঐ বইটা খুব মায়াবী।

    @ব্যাং, ফরিদাবাদে খুব দোলাচল চলছে - এতো মেঘ, এতো রকমের মেঘ, এতো রকমের রোদ্দুর, নানান দিক থেকে বয়ে আসা মিঠেকড়া হাওয়া চলছে - সবার মধ্যে জোর আলোচনা চলছে, এখনো ঠিক হয়নি বৃষ্টি হবে কিনা ঃ))
  • pharida | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৭ | 182.68.72.246
  • পাইদিদি, আমার চাই। খুব চাই ঃ))
  • dukhe | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৩ | 117.194.244.101
  • ধাঁধার টইতে যাবে ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত