এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Jhiki | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৬ | 182.253.0.98
  • অপ্পন কে 'ক',

    গতবছরের বোধহয় কমন টপিক ছিল 'বিবাহ বহির্ভূত সম্পর্ক'........
    তাতেও আমি পেলেই গোগ্রাসে গিলব........
  • dukhe | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৬ | 122.160.114.85
  • শারদীয়া নিয়ে এককালে খেলতাম এরকম - রžয়ান্ডম একটা পাতা খুলে পাঁচ লাইন পড়ে কার লেখা বলতে হবে ।
    সেটা খুব সোজা হয়ে যাওয়ায় আস্তে আস্তে পালটে করা হল - পড়তে হবে না, শুধু দূর থেকে পাতাটা দেখে বলতে হবে কার লেখা ।
    মোটামুটি মেলাতাম । বড় বড় প্যারাগ্রাফ মানে আবুল বাশার, এট্টু ছোট হলে জয়, শুধু সংলাপ মানে শীর্ষেন্দু হওয়ার প্রবল সম্ভাবনা ইত্যাদি ।
    শারদীয়া কাজে লাগাতে চাইলে খেলে দেখুন । হাল্কা বেটিং আনলে আরো জমে ।
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:৩১ | 123.242.248.130
  • আমি তো এইবারে আবাপ ছাড়া আর কোনও শারদীয়াই কিনি নি।
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:৩০ | 123.242.248.130
  • আচ্ছা, এইফাঁকে জিগিয়ে নি',

    অষ্টমী বা নবমীর দুকুরে কলকাতার কোথাও ভাট আসরে কে কে আসছো বা আসছো না? বুকিং ইত্যাদির ব্যাপার কে হ্যান্ডল করতে চাও?
  • ppn | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:৩০ | 202.91.136.3
  • বেশিরভাগ উপন্যাস (ওপর ওপর চোখ বুলিয়ে) কী ক্লান্তিকররকমের একঘেঁয়ে (ওপর ওপর দেখে যা মনে হয়)। মনে হয় আবাপ থেকে প্লট সামারি / টেমপ্লেট ধরিয়ে দেওয়া হয়।
  • kc | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:২৮ | 194.126.37.78
  • একদিকে পাওলি দাম আর একদিকে সানন্দার ক্যাটখুকি, ছেলেমেয়েগুলো সব উচ্ছন্নে গেছে।
  • dukhe | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:২৮ | 122.160.114.85
  • এই ক্যাটখুকিই কি বীরাঙ্গনা পাওলি দাম ?
  • pi | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:২৩ | 72.83.92.218
  • গরীব ক্যাটখুকীকে পুজোয় একশো চুয়াল্লিশ ইঞ্চি শাড়ি দেওয়া হউক, চাঁদা তুলে।
  • ppn | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:২০ | 202.91.136.3
  • হুম, গরীব ক্যাটখুকি কিনা, বুটিকের শাড়ি মাত্র আধইঞ্চি অ্যাফোর্ড করতে পেরেছে।
  • pi | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:১৯ | 72.83.92.218
  • আমি এবার পুরো টেস্ট ক্রিকেটের মত ঠুকুস ঠুকুস করে পড়ছি। আজ দু' পাতা, কাল এক পাতা। কোনোটাই টানছে না ঃ(
  • Jhiki | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:১৫ | 182.253.0.98
  • আমি পুজোসংখ্যা হাতে পেলে এক্ষুনি বাড়ী গিয়ে ওটা পড়ে ফেলতাম, প্রোজেক্ট, সংসার সব্বার থেকে ছুটী......
  • Du | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:১৩ | 117.194.201.250
  • কুমু, লুঙ্গির আরেকটা ইউজ পড়লাম সেদিন, চোর নাকি চুরি করতে এসে চোখ অব্দি লুঙ্গি টেনে ঘুমিয়ে পড়েছিল ঃ)
  • kumu | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:১১ | 122.160.159.184
  • পাই,একেবারে কিচুটি পরে নি,তা নয়,কোমরের কাচে,ঐ যে কইলাম,আধিঞ্চি শাড়ী দেখা যাচ্চে,লুঙ্গীর মতন বাঁধা আচে বোধয়।
  • kumu | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:০৮ | 122.160.159.184
  • ঝিকি,মলাট সম্বন্ধে কিচুই কওনের নাই,তবে ভেতরে কী আচে কইতে পারি না।

    হায়,আগের আপিসে আমি প্রতি বছর একদিন সিএল নিয়ে সারাদিন শুয়ে শুয়ে পুজো সংখ্যা পড়তাম এটাই ছিল আমার আসল পুজোর আনন্দ।
  • pi | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:০৬ | 72.83.92.218
  • নেত্য কলকাতায় বসে কাঁপে কেন ?
    ভূকম্প নাকি ?
  • pi | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:০৫ | 72.83.92.218
  • হুম।
    ভাগ্যিস অঞ্জলিটা দিয়ে দ্যায় নাই। নইলে সানন্দা বাজারে হয়তো ব্ল্যাকে বিকোতো।
  • kumudini | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:০৪ | 122.160.159.184
  • পাই,ষোলটি গান আছে সবসুদ্ধু,সবই বহুবার শোনা গান।
    এত গয়না বেটি কোথায় পেলি আর গিরি একি তব বিবেচনা-এই দুটির মধ্যে একটি বাছাই করা হবে।সেই অনুযায়ী ভাষ্য এক্টু বদলাতে হতে পারে,বাকী সব যারে কয় একদম পাক্কা।
  • Netai | ১২ সেপ্টেম্বর ২০১১ ১২:০২ | 115.113.43.98
  • আমি এখন কলকাতার অফিসে বসে আছি।
    হিহি
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৫ | 123.242.248.130
  • পাইয়ের জন্য,

    একটি অতি গরীব ক্যাটখুকি, পরনের জামা জোটে নাই, খালি গায়ে, বুকের কাছে এক গোছা পদ্মফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।

    মোটামুটি এই রকম ব্যাপার সানন্দার পুষ্পাঞ্জলী সংখ্যার প্রচ্ছদে। ঃ)
  • Jhiki | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৫ | 182.253.0.98
  • দিল্লী/কলকাতার কোথায় 'pre-stiched/concept' শাড়ী কিনতে পাওয়া যেতে পারে?? আমার খুব দরকার।
  • pi | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:৫০ | 72.83.92.218
  • কুমুদি,ঃ)

    তা দেবী এবার এসে কী কী গান শুনবেন ?
  • Jhiki | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:৫০ | 182.253.0.98
  • কুমুদি তোমার ভরসায় শাসু-মা কে বলছি 'সানন্দা পুজো' কিনে রাখতে...... আশা করি তিনি বৌমা উচ্ছন্নে গেছে মনে করবেন না ঃ)
  • pi | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৮ | 72.83.92.218
  • কিন্তু কেউ বলবে তো কেসটা কী ?
    পদ্মফুল নিয়ে হাসাহাসিরই বা কী আছে আর হাই ফাই হবারই বা কী আছে ?
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৭ | 123.242.248.130
  • একমত। পোলাপান। ঃ)

    পটাশম্যাম, নিশ্চয়ই আসবেন।
  • ppn | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৪ | 204.138.240.254
  • হাসাহাসি বোধহয় দে শুরু করেছিল। আর কিকি।

    পোলাপান। খিক। ঃ)
  • kumu | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৩ | 122.160.159.184
  • পাই,না ভাই,ভেবে দেখলাম, ঐ টেকনিক কাজে লাগাতে গেলে যে পরিমাণ মান-অভিমান,ফোনাফুনির পালা শুরু হবে,তা সামলে দেবী বন্দনা করতে হলে দেবী পরের পরের বছর বন্দিতা হবেন।

    অতএব ,সাবেক পদ্ধতিতে গান জোগাড় করে ভাষ্য বানিয়ে দিইচি।রিহার্সাল শুরু হয়ে গেছে।
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:৪২ | 123.242.248.130
  • ও হ্যাঁ, কাল নয়ন ভরে সানন্দা পদ্মফুল সংখ্যা দেখলাম, বিশেষ কিছু হাইফাই তো লাগল না। ঃ(
  • pi | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৯ | 72.83.92.218
  • এবারের সানন্দার প্রচ্ছদ পদ্মফুল প্লাস আধ ইঞ্চি শাড়ীর পাড় ?

    এই পদ্মফুল নিয়ে হাসাহাসির কেসটা কী ? এনিয়ে আগে কোন ভাট হয়ে থাকলে মিস করেছি মনে হয়।
  • pi | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:৩২ | 72.83.92.218
  • প্রতীকদা, হুম্ম ঃ)

    কুমুদি, টেকনিক কাজে দিল ?
  • kumu | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:২৯ | 122.160.159.184
  • কাল জয়ত্তারা বলে গোলমার্কেট গিয়ে সানন্দা,আনন্দলোক,পত্রিকা,দেশ নিয়ে এলুম।

    একটা কাঁথাস্টীচ কেনার ইচ্ছে ছিল,পেলাম না পছন্দমত।
    সিকি,রাগ করো না ভাইটি,তোমার পাড়াতেও যাব,নিশ্চই যাব বই কিন্তে।

    সানন্দার এই পদ্মফুলের ছবিটা দেখেই সবাই এত হাসাহাসি কচ্ছিল! পোলাপান ঃ-)
    তবে,প্রচ্ছদ পরিচিতিতে শাড়ীর পাশে এক বিখ্যাত বুটিকের নাম।ছবিতে শাড়ীটাড়ী তো দেখলুম না,আধ ইঞ্চি মত শাড়ীর পাড় দেখা যাচ্চে বটে,তা ঐ পাড়ওলা শাড়ী তো যে কোন দোকানে পাওয়া যায়।
  • prateek | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:১১ | 180.151.34.130
  • লুরুতে আমার বেশ ভাল লাগছে, এতটা আশা করিনি!

    প্রনেত বেশ মস্তিতে আছে, যে playschool/daycare টায় যায় সেটা বেশ মনমত হয়েছে।

    তোর বন্ধুর খবর তো রোজই নতুন,ট্র্যাক রাখা মুস্কিল। ভালো আছে, আই গেস ঃ)
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:০১ | 123.242.248.130
  • সোম্বার কেউ ভাটায় না।
  • pi | ১২ সেপ্টেম্বর ২০১১ ১০:১৮ | 72.83.92.218
  • প্রতীকদা, লুরুতে লাগছে কেমন ? প্রণেতবাবু কী কন ? আর আমাদের দাশুদেবীর কী খবর ?
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৫ | 123.242.248.130
  • Zzzz, আমায় মেল করো। আমি বলে দিচ্ছি মোবাইলে ইউনিকোড দেখার পদ্ধতি।

    তবে শুধুই নোকিয়া বলতে পারব।
  • Zzzz | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৬ | 99.228.82.38
  • আর আমি যে ফোনে ইউনিকোড দেখতে পাচ্ছি না তার কি হবে? এখানে জিগালুম কেউ হেল্পালো না। এর প্রতিবাদ জানিয়ে ঘুমু কত্তে গেলুম ঃ(। (ফুটনোটঃ এতে অবিশ্যি গুচ করা আটকাচ্ছে না, বাংলা প্লেন দিব্বি কাজ কচ্চে)
  • byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৯ | 122.172.251.82
  • সিকি, কাজের জিনিস ভাটে কেন? তোর এই ৯ঃ০৭ এর পোস্ট টা তো খুব কাজে লাগবে প্রায় সবারই। এটা কোনো টইয়ে তোলা যায় না?
  • byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৭ | 122.172.251.82
  • ঝিকির সঙ্গে আমার কী ভীষণ মিল!!
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৭ | 123.242.248.130
  • অচিন্ত্য, মেল করে দিয়েছি।

    বাকি নোকিয়া ইউজারদের জন্য এখানেও লিখে দিই। নোকিয়ার স্মার্টফোনে মিনি qwerty কীপ্যাডে একদম নিচে বাঁ দিকে দেখবে তিনটে বাটন আছে। একটা হল [ (ওপরের দিকে মুখ করা অ্যারো)ঃ এটা হল ক্যাপস লক, পরেরটা হল AB, মানে অ্যালফাবেট মোড, আর তিননম্বরটা হল 1*, মানে নিউমেরিক এবং স্পেশাল ক্যারেক্টার মোড।

    অনুস্বর, চন্দ্রবিন্দু ইত্যাদি লেখার জন্য যে ` সাইন দিতে হয়, সেটা পাবে এইভাবেঃ

    প্রথমে 1* প্রেস করে নিউমেরিক মোডে যাও, ওপরের লাইনে দেখবে ফুলস্টপ আছেঃ .; এইবার [ প্রেস করে ক্যাপস লক করো। দেখবে ফুলস্টপ কী-টা বদলে গিয়ে ঐ ` সাইন হয়ে গেছে। সেটা টাইপ করে আবার অ্যালফাবেট মোডে এসে m বা n টাইপ করলে অনুস্বর বা বিসর্গ আসবে।

    আরও একটা জিনিস শিখিয়ে দিই, এখনও হয় তো এনকাউন্টার করো নি, তবে কাজে লাগবে।

    বাংলার মাঝে ইংরেজি লেখার জন্য অ্যাঙ্গুলার ব্র্যাকেট লাগে। এটা নোকিয়ার কীপ্যাডে পাবে না। নোকিয়ার কীপ্যাডে ওপরে বাঁদিকে দ্যাখো একটা সাইন আছেঃ । তাতে প্রেস করলে আরেকটা উইন্ডো খুলবে, যাতে আরও স্পেশাল ক্যারেক্টার পাবে যেগুলোকে কীপ্যাডে জায়গা দেওয়া যায় নি। এইখানে অ্যাঙ্গুলার ওপেনিং আর ক্লোজিং ব্রেস পাবে।
  • Jhiki | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৬ | 182.253.0.98
  • আর এই জায়গাটাতেই আমার মুশকিল, কেউ আমাকে সার্ভিস প্রোভাইডার ভাবলে আমার বড্ড গা জ্বালা করে....... তাই আমার রাঁধার আর খাওয়ার মুড থাকলেই রাঁধি...... বাকি সময় তাঁর আপনা হাত জগন্নাথ (রান্না তো করতে পারেন না, দোকানে ফোন করতেও তো হাত ই লাগে!)। এটা ডিনার বা উইক এন্ডের জন্য, লাঞ্চে বাড়ী গিয়ে ইন্দোনেশিয়ান মেয়েটি যা খেতে দেয় তা দুজনেই ভলোমানুষের মত খাইঃ)

    তবে এর একটা ফুট নোট আছে, আমি অন্যের রান্না বেশী খেতে পারিনা, তাই বিয়েটা দশ বছর টিকে গেল.....
  • kiki | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৬:১৭ | 59.93.194.40
  • দুকে থেঙ্কু।

    এদিকে আমি এখন পেঁপের তরকারি রাঁধলুম আর গুরু পচ্ছি না ঘুমিয়ে, ভাবা যায়!

    তা লোকেরা যখন স্বীকার করে বৌ ছাড়া থাকতে হলে সব নকরে বাজি চলে যায়, ইস্‌স কেউ রেঁধে দিচ্ছে আর খাচ্ছি, কি নিশ্চিন্তি রে, তখন মনটা নরম হয়েই যায়। ক্ষী মুস্কিল!

    এবার আরেকটার কান ধরে তুলে স্কুলে নিয়ে যেতে হবে। তিনি কিছুক্ষন আগে ডেনসিটি, মাস , ওয়েট , সাউন্ড ইত্যাদি নিয়ে ধ্বস্তাধ্বস্তি করতে করতে বিরক্ত হয়ে বললেন, কে যে পড়াশুনা করতে হবে এটা শুরু করলো, বলে আবার ঘুমের দেশে তলিয়েছেন।
  • achintyarup | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৩:০৯ | 80.239.243.159
  • টেলিফোন দিয়ে দিব্যি বা'লা লেখা যাবে ভেবেছিলুম, অনুস্বরে এসে আটকে গেলুম দেখছি
  • nk | ১১ সেপ্টেম্বর ২০১১ ২২:০০ | 151.141.84.194
  • তুলে দিয়েছি প্রগতি, লিখুন ওখানে। খুব ভালো লাগছে।
  • pragati | ১১ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৯ | 117.199.9.61
  • যে টই টাতে লিখছিলাম,', লা মোদ, এক্ষুনির শিল্প' --তাকে খুঁজে পাচ্ছিনা,

    তাকে কি ফিরে পাওয়া যাবে?
  • pi | ১১ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩৬ | 72.83.92.218
  • একটু তেল হলুদ লেগে থাকলে আর কী ক্ষতি হইল ? ডেকচিতে পরের রান্নার তেল হলুদে মিশ খেয়ে যাবে তো।
  • sayan | ১১ সেপ্টেম্বর ২০১১ ১৮:২৮ | 115.241.35.11
  • ডায়েটের ক্ষী দরকার? জুরুগনেরা বলেছেন, খাও কম, হা* বেশী।
  • ppn | ১১ সেপ্টেম্বর ২০১১ ১৭:৫৪ | 112.133.206.22
  • কড়াই বা হাঁড়ির তলাটা কালো থাকলেও নাকি তাড়াতাড়ি রান্না হয়ে যায়।

    আমি না, কিশোর জ্ঞান বিজ্ঞান বলেছে।
  • byaang | ১১ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪৩ | 122.167.77.58
  • না খেয়ে থাকতে কেন বলতে যাব কেন? আমি ডায়েট-ফায়েটের কিস্যু জানি না। জানলে কি আর ওজন ৭০কিলো হয়? ঃ-(
  • kc | ১১ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৯ | 194.126.37.78
  • বাঃ! একেই বলে জোর করে ঝগড়া করবার ধান্দা!! আমি কি কোথাও কয়েছি যে খুঁতখুঁতে হওয়াটা খারাপ?

    আরে ব্যাং, আমাকে একটা ১৬০০ ক্যালরি বাঙালি ডায়েটের ফান্ডা দে। পরিমাণে কম খেতে বলবিনা।
  • kd | ১১ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৮ | 59.93.205.106
  • কিন্তু কালো কফি খাওয়া মাগ না ধুয়ে রাখাই নাকি স্বাস্থ্যকর!
    (রেফঃ ইউ এস আর্মি ম্যানুয়াল)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত