একটা সিভি এসেছে, ক্যান্ডিডেট পোর্তো প্লাতায় কোথাও একটা কাজ করতো। অপু আর লীলাকে মনে পড়ে গেল। আর বাইরে শরৎ কালের রোদ।
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৫ | 122.167.224.165
ঘুমোতে গেলাম। গুন্নাইট সব্বাইকে।
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২৩:১১ | 122.167.224.165
বনফুল রচনাবলীতেই কন্যাসু পেয়ে যাবেন। নিউ বেঙ্গল পাবলিশার।
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৯ | 122.167.224.165
হ্যাঁ কাবলিদা, কন্যাসু, খুব মিষ্টি লেখা।
kd | ১২ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৪ | 59.93.255.185
বনফুলের সব লেখাই আমার খুব ভালো লাগে। তবে, একটা বই, কন্যাসু, পড়ে খুব মজা পেয়েছিলুম। এক ভদ্রলোক মেয়ের বিয়ে দেবেন, সেই নিয়ে চিঠির আদানপ্রদান।
বই আর বইএর লিংকটা কেউ দেবে?
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২৩:০২ | 122.167.224.165
এক্ষুনি ফেসবুকে এই ভিডিওটা পেলাম এক বন্ধু পোস্ট করেছে।
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৭ | 122.167.224.165
দুচ্ছাই, নামটা না লিখেই সাবমিট করে দিলাম। গল্পটার নাম শাজাহান। ক্লাস নাইনে পড়েছিলাম, ঐ বয়সে কী ভালো যে লেগেছিল লেখাটা, বলে বোঝাতে পারব না। গল্পটার কথা মনে পড়লেই আজও গলার কাছে সেই দলাটা টের পাই।
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৫ | 122.167.224.165
ও নিশি, তোমাকে বনফুলের একতা লেখা সাজেস্ট করি? আমার খুব প্রিয়।
nk | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৮ | 151.141.84.194
বই আর বই তে তো গাদা গাদা বাংলা বই উঠছে, তো সেখান থেকে আদর্শ হিন্দু হোটেল পড়ে নিলাম কিন্তু ভালো লাগলো না। যিনি পথের পাঁচালির মতন উপন্যাস আর মেঘমল্লারের মতন গল্প লিখেছেন তাঁর হাত দিয়ে আ হি হো বেরিয়েছে বিশ্বাস করতে কষ্ট হয়। তবে কিনা সব লেখাই তো আর সমান ভালো হয় না! এখন নীললোহিতের পুরানো কিছু আর বনফুল পড়ছি।
nk | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:৩২ | 151.141.84.194
হনু র বাংলা আসছে! কী চমৎকার! রোমানে পড়তে বড় কষ্ট হতো। জ্জীও হনু। ঃ-)
h | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:৩১ | 116.203.220.175
যাক বাংলা কমারশিয়াল ফিকশন নিয়ে আমার মূল ও মহান বক্তব্যটি এই শারদ সন্ধ্যায় বলা হয়ে গেলো। এ বত্সরে এই একবার ই যথেষ্ট। আসছে বছর আবার হবেঃ-)
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:২৭ | 122.167.224.165
হ্যাঁ, জানি তো। ঃ-(
siki | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:২৩ | 122.173.2.250
আমার কাছে আছে। পটাশম্যাম অসম্ভব যত্ন নিয়ে পুরো শারদীয়াটা কালার প্রিন্ট আউট নিয়ে আমাকে কুরিয়ার করে পাঠিয়েছিলেন।
h | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:২১ | 116.203.220.175
না আমার কাছে আনফরচুনেটলি নেই।
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:২০ | 122.167.224.165
হনুর ১০ঃ১৭র পোস্ট ভারি পছন্দ হল।
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:১৯ | 122.167.224.165
নবকল্লোল চার্চ স্ট্রীটে অনেক আগে পাওয়া যেত, গত বছর চারেক আর পাই নি ওখানে। কোলকাতায় গিয়ে পড়ি। গতবছর সবাই নবপত্রিকার কথা বলছিল। ওটা আমার পড়া হয় নি। ওটা বোধ হয় কাজু, সৈকত আর কুমুদির কাছে আছে। হনুর কাছেও থাকার কথা।
h | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:১৭ | 116.203.220.175
তবে আমি দেশ ছাড়া কমারশিয়াল আর কিসু এ যাত্রা কিনি নাই। অসংখ্য বয়স্ক, প্রখর বুদ্ধিমান, প্রায়শ একই সাথে অতি উচ্চশিক্ষিত , বিদগ্ধ স্বচ্ছল মানুষ, মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়া সঙ্কেÄও কেন সকলে মিলে এত বাজে লেখেন প্রায় বাৎসরিক তর্পণের মত করে, আমাদের পক্ষে জাস্ট জানা সম্ভব না, নামহীন চেহারাহীন পাঠকের প্রতি তুমুল অশ্রদ্ধা ছাড়া এই জিনিস হয় না। যাক এগুলো সব ই ছেঁদো কথা।
siki | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:১৭ | 122.173.2.250
কমেন্টটা ঠিক কীভাবে নেব বুঝতে না পেরে কাটিয়ে দিলাম শেষমেশ ঃ-)
sayan | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:১৬ | 115.184.7.13
গতবছর সবাই একটা পূজাসংখ্যার নাম খুব বলছিল এখন আর নামটা মনে পড়ছে না, কারুর মনে আছে?
sayan | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:১২ | 115.184.7.13
ব্যাঙদি, নবকল্লোল পাওয়া যায়? কিনেছো?
sayan | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:১০ | 115.184.7.13
বাপ্রে! চূড়ান্ত প্রতিশোধ! ঃ-))
হনুদার এত পয়সা যে মনেই পড়ছে না অতএব কোনও মাপজোখই নেই! ডাবল বাপ্রে! ঃ-))
h | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:০৯ | 116.203.220.175
হ্যাঁ। পয়সা না থাকলে কেউ ইন্টারনেট করে, দ্যাট্স নেট ডেমোক্রাসি ফর ইউ ঃ-)
h | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:০৬ | 116.203.220.175
এই রে মনে পড়ছে না। বোধ হয় না।
siki | ১২ সেপ্টেম্বর ২০১১ ২২:০৫ | 122.173.2.250
হনুর প্রচুর পয়সা।
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৭ | 122.167.224.165
হনু, দেশে কি বাণী বসু লিখেছেন?
sayan | ১২ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৫ | 115.241.88.206
অ্যাঁ! সত্যিই দূরের!! তেলের খনি আবিষ্কার করেছো নাকি!!! ইন্দিরানগরে সিএমএইচ রোডে এম কে আহমেদ, ফুড ওয়ার্ল্ড - ষোলো কিমি মত। আউটার রিং রোড ধরে বিটিএম চলে যাও - ডিস্ট্যান্স ওরকমই। বেশ দূরের মানে ভিজয়নগর চলে এসো। মাত্র বিয়াল্লিশ কিমি সত্য সাই থেকে। আরও দূর চাই? আর টি নগর? সঞ্জয়নগর?? হেব্বাল???
h | ১২ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৫ | 116.203.220.175
আমি একটা পড়ে/পেড়ে এনেছি। দেশ। পড়া বা কেনা দুটি -ই অনুচিত। এমনকি ঠোঙা অবস্থাতেও না।
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৩ | 122.167.224.165
আরে, আমি আর কী ফিডব্যাক দেব, কোনোটাই একটা-দুটো গল্পের পড়ে আর এগোতে পারছি না। আর আগের বছর কেমন গোগ্রাসে পড়ে ফেলেছিলাম সব। তবে আমার এখনো দেশ কেনা বাকি। আমার উনিশ-কুড়িটা মন্দ লাগে নি। আর কিনবিই যখন সব কটাই কিনে ফেল। সব কটাই তুল্যমূল্য হয়, কোনটা কোনটার থেকে বেশি খারাপ, বলা মুশকিল।
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২১:৫১ | 122.167.224.165
অবিশ্যি, এখন প্রায় দশটা বাজে, এখন কাছে-দূরে তো কিছুই যায়-আসে না। একজন ঐ পাড়ায় মিটিংয়ে গেছে, জিগালুম - কোন কোম্পানি? বলল - মোবিলি। আমি জীবনে এরম কোনো কোম্পানির নাম শুনি নি, তাই জিগালুম - এই কোম্পানিটা কী করে? গাড়ির মোবিল বানায়? তাতে অকারণে খচে গিয়ে খ্যাঁকখ্যাঁক করে আমাকে বিচ্ছিরি দু-চার কথা শুনিয়ে দিল। তাই আমিও প্রতিশোধস্পৃহা দমন করতে না পেরে টাইট দেওয়ার জন্য একটা মুদির দোকানের লিস্টি ধরাব এখন আর বলব অমুক দোকান ছাড়া ঐ জিনিসগুলো পাওয়া যাবে না। এই বলে বেশ দূরের একটা দোকানের নাম করব। এটা ছিল অরিজিনাল আইডিয়া।
sayan | ১২ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৬ | 115.241.88.206
আচ্ছা সবাই মোটামুটি পূজাবার্ষিকী পড়ে শেষ করে ফেলেছে তো, এবার ফীডব্যাক দাও কোন্টা কেনা যায়?
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৬ | 122.167.224.165
চাইছি দূরের দোকান, আর তুই দিচ্ছিস কাছেপিঠের দোকানের খোঁজ!!
sayan | ১২ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৩ | 115.241.88.206
বেশ দূর হয়, এমন অনেক আছে ঃ-) কাছেপিঠের মধ্যে বিগ বাজার (সত্য সাই হাসপাতাল থেকে ভলভোয় একটা স্টপ টুওয়ার্ডস আইটিপি)। তবে বেটার হচ্ছে হাইপার সিটি। কুন্দনহাল্লি বাস স্টপের একটু সামনে। একটা রিলায়্যান্স ফ্রেশও আছে মনে হয় ওটার কাছেপিঠেই।
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৩ | 122.167.224.165
আরে না না, সান্দা, সেরম সিরিয়াস কিছু না। প্পণ তো টেনশন খেয়ে এক্ষুনি ফোন করেছিল। আমি জানতে চাইছিলাম তোদের হোয়াইটফিল্ডে সাঁইবাবার হাসপাতালের থেকে বেশ দূর হয় এরম কী কী মুদির দোকান আছে? আমিও তোদের খুঁজে না পেয়ে এট্টু রান্না করতে গেছিলাম।
Kaju | ১২ সেপ্টেম্বর ২০১১ ২১:৩০ | 59.93.203.206
আজকে যে কী হচ্ছে ! যেই গুরু খুলচি, দেকচি কিকিদি আমারে কিছু কয়ে গেচে। বাঃ দিব্য লাগচে কিন্তু।
ppn | ১২ সেপ্টেম্বর ২০১১ ২১:২৫ | 204.138.240.254
আমি ছিলাম না। কল চলছিল। ফোনাবো?
kiki | ১২ সেপ্টেম্বর ২০১১ ২১:১১ | 59.93.245.62
কাজু, আমাত্তো টিভি কানেকশন নাই, মানে নিই নি। কোথাও গেলে, সেখানে যে যা দেখে আমিও এট্টুস দেখে নিই।বা লিং দিলে নেটে। ব্যাস।ঃ)
sayan | ১২ সেপ্টেম্বর ২০১১ ২১:০৮ | 115.241.88.206
রান্না করতে যাচ্ছি। একটা মেইল ভেজে দিও।
sayan | ১২ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৯ | 115.241.88.206
এই ফিরলাম। বলে ফেলো।
siki | ১২ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৭ | 122.173.2.250
হায়, ব্যাঙের ডাকে কেউ সাড়া দিচ্ছে না।
কী দরকার?
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৩ | 122.167.224.165
সায়ন আছিস?
siki | ১২ সেপ্টেম্বর ২০১১ ২০:৫১ | 122.173.2.250
Zzzz উত্তর দিয়েছি। দেখে নিও।
byaang | ১২ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৪ | 122.167.224.165
প্পন, আছিস? তাড়াতাড়ি সাড়া দে।
siki | ১২ সেপ্টেম্বর ২০১১ ২০:২৩ | 122.173.2.250
পেয়েছি। একটু পরে উত্তর দিচ্ছি।
Zzzz | ১২ সেপ্টেম্বর ২০১১ ২০:০৮ | 216.94.113.242
শমীক,
মেল করেছি
nk | ১২ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৫ | 151.141.84.194
অভ্যু, যদি থেকে থাকো একটা প্রশ্ন ছিলো। "নরবানরের গ্রহে" নামে অদ্রীশ বর্ধন Planet of the Apes এর যেই অনুবাদটা করেছিলে কি জ্ঞা বি তে বহুকাল আগে, সেটা কি বই হিসাবে পাওয়া যায়? আর সেই প্রথম মুভিটা, ১৯৬৮ এর, সেইটা কি এই গল্পের হুবহু, নাকি বেশ একটু বদলে দেওয়া? মুভিটার ছোটো ছোটো ক্লিপস দেখে মনে হলো শুরু আর শেষ বদলে দিয়েছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন