এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Shn | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৬ | 59.144.10.250
  • আমি বসিরহাট স্টেশনের কাছে একটা ঝুপস দেখেছিলাম, তার নাম ছিল হোটেল খিদে পাচ্ছে। অনেক দিন হয়ে গেল, কে জানে, এখনও আছে কিনা...
  • sayan | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৭ | 115.241.61.172
  • বিলবোর্ড ব্লান্ডার নিয়ে একটা টই হয়ে যাক।
  • byaang | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৯ | 122.167.210.197
  • বাবারে! হনুর পোস্ট পড়ে হাসতে হাসতে ......
  • Jhiki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১২:৩১ | 182.253.0.98
  • ঃ) ঃ)
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১২:২৮ | 203.99.212.53
  • aamaar bandhu koilaasher ekaTaa maphaswaleeya pesT kanTrol saarbhiser dokaan aachhe. baabaar aamaler dokaan. seTaa te saainaborD e kayekaTi kathaai shudhu parhaa Jaay - blank-blank-ne maaraa hay. to aamaraa sei dokaane koilaasha ke Theker janyo Daakate gele mukha tule kathaa kai naa.
  • ppn | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১২:২৫ | 216.52.215.232
  • নাইকি-র শোরুম? ;-)
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১২:২৪ | 203.99.212.53
  • bolpur niye kono kathaa habe naa. ekaTi kaaparh kaachaar dokaaner, naam kabaree. Draai naa oitihyashaalee oyeT. dokaan eba`m saainborDa duTi i gurudeber aamaler, sei petham baaishe shraabaNer par thekei shraddhaay kanTi abanata. arthaa`t estheTikaali bhaa`maa.
  • Jhiki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১২:২০ | 182.253.0.98
  • আর একটা দোকানের নাম - 'নাই কি চাই কি স্টোর্স'ঃ)
  • Lama | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১২:১৫ | 117.194.238.18
  • বেশির ভাগ জায়গায় দোকানের নাম হয় "জয়কালী মিষ্টান্ন ভান্ডার' বা "রাজেশ্বরী বস্ত্রালয়' গোছের। কিন্তু বর্ধমানের অনেক দোকানের নাম "চাউল পাওয়া যায়' বা "কাপড়ের দোকান' বা "খুচরা ও পাইকারি লৌহ বিক্রয় হয়' ইত্যাদি
  • Lama | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১২:১৩ | 117.194.238.18
  • নিজেচ্চোখে না দেখলে পেত্যয় যাবে না, বোলপুরে আছে "কবিগুরু স্যানিটারিওয়্যার'
  • Jhiki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৮ | 182.253.0.98
  • ছিটমহল দোকানের নামও হয়, আমাদের বর্ধমানেই একপিস আছে!
  • dd | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৭ | 124.247.203.12
  • ও তাই ? আমি এতোদিন জানতাম অল্পো সল্পো ক্ষ্যাপাটে, মানে ছিটগ্রস্থ মানুষদের থাকার যায়গাকেই ছিটমহল বলে।

    রিটায়ার করে করে কোন ছিটমহলে থাকবো সেটা নিয়ে তাইলে আর চিন্তার কোনো দরকার নেই। ভালোই হোলো।
  • Netai | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১১:২৯ | 121.241.98.225
  • ছিটমহলের ব্যাপারটা আমি বুঝতে পারিনা।
  • Du | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১১:০৩ | 117.194.197.99
  • হ্যাঁ অপ্পন, দেখবো।
  • Kaju | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৮ | 59.163.201.173
  • বম্ম একটু মন দিয়ে মীরাক্কেল দেখো।
  • ppn | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৭ | 204.138.240.254
  • টেরাকোটার আর্মির প্রদর্শনীটা মিস কোরো না। আমরা লন্ডনে বৃটিশ মিউজিয়ামে দেখেছিলাম। দেখার মতই জিনিস।
  • Du | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৯ | 117.194.197.99
  • যা বলেছেন -- খালি আমাকে তাহলে কঙ্গোতে চলেই যেতে হবে ঃ)
  • kiki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৮ | 59.93.213.79
  • উঃ!!! লিখেই মনে হচ্ছে আবার ভুল মানে না বেড়োয়। ক্ষী চাপ!
  • kiki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৬ | 59.93.213.79
  • এদিকে সেদিন স্পেন্সারে আমার একটা সিন্থল সাবান দেবার ছিলো এরিয়ালের সাথে সেটা ব্যাটারা মেরে দিলো।:X
  • kiki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৫ | 59.93.213.79
  • আমার আবার জায়গার সাথে গন্ধ ক্যামন একাকার হয়ে যায়।যেমন সিন্থল সাবানের গন্ধ পেলেই সিমলা আর দাঁড় কাক মনে পরে।
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩২ | 72.83.92.218
  • দুদি, ওঃ। তো, বাইরে তো তাকাইইনি আর। লোকজন তো সার দিয়ে দরজার বাইরে। আর শেষ শো অব্দি বসে ছিলাম। তাই বেরোবার সময়ও কোন ক্রুদ্ধদৃষ্টিপাত সহ্য করতে হয়নি ঃ)
    ঐ ঘুপচি মতন ঘর।
    ঐ ঘর, ঐ সুর।আমার অন্য কিছু মনে পড়ে যাচ্ছিলো। লিখবো পরে।
    ইন ফ্যাক্ট তখনি ভীষণ লিখতে ইচ্ছে হয়েছিল। হল না। অনেক মনে হওয়া হারিয়েই গেল।
    গুলাম আলি শুনতে শুনতেও কত কী মনে হচ্ছিলো।
    মনে হওয়াগুলোই কেবল মনে রয়ে গেছে। কী মনে হয়েছিলো, সব কেমন আবছা।

    তবে, সেদিন গ্র্যান্ড ক্যানিয়নের পথে যেতে যেতে একটা জিনিস ভীষণভাবে টের পেলাম। ছবি তুলতে তুলতে। একেকটা দৃশ্যের সাথে একেকটা সুর কী ভীষণভাবে জড়িয়ে থাকে। কিম্বা সুরের সাথে দৃশ্য।
    তারপরই তো হুড়মুড়িয়ে ঐ নেটিভ ইন্ডিয়ান মিউজিকের সিডিটা কিনলাম। আর মশামেসোর সাথে ঝগড়াঝাঁটি করে চন্দ্রবিন্দু , মহীন বন্ধ করে গাড়িতে ঐ গান চালালাম।
    ধু ধু মরু, পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়। একটা দুটো গাছ। চন্দ্রবিন্দু, মহীন কী ভীষণ রকম আর্বান। পুরো চটকে দিচ্ছিল ছবিগুলো।
  • nyara | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১০:২৮ | 203.110.238.17
  • দুকুরদির ডিনার টেবিলে ছেলের সঙ্গে আলোচ্য বিষয়াবলী?

    ১। কঙ্গোয় কমিউনিজমের ভবিষ্যৎ
    ২। চৈনিক অগ্রগতির আলোকে জমি-অধিগ্রহণ আইন
    ৩। মার্কিন অর্থনীতির হাল ঃ স্টিগলার বনাম ক্রুগম্যান
    ৪। পশ্চিমবঙ্গের বর্তমান শ্রমিক আন্দোলনের হালহকিকৎ
    ৫। উদ্বৃত্ত মুনাফা - অতীত ও বর্তমান
  • siki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১০:১৮ | 123.242.248.130
  • আম্মো তাই ...
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০৯ | 72.83.92.218
  • আর ওদিকে 1 কে I পড়ে আমি বিষম খাচ্ছিলাম। তারপর ভাবলাম, হবেও বা। কালকের ....
  • Du | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০৬ | 117.194.197.99
  • তিনটে শো দেখলে বলে জিজ্ঞেস করলাম। বাইরে তো লম্বা লাইন থাকে, তাই।
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০৪ | 72.83.92.218
  • কাঁঠালিচাঁপা তো এখনো আমাদের জানলার পাশে আছে। আমার ছোটোবেলার ঘরটার।
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০৩ | 72.83.92.218
  • ওহ ! ঃ( তাই বলো। আমি অন্য একটা খবর পড়তে গিয়ে এটা দেখে ঘাবড়ে গেলাম। এটা আবার হয়েছে আর তাই এই নিয়ে কোন উচ্চবাচ্যা নেই দেখে ঘাবড়ে গেসলাম।

    কিন্তু দুদি কীসের কথা কইলে ?
  • byaang | ০৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০০ | 122.167.210.197
  • দুয়ের বারোবছুরের প্রশ্ন আর তা দেখে ছোটাইয়ের ""কী খাচ্ছিল?'' প্রশ্ন পড়ে থেকে হেসেই চলেছি।
  • byaang | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৮ | 122.167.210.197
  • দেফুর এবার দয়ালবাবার লিংটা দেওয়াই বাকি আছে শুধু, যা দেখছি।
  • Du | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৪ | 117.194.197.99
  • ক্লাস সিক্সে যিনি সোশ্যাল স্তাডিজ এর টীচার ছিলেন, আমাদের অবাক করে দিয়ে আমেরিকা, তথা টেক্সাসে বসেও তিনি কমিউনিজম বা কিউবা সম্বন্ধে কোন বিরুপ তো নয়ই বরং একটু সদয় আইডিয়াই দিয়েছিলেন, সেই থেকে মাঝে মাঝেই এটা ওটা জিজ্ঞেস করে বা বলে।
  • l | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫১ | 61.12.12.83
  • Du | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫১ | 117.194.197.99
  • এমনি ভাতই তো খাচ্ছিল, তবে ঐ টেরাকোটার মূর্তিরা , যারা চীন থেকে আসছে কলকাতা মিউজিয়ামে, তাদের বিষয়ে পড়ছিল খবরের কাগজে। এদিকে পরীক্ষা চলছে, আর তিনি সারাক্ষণই অন্য বিষয়ে কথা বলতে চান, তাই আর জিজ্ঞেস করিনি কেন বলছে ঃ)
  • i | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৪ | 137.157.8.253
  • কি খাচ্ছিল?
  • Du | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৩ | 117.194.197.99
  • আমার ছেলে কাল খেতে খেতে সুচিন্তিত মতামত দিয়েছে - চায়না হ্যাজ দিস্ট্রয়েড দি মিনিঙ অফ কমিউনিজম ঃ)
  • Jhiki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৫ | 182.253.0.98
  • অচিন্ত্যের টই এর লেখার সূত্রেঃ
    আমি কাঁঠালিচাঁপা গাছ দেখেছি, নলহাটীর নলহাটেশ্বরী মন্দিরে, ৮৩-৮৪ সালে। এখনও হয়ত গাছটা বেঁচে আছে.... আপনি সাংবাদিক মানুষ, কাজের জন্য ওদিকে গেলে একবার খুঁজে দেখতে পারেন।
    এই গাছ টার এর সাথে ছোটবেলার কিছু সুন্দর স্মৃতি আছে, তাই এর কথা আমার মনে আছে।
  • siki | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:২২ | 123.242.248.130
  • এখন আর কেউ হাসির পোস্ট করছে না? ঃX
  • ppn | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৩ | 122.252.231.10
  • পাই কবেকার ঠোঙা হয়ে যাওয়া লিং দিয়েছে।
  • i | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০২ | 137.157.8.253
  • ব্যাং, কল্লোলদা,
    ব্যক্তিগত শোক প্রাচীন হয়ে গেছে। মাঝে মাঝে নাড়া পড়ে। কাল যেমন।
    ভালো থাকুন।
  • Du | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪৩ | 117.194.197.99
  • পাই, জানালার বাইরের লোকেরা ক্রুদ্ধদৃষ্টি দিল না?
  • aka | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০৪:১২ | 75.76.118.96
  • হ্যায় লেকিন থোড়া ছুপকে ছুপকে হ্যায়।
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪০ | 128.231.22.133
  • লামাদা, শুধু হাঁক পাড়লে হবে ? লাঠি ঠকঠকাতে হবেনা ?
  • Lama | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০৩:৩৫ | 117.194.241.239
  • কোই হ্যায়?
  • Su | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৪ | 109.145.61.202
  • একটা গান খুঁজছি কেউ দিতে পারো? 'সই কেমনে ধরিব হিয়া-- আমারি বঁধুয়া আন বাড়ি যায়-' ইউটিউব ইস্নিপসে পেলামনা।
    প্লিজ!
  • Tim | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৫ | 198.82.18.254
  • একেই বলে কপাল! এট্টু হাসাহাসি কত্তে এলাম, আর অমনি কাজের চাপে হাতে হ্যারিকেন হলো।
    সান্দাকে,
    পিজের উত্তর ভেবেচিন্তেই লিখিচি। ;-)
  • Nina | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০২:২৩ | 12.149.39.84
  • তবে এবার আম্মো বাড়ী যাব----যাবার আগে একটা উঁকি মেরে যাই---টা টা
  • Nina | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০২:১৬ | 12.149.39.84
  • আমি আছি পিপি---ঃ-)
  • pipi | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০২:১০ | 129.74.191.152
  • দেকেছ? যেই না আমি এট্টু নাচতে নেমেছি গুরুর উঠোনে অমনি সব্বাই কেটে পড়লঃ-(
  • pipi | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৫ | 129.74.191.152
  • আমারে মূর্খ কইল ডাগদার! আর ইদিকে গ্যাঁটের কড়ি খসিয়ে যখন জ্যাজ ডান্স শিখতে গেসলাম, সেখেনে তো জ্যাজই বাজাত। তাহলে হল কিনা নাচের গান?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত